আল্লামা মামুনুল হক এর জন্ম নভেম্বর ১৯৭৩ একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, অধ্যাপক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক, সম্পাদক, ইসলামি বক্তা ও সমাজ সংস্কারক। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকার শায়খুল হাদিস, বাবরি মসজিদ বাংলাদেশ, মাহাদুত তারবিয়্যাতুল ইসলামিয়া ও তারবিয়্যাতুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মাসিক রহমানী পয়গামের সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও বায়তুল মামুর জামে মসজিদের খতিব।
তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের ইসলামি বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উপদেষ্টা সহ কয়েকটি সংগঠনের নেতৃস্থানীয় পদে রয়েছেন।
ইসলামি নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী ও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত আন্দোলনে নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়েছিলেন।
ইসলামি মৌলবাদ প্রচারের অভিযোগে তাকে বাংলাদেশে নিষিদ্ধ, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ ৬৫টি বাম সংগঠন দেশব্যাপী ব্যাপক আন্দোলন করেছে।
মামুনুল হক এর জন্ম ও বংশ
মামুনুল হক ১৯৭৩ সালের নভেম্বরে আজিমপুর, ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুল হক ছিলেন একজন সুপরিচিত বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও সহিহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক, যিনি ‘শায়খুল হাদিস’ নামে সমাধিক পরিচিত। তার ভাইবোনের সংখ্যা ১৩। মাহফুজুল হক তার অগ্রজ, একজন প্রভাবশালী ইসলামি পণ্ডিত ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব।
তার শিক্ষাজীবন
১৯৮৫ সালে ১২ বছর বয়সে তিনি লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কুরআনের হেফজ (মুখস্থ) সমাপ্ত করেন। ১৯৮৬ সালে ভর্তি হন জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকায়।
১৯৯৩ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা থেকে কওমি মাদ্রাসার সর্ববৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শ্রেণিতে প্রথম স্থান, ১৯৯৫ সালে স্নাতক শ্রেণিতে তৃতীয় স্থান এবং ১৯৯৬ সালে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।
পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন।
মামুনুল হক এর কর্মজীবন
তিনি পাঁচ বছর সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেথুয়া মাদ্রাসা এবং দুই বছর মিরপুর জামিউল উলুমে শিক্ষকতা করেন। তারপর ২০০০ সাল থেকে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকায় শায়খুল হাদিস (হাদীস বিভাগীয় প্রধান) হিসেবে দায়িত্বরত আছেন।
২০১৫ সালে তিনি মাহাদুত তারবিয়্যাতুল ইসলামিয়া নামে একটি উচ্চতর ইসলামি শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন।
এছাড়াও তিনি বায়তুল মামুর জামে মসজিদের খতিব। ২০২০ সালের ফেব্রুয়ারির দিকে তিনি ঢাকায় বাবরি মসজিদ বাংলাদেশের নির্মাণ কাজ শুরু করেন।
২০২০ সালের ১০ অক্টোবরে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব নির্বাচিত হন।
২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের ইসলামি বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উপদেষ্টা নির্বাচিত হন।
পারিবারিক জীবন
পারিবারিক জীবনে তিনি বিবাহিত ও তিন ছেলের জনক। তার স্ত্রী কুরআনের হাফেজ এবং শ্বশুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তাবলিগ জামাতের সদস্য।
Mamunul Haque Publications
He has published ten books and edited four. Since 2001, he has been editor of the magazine Monthly Rahmani Pay game. He also writes articles on contemporary issues in national and daily newspapers.
Books:
Speaking from prison (2013)
Time message
Speaking of arches and pulpits
The role of Alem Society in the freedom struggle
Struggle in the way of truth
Women’s rights: interpretation and elimination of misconceptions
Pahela Boishakh: What does Islam say?
The identity of a successful believer
A religious invitation
Caliphate state system: introduction and policy
I want lively workers in the Islamic movement
Leadership and loyalty in Islamic organizations
Leadership, loyalty and Islamic life
What is the Islamic organization and why?
Our speech not against Bangabandhu: Mamunul Haque
“Out statement or speech is not against Bangabandhu Sheikh Mujibur Rahman but against the sculpture,” said Hefazat-e-Islam joint secretary Maulana Mamunul Haque.
Mamunul Haque said, “For last several days, Islam-loving people have been agitated over the issue of constructing a sculpture of Bangabandhu at Dhaka’s Dholaipar. From the Islamic point of view, the construction of sculpture of human or any animal is a non-Islamic culture and the scholars are protesting against the practice.
In that context, I have also spoken out against the construction of the sculpture. But a vested quarter is trying to brand this as antipathy against Bangabandhu Sheikh Mujibur Rahman.
My statement in this regard is unequivocal- I fully respect the great leader and architect of Bangladesh’s independence Bangabandhu Sheikh Mujibur Rahman and pray for the forgiveness of his departed soul. Our statement is against the sculpture, not any way against Bangabandhu.”
Allama Mamunul Haque personal profile
Name: | Mamunul Haque |
Father: | Allama Azizul Haque |
Birth Date: | 10 May 1984 |
Age: | 36 years |
Height: | 5 feet 11 inches |
Weight: | 82 kg |
Profession: | Islamic Scholar |
Nationality: | |
Religion: | Islam |
Denomination: | Sunni |
Jurisprudence: | Hanafi |
Movement: | Deobandi |
Main interest: | Tafsir, Hadith studies, Islamic Jurisprudence |
Notable work: | Senior Muhaddith of Jamia Rahmania Arabia Dhaka |
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে