মুজিব-ইয়াহিয়া বৈঠক শুরু হয় কখন?,কখন বাঙালিদের হত্যার নীল নকশা তৈরি করেন?, ইয়াহিয়া-ভুট্টো কখন ঢাকা ত্যাগ করেন?,কালরাত্রি হিসেবে খ্যাত কোন রাত?,২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?

বিষয়: মুজিব-ইয়াহিয়া বৈঠক শুরু হয় কখন?,কখন বাঙালিদের হত্যার নীল নকশা তৈরি করেন?,ইয়াহিয়া-ভুট্টো কখন ঢাকা ত্যাগ করেন?,কালরাত্রি হিসেবে খ্যাত কোন রাত?,২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?

মুক্তিযুদ্ধ কাকে বলে?
অথবা, মুক্তিযুদ্ধ কী?
উত্তর : মুক্তিযুদ্ধ হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৭১ সালে
সর্বস্তরের বাঙালি জনসাধারণ যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তাকেই বাঙালির ইতিহাস স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ বুঝায় ।

বাংলাদেশে কখন মুক্তিযুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।

Genocide শব্দের অর্থ কী?
উত্তর : Genocide শব্দের অর্থ গণহত্যা।

গণহত্যার ইংরেজি প্রতিশব্দ কী?
Genocide.
মহান মুক্তিযুদ্ধে কত লক্ষ মানুষ শহিদ হন?উত্তর : ৩০ লক্ষ মানুষ শহিদ হন।

১৯৭১ সালে বাংলাদেশের মোট আয়তন এবং জনসংখ্যা কত ছিল?
উত্তর : ৫৪ হাজার ৫০৬ বর্গমাইল এবং জনসংখ্যা প্রায় ৭ কোটি।
কত তারিখে জেনারেল ইয়াহিয়া খান সাধারণ পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন?

উত্তর : ১৯৭১ সালের ১ মার্চ জেনারেল ইয়াহিয়া খান সাধারণ পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন।

জেনারেল ইয়াহিয়া খান কত তারিখে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন?
উত্তর : জেনারেল ইয়াহিয়া খান ১৯৭১ সালের ৩ মার্চ পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে ইয়াহিয়া সরকারের বিরুদ্ধে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩ মার্চ ইয়াহিয়া সরকারের বিরুদ্ধে ‘অসহযোগ আন্দোলনের ডাক দেন।

“বাঙালির তাজা রক্ত মাড়িয়ে আমি কোন সম্মেলনে বসতে পারি না।”- কে বলেছেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭১ সালের ৭ মার্চ কোথায় জনসভার আয়োজন করা হয়?
উত্তর : ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করা হয়।

সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে খ্যাত কোন ভাষণটি?
উত্তর : ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত ভাষণটি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে খ্যাত ।
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব,

দেশকে মুক্ত করে ছাড়ব ইন্‌শাল্লাহ।”- কে বলেছিলেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কত তারিখে ইয়াহিয়া খান ঢাকা আসেন?
১৯৭১ সালের ১৫ মার্চ ইয়াহিয়া খান ঢাকা আসেন।

মুজিব-ইয়াহিয়া বৈঠক শুরু হয় কখন?
উত্তর : মুজিব-ইয়াহিয়া বৈঠক শুরু হয় ১৬ মার্চ ১৯৭১ সালে।

কে, কখন বাঙালিদের হত্যার নীল নকশা তৈরি করেন?
উত্তর : জেনারেল টিক্কা খান ১৭ মার্চ বাঙালিদের হত্যার নীল নকশা তৈরি করেন।

ইয়াহিয়া-ভুট্টো কখন ঢাকা ত্যাগ করেন?
ইয়াহিয়া-ভুট্টো ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা ত্যাগ করেন।

উত্তর : পাকিস্তান সেনাবাহিনীকে নিরস্ত্র বাঙালিদেরকে হত্যার নির্দেশ প্রদান করেন কে?
উত্তর : জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তান সেনাবাহিনীকে নিরস্ত্র বাঙালিদেরকে হত্যার নির্দেশ প্রদান করেন।

কালরাত্রি হিসেবে খ্যাত কোন রাত?
উত্তর : বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের ২৫ মার্চ রাত্রি কালরাত্রি হিসেবে খ্যাত। এ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র লক্ষ লক্ষ বাঙালিদেরকে হত্যা করে।

২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?
উত্তর : অপারেশন সার্চলাইট।


আরো ও সাজেশন:-

বঙ্গবন্ধুর গ্রেফতার অভিযানের নাম কী ছিল?
অপারেশন বিগবার্ড।

পাকিস্তানের কোন সেনা অফিসার কসাই হিসেবে কুখ্যাত?
উত্তর : জেনারেল টিক্কা খান কসাই হিসেবে কুখ্যাত।

পাকিস্তান হানাদার বাহিনী কখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে?
উত্তর : পাকিস্তান হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করা হয় কখন?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করা হয় ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা কে করেন?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় অনূদিত হয়?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি বাংলা ভাষায় অনূদিত হয়।

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি বঙ্গানুবাদ করেন কে?
উত্তর : তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগ সভাপতি এম এ হান্নান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি বঙ্গানুবাদ করেন।

সর্বপ্রথম বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর : জনাব এর এ হান্নান চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে সর্বপ্রথম বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

আমাদের স্বাধীনতা দিবস/জাতীয় দিবস হিসেবে খ্যাত কোন দিবসটি?
উত্তর : ২৬ মার্চ স্বাধীনতা দিবস/জাতীয় দিবস হিসেবে খ্যাত।

মুক্তিযুদ্ধবিষয়ক বাংলাদেশের ৩টি শ্রেষ্ঠ গ্রন্থের নাম লেখ?
উত্তর : ১. বীরাঙ্গনা, ২. আমি বীরাঙ্গনা বলছি ও ৩. যুদ্ধ ও নারী।

বীরাঙ্গনা ১৯৭১ গ্রন্থটি কার লেখা?
উত্তর : বীরাঙ্গনা ১৯৭১ গ্রন্থটি ড. মুনতাসীর মামুনের লেখা।

নারীনির্যাতন কী?
উত্তর : নারীর উপর দৈহিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়নকে নারীনির্যাতন বলে।

পাকবাহিনী যুদ্ধের সময় কতজন নারীকে গর্ভধারণে বাধ্য করেছে?
উত্তর : প্রায় ২৫,০০০ নারীকে।

শরণার্থী কারা?
উত্তর : বিপজ্জনক রাজনৈতিক, ধর্মীয় বা সামরিক সংঘাতজনিত পরিস্থিতিতে ভীত হয়ে স্বীয় ভূমি ত্যাগ করে অন্য দেশে নিরাপত্তার জন্য আশ্রয়প্রার্থী মানুষ শরণার্থী নামে পরিচিত।

মুক্তিযুদ্ধের সময় কতজন বাঙালি/বাংলাদেশি শরণার্থী ভারতে আশ্রয় নেয়?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় প্রায় ১ কোটি বাংলাদেশি শরণার্থী ভারতে আশ্রয় নেয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কখন বাংলাদেশের বিপ্লবী সরকার গঠন করা হয়?
উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের বিপ্লবী সরকার গঠন করা হয়।

কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল।

মুজিবনগর সরকার কোথায় ও কবে গঠিত হয়?
উত্তর : মেহেরপুরের বৈদ্যনাথতলায় ১৯৭১ সালের ১০ এপ্রিল।

মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়?
উত্তর : মেহেরপুরের ভবেরপাড়া গ্রামে বৈদ্যনাথ তলায়।

মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
সৈয়দ নজরুল ইসলাম।
উত্তর : ১৯৭১ সালে কোন স্লোগানটি জাতীয় মুক্তির প্রতীক ছিল?
উত্তর : জয় বাংলা ।

স্বাধীন বাংলাদেশের সরকার গঠন করা হয় কোথায়?
উত্তর : স্বাধীন বাংলাদেশের সরকার গঠন করা হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে বর্তমানে মুজিবনগরে।

ঐতিহাসিক মুজিবনগরের পূর্ব নাম কী ছিল?
উত্তর : ঐতিহাসিক মুজিবনগরের পূর্ব নাম বৈদ্যনাথতলা।

স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
উত্তর : স্বাধীনতার ঘোষণাপত্র ১৯৭১ সালের ১০ এপ্রিল জারি করা হয়।

“বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, দলিলপত্র” সম্পাদক কে?
উত্তর : হাসান হাফিজুর রহমান।

মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী কর্তৃক পরিচালিত গেরিলা যুদ্ধের কৌশল কী ছিল?
উত্তর : Hit and Run.

কালুরঘাটে স্থাপিত বেতারকেন্দ্রের পরবর্তী নাম কী?
উত্তর : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।

কবে মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে?
উত্তর : ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর
সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর : স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন আওয়ামী লীগ নেতা আইনসভার সদস্য অধ্যাপক এম. ইউসুফ আলী ।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান কে?
উত্তর : ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক এম. ইউসুফ আলী ।


রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র ও Application উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি Letter উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
ইমেলEmail উত্তর লিংক সারাংশ ও সারমর্ম উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
CVউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংক Completing Storyউত্তর লিংক
Dialog/সংলাপউত্তর লিংক Short Stories/Poems/খুদেগল্পউত্তর লিংক
অনুবাদউত্তর লিংক Sentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment