শ্রেণি: ৭ম/ 2022 বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্টেরের উত্তর 2022 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 |
কর্মক্ষেত্র ও সামাজিক সম্পর্ক উন্নয়নে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির (আইসিটি) ভূমিকা:
শিখনফল/বিষয়বস্তুঃ
- ১। কর্মক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে;
- ২। কর্মক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে;
- ৩। সমাজ জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবে।
অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাঃ
অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করার জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে।
- ১। কর্মক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারের দিকসমূহ উল্লেখ।
- ২। কর্মক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা।
- ৩। বিপজ্জনক যান্ত্রিক কাজ, অফিস অটোমেশনে তথ্য ও যােগাযাগ প্রযুক্তির ভূমিকা ও গুরুত্ব উল্লেখ।
- ৪। সামাজিক সম্পর্ক উন্নয়নে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির প্রায়ােগিক দিকসমূহ উল্লেখ। [২০০ শব্দের প্রতিবেদন দাখিল কর।]
তারিখ : –/—/২০২২ ইং । বরাবর , প্রধান শিক্ষক, বাংলা নিউজ এক্সপ্রেস স্কুল , ঢাকা-১২০৭ , বাংলাদেশ । |
বিষয় : কর্মক্ষেত্র ও সামাজিক সম্পর্ক উন্নয়নে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির (আইসিটি) ভূমিকা’ বিষয়ক প্রতিবেদন। |
জনাব,
বিনতি নিবেদন এই যে , আপনার আদেশ নং বা.উ.বি.৩৫৫-১ তারিখ : –/—/২০২২ ইং অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম ।
কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দিকসমূহঃ
আমাদের দৈনন্দিন জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানা দিকসমূহ জড়িত। নিম্মে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দিকসমূহ আলোকপাত করা হলো১.ঘরে বসে অফিসের সকল কাজ সম্পন্ন করা যায়।২. বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রোবট ব্যবহার করার মাধ্যমে বিপজ্জনক কাজগুলো করা যাচ্ছে।৩. ঘরে বসে যেকোনো পরীক্ষার ফলাফল জানা যায়।৪.চালকবিহীন গাড়ি চালানো যায়।
উপরোক্ত কাজগুলো ছাড়াও কর্মক্ষেত্রে আইসিটির নানা দিক রয়েছে। এসব দিকসমূহ আমাদের কর্মজীবনকে সহজ ও আনন্দদায়ক করেছে। জীবনকে করেছে অধিকতর সহজ ও গতিশীল।
কর্মক্ষেত্রে আইসিটির গুরুত্ব :
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এখন কর্মক্ষেত্রে আইসিটির বহুমুখী প্রভাব ও ব্যবহার লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে প্রচলিত কর্মক্ষেত্র এবং পুরাতন ব্যবসা – বাণিজ্যে কর্মীদের দক্ষতা , জবাবদিহিতা এবং স্বচ্ছতা বেড়েছে। অন্যদিকে এর ফলে সেবার মানও উন্নত হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটি নিজেই একটি বড় আকারের বাজার সৃষ্টি করছে। আইসিটিতে দক্ষ কর্মীরা দেশের বাইরে কোনো প্রতিষ্ঠানে অথবা স্বতন্ত্রভাবে আউটসোর্সিং করে কাজ করতে পারে। কর্মক্ষেত্রে আইসিটির গুরুত্ব অপরিসীম।
অফিস অটোমেশনে আইসিটির গুরুত্ব ও সুবিধাসমূহ :
কোনো অফিসের কাজ সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ করা , জমা করা এবং পরিচালনা করার জন্য যদি কম্পিউটার যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে অফিস অটোমেশন বলে। বর্তমান সময়ে অফিস অটোমেশন করার ফলে অনেক কঠিন কাজ সহজ হয়েছে। অফিস অটোমেশনের সুবিধাসমূহ :১.এর ফলে অফিসের কর্মী সংখ্যা কম লাগে।২. অনেক সময়সাধ্য কাজ অল্প সময়ে করা যায়।৩.অফিসের কাজে ভুল কম হয়।৪.জবাবদিহিতা নিশ্চিত হয়।
সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির প্রয়োগিক দিক :
আমরা সবাই সমাজে বাস করি সমাজের নানা প্রয়োজনে আমারা নানান ধরনের হাতিয়ার ব্যবহার করি। একসময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে আর গ্রামে যেতে হতো খবর দিতে। মানুষ যখন লিখতে শিখল তখন সে চিঠি লিখে মনের ভাব আর খবর পাঠাতে শুরু করল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। টেলিগ্রাফ আর টেলিফোনের আবিষ্কার এই ব্যাপারগুলোকে আরও সহজ করে দিয়েছে। এখন আইসিটি সামাজিক চাহিদা পূরণের ব্যাপারগুলোকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। মানুষ সহজেই তার প্রয়োজনে অন্যদেরকে পাশে পায়। সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির প্রয়োগিক দিক গুরুত্বপূর্ণ অবদান রাখে।
প্রতিবেদকের নাম : রাকিব হোসেন সজল রোল নং : ০১ প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক বিষয় : কর্মক্ষেত্র ও সামাজিক সম্পর্ক উন্নয়নে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির (আইসিটি) ভূমিকা’ বিষয়ক প্রতিবেদন। প্রতিবেদন তৈরির স্থান : ঢাকা তারিখ : –/—/২০২২ ইং । |
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
- Class: 6 To 9 Assignment Answer Link
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 biology solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week biology solution 2022]