মেয়েদের সম্পর্কে অজানা তথ্য,মেয়েদের সম্পর্কে অজানা ১৪টি তথ্য,কুমারী মেয়েদের সম্পর্কে অজানা তথ্যনারীদের সম্পর্কে কিছু অজানা তথ্য
মেয়েদের সম্পর্কে অজানা তথ্য,মেয়েদের সম্পর্কে অজানা ১৪টি তথ্য
কথায় আছে সাপকে বিশ্বাস করিও কিন্তু নারিকে না। এ কথাটি আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। এর পরেও প্রত্যেক ছেলেই বলে থাকেন নিজের সঙ্গীর পুরোটাই জানেন তিনি। কিন্তু যতোটা জেনে ফেলেছেন ভাবছেন, ঠিক ততোটা এখনো আপনি জানতে পারেননি।
কুমারী মেয়েদের সম্পর্কে অজানা তথ্যনারীদের সম্পর্কে কিছু অজানা তথ্য
না,… আমি কোনো চিত্রাকর্ষক এবং আকর্ষনীয় কথা বলবো না। আমি বলবো একেবারে অন্তরের কথা, অনুভুতির কথা।
ছেলেদের মডেলদের মতো স্লিম মেয়ে পছন্দ হলেও অনেক মেয়ের কেন ভূরিওয়ালা স্বামী পছন্দ? মেয়েরা কতটা স্বাস্থ্য সচেতন কিংবা তাদের শীত বেশি লাগে কেন? এ রকম নানা প্রশ্নের উত্তর পাবেন আজকের প্রতিবেদনে।
মেয়েদের সম্পর্কে অজানা তথ্য,মেয়েদের সম্পর্কে অজানা ১০ তথ্য
মেয়েদের পছন্দ ভূরিওয়ালা পুরুষ
একটি ব্রিটিশ গবেষণা থেকে জানা গেছে, স্বামী কিংবা লিভিং পার্টনার হিসেবে সামান্য ভূরি আছে এমন ছেলেদেরই মেয়েদের বেশি পছন্দ৷ কারণ, মেয়েরা মনে করে, যেসব ছেলের ওজন একটু বেশি থাকে, তারা একটু আয়েশি হয় এবং তাদের উদ্বেগ কিছুটা কম থাকে৷ তাছাড়া অন্য মেয়েরা সহজে তাদের নাদুস-নুদুস স্বামী বা প্রেমিকের প্রেমে পড়বে না ভেবেও নাকি কিছুটা নিশ্চিন্ত থাকা যায়৷
সাউথ কোরিয়া মেয়েদের সম্পর্কে অজানা তথ্য
মেয়েদের খাবারে অরুচি
স্যোশাল মিডিয়ায় স্লিম মেয়ে বা মডেলদের ছবি দেখে অনেক তরুণী স্লিম থাকতে চায় বলে আজকাল তারা খেতে চায় না৷ রোগা পাতলা মেয়েদের নকল করতে গিয়েই খাওয়ায় তাদের এই অরুচি৷ তথ্যটি জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের করা সাম্প্রতিক এক গবেষণা থেকে৷
মেয়েদের অজানা কিছু তথ্য জেনে নিন,উগান্ডার মেয়েদের সম্পর্কে কিছু অজানা তথ্য
নারীরা কতটা স্বাস্থ্য সচেতন?
সারা বিশ্বে জ্বরায়ু ক্যানসারে মেয়েদের মৃত্যুহার কমছে বলে জানিয়েছে মাইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল৷ ২০০২ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক লক্ষ রোগীর মধ্যে গড় মৃত্যুহার ছিল শতকরা ৫ দশমিক ৮৷ ২০১২ সালে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২-এ৷ আর মার্কিন যুক্তরাষ্ট্রে জরায়ু ক্যানসারে মৃত্যুহার কমেছে শতকরা ১৬ ভাগ৷
মেয়েদের শীত বেশি লাগে কেন?
মেয়েদের ত্বকের ভেতরের টিস্যু পাতলা থাকে৷ তাছাড়া তাদের পেশি পুরুষদের মতো ভরাট ও শক্ত নয়৷ তাই মেয়েদের শরীরের তাপমাত্রা তাড়াতাড়ি কমে যায়৷ এ কারণে ছেলেদের চেয়ে মেয়েদের শীত বেশি লাগে৷ আর মেয়েদের শরীরে আয়রনের ঘটতির কারণেও শীত বেশি লাগতে পারে বলে বিশেষজ্ঞরা জানান৷
মেয়েদের সম্পর্কে মজাদার কিছু অজানা তথ্য
দেরিতে মা হওয়া নারীরা বেশি ফিট
৩৫ বা তার চেয়ে বেশি বয়সে মা হওয়া নারীদের যৌনহরমোন সক্রিয় থাকে এবং মেনোপজ হওয়ার পরেও তারা মানসিকভাবে ফিট থাকেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের করা গবেষণার এই তথ্য প্রকাশ পেয়েছে জার্নাল অফ দ্য গেরিয়াট্রিক্স সোসাইটিতে৷যেসব মেয়ের পিরিয়ড তাড়াতাড়ি শুরু হয় এবং বেশি দিন জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করেন, তাদেরও মেন্টাল ফিটনেস থাকে বেশিদিন৷ তার অর্থ কিন্তু এই নয় যে, মেয়েদের বেশিদিন অ্যান্টিবেবি পিল খাওয়া উচিত৷
মেয়েদের ‘মাসিক চক্র’ যা জানান দেয়
মেয়েদের পিরিয়ড বা ঋতুস্রাবের সময় যে, শুধু রক্তের মধ্যেই হরমোনের ওঠা-নামা হয়, তাই নয়৷ তখন তাদের এই পরিবর্তন স্মরণশক্তি এবং অনুভূতিতেও লক্ষ্য করা যায়, যা ওভুলেশন বা ডিম্বস্ফোটন পর্যন্ত চলে৷ তবে মেয়েদের ঋতুস্রাবকালীন সময়ের পরিবর্তনটুকু বেশিরভাগ ছেলেকেই কিছুটা হলেও অবাক করে বৈকি! জার্মানির মাক্স প্লাংক ইন্সটিটিউটের করা গবেষণা থেকে বেরিয়ে আসা এই তথ্যটি প্রকাশ করেছে সায়েন্টিফিক রিপোর্টস৷
নারীর সম্পর্কে অজানা কিছু, মেয়েদের সম্পর্কে জানুন,নারীর তথ্য সম্পর্কে
এবার জেনে নিন মেয়েদের সম্পর্কে অজানা আরো ১৩টি তথ্য।
* মেয়েরা দিনে গড়ে প্রায় ২০ হাজার শব্দ ব্যবহার করেন কথা বলার জন্য। ছেলেরা গড়ে মাত্র ৭ হাজার শব্দ ব্যবহার করেন।
* মেয়েরা তাদের পুরো জীবনের প্রায় এক বছরের মত সময় শুধুমাত্র কোন কাপড়টি পরিধান করবেন এ চিন্তা করেই কাটিয়ে দেন।
* প্রতি ৯০ সেকেন্ডে গর্ভপাত ও সন্তান জন্মদানের কারণে একজন নারীর মৃত্যুবরণ করেন।
* মেয়েরা বছরে প্রায় ৩০ থেকে ৬৪ বার কান্না করেন। ছেলেরা ৬ থেকে ১৭ বার কান্না করে।
* মেয়েরা দিনে তিনবার মিথ্যা বললে, ছেলেরা দিনে ছয়বার মিথ্যা কথা বলেন।
* মেয়েদের হৃদকম্পন পুরুষের তুলনায় বেশি। একই সময়ে পুরুষের তুলনায় হৃদকম্পনের পরিমাণ বেশি ও দ্রুত। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো জানা যায়নি।
* রাশিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় নয় লক্ষ বেশি।
* যেসব নারীদের হার্ট ও বুকে ব্যথার সমস্যা আছে, তাদের বিষণ্ণতা, বদহজম ও কাঁধে ব্যথার সমস্যাও আছে।
* ছেলেদের তুলনায় মেয়েরা কোনো কিছুর স্বাদ পরীক্ষায় বেশি পারদর্শী।
* লম্বা মেয়েদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি।
* মেয়েদের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। তাই কোন নারী যদি কখনো বলে যে তার হার্ট নেই।
* সব মেয়েরাই সুন্দর। শুধু কমতি আছে আত্মবিশ্বাসের। তাই নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। পৃথিবীতে মাত্র ২ শতাংশ নারী নিজেকে সুন্দর বলে মনে করেন ও প্রকাশ করেন।
* মেয়েরা এক মিনিটে প্রায় ১৯ বার তাদের চোখের পলক ঝাপটায়। যেখানে ছেলেরা মাত্র ১১বার। নিজে পরীক্ষা করে দেখতে পারেন।
* মেয়েরা প্রচুর স্বপ্ন দেখেন। একটি মেয়েকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তার কাছে বলার জন্য অনেক গল্প পাবেন, কিন্তু একজন পুরুষকে গত রাতের স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন না।
পরিশেষে : মেয়েদের সম্পর্কে অজানা তথ্য,মেয়েদের সম্পর্কে অজানা ১৪টি তথ্য,কুমারী মেয়েদের সম্পর্কে অজানা তথ্যনারীদের সম্পর্কে কিছু অজানা তথ্য
আপনার জন্য স্বাস্থ্য বিষয়ক আরো কিছু পোস্ট
স্বাস্থ্য উদ্ভিদ ও প্রাণী ঔষধি গুন গোপন সমস্যা রূপচর্চা রোগ প্রতিরোধ