প্রশ্ন সমাধান: মূল্য সংযোজন কর বলতে কি বুঝ, মূল্য সংযোজন কর্তৃপক্ষ কারা, মূল্য সংযোজন কর্তৃপক্ষ সম্বন্ধে যা জান লিখ,মূল্য সংযোজন করের সংজ্ঞা দাও
মূল্য সংযোজন কর বলতে কি বুঝ
মূল্য সংযোজন কর দেখলেই আমরা বুঝতে পারি যে, সংযোজিত মূল্যের উপর আরোপিত করই হল মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর হল মোট উৎপাদিত পণ্যের মূল্যের উপর নির্ধারিত কর হতে মোট উপকরণের মূল্যের নির্ধারিত করের পার্থক্য। অর্থাৎ উৎপাদনকারী পণ্যকে বিক্রয়যোগ্য করার জন্য কাঁচামাল বা উপকরণের সাথে যে পরিমাণ মূল্য সংযোজন করে (যেমন, মজুরি- পরিবহণ, বিদ্যুৎ খরচ, কারখানার উপরিখরচ, ঋণকৃত মূলধনের সুদ ইত্যাদি) তাঁর উপর নির্দিষ্ট হারে প্রদত্ত করকে মূল্য সংযোজন কর (Value -Added Tax) বলে।
নিম্নে একটি উদাহরণের মাধ্যমে মূল্য সংযোজন সম্বন্ধে বিস্তারিতভাবে দেখানো হলো :
একজন উৎপাদককারী ৮,০০০ টাকার কাঁচামাল ক্রয় করে প্রক্রিয়াকরণ করে বিক্রয় উপযোগী করে ২০,০০০ টাকায় বিক্রয় করল। এ ক্ষেত্রে মূল্য সংযোজন কর প্রদান করতে হবে
(২০,০০০ X ১০%) – (৮,০০০ X ১৫%) =৩০০০- ১২০০ = ১,৮০০ টাকা ।
উপরের আলোচনা থেকে পরিশেষে বলা যায় যে, কোন পণ্যের কাঁচামালকে প্রক্রিয়াকরণ করে ব্যবহার উপযোগী করার জন্য পণ্য তৈরি করা হয় সেই পণ্যের বর্ধিত মূল্যের উপর জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা নির্ধারিত করাকে মূল্য সংযোজন কর বলা হয়। বাংলাদেশে নির্ধারিত করের পরিমাণ ১৫% ।
আরো ও সাজেশন:-
মূল্য সংযোজন কর্তৃপক্ষ কারা, মূল্য সংযোজন কর্তৃপক্ষ সম্বন্ধে যা জান লিখ,
১৯৯১ সালের মূল্য সংযোজন কর আইনের ২০ ধারা অনুসারে যে সকল সরকারি কর্মকর্তা তাদের কার্যাবলি সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে মূল্য সংযোজন কর বলে কর্তৃপক্ষ বলে। উল্লেখ্য যে মূল্য সংযোজন কর, অ্যাপিলেট ট্রাইব্যুনাল ও মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ হিসাবে বিবেচিত হয়। কার্যাবলির ভিত্তিতে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষকে দু’ভাগে ভাগ করা হয়েছে। যথা :
(ক) প্রশাসনিক কর্তৃপক্ষ : প্রশাসনিক কর্তৃপক্ষ মূল্য সংযোজন কর আইনের অধীনে মূল্য সংযোজন কর প্রশাসন পরিচালনা করেন। প্রশাসনিক কর্তৃপক্ষের কাজ হল মূল্য সংযোজন কর নির্ধারণ ও এতসংক্রান্ত যাবতীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাংলাদেশের সকল মূল্য সংযোজন কর বিভাগ অঞ্চলে সুষ্ঠু প্রশাসন পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকা।
(খ) বিচার বিভাগীয় কর্তৃপক্ষ : মূল্য সংযোজন কর বিচার | বিভাগীয় কর্তৃপক্ষ মূল্য সংযোজন কর সংক্রান্ত বিচার বিভাগীয় কার্যাবলি পরিচালনা করে। বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রধান আপীল ইত্যাদি মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য নিরপেক্ষ ও সুষ্ঠু কাজ হল মূল্য সংযোজন কর নির্ধারণ বিষয়ে অভিযোগ, আপত্তি,
বিচারকার্য পরিচালনা করা ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization