” মা জননী “
——-হাশেম খান
বুজলি না মন মা জননী
কতোটা অাপন ,
বুজবি যখন খুঁজবি তখন
হারালে অমূল্য ধন ।
বেহেশতেরই চাবি পাইতে
পড়লি নামাজ রোজ ,
মায়ের পদতলে বেহেশত
রাখলে না সেই খোঁজ ।
মায়ের কোলে ছোট্ট শিশু
পরম সুখে দোলে ,
সেই মাকে অাবার বড় হয়ে
ভাসাই চোঁখের জলে ।
প্রিয়তমা স্ত্রীর জন্য অাজ
কিনলে দামী শাড়ী ,
হয়নি টাকা মায়ের জন্য
কিনবে পান-সুপারি ।
ব্যাংকে টাকা জমা করে
খাচ্ছ মজার সুদ ,
স্ত্রী-সন্তান নিয়ে ঘরে তুমি
রোজ-ই খাচ্ছ দুধ ।
বাড়ী তোমার অসুস্থ্য মা
কষ্টে ভরা বুক ,
হয়নি সময় মায়ের জন্য
কিনিবে ঔষুধ ।
বাজার থেকে ফিরে দেখো
স্ত্রী রইলো ঘুমিয়ে ,
না খেয়ে মা বসে রইলো
তোমার পথ চেঁয়ে ।
অনাদরে অবহেলায়
মাকে দিলে কষ্ট ,
সারা জীবন নামজ পড়ে
পাইবে চাবি নষ্ট ।
এক জনমে শোধ হবেনা
মায়ের দুধের ঋণ ,
কষ্ট দিওনা মাকে
বাঁচবে যতোদিন ।
নামাজ পড়ো রোজা রাখো
যতই করো দান ,
থাকতে জীবন ভুলবেনা মন
মায়ের অবদান ।
থাকিতে মা বেহেশত খোঁজ
তাঁরই পদতল ,
নইলে তোমার নামাজ রোজা
সবই যে বিফল ।
- শেয়ার বিক্রয় প্রাথমিক কার্যাবলী আলোচনা কর, শেয়ার বিক্রয়ের পদ্ধতি আলোচনা কর
- পাবলিক ইস্যুর বিধানাবলি আলোচনা কর
- কন্টেন্ট মার্কেটিং করে ইনকাম করুন,কন্টেন্ট মার্কেটিং করে কিভাবে আয় করা যায়?
- গর্ভাবস্থায় ভুল ধারণা
- সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা কর