মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় পার্থক্য । মূলধন জাতীয় vs মুনাফা জাতীয় পার্থক্য । মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় মধ্যে পার্থক্য আলোচনা । মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় তুলনামূলক আলোচনা
মূলধন ও মুনাফাজাতীয় কারবারের মধ্যে পার্থক্য :-
১. কারবার প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করার পূর্বের বায়সমূহ মূলধনজাতীয় ব্যয়। পক্ষান্তরে কারবারের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যয় হয় তা মুনাফা জাতীয় ব্যয়।
২. মূলধনজাতীয় ব্যয়সমূহ কারবারে বারবার সংঘটিত হয় না। পক্ষান্তরে মুনাফাজাতীয় ব্যয়সমূহ কারবার প্রতিষ্ঠানে বারবার সংঘটিত হয়।
৩. মুলধনজাতীয় ব্যয়ের প্রকৃতি দীর্ঘ মেয়াদী এবং মুনাফা জাতীয় ব্যয়ের প্রকৃতি স্বল্প মেয়াদী।
৪. মূলধনজাতীয় ব্যয়ের উপযোগ একাধিক হিসাব কাল পর্যন্ত চালু থাকবে। পক্ষান্তরে মুনাকাজাতীয় ব্যয়ের উপযোগ একটি হিসাব কালের মধ্যেই শেষ হবে।
৫. স্থায়ী সম্পদসমূহ অর্জনের জন্য মূলধনজাতীয় ব্যয় সংঘটিত হয়। পক্ষান্তরে ব্যবসায় প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য মুনাফা জাতীয় ব্যয় সংঘটিত হয়।
৬. মুনাফাজাতীয় ব্যয় কারবার প্রতিষ্ঠানের মুনাফা অর্জনকে হ্রাস করে। পক্ষান্তরে মূলধনজাতীয় ব্যয় মুনাফা হ্রাস করে না। বরং মুনাফা অর্জনে সাহয্য করে।
৭. কারবার প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বা উর্দ্ধত্তপত্র প্রস্তুত কালে মূলধনজাতীয় ব্যয় সমূহ আর্থিক বিবরণী বা উর্দ্ধত্তপত্রে লিপিবদ্ধ হয়। পক্ষান্তরে মুনাফাজাতীয় ব্যয়সমূহ জন্য বিক্রয় বা আনা বিবরণী বা লাভ-ক্ষতি হিসাবে লিপিবদ্ধ হয়।