মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ, ডিগ্রি ৩য় বর্ষ মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন PDF Download
ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের কৃষি বাজারজাতকরণ [ Agricultural marketing] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের Subject Code: 132303 |
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন বিষয় কোড: ১৩২৩০৩। বিষয়: কৃষি বাজারজাতকরণ।
মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. কৃষি পণ্য কি?
উত্তর : যে সকল পণ্য সামগ্রী মূলত ভূমি, নদ-নদী, খামার প্রভৃতি হতে উৎপন্ন হয় তাকে কৃষি পণ্য বলে।
২. প্রমিতকরণ কি?
উত্তর : সম্মানের ও সম আকৃতির পণ্যকে একত্রিত করার কাজকে প্রমিতকরণ বলে।
৩. প্যাকেজিং কি?
উত্তর : দীর্ঘ সময় পর্ন দ্রব্য সংরক্ষণ করার ক্ষেত্রে পন্য দ্রব্য পর্যায়ক্রমে প্যাকেট বা মোড়ক জাতকরণ প্রক্রিয়াকে প্যাকেজিং বলা হয়ে থাকে।
৪. গুদামজাতকরণ কি?
উত্তর : পণ্যের গুণাগুণ ধরে রেখে পণ্যের উৎপাদন ও বিক্রয়ের মধ্যকার সময় পর্যন্ত সঠিক ও বিজ্ঞানসম্মত উপায়ে পণ্য সংরক্ষণের ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে।
৫. নান্দনিক মূল্য কি?
উত্তর : নান্দনিক মূল্য খাদ্যদ্রব্যের রং আকার ডিজাইন সৌন্দর্য প্রকৃতির সাথে সম্পর্কিত কিছু খাদ্যদ্রব্য এমন রয়েছে যেগুলো সৌন্দর্য দেখেই ক্রেতারা আকৃষ্ট হয়ে যায়।
৬. কৃষি খামার কি?
উত্তর : যে কোন কৃষি পণ্য বা পশু সম্পদ উৎপাদন বা লালন-পালন প্রক্রিয়ার অন্তর্গত কোন উঠান, প্রাঙ্গণ, ছাউনি বা গৃহকে কৃষি খামার বলে।
৭. ঋতুগত উৎপাদন তারতম্য কি?
উত্তর : কতিপয় কৃষি পণ্যের উৎপাদন হয় মৌসুমি ভিত্তিক কিন্তু ভোগ হয় বছরব্যাপী। এসব পণ্যের ঋতুগত উৎপাদন ও ঋতুগত চাহিদার পার্থক্য কে ঋতুগত উৎপাদন তারতম্য বলা হয়।
৮. কর্পোরেট কৃষি কি?
উত্তর : সরকারি কৃষি ব্যবস্থায় নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট কোন কৃষি পণ্য উৎপাদন বাজারজাতকরণের মাধ্যমে নির্দিষ্ট ভোক্তার নিকট চূড়ান্তভাবে পৌঁছানো হলে তাকে কর্পোরেট কৃষি বলে।
৯. সমবায় মার্কেটিং কি?
উত্তর : উৎপাদকগণ তাদের কৃষি পণ্য সঠিকভাবে বাজারগতকরণ অথবা নিজস্ব ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ভোগ বা ক্রয়ের উদ্দেশ্যে ক্রেতাদের যৌথ সঙ্গবদ্ধ হওয়াকে সমবায় যা বাজারজাতকরণ বলে।
১০. পটলের জন্য বাংলাদেশের কোন স্থান বিখ্যাত?
উত্তর : পাবনা জেলা বিখ্যাত।
১১. নিলাম বিক্রয় কি?
উত্তর : যে প্রক্রিয়ায় দর কষাকষিতে ডাক ব্যবস্থার মাধ্যমে পণ্যদ্রব্য বিক্রয় করা হয় তাই নিলাম বিক্রয়।
১২. মার্কেটিং ব্যয় ও মার্জিন কি?
উত্তর : মার্কেটিং ব্যয়: বাজারজাতকরণ ব্যয় বলতে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত সংগঠিত বিভিন্ন ব্যয়ের সমষ্টিকে বোঝায়।
১৩. আইন বলতে কি বুঝ?
উত্তর : আইন হলো মানুষের প্রতিষ্ঠিত আচার ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে সার্বভৌম ক্ষমতার সুস্পষ্ট সমর্থন রয়েছে।
১৪. চুক্তির সংজ্ঞা দাও।
উত্তর : আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে।
১৫. দান কি?
উত্তর : বিনা প্রতিদানে কিছু করা হলে তাকে দান বলে।
১৬. আইনগত সম্পর্ক কি?
উত্তর : আইনগত সম্পর্ক বলতে উভয় পক্ষের মধ্যে দায় ও অধিকারের সম্পর্ক বুঝায় যা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
১৭. মুসলিম চুক্তি আইনের মৌলিক উপাদান কয়টি?
উত্তর : মুসলিম চুক্তি আইনের মৌলিক উপাদান চারটি।
১৮. পণ্য কি?
উত্তর : যে সকল দ্রব্য বিক্রয়ের পূর্বে যা বা বিক্রয় চুক্তির অধীনে আলাদা করার ব্যাপারে সম্মতি প্রতিষ্ঠিত হয়েছে এরূপ যাবতীয় অস্থাবর সম্পত্তিকে পন্য বলে।
১৯. ভবিষ্যৎ পণ্য কি?
উত্তর : পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের পর বিক্রেতা কর্তৃক যে পণ্য প্রস্তুত, উৎপাদিত বা সংগৃহীত হয় তাকে ভবিষ্যৎ বর্ণ বলে।
২০. ভাবি বা আগাম পণ্য কি?
উত্তর : ভাবি আগাম পণ্য হলো সেই সকল পণ্য যা চুক্তিপত্র স্বাক্ষরিত হওয়ার পর উৎপাদক বা বিক্রেতা তৈরি বা সংগ্রহ করে।
২১. বায়না কি?
উত্তর : কোন নির্দিষ্ট চুক্তির বিপক্ষে নির্ধারিত মূল্যের একটি অংশ ক্রেতা কর্তৃক বিক্রেতাকে আগামী হিসেবে প্রদান করাকে বায়না বলে।
২২. ন্যায্য সময় কি?
উত্তর : বাংলাদেশের বলবৎযোগ্য ১৯৩০ সালের পণ্য বিক্রয় আইনের সময় কি তা তথ্যের প্রশ্ন বা তথ্য গত প্রশ্ন।
২৩. বাজার কি?
উত্তর : বাজার হলো কোন দ্রব্যের ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দ্রব্যটির দাম ও পরিমাণ নির্ধারণের একটি কৌশল।
২৪. অধিগ্রহণের পর জমির মালিক কি পরিমান ক্ষতিপূরণ পেতে পারে?
উত্তর : বাজারে স্থাপনের পূর্বে ওই জমির আইনসঙ্গত মূল্য জমির মালিক ক্ষতিপূরণ হিসেবে পেতে পারেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ব্যবসায় আইনগত পরিবেশ বলতে কি বুঝায়?
২. প্রতারণামূলক কার্যক্রমের বিপক্ষে আইনসমূহ উরেুল্লখ কর।
৩. বাজারজাতকরণ সিদ্ধান্তে আইনের প্রভাব লেখ।
৪. প্রতারণামূলক প্যাকেজিং বলতে কি বুঝায়?
৫. আইনগত পরিবেশ সম্পর্কে জানার যৌক্তিকতা আলোচনা কর।
৬. প্রস্তাব ও স্বীকৃতির মধ্যে পার্থক্য কি?
৭. একটি প্রস্তাব কিভাবে দেওয়া হয়?
৮. প্রস্তাব জ্ঞাপন ও স্বীকৃতি জ্ঞাপনের মধ্যে পার্থক্য দেখাও।
৯. সায় ও স্বেচ্ছায় বলতে কি বুঝ?
১০. নির্দোষ এবং প্রতারণামূলক মিথ্যা বর্ণনার মধ্যে পার্থক্য দেখাও।
১৪. মৌনতা কি প্রতারণা হতে পারে? যদি হয় তবে কখন?
১৫. ক্ষতিপূরণ চুক্তি কি? অথবা, ক্ষতিপূরণ চুক্তি কাকে বলে?
১৬. জামিন চুক্তির অত্যাবশ্যকীয় উপাদানসমূহ আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. কৃষি বাজারজাতকরণ অধ্যয়নের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
২. ক. কৃষি পণ্য বিপনের বাংলাদেশ সরকারের নীতিগুলো কি?
খ. খাদ্যশস্য বিপদে বাংলাদেশ সরকারের ভূমিকা ব্যাখ্যা কর।
৩. ক.কৃষি পণ্যের বিপণন ব্যয় মার্জিন বলতে কি বুঝ?
খ. কৃষি পণ্যের বিপণন ব্যায় মার্জিন উদাহরণসহ ব্যাখ্যা কর।
৪. ক. কৃষি পণ্যের বৈশিষ্ট্য আলোচনা কর।
খ. কৃষি পণ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে বিপণনে যে প্রভাব ফেলে তা উদাহরণসহ ব্যাখ্যা কর।
৫. বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সমস্যা গুলো আলোচনা কর।
৬. খাদ্য ভোগে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা কর।
৭. কৃষক পর্যায়ে ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সরকারের কার্যাবলী বর্ণনা কর।
৮. শাক- সবজি বাজারজাতকরণের সমস্যা ও সমাধানের উপায়সমূহ বর্ণনা কর।
৯. সমবায় বাজারজাতকরণের সাফল্য বা ব্যর্থতায় বিস্তারকারী উপাদান সমূহ বর্ণনা কর।
১০. ভোক্তার ভোগ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর।
১১. কৃষি পণ্য বাজারজাতকরণ অধ্যায়নের বিভিন্ন পদ্ধতি সমূহ বর্ণনা কর।
১২. আম চাষের পদ্ধতি বর্ণনা কর।
১৩. কৃষি পণ্যের মূল্য- হ্রাস বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা কর।
১৪. বাংলাদেশের খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা কর।
১৫. বাংলাদেশের চিংড়ি বাজারজাতকরণের সমস্যা সমাধানের উপায় বর্ণনা কর।
১৬. বাংলাদেশে খাদ্য দ্রব্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ
Degree 3rd Year Common Suggestion 2025
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
ক-বিভাগ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- কৃষি বাজারজাতকরণ কী?
- কৃষিপণ্য কী? স্থানীয় বাজার কী?
- কৃসি অর্থনীতির সংজ্ঞা দাও।
- কৃষিপণ্যের প্রাথমিক বাজার কী?
- মাধ্যমিক বাজার কী? কেন্দ্রীয় বাজার কী?
- কার্যভিত্তিক অ্যাপ্রােচ কী?
- খাদ্য দ্রব্যের বাজার বলতে কী বুঝ?
- BSTI ও BARC এর পূর্ণরূপ কী?
- প্রমিতকরণ বা মান নির্ধারক কি?
- BARI এর পূর্ণরূপ কী?
- মার্কেটিং ব্যয় ও মার্জিন কি?
- BINA এর পূর্ণরূপ কী?
- মূল্য কি? মূল্য রেশনিং কী?
- হেজিং কি?
- নান্দনিক মূল্য কি?
- পেগিং পদ্ধতি কী?
- পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ কী?
- CAMP এর পূর্ণরূপ কী?
- খাদ্য বাজারের বিকেন্দ্রকরণ কী?
- বাজারজাতকরণ গােয়েন্দাগিরি কি?
- ক্যালিব্রেশন কি?
- প্রজ্ঞাপিত বাজার কী?
- ভর্তুকি কি?
- আইন অনুযায়ী কৃষিপণ্য কাকে বলে?
- কৃষিপণ্যের বাজারজাতকরণ পদ্ধতি কি?
- পাটজাত দ্রব্য কী?
- পূর্ণরূপ লিখ: BJMC, BJEC, JMC, JTC, (%) * চালের মান নির্ধারণ বলতে কী বুঝ?
- FA0, BRRI এর পূর্ণরূপ লিখ ।
- কুটিয়াল কারা? খাদ্য বাজার কী?
- ফটকা ব্যবসায় কী?
- বাংলাদেশের প্রথম চা জাদুকর কবে কোথায় যাত্রা শুরু হয়?
- BTRI এর পূর্ণরূপ কী?
- FOF, FB0P, GBOP এর পূর্ণরূপ কী?
- আমের বৈজ্ঞানিক নাম কী?
- চামড়া বাজারজাতকরণ বলতে কী বুঝ?
- ওয়েট ব্লু ট্যানিং কি?
- Leather শব্দের প্রকৃত অর্থ কী?
- গৃহপালিত পিনি মুরগির উদ্ভব কোথায় হয়?
- পােস্ট্রি বর্জ্য থেকে কি তৈরি হয়?
- HACCP এর পূর্ণরূপ কী?
- অপদ্রব্য পুশিং কী?
- চিনি প্রস্তুতকরার উপাদানগুলাে লিখ।
- sIB, BSFIC এর পূর্ণরূপ কী?
- বাংলাদেশের সমুদ্র উপকূলের কত একক জমিতে লবণের চাষ করা হয়?
- বেগুনের জন্য বাংলাদেশের কোন স্থান বিখ্যাত?
- ঋতুগত উৎপাদন তারতম্য কি?
- সমবায় মার্কেটিং কি?
- প্যাকেজিং কি?
- নিলাম বিক্রয় কী?
- গুদামজাতকরণ কী?
- কর্পোরেট কৃষি কী?
খ-বিভাগ
১) কৃষি বাজারজাতকরণ বলতে কী বুঝ? (৯৯%)
২) কৃষিপণ্যের শ্রেণিবিভাগ আলােচনা কর?
৩) কৃষি মাকেটিং জটিল ও ব্যয় বহুল ব্যাখ্যা কর?
৪) কৃষিপণ্যের বিপণন ব্যয় ও মার্জিন বলতে কী বুঝ?
৫) খাদ্য দ্রব্যের বাজার কাকে বলে?
৬) বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াকারীগণ ব্যবস্থাপনা সংক্রান্ত যে ধরনের সমস্যার সম্মুখীন হন তার বর্ণনা কর?
৭) অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন উৎসাহিত করার জন্য সরকারের নীতি কি হবে? আলােচনা কর??
৮) উৎপাদন, ও দামের চক্রাকার আবর্তন কি?
৯) মূল্যের ঋতুগত তারতম্য ব্যাখ্যা কর?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১০) কৃষিপণ্যের সংরক্ষণ/গুদামজাতকরণের গুরুত্ব লিখ?
১১) কৃষিপণ্য বাজারজাতকরণে সংরক্ষণ সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত কর?
১২) কৃষক সমবায় মাকেটিং কিভাবে কৃষিপণ্যের উচ্চমূল্য নিশ্চিত করে?
১৩) প্রমিতকরণ ও পৰ্যায়িতকরণের মধ্যে পার্থক্য দেখাও?
১৪) কৃষিপণ্য বিপণন নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি?
১৫) কৃষিপণ্য বিপণনের কার্যাবলি বর্ণনা কর?
১৬) পাট বাজারজাতকরণ বলতে কী বুঝ?
১৭) বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের বাজার সম্ভবনা আলেচনা কর?
১৮) কুটিয়াল কারা? এদের কাজ কী?
১৯) বাংলাদেশে চাল কিভাবে মাকেটিং করা হয়?
২০) বাংলাদেশ চা বাের্ড সম্পর্কে বর্ণনা কর?
২১) আম বাজারজাতকরণের বৈশিষ্ট্যগুলাে লিখ?
২২) ফুড মাকেটিং এর কার্যভিত্তিক অ্যাপ্রােচ্যের সুবিধা সমূহ আলােচনা কর?
২৩) চামড়া বাজারজাতকরণ কী?
২৪) পােন্ট্রি বাজারজাতকরণ বলতে কী বুঝ?
২৫) বাংলাদেশে পােস্ট্রি শিল্পের উত্থান সম্পর্কে তুমি কী জান?
২৬) চিংড়ি সংরক্ষণ সম্পর্কে লিখ??
২৭) বাংলাদেশে চিনি শিল্পের বর্তমান অবস্থা লিখ??
গ-বিভাগ
১) কৃষিপণ্যের বৈশিষ্ট্য আলােচনা কর??
২) কৃষিপণ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে বিপণনে যে প্রভাব ফেলে তা উদাহরণসহ ব্যাখ্যা কর?
৩) বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যা ও সমাধানসমূহ ব্যাখ্যা কর??
৪) বাজারের উপর মান নির্ধারণের প্রভাব দেখাও । খাদ্য গ্রেড, ও মানের অসুবিধা কি?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৫) খাদ্য বাজারের সাথে সম্পৃক্ত পাইকারদের ধরণ ও বিতরণ কৌশল আলােচনা কর??
৬) ভােক্তার ভােগ সিন্ধান্ত প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলােচনা কর?
৭) কৃষিপণ্য উৎপাদনে মাকড়সার জাল তত্ত্বটি সংক্ষেপে লিখ??
৮) কুষিপণ্যের মূল্য নির্ধারণ কৌশলগুলাে আলােচনা কর??
৯) ভবিষৎ চুক্তির উপর ফটকা ব্যবসায়ের প্রভাব বর্ণনা কর?
১০) বাংলাদেশের সমবায় বাজারজাতগুলােকরণের সমস্যাসমূহ আলােচনা কর??
১১) সমবায় বাজারজাতকরণের সফলতা ও ব্যর্থতার প্রভাববিস্তারকারী উপাদানগুলাে আলােচনা কর?
১২) বাংলাদেশের বিভিন্ন ধরনের কৃষিপণ্য বাজারের বর্ণনা দাও??
১৩) কৃষিপণ্য বাজারজাতকরণের সরকারের ভূমিকা আলােচনা কর??
১৪) কৃষক পর্যায়ে ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সরকারের কার্যাবলি বর্ণনা কর?
১৫) বাংলাদেশের পাট বাজারজাতকরণ কার্যাবলি বর্ণনা কর?
১৬) বাংলাদেশের প্রেক্ষাপটে পাট বাজারজাতকরণের সমস্যা ও সমাধান আলােচনা কর?
১৭) বাংলাদেশের প্রেক্ষাপটে চাল বাজারজাতকরণের সমস্যা ও সমাধান আলােচনা কর।
১৮) বাংলাদেশে ধান ও চালের বন্টন প্রণালির বর্ণনা দাও??
১৯) বাংলাদেশে চা বাজারজাতকরণ সমস্যাসমূহ, ও এর সমাধান আলােচনা কর?
২০) বাংলাদেশে চা বাজারজাতকরণ বন্টন প্রণালি আলােচনা কর ।
২১) বাংলাদেশের প্রেক্ষিতে চামড়া সংগ্রহ পদ্ধতি আলােচনা কর??
২২) বাংলাদেশে চামড়া বাজারজাতকরণের সমস্যা ও সমাধান আলােচনা কর?
২৩) বাংলাদেশের হাস- মুরগি উন্নয়নের সম্ভবনা বর্ণনা কর?
২৪) বাংলাদেশের পােন্ট্রি শিল্পের সমস্যাবলি আলােচনা কর?
২৫) চিংড়ি বাজারজাতকরণের সমস্যা ও সমাধান বিস্তারিত আলােচনা কর??
২৬) বাংলাদেশের চিনি শিল্পের বাজারজাতকরণ সমস্যা ও তার সমাধানে করণীয় বিষয়গুলাে আলােচনা কর?
২৭) বাংলাদেশে লবণ বাজারজাতকরণের সমস্যা ও সমাধান আলােচনা কর??
২৮)লবণ বাজারজাত করণ কী? লবণ বাজারজাতকরণের বৈশিষ্ট্য আলােচনা কর?
২৯) শাকসবজি বাজারজাত করণ কী? শাকসবজি বাজারজাতকরণ বন্টন প্রনালি সংক্ষেপে লিখ?
৩০) শাকসবজির গুরুত্ব আলােচনা কর? শাক সবজি বাজারজাতকরণের সমস্যা ও সমাধানের উপায় সমূহ বর্ণনা কর??
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ
Degree 3rd Year Common Suggestion 2025
BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2025
বিষয় | সুপার সাজেশন |
---|---|
ইংরেজি Subject Code: 121101 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 131901 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 131903 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132001 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132003 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৫ম পত্র Subject Code: 132101 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৬ষ্ঠ পত্র Subject Code: 132103 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৫ম পত্র Subject Code: 131501 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৬ষ্ঠ পত্র Subject Code: 131503 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৫ম পত্র Subject Code: 131601 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৬ষ্ঠ পত্র Subject Code: 131603 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৫ম পত্র Subject Code: 131701 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৬ষ্ঠ পত্র Subject Code: 131703 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৫ম পত্র Subject Code: 133201 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ পত্র Subject Code: 133203 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133401 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133403 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৫ম পত্র Subject Code: 131801 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র Subject Code: 131803 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৫ম পত্র Subject Code: 132201 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৬ষ্ঠ পত্র Subject Code: 132205 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৫ম পত্র Subject Code: 132601 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র Subject Code: 132603 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132501 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132503 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র Subject Code: 132401 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র Subject Code: 132403 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৫ম পত্র Subject Code: 132301 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৬ষ্ঠ পত্র Subject Code: 132303 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133101 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133103 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৫ম পত্র Subject Code: 132801 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৬ষ্ঠ পত্র Subject Code: 132803 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133001 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133003 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132701 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132703 | সুপার সাজেশন লিংক |
গণিত ৫ম পত্র Subject Code: 133701 | সুপার সাজেশন লিংক |
গণিত ৬ষ্ঠ পত্র Subject Code: 133703 | সুপার সাজেশন লিংক |
BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2025