প্রশ্ন সমাধান: মিশ্র দ্রব্য বলতে কী বুঝায়?,ফ্রি-রাইভার সমস্যা বলতে কী বুঝ?,কর্পোরেট আয়কর কী?,ঘাটতি অর্থসংস্থান কাকে বলে?
ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মিশ্র দ্রব্য বলতে কী বুঝায়?
উত্তর: মিশ্র দ্রব্য হচ্ছে ব্যক্তিগত ও গণদ্রব্যের একটি সংমিশ্রণ। যার মধ্যে তীক্ষ্ণ ব্যক্তিগত আবাস এবং তীক্ষ্ণ গণদ্রব্যের আবাস রয়েছে।
২. ফ্রি-রাইভার সমস্যা বলতে কী বুঝ?
উত্তর : বিশৃদ্ধ গণদব্যের ব্যয় বহনের ক্ষেত্রে ভোক্তাগণ বা জনগণ এগিয়ে আসে না। অর্থায়নে এগিয়ে না আসলেও জনগণকে দ্ৰব্য ভোগ থেকে করা যাবে না। অর্থাৎ অর্থায়নে এগিয়ে না আসলেও ভোগ করার এ মনোবৃত্তিকে ফ্রি-রাইডার সমস্যা বলে।
৩. কর্পোরেট আয়কর কী?
উত্তর : নিগমবন্ধ কর্পোরেশনের অর্জিত নিট আয় অথবা মুনাফার ওপর যে কর বসানো হয় তাকে কর্পোরেট আয়কর বলা হয়।
৪. ঘাটতি অর্থসংস্থান কাকে বলে?
উত্তর : সরকারের মোট আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি ব্যয় বলে। এই ঘাটতি ব্যয় পূরণ করার জন্য যে সব পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে ঘাটতি অর্থসংস্থান বলে।
৫. করের নীতিমালা কী?
উত্তর : সাধারণ কথায় কর কাঠামোর উন্নয়নের জন্য যেসব নির্ণায়ক (criteria) প্রয়োগ করা হয় তাদেরকে করের বলা হয়।
৬. প্রথম কোন অর্থমন্ত্রী মূসক প্রয়োগ করেন?
উত্তর : অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান ১৯৯১-৯২ অর্থ বছরের বাজেটে প্রথম মূসক প্রয়োগ করেন।
৭. রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কোনটি?
উত্তর : রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কর রাজস্ব।
৮. কোন কর অপসারণ করা যায়?
উত্তর : পরোক্ষ কর অপসারণ করা যায়।
৯. মূল্য সংযোজন কর কেন পরোক্ষ কর?
উত্তর : মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা সরাসরি রাষ্ট্রকে কর প্রদান করে না তাই এ কর পরোক্ষ কর।
১০. অনুদান কী?
উত্তর : অধ্যাপক টেলর এর মতে, “এক সরকার অপর সরকারকে কোনো কোনো সময়ে যে অর্থ সাহায্য করেন অনুদান বলে।
১১. ই-স্বাস্থ্য কর্মসূচি কী?
উত্তর : অনলাইন কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় তাকে ই-স্বাস্থ্য কর্মসূচি বলে।
১২. অনুদান কত প্রকার লেখ?
উত্তর : অনুদান দুই প্রকার। যথা : ১. অসহনীয় অনুদান, ২. সহনীয় অনুদান।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৩. দান বলতে কী বুঝায়?
উত্তর : দান হচ্ছে দেশি-বিদেশি ব্যক্তি বা ব্যক্তিগত প্রতিষ্ঠান সরকারকে যা প্রদান করে, এর বিপরীতে কোনোরূপ ধরাবাধ নিয়ম থাকে না।
১৪. সম্পদ কর কী?
উত্তর : করদাতাকে প্রতি বৎসর তার মোট সম্পত্তির বিস্তারিত হিসাব দাখিল করতে হয় এবং এটা একটি নির্দিষ্ট পরিমাণের অধিক হলে, এর ওপর নির্ধারিত হারে যে কর প্রদান করতে হয় তাকে সম্পদ কর বলে।
১৫. ব্যয়কর কী?
উত্তর : দেশের নাগরিকের ব্যয়ের ওপর ধার্যকৃত করকে ব্যয়কর বলে।
১৬. কর বহন ক্ষমতা কাকে বলে?
উত্তর : দেশের জনগণ বিশেষ কষ্ট ভোগ না করে সর্বাধিক যে পরিমাণ অর্থ কর হিসাবে প্রদান করতে সক্ষম, সক্ষমতাকেই কর বহন ক্ষমতা বলে।
১৭. করের প্রকৃত ভার কী?
উত্তর : কর আরোপ করলে উৎপাদন, বিনিয়োগ, নিয়োগ ইত্যাদির ওপর যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে করের প্রকৃত ভার বলে।
১৮. করের অতিরিক্ত ভার/বোঝা কী?
উত্তর : অনেক সময় উৎপাদন অথবা ভোগের ক্ষেত্রে কর এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যাতে উৎপাদন অথবা ভোগ কমে যেতে পারে। একে করের অতিরিক্ত ভার বলে।
১৯. বাণিজ্য শুল্ক কী?
উত্তর : বাণিজ্যের ওপর যে শুল্ক বাধা নির্ধারণ করা হয় তাকেই বাণিজ্য শুল্ক বলে।
২০. করের প্রান্তিক হার কী?
উত্তর : ব্যক্তির আয় বৃদ্ধির সাথে সাথে করের হারের যে পরিবর্তন হয় বা বৃদ্ধি পায় এই হারকেই বলা হয় করের প্রান্তিক হার।
২১. বিক্রয় কর কী?
উত্তর : বিভিন্ন প্রকার পণ্য ও সেবা বিক্রয়কালে বিক্রেতাগণ নির্দিষ্ট হারে যে অর্থ ক্রেতা সাধারণের নিকট হতে সংগ্রহ রাষ্ট্রীয় তহবিলে জমা দেয়, তাকে বিক্রয় কর বলে।
২২. করের আর্থিক ভার কাকে বলে?
উত্তর : কর প্রদানের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে পরিমাণ আয় ত্যাগ করতে হয় তাকে করের আর্থিক ভার বলে।
২৩. অধোগতিশীল কর কী?
উত্তর : কর ভিত্তি বাড়লে যে কর ব্যবস্থায় মোট কর কমে তাকে অধোগতিশীল কর বলা হয়।
২৪. একক কর (Unit tax) কাকে বলে?
উত্তর : দ্রব্যের প্রতি এককের ওপর নির্দিষ্ট পরিমাণ কর বসালে তাকে একক কর বলে।
২৫. আয় কর (Payroll Tax) কী?
উত্তর : সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর যে কর আরোপ করা হয় তাকে আয় কর বলে।
২৬. বাধ্যতামূলক ঋণ কী?
উত্তর : সরকার অনেক সময় মুদ্রাস্ফীতি দমন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, যুদ্ধের ব্যয় নির্বাহ ইত্যাদি জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে জোরপূর্বক ঋণ নিতে পারে। একে বাধ্যতামূলক ঋণ বলা হয়।
২৭. মূল্যানুপাতিক কর কাকে বলে?
উত্তর : পণ্য বিক্রয়ের ওপর নির্দিষ্ট হারে করারোপ করলে তাকে মূল্যানুপাতিক কর বলে।
২৮. ETIN এর পূর্ণরূপ কী?
উত্তর : Electronic Tax Identification Number.
২৯. স্বেচ্ছাকৃত ঋণ কাকে বলে?
উত্তর : ঋণদাতা স্বেচ্ছায় সরকারকে যে ঋণ দেয় তাকে স্বেচ্ছাকৃত ঋণ বলে।
৩০. সরকারি ঋণ কী?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের আসল ও সুদসহ পরিশোধের অঙ্গীকার করে সরকার বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি ঋণ বলে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কর্পোরেট পরিচালনার সীমাবদ্ধতা কী কী?, কর্পোরেট পরিচালনার অসুবিধা লিখ ?
- বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্পোরেট পরিচালনা বর্ণনা কর, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লেখ
- ইজারা অর্থায়ন পরিকল্পনা ভালো দিক আলোচনা কর,ইজারা অর্থায়ন পরিকল্পনা মন্দ দিক আলোচনা কর
- কর্পোরেট পরিচালনার গুরুত্ব আলোচনা কর,একটি প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট গভার্নেন্স এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর
- প্রতিনিধিত্ব ব্যয়ের মোট তিনটি উপাদান ব্যাখ্যা কর
- কর্পোরেট পরিচালনা বলতে কি বুঝ ব্যাখ্যা কর