বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় প্রবাসে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে। ২৬শে মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণার পর প্রবাসে এ সরকার গঠিত হয়।
১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে এ সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
এ সরকারের কর্মকাণ্ড বাংলাদেশ ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এটি প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও পরিচিত। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১
শিক্ষা
- ১৫০ টি বানান শুদ্ধিকরণ । পাঠ-২
- Diploma in Commerce Accounting Assessment Answer, ডিপ্লোমা ইন কমার্স হিসাববিজ্ঞান এ্যাসারমেন্ট উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ে ‘ঘুষ’
- HSC BM Business Math and statistics Assignment Answer, ব্যবসায় গণিত ও পরিসংখ্যান অ্যাসাইনমেন্ট উত্তর
- ২য় অধ্যায়: চলক, ধ্রুবক এবং তথ্য উপস্থাপনা, গণিতে 52 জন ছাত্র-ছাত্রীর প্রাপ্ত নম্বর দেওয়া হলাে
- পরিসংখ্যান কী? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর।
- সেট কি? ৫টি সেটের সংজ্ঞা উদাহরণ সহ দাও। নির্দেশনা* সেট কাকে বলে লিখবে। *৫টি সেটের সংজ্ঞা দাও।
- HSC BM Computer Office Application 1 (1813) Assignment Answer
- ডিপ্লোমা ইন কমার্স কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ১ (১৭১৩) অ্যাসাইনমেন্ট উত্তর
- VIRUS এর পূর্ণরূপ কি ?, ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য লিখ?,ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশীট প্যাকেজ প্রােগ্রমের ২ টি