মৌল মানবিক চাহিদার সংজ্ঞা দাও। মানুষের কোন কোন চাহিদাকে মৌল মানবিক চাহিদা হিসেবে চিহ্নিত করা হয় আলোচনা কর।,মৌল মানবিক চাহিদা কাকে বলে? মানুষের মৌল মানবিক চাহিদাগুলো কী কী বলে তুমি মনে কর

প্রশ্ন সমাধান: মৌল মানবিক চাহিদা কাকে বলে? মানুষের মৌল মানবিক চাহিদাগুলো কী কী বলে তুমি মনে কর

ভূমিকা : মানুষ সৃষ্টির সেরা জীব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে শ্রেষ্ঠত্ব বজায় রেখে জীবনযাপন করতে হয়। অন্যদিকে, মানুষ সামাজিক জীব। ফলে সমাজেও তাকে মর্যাদার সাথে বসবাস করতে হয়। মৌল মানবিক চাহিদা বা প্রয়োজন বলতে এমন সব চাহিদা বুঝায় যা মানুষের জীবনধাণের জন্য অত্যাবশ্যক। অর্থাৎ যেসব চাহিদা ছাড়া মানুষ সমাজে মানুষ হিসেবে বাঁচতে পারে না তাকে মৌল মানবিক চাহিদা বলে। মৌল মানবিক চাহিদাগুলো সর্বজনীন।


অর্থাৎ বিশ্বের সব দেশের সব মানুষেরই এসব চাহিদাগুলো পূরণ করতে হয়। তবে কোন দেশ তা সঠিকভাবে পূরণ করতে পারে। আবার কোন দেশ তা সঠিকভাবে পূরণ করতে পারে না।


মৌল মানবিক চাহিদা : মানুষের জীবনধারণ ও সামাজিকতা রক্ষার জন্য যেসব প্রয়োজন পূরণ করা অত্যাবশ্যক তাকে মৌল মানবিক চাহিদা বলে। এ চাহিদাগুলো এতটাই প্রয়োজনীয় যে, এগুলোর অভাবে মানুষ বাঁচতে পারে না। যেমন- খাদ্যের অভাবে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়।


প্রামাণ্য সংজ্ঞা : মৌল মানবিক চাহিদা সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা প্রদান করা হল :


অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম মৌল মানবিক চাহিদা সম্পর্কে বলেছেন, “Which needs are essential for human life are call Basic human need.” অর্থাৎ, মানুষের জন্য যেসব জিনিস অত্যন্ত প্রয়োজনীয় তাকে মৌল
মানবিক চাহিদা বলে।


ডেভিড জেরী ও জুলিয়া জেরী কলিঙ্গ সমাজবিজ্ঞান অভিধান সম্পাদনা করেন। উক্ত অভিধানে তাঁরা বলেছেন, “Basic human needs the conception that all human beings sure fundamental needs by virtue of their humanity. The fulfillment of these full participation in social life.” অর্থাৎ, মৌল মানবিক চাহিদা পূর্ণ হল একটি ধারণা, যেখানে মানুষ সকল মানবিকতার কারণে মৌলিক চাহিদায় অংশগ্রহণ করে। সমাজজীবনে অংশগ্রহণের মাধ্যমে মৌলিক চাহিদাগুলো পূরণ হয়।উপরের আলোচনা থেকে একথা বলা যায় যে, মৌল মানবিক প্রয়োজন হল সেসব প্রয়োজনের সমষ্টি যা মানুষের জীবনধারণ ও সামাজিকতা রক্ষার জন্য অত্যাবশ্যক। এগুলো পূরণ না হলে মানুষ বাঁচতে পারে না ও সামাজিকতা রক্ষা করতে পারে না।


আরো ও সাজেশন:-

মৌল মানবিক চাহিদা : নিম্নে মৌল মানবিক চাহিদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল :


১. খাদ্য : মানুষের প্রথম ও প্রধান মৌল মানবিক চাহিদা হল খাদ্য। খাদ্য ছাড়া কোন প্রাণীই বাঁচতে পারে না।মানুষও খাদ্য ছাড়া বাঁচতে পারে না। মানুষের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য খাদ্য অতি প্রয়োজনীয়।শুধু বেঁচে থাকার জন্য নয় মানুষের দেহের শক্তি, পুষ্টি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি প্রভৃতির জন্যও খাদ্যের প্রয়োজন। মৌল মানবিক চাহিদা হিসেবে খাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাদ্যের প্রভাব এতটা প্রকট যে স্বাভাবিক উপায়ে মানুষ খাদ্য না পেলে অস্বাভাবিক উপায়ে পূরণের চেষ্টা করে। অর্থাৎ যে কোন উপায়ে মানুষ খাদ্যের চাহিদা মিটিয়ে থাকে।অন্যান্য প্রাণীরও একই অবস্থা।খাদ্যের চাহিদা সর্বজনীন। অর্থাৎ পৃথিবীর সবদেশে সব মানুষেরই খাদ্য চাহিদা রয়েছে।


২. বস্ত্র : খাদ্যের পরেই বস্ত্রের স্থান। শুধু খাদ্য খেলেই হবে না, মানুষকে লজ্জা নিবারণ করতে হয়।তাছাড়া সামাজিকতা রক্ষার জন্যও বস্ত্রের প্রয়োজন। উন্নত ও রুচিসম্মত পরিষ্কার পোশাক পরিচ্ছদ ব্যক্তিত্ব ও সুরুচির পরিচায়ক।পৃথিবীর সব দেশের মানুষেরই বস্ত্রের চাহিদা রয়েছে। অর্থাৎ বস্ত্রের চাহিদাও সর্বজনীন। বস্ত্র ছাড়া আধুনিক মানুষ ও সভ্যতার কথা কল্পনাও করা যায় না। বস্ত্র ছাড়া মানুষ ঘর হতে বের হতে পারে না। তাই বস্ত্র অন্যতম মৌল মানবিক চাহিদা।


৩. বাসস্থান : খাদ্য ও বস্ত্রের পরেই মৌল মানবিক চাহিদা হিসেবে বাসস্থানের অবস্থান।বাসস্থান ছাড়া মানুষের জীবন চিন্তা করা যায় না। কারণ সারাদিন কর্মব্যস্ত থাকার পর সন্ধায় একটু মাথা গোঁজার ঠাই চাই মানুষের।তাই মানুষ গড়ে তুলেছে একটি বাসস্থান। বাসস্থান শুধু মাথা গোঁজার জন্য নয়।বরং মানুষকে শীত, গ্রীষ্ম, বর্ষা ও বন্য জীবজন্তু হতে রক্ষা করে বাসস্থান।বাসস্থান মানুষকে নিরাপত্তা দেয়। তাই সারাদিনের পরিশ্রম শেষে রাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে বাসস্থানে।বর্তমানে সুন্দর বাসস্থান আভিজাত্যের প্রতীক হিসেবে দেখা দিচ্ছে।


৪. শিক্ষা : শিক্ষা মানুষের অন্যতম মৌল মানবিক চাহিদা। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া মানুষ উন্নতি করতে পারে না। তাই মানুষ শিক্ষার চাহিদা অনুভব করে। শিক্ষা মানুষের মধ্যে বাস্তব ও আধুনিক চিন্তাচেতনার বিকাশ ঘটায়।শিক্ষা মানুষকে করে কুসংস্কারমুক্ত। তাছাড়া শিক্ষার মাধ্যমে আসে জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি। জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি করতে হলে শিক্ষা আবশ্যক।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


৫. চিকিৎসা : মানুষের অন্যতম মৌল মানবিক চাহিদা হল চিকিৎসা। কথায় আছে, স্বাস্থ্য সকল সুখের মূল। তাই সুন্দর স্বাস্থ্য সবাই কামনা করে। একজন স্বাস্থ্যবান ব্যক্তি সমাজের, দেশের জন্য আশীর্বাদস্বরূপ । অন্যদিকে, স্বাস্থ্যহীন ব্যক্তির কাছে কোনকিছু ভালো লাগে না। ফলে স্বাস্থ্যহীন ব্যক্তি সমাজের বোঝা।


৬. চিত্তবিনোদন : চিত্তবিনোদন মানুষের অন্যতম মৌল মানবিক প্রয়োজন। খাদ্য যেমন শারীরিক শক্তি যোগায় চিত্তবিনোদন তেমনি মানসিক শক্তি যোগায়। সুন্দর, সুস্থ ও কর্ম উদ্দীপ্ত জীবন লাভের জন্য চাই সুস্থ চিত্তবিনোদন।
চিত্তবিনোদনের অভাবে মানুষ অলস হয়ে যায়, কর্মস্পৃহা হারায়, জীবন একঘেয়ে লাগে।সেজন্য বিভিন্ন উপায়ে চিত্তবিনোদনের ব্যবস্থা গড়ে উঠেছে।


উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, মানুষ সৃষ্টির সেরা জীব। তাছাড়া মানুষ সামাজিক জীব তাই সামাজিক জীব ও শ্রেষ্ঠ জীব হিসেবে সমাজে বসবাস ও জীবনধারণের জন্য মানুষের অতিশয় প্রয়োজনীয় কিছু কিছু বিষয় পূরণ করতে হয়। এসব বিষয়কেই মৌল মানবিক চাহিদা বলে। এগুলো পূরণ করতে না পারলে মানুষ সমাজে বাঁচতে পারে না।


রচনা ,প্রবন্ধউত্তর লিংক ভাবসম্প্রসারণউত্তর লিংক Paragraphউত্তর লিংক
আবেদন পত্র ও Applicationউত্তর লিংক অনুচ্ছেদ রচনাউত্তর লিংক Compositionউত্তর লিংক
চিঠি Letterউত্তর লিংক প্রতিবেদনউত্তর লিংক CVউত্তর লিংক
ইমেলEmailউত্তর লিংক সারাংশ ও সারমর্মউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংকCompleting Storyউত্তর লিংকDialog/সংলাপউত্তর লিংক
অনুবাদউত্তর লিংকShort Stories/Poems/খুদেগল্পউত্তর লিংকSentence Writingউত্তর লিংক

আপনার জন্য আমাদের ক্যাটাগরি


প্রশ্ন সমাধান
সাজেশন
চাকরি
ধর্ম
মতামত
শিক্ষা
শিক্ষা সংবাদ
নিয়োগ পরীক্ষা
জানা অজানা
Writing Side
অনার্স ও মাস্টার্স
এইচ এস সি
এসএসসি
ডিগ্রি ও উন্মুক্ত
স্বাস্থ্য
উদ্ভিদ ও প্রাণী
ঔষধি গুন
গোপন সমস্যা
রূপচর্চা
রেসিপি
রোগ প্রতিরোধ

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment