বিষয়: আজ আপনাদের জন্য শেয়ার করতে এসেছি সাম্প্রতিক প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, সাম্প্রতিক প্রশ্নোত্তর pdf, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৩, সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী ২০২৩ pdf, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ pdf, সাম্প্রতিক প্রশ্নোত্তর কারেন্ট অ্যাফেয়ার্স, করোনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩, সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর বাংলাদেশ, সাম্প্রতিক বিশ্ব pdf, সাম্প্রতিক ক্যাপসুল ৩ ২০২৩ pdf সংক্রান্ত বিশাল সাম্প্রতিক প্রশ্নের সম্ভার। সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ (প্রতি মাসের আপডেট সহ) ।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ (প্রশ্ন ও উত্তর)
এখানে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক প্রশ্নোত্তর শেয়ার করা হলো।
১. মুজিববর্ষের সময়কাল কত?
ক. ১৭ মার্চ ২০২৪-২৬ মার্চ ২০২৩ খ. ১৭ মার্চ ২০২৪-১৬ ডিসেম্বর ২০২৩
গ. ১৭ মার্চ ২০২৪-২৬ মার্চ ২০২৩ ঘ. ১৭ মার্চ ২০২৪-৩১ মার্চ ২০১২।
উত্তরঃ ঘ
২. সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া ঘােষণা করা হয় কবে? ক. ২ জানুয়ারি ২০২৩
খ. ৪ জানুয়ারি ২০২৩ গ. ৫ জানুয়ারি ২০২৩ ঘ. ৭ জানুয়ারি ২০২৩
উত্তরঃ খ
৩. কত বর্গ কিমি এলাকাকে সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘােষণা হয়? ক. ১,৫৪৩ বর্গ কিমি
খ. ১,৬৪৩ বর্গ কিমি গ.১,৭৪৩ বর্গ কিমি ঘ. ১,৮৪৩ বর্গ কিমি
উত্তরঃ গ
৪. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কী?
ক. বিচারপতি মােহাম্মদ ফজলুল করিম খ. বিচারপতি এবিএম খায়রুল হক।
গ. বিচারপতি মােঃ মােজাম্মেল হােসেন ঘ. বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
উত্তরঃ ঘ
৫. কোন নারী আপিল বিভাগের বিচারপতির পদ অলংকৃত করেন?
ক. বিচারপতি নাজমুন আরা সুলতানা খ. বিচারপতি জিনাত আরা গ. বিচারপতি কৃষ্ণা দেবনাথ ঘ. ওপরের সকলে
উত্তরঃ ঘ
৬. আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতি কে?
ক. বিচারপতি কৃষ্ণা দেবনাথ খ. বিচারপতি সালমা মাসুদ চৌধুরী গ. বিচারপতি ফারাহ মাহবুব ঘ. বিচারপতি নাইমা হায়দার
উত্তরঃ ক
৭. ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয় কবে? ক. ৬ জানুয়ারি ২০২৩
খ. ৮ জানুয়ারি ২০২৩ গ. ১০ জানুয়ারি ২০২৩ ঘ. ১৩ জানুয়ারি ২০২৩
উত্তরঃ ক
৮. প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়ােগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? ক. ২৫ বছর
খ. ৩২ বছর গ. ৫০ বছর ঘ. ৬৫ বছর।
উত্তরঃ গ
৯.২০২৩ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? ক. ১২ জন
খ. ১৩ জন। গ. ১৪ জন। ঘ. ১৫ জন
উত্তরঃ ঘ ১০. কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? ক. গাইবান্ধা।
খ, যশাের গ. পটুয়াখালী ঘ. ওপরের সবগুলাে
উত্তরঃ ঘ
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৩
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৩ এবং অতি সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ তুলে ধরা ধরছি।
১১. দেশের শেয়ারবাজারে প্রথম ইসলামী শরিয়াহভিত্তিক বন্ড লেনদেন শুরু হয় কবে? ক.১ জানুয়ারি ২০২৩
খ. ৭ জানুয়ারি ২০১১ গ. ১০ জানুয়ারি ২০২৩
ঘ. ১৩ জানুয়ারি ২০১১
উত্তরঃ ঘ
১২. ২০২৪-২১ অর্থবছরে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে? ক. সৌদি আরব।
খ. যুক্তরাষ্ট্র গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ক
১৩. ২০২৪-২১ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? ক. জার্মানি
খ. যুক্তরাষ্ট্র গ. যুক্তরাজ্য
ঘ. স্পেন।
উত্তরঃ খ
১৪. ২০২৪-২১ অর্থ বছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশে থেকে? ক. ভারত
খ. জাপান। গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ
১৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কী? ক. জাতির পিতা
খ. খােকা গ. বঙ্গবন্ধু
ঘ. নিঃসঙ্গ লড়াই
উত্তরঃ ঘ
১৬. গুপ্তচর চরিত্র মাসুদ রানা’র স্রষ্টা কে? ক. শেখ আবদুল হাকিম
খ. কাজী আনােয়ার হােসেন গ. মাসুদ পারভেজ
ঘ. কাজী মােতাহার হােসেন।
উত্তরঃ খ
১৭.বাংলা কমিকসের জনক কে? ক. নারায়ণ দেবনাথ
খ. বিরজু মহারাজ গ. শাওলি মিত্র
ঘ. হিরন্ময় সেনগুপ্ত
উত্তরঃ ক
১৮. ৩৩তম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল?
ক. ঢাকা আবাহনী লিমিটেড খ. মােহামেডান স্পাের্টিং ক্লাব গ. রহমতগঞ্জ
ঘ. শেখ রাসেল ক্রীড়া চক্র
উত্তরঃ ক
১৯. দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কী?
ক. শেরে বাংলা নৌকা জাদুঘর খ. ভাসানী নৌকা জাদুঘর গ. বঙ্গবন্ধু নৌকা জাদুঘর
ঘ. শেখ হাসিনা নৌকা জাদুঘর
উত্তরঃ গ
২০. শেখ রাসেন দিবস কবে? ক) ১৭ অক্টোবর
খ) ১৮ অক্টোবর গ) ১৯ অক্টোবর।
ঘ) ২০ অক্টোবর
উত্তরঃ খ
সাম্প্রতিক প্রশ্নোত্তর pdf
আপনি এখানে সাম্প্রতিক প্রশ্নোত্তর pdf উপস্থাপন করা হলো।
২১. বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্র কতটি? ক. ২৭টি
খ. ২৮টি গ. ২৯টি
ঘ. ৩০টি
উত্তরঃ খ
২২. বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত? ক. তিতাস, ব্রাহ্মণবাড়িয়া
খ. রশিদপুর, হবিগঞ্জ গ. ছাতক, সুনামগঞ্জ।
ঘ. জকিগঞ্জ, সিলেট
উত্তরঃ ঘ
২৩. বাংলাদেশের মােট উপজেলা কতটি? ক. ৪৯৪টি
খ. ৪৯৩টি গ. ৪৯৫টি
ঘ. ৪৯৬টি
উত্তরঃ গ
২৪. ২৬ জুলাই ২০২৩ NICAR-এর ১১৭তম বৈঠকে কেনি উপজেলার অনুমােদন দেওয়া হয়? ক. ঈদগাও, কক্সবাজার
খ. ডাসর, মাদারীপুর গ. মধ্যনগর, সুনামগঞ্জ ঘ. ওপরের সবগুলাে
উত্তর: ঘ
২৫. বাংলাদেশের মন্ত্রিসভার মােট সদস্য সংখ্যা কত? ক. ৪৭ জন
খ. ৪৮ জন। গ. ৪৯ জন। ঘ. ৫০ জন
উত্তর: গ
২৬. বাংলাদেশের মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? ক, ২৪ জন।
খ. ২৬ জন গ. ২৯ জন ঘ. ৩০ জন
উত্তরঃ খ
২৭. বাংলাদেশের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? ক. ১৯ জন
খ. ২০ জন গ. ২৬ জন। ঘ. ২৮ জন
উত্তরঃ খ
২৮. বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনােক্র্যাট মন্ত্রী কতজন? ক. ২ জন
খ, ৩ জন। গ, ৪ জন ঘ. ৫ জন
উত্তর: খ
২৯. বাংলাদেশে GDP নির্ণয়ে নতুন ভিত্তি বছর কোনটি? ক. ২০০৫-০৬
খ. ২০০৮-০৯ গ. ২০১৫-১৬ ঘ. ২০১৮-১৯
উত্তরঃ গ
৩০. নতুন ভিত্তি বছর অনুযায়ী ২০২৪-২০২৩ অর্থবছরে মাথাপিছু আয় কত? ক. ২,২২৭ মা. ড.
খ. ২,৩৩৪ মা. ড. গ. ২,৪২৭ মা. ড. ঘ. ২,৫৫৪ মা, ড.
উত্তরঃ ঘ
সাম্প্রতিক প্রশ্নোত্তর কারেন্ট অ্যাফেয়ার্স
এখানে পাবেন সাম্প্রতিক প্রশ্নোত্তর কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত প্রশ্ন ও উত্তর। [ads3]
৩১. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়? ক. গ্রিক
খ. ইতালি। গ. রুশ ঘ. ফারসি।
উত্তরঃ ক
৩২. নিচের কোন উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হকক. আগুনপাখি
খ. সাবিত্রী উপাখ্যান গ. শামুক ঘ. ওপরের সবগুলাে
উত্তরঃ ঘ
৩৩. ২৪ অক্টোবর ২০২৩ উদ্বাধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? ক. ১,৪৭০ মিটার
খ. ১,৫৭০ মিটার গ. ১,৬৭০ মিটার ঘ.১,৭৭০ মিটার
উত্তরঃ ক
৩৪. বাংলাদেশের কোন মাদরাসায় মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে?
ক. সিলেট সরকারি আলিয়া মাদরাসা খ. মাদরাসা-ই-আলিয়া, ঢাকা গ. রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা ঘ. দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ঢাকা
উত্তরঃ গ
৩৫. বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? ক. ২৩
খ. ২৪। গ. ২৫ ঘ. ২৬
উত্তরঃ খ
৩৬. মুজিববর্ষের সমাপ্তি ঘটবে কবে? ক. ১৬ ডিসেম্বর ২০২৩
খ. ১৭ মার্চ ২০২৩ গ. ২৬ মার্চ ২০২৩ ঘ. ১৬ ডিসেম্বর ২০২৩
উত্তরঃ ক
৩৭. প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? ক. ভারত
খ. চীন। গ. মেক্সিকো ঘ. পাকিস্তান
উত্তরঃ ক
৩৮. প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? ক. পঞ্চম
খ. ষষ্ঠ। গ. সপ্তম ঘ. অষ্টম
উত্তরঃ গ
৩৯. ২০২৩ সালে প্রথম ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি
পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান? ক. ActionAid
খ. Save the Children গ. Danish Refugee Council ঘ. MoTIV Creations Limited
উত্তরঃ ঘ
৪০. ২০২৩ সালে যুক্তরাজ্যের সন পদক লাভ করেন কোন বাংলাদেশি? ক. মেরিনা তাবাসুম
খ. মােবাশ্বর হুসেন গ. ইয়াফেস ওসমান ঘ. এহসান খান
উত্তরঃ ক
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর বাংলাদেশ
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর বাংলাদেশ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ পাবেন এখানে।
৪১. ২০২৩ সালের WITSA Eminent Persons Award লাভ করেন কে? ক. ফুমিও কিশিদা
খ. সি চিন পিং গ. জো বাইডেন। ঘ. শেখ হাসিনা।
উত্তরঃ ঘ
৪২. ২০২৩ সালের অ্যাসােসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি? ক. মােবাশ্বর হুসেন
খ. সজীব ওয়াজেদ জয় গ. শেখ হাসিনা। ঘ. ইয়াফেস ওসমান
উত্তরঃ খ
৪৩. দেশের ঘরােয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান কে? ক. সাকিব আল হাসান
| খ. তারিকুজ্জামরন মুনির গ. তামিম ইকবাল ঘ. এনামুল হক।
উত্তরঃ খ
৪৪. G2G এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ? ক) ভারত
খ) চীন। গ) জাপান ঘ) উপরের সবগুলাে
উত্তরঃ ঘ
৪৫. দেশের প্রথম টানেলের নাম কী? ক) শেখ হাসিনা টানেল
খ) কর্ণফুলী টানেল গ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান টানেল ঘ) ওপরের কোনটিই নয়
উত্তরঃ গ
৪৬. দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছেক) পদ্মা
খ) কর্ণফুলী গ) যমুনা। ঘ) মেঘনা
উত্তরঃ খ
৪৭. পাবনার রূপপুরে নির্মানাধীন পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিএ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি
উদ্বোধন করা হয় কবে? ক) ১০ অক্টোবর ২০২৩
খ) ১৩ অক্টোবর ২০২৩ গ) ১৫ অক্টোবর ২০২৩ ঘ) ১৮ অক্টোবর ২০২৩
উত্তরঃ ক
৪৮. ২০২৩ সালে মােস্তফা (স.) পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী?
ক) ড. এম জাহিদ হাসান। খ) আব্দুল করিম। গ) জামাল নজরুল ইসলাম ঘ) আবেদ চৌধুরী
উত্তরঃ ক
৪৯. দেশে চরম দারিদ্র্যে শীর্ষ জেলা কোনটি? ক) কুড়িগ্রাম ।
খ) রংপুর। গ) নারায়নগঞ্জ ঘ) সিলেট
উত্তরঃ ক
৫০. দেশে চরম দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি? ক) ঢাকা
খ) চট্টগ্রাম গ) নারায়নগঞ্জ ঘ) সিলেট
উত্তরঃ গ
সাম্প্রতিক প্রশ্নোত্তর কারেন্ট অ্যাফেয়ার্স
সাম্প্রতিক প্রশ্নোত্তর কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করলাম আপনাদের কাছে।
৫১. পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? ক) দ্বিতীয়
খ) তৃতীয় গ) চতুর্থ ঘ) পঞ্চম
৫২. বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? ক) অসমীয়া
খ) ইতালীয় গ) মালয়। ঘ) মারাঠি
উত্তরঃ ঘ
৫৩. বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বানিজ্য ও বিনিয়ােগ বিষয়ক কাঠামাে চুক্তি স্বাক্ষরিত হয়? ক. ১০ সেপ্টেম্বর ২০২৩
খ. ১১ সেপ্টেম্বর ২০২৩ গ. ১৫ সেপ্টেম্বর ২০২৩ ঘ. ১৭ সেপ্টেম্বর ২০২৩
উত্তরঃ গ
৫৪. ২০২৪-২১ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি গ. যুক্তরাজ্য ঘ. স্পেন
উত্তরঃ ক
৫৫. ২০২৪-২১ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে?
ক. সৌদি আরব খ. সংযুক্ত আরব আমিরাত গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ক
৫৬. ২০২৩ সালে কোন বাংলাদেশী রামােন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? ক. সঞ্জিদা খাতুন।
খ. রেহমান সােবহান। গ. শেখ হাসিনা। ঘ. ডক্টর ফেরদৌস কাদরী
উত্তরঃ ঘ
৫৭. বঙ্গবন্ধু ধান ১০০ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
ক. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) খ. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) গ. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)। ঘ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)
উত্তর: ক
৫৮. বর্তমানে দেশের মুক্তিযোেদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? ক. ৪৩০ জন
খ. ৪৩৮ জন গ. ৪৪৪ জন।
ঘ. ৪৫৬ জন
৫৯. প্রথম ষ্টীল আর্চ সেতু নির্মিত হবে কোন নদীর উপর? ক. ব্রহ্মপুত্র
খ. যমুনা গ. পদ্মা ঘ. আড়িয়াল খাঁ
উত্তরঃ ক
৬০. নিমের কোন আমটি নাবি জাতের? ক. গৌড়মতি
খ. ইলামতী গ. মেহেদি ২
ঘ. উপরের সবগুলাে
উত্তরঃ ঘ
সাধারণ জ্ঞান পিডিএফ
সাধারণ জ্ঞান পিডিএফ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ পাবেন এখানে
৬১. বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা কত? ক. ১০৫টি
খ. ১০৬ টি গ. ১৬০ টি
ঘ. ১০৮ টি
উত্তরঃ ঘ
৬২. দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
ক. শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনােলজি কিশােরগঞ্জ খ. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ঢাকা গ, আর টিএম আল কবির টেকনােলজিক্যাল ইউনিভার্সিটি সিলেট
ঘ. বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম
উত্তরঃ ক
৬৩. মােট জনসংখ্যা কত? ক. ১৬.২৫ কোটি
খ. ১৬.৪৫ কোটি গ. ১৬.৬৫ কোটি
ঘ. ১৬.৮২ কোটি
উত্তরঃ ঘ
৬৪. জনসংখ্যা বৃদ্ধির হার কত? ক. ১.১৭%
খ. ১.২৭% গ. ১.৩৭%
ঘ. ১.৪৭%
উত্তরঃ গ
৬৫. জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি কত? ক. ১,১৩৫ জন
খ. ১,১৪০ জন গ. ১,১৪৫ জন।
ঘ.১,১৫৫ জন
উত্তরঃ খ
৬৬. প্রত্যাশিত গড় আয়ুকাল কত? ক. ৭২.৮ বছর।
খ. ৭৩.৩ বছর গ. ৭৪.২ বছর।
ঘ. ৭৪.৫ বছর
উত্তরঃ ক
৬৭. দারিদ্রের হার কত? ক. ২০.৫%
খ. ২১.৫% গ. ২২.৫%।
ঘ. ২৩.৫%
উত্তরঃ ক
৬৮. চরম দারিদ্রের হার কত? ক. ৮.৫%
খ. ৯.৫% গ. ১০.৫%
ঘ. ১১.৫%
উত্তরঃ গ
৬৯. মাথপিছু আয় কত?
ক. ২,০৬৪ মার্কিন ডলার খ. ২,১৪৪ মার্কিন ডলার গ. ২,২২৭ মার্কিন ডলার
ঘ. ২,২৫৪ মার্কিন ডলার
উত্তরঃ গ
৭০. মাথাপিছু GDP কত ? ক. ১,৯৬০ মার্কিন ডলার
খ. ১,৯৫০ মার্কিন ডলার গ. ১,৯৯৭ মার্কিন ডলার
ঘ. ২,০৯৭ মার্কিন ডলার
উত্তরঃ ঘ
সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩
মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ পাবেন এখানে।
৭১. সাক্ষরতার (৭+) হার কত? ক. ৭৩.৪%
খ. ৭৪.৪% গ. ৭৫.২%
ঘ. ৭৫.৫%
উত্তরঃ গ
৭২. মােবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে National Equipment Identity
Register NEIR) কার্যক্রম চালু করা হয় কবে? ক. ১ জুলাই ২০২৩
খ. ৫ জুলাই ২০২৩ গ. ১০ জুলাই ২০২৩ ঘ. ১২ জুলাই ২০২৩
উত্তর: ক
৭৩. ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠিত হচ্ছে?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয় খ. ত্রিপুরা বিশ্ববিদ্যালয় গ. আলিয়া বিশ্ববিদ্যালয়। ঘ. দিল্লি বিশ্ববিদ্যালয়
উত্তর: ঘ।
৭৪. ‘আয়ােডিনযুক্ত লবণ বিল, ২০২৩’ জাতীয় সংসদে পাশ হয় কবে? ক. ১৪ জুন ২০২৩
খ. ১৬ জুন ২০২৩ গ. ২৯ জুন ২০২৩ ঘ. ৩ জুলাই ২০২৩
উত্তর: ক
৭৫. বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? ক. প্রথম।
খ. তৃতীয় গ. অষ্টম ঘ. দশম।
উত্তর: গ
৭৬. ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত জাতীয় জনসংখ্যা (প্রাক্কলিত) কত? ক. ১৬.৫০ কোটি
খ. ১৬.৮২ কোটি গ. ১৬.৯১ কোটি ঘ. ১৬.৯৯ কোটি।
উত্তর: গ
৭৭. বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? ক. মুহম্মদ নূরুল হুদা
খ. আনিসুল হক গ. আসাদ চৌধুরী ঘ. কামাল চৌধুরী
উত্তর: ক
৭৮. বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট-এর কার্যালয় কোথায় স্থাপিত হবে? ক নারায়ণগঞ্জ
খ. ঢাকা। গ. গাজীপুর ঘ. নরসিংদী
উত্তর: খ
৭৯. সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? ক. পিরােজপুর।
খ. বরিশাল গ. বরগুনা ঘ. ঢাকা
উত্তর: ক
৮০. সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি? ক. কিশােরগঞ্জ
খ. জামালপুর গ. বান্দরবান ঘ. সুনামগঞ্জ
উত্তর: খ
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২৩
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২৩ নিয়ে তথ্যের সমাহার এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ তুলে ধরলাম। [ads4]
৮১. সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি? ক. ঢাকা
খ. চট্টগ্রাম গ. বরিশাল। ঘ. খুলনা
উত্তর: গ
৮২. সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি? ক. ময়মনসিংহ
খ. রংপুর গ. রাজশাহী ঘ. সিলেট
উত্তর: ক
৮৩. বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে? ক. ইকবাল করিম ভূঁইয়া।
খ. এস এম শফিউদ্দিন আহমেদ। গ. নুরউদ্দীন খান। ঘ. আবদুল মুবীন
উত্তর: খ
৮৪. বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান কে?
ক. মসিহুজ্জামান সেরনিয়াবাত খ. মােহাম্মদ রফিকুল ইসলাম। গ. জামাল উদ্দিন আহমেদ ঘ. শেখ আব্দুল হান্নান।
উত্তর: ঘ
৮৫. সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার কে? ক. আমজাদ হােসেন।
খ. গাজী মাজহারুল আনােয়ার গ. আবদুল জব্বার ঘ. ফজল-এ-খােদা
উত্তর: ঘ
৮৬. সালাম সালাম হাজার সালাম’ গানের কণ্ঠশিল্পী কে? ক. সৈয়দ আব্দুল হাদী
খ. কিরণ চন্দ্র রায়। গ. আবদুল জব্বার ঘ. ফজল-এ-খােদা।
উত্তর: গ
৮৭. ১ জুলাই ২০২৩ কোন ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনীর মােড়ক উন্মােচন করা
হয়? ক. কোরিয়ান
খ. মালয়। গ. ইতালি ঘ. রুশ
উত্তর: ক
৮৮. কোরিয়ান ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেন কে? ক. মুন জে ইন।
খ. কিম জং-আন গ. লি ডং হিউন ঘ. পার্ক গুন শাে
উত্তর: গ
৮৯. অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে? ক. আহমেদ রুবেল।
খ. নজরুল ইসলাম। গ. শেখ রেহানা ঘ. শ্যাম বেনেগল
উত্তর: খ
৯০. The Startup Wife উপন্যাসের লেখক কে? ক. নেয়ামত ইমাম
খ. জিয়া হায়দার রহমান গ. মনিকা আলী ঘ. তাহমিমা আনাম
উত্তর: ঘ
করোনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩
এই পোস্টে সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ এর পাশাপাশি করোনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ পেতে পারেন, তাই ভাল করে পড়ুন।
৯১. বর্তমানে দেশে ভৌগােলিক নির্দেশক (GI) পণ্য কতটি? ক. ৭টি
খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
উত্তর: গ
৯২. ১৭ জুন ২০১১ কোন কোন পণ্যকে GI সনদ করা হয়?
ক. বিজয়পুরের সাদা মাটি ও দিনাজপুরভােগ খ. বাংলাদেশ কালিজিরা ও রংপুরের শতরঞ্জি গ. রাজশাহী সিল্ক ও ঢাকাই মসলিন ঘ. ওপরের সবগুলাে
উত্তর: ঘ
৯৩. অন্তর্বর্তীকালীন বাদে ২০১১-১২ অর্থবছরের আয় বাজেট কততম? ক. ৪৯তম
খ. ৫০তম গ. ৫১তম ঘ. ৫২তম
উত্তর: খ
৯৪. ২০২৩-২২ অর্থবছরের জাতীয় বাজেটের পরিমাণ কত?
ক. ৫,৬৮,০০০ কোটি টাকা । খ. ৫,২৩,১৯০ কোটি টাকা গ. ৬,০৩,৬৮১ কোটি টাকা । ঘ. ৭,০৩,৬৮১ কোটি টাকা
উত্তর: গ
৯৫. ২০২৩-২২ অর্থবছরের বাজেটে সাধারণ মুক্ত আয়সীমা কত? ক. ২ লাখ ৫০ হাজার
খ. ৩ লাখ গ. ৩ লাখ ৫০ হাজার ঘ. ৪ লাখ
উত্তরঃ খ
৯৬. ২০২৩-২২ অর্থবছরের বাজেটে মাথাপিছু আয় (প্রক্ষেপণ) কত? ক. ১,৭৫১ মা, ড.
খ. ১,৯০৯ মা, ভ. গ. ২,০৬৪ মা. ড. ঘ. ২,৪৬২ মা, ভ,
উত্তর: ঘ
৯৭. দরিদ্র জনসংখ্যার হার কত? ক. ২৪.৩%
খ. ২৩.১% গ. ২১.৮%। ঘ. ২০.৫%
উত্তর: ঘ
৯৮. অতি দরিদ্র জনসংখ্যার হার কত? ক. ১২.৯%।
খ. ১২.১% গ. ১০.৫% ঘ. ১১.৩%
উত্তর: গ
৯৯. কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব্বে অফিশিয়াল সিলেকশনে আমন্ত্রণ পাওয়া প্রথম বাংলাদেশি
চলচ্চিত্র কোনটি? ক. রেহানা মরিয়ম নূর
খ. মাটির ময়না গ. কাগজের ফুল ঘ. মুক্তির কথা
উত্তর: ক
১০০. রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক. মােস্তফা সরয়ার ফারুকী খ. তারেক মাসুদ ক. তৌকির আহমেদ ঘ. আব্দুলাহ মােহাম্মদ সাদ
উত্তর: ঘ
বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ ২০২৩
বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ ২০২৩ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ শেয়ার করছি এখানে।
১০১.৫ মে ২০২৩ কোন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়ােগ দেয়া হয়?
ক, অধ্যাপক ডা. এ কে আজাদ খান খ. অধ্যাপক ডা. মাহমুদ হাসান গ. অধ্যাপক ড. আলমগীর মােহাম্মদ সিরাজুদ্দীন ঘ. ওপরের সকলই
উত্তর: ঘ
১০২.এ পর্যন্ত কতজন বিশিষ্ট ব্যক্তি জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন? ক. ২৫ জন
খ. ২৭ জন। গ. ২৯ জন ঘ. ৩১ জন
উত্তর: গ
১০৩.রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলাের মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হােয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু
করে? ক. জনতা ব্যাংক লিমিটেড খ. বেসিক ব্যাংক লিমিটেড গ. সােনালী ব্যাংক লিমিটেড ঘ. রূপালী ব্যাংক লিমিটেড
উত্তর: খ
১০৪.৬ মে ২০২৩ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কোন বীমা কোম্পানিকে লাইসেন্স
প্রদান করে? ক, এনআরবি ইসলামিক লাইফ ইস্যুরেন্স লিমিটেড খ. বীচল্যান্ড ইসলামী লাইফ ইস্যুরেন্স লিমিটেড গ. আস্থা লাইফ ইস্যুরেন্স লিমিটেড ঘ. ক ও খ উভয়ই
উত্তর: ঘ
১০৫. বর্তমানে দেশে মােট বীমা কোম্পানির সংখ্যা কতটি?
ক. ৭৭টি খ. ৭৯টি গ. ৮১টি ঘ. ৮৩টি
উত্তর: গ
১০৬. বাংলা একাডেমির নতুন সভাপতি কে?
ক. বেগম আকতার কামাল খ. ড. রফিকুল ইসলাম গ. মুহাম্মদ সামাদ ঘ. আলী ইমাম
উত্তর: খ
১০৭, ২০২৪-২১ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? ক. ২,১২৭
খ. ২,২০৭ গ. ২,২২৭ ঘ. ২,৩২৭
উত্তর: গ
১০৮. ২০২৩ সাল থেকে বাংলাদেশ সরকার নতুন কোন পদক প্রদান করবে?
ক. বঙ্গবন্ধু আন্তর্জাতিক কৃষি পুরস্কার খ. বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক
গ. শেখ হাসিনা আন্তর্জাতিক শান্তি পুরস্কার ঘ. শেখ রাসেল আইসিটি পদক।
উত্তর: খ
১০৯.বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? ক. ৪৭টি
খ. ৪৮টি ঘ. ৫০টি
উত্তর: ঘ
১১০.দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
ক. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়
গ. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় গ. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তর: গ
সাম্প্রতিক প্রশ্নোত্তর
১১১. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে?
ক. অধ্যাপক ডা. ইসমাইল খান খ. অধ্যাপক ডা. মাসুম হাবিব
গ. ডা. মােহাম্মদ মাহবুবুর রহমান ঘ. অধ্যাপক ডা. কামরুল হাসান খান
উত্তর: গ
১১২.বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? ক. ৩টি
খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: গ
১১৩.শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ক. খুলনা
খ. গােপালগঞ্জ গ. রংপুর ঘ. নেত্রকোনা
উত্তর: ক
১১৪. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ক. ষষ্ঠ
খ. সপ্তম গ. অষ্টম ঘ. নবম
উত্তর: গ
১১৫.তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
ক. তথ্য ও বেতার মন্ত্রণালয় খ. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গ, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ঘ. ওপরের কোনােটিই নয়
উত্তর: খ
১১৬.তথ্য মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয় কবে? ক. ১৫মার্চ ২০২৩
খ.১৭ মার্চ ২০২৩ গ. ১৮ মার্চ ২০২৩ ঘ. ২০ মার্চ ২০২৩
উত্তরঃ ক
সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩
১১৭. দুদকের বর্তমান চেয়ারম্যান কে? ক. সাইদ মাহবুব খান।
খ. মােহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ গ. মাে. মােজাম্মেল হক খান । ঘ.মাে. জহুরুল হক
১১৮. বিমান বাংলাদেশ এয়ারলাইলে বর্তমান মােট উড়ােজাহাজের সংখ্যা কতটি? ক. ১৮টি
খ. ১৯টি গ. ২০টি ঘ.২১টি
উত্তরঃ ঘ
১১৯.বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান বহরে ৫মার্চ ২০২৩ সর্বশেষ যুক্ত হয় কোন বিমানটি? ক. ধ্রুবতারা
খ. আকাশতারী গ. শ্বেতবলাকা ঘ. ওপরের সবগুলাে
উত্তরঃ গ
১২০. ফেনী নদীর ওপর নির্মিত “বাংলাদেশ ভারত মৈত্রী সেতু-১” উদ্বোধন হয় কবে? ক. ৫ মার্চ ২০২৩
খ. ৯ মার্চ ২০২৩ গ. ১২ মার্চ ২০২৩ ঘ. ১৫ মার্চ ২০২৩
উত্তর: খ
১২১. “বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১” এর দৈর্ঘ্য কত? ক. ০.৯ কি.মি
খ.১.৯ কি.মি গ.২.৯ কি.মি ঘ.৩.৯ কি.মি
উত্তর: খ
১২২. ২৭ মার্চ ২০২৩ উদ্বোধন করা হয় বাংলাদেশ – ভারতের মধ্যে কোন যাত্রীবাহী ট্রেন ? ক. মিতালী এক্সপ্রেস।
খ. মৈত্রী এক্সপ্রেস গ. বন্ধন এক্সপ্রেস ঘ. সমতা এক্সপ্রেস
উত্তর:ক
১২৩. মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কী? ক. বিজয় সড়ক
খ.স্বাধীনতা সড়ক গ. বন্ধন সড়ক
ঘ.মৈত্রী সড়ক
উত্তর: খ
১২৪. নিচের কোন গমের জাতটি ব্লাস্ট প্রতিরােধী?
ক. ডব্লিউএমআরআই গম-২ খ. ডব্লিউএমআরআই গম-৩ গ. বারি গম -৩৩ ঘ. ওপরের সবগুলাে
উত্তর:ঘ
১২৫. নেপালের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করেন কে? ক. বিদ্যা দেবী ভান্ডারী
খ. রাম বরণ যাদব। গ. পুষ্প কমল দাহাল ঘ. মধাব কুমার নেপাল
উত্তর:ক
১২৬. দেশের অবকাঠামাে উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা
মজুতের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম কী? ক. বাংলাদেশ অবকাঠামাে উন্নয়ন তহবিল খ. জাতীয় অবকাঠামাে উন্নয়ন তহবিল
গ.বাংলাদেশ অবকাঠামাে অর্থায়ন তহবিল ঘ. জাতীয় অবকাঠামাে অর্থায়ন তহবিল
উত্তরঃ ক
১২৭. বাংলাদেশ অবকাঠামাে উন্নয়ন তহবিলের (BIDF) উদ্বোধন করা হয় কবে? ক. ৫ মার্চ ২০২৩
খ. ৮ মার্চ ২০২৩ গ.১০ মার্চ ২০২৩ ঘ. ১৫ মার্চ ২০২৩
উত্তর:ঘ
১২৮. ঢাকাই মসলিন ভৌগােলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করে কোন
প্রতিষ্ঠান? ক. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (BSCIC) খ.বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গ.বাংলাদেশ তাঁত বাের্ড (BHB) ঘ. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)
উত্তর: গ
১২৯. বাংলাদেশ কবে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (IUT) প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থন করে? ক, ২১ ফেব্রুয়ারি ২০২৩
খ. ২২ফেব্রুয়ারি ২০২৩ গ. ২৩ফেব্রুয়ারি ২০২৩ ঘ. ২৪ফেব্রুয়ারি ২০২৩
উত্তর:খ
১৩০. বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়চীন ‘র ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি?
ক. New China as I Saw 1952 খ. The New China as I Saw গ. New China1952
ঘ. Amar Dekha Naya Chin
উত্তর: গ
১৩১. New China 1952 গ্রন্থটির অনুবাদক কে?
ক. অধ্যাপক ফকরুল আলম খ. অধ্যাপক মাে: আহসানুল হক গ.অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ঘ. অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
উত্তর:ক
১৩২. My Father, My Bangladesh গ্রন্থের রচয়িতা কে? ক. শেখ হাসিনা
খ. অধ্যাপক ফকরুল আলম গ. অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ঘ. অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
উত্তর:ক
১৩৩. ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালক কে? ক. বদরুল আনাস সৌদ
খ. মাসুদ পথিক গ. তৌকীর আহমেদ ঘ. নাসিরউদ্দিন ইউসুফ
উত্তর:গ
১৩৪. নবম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হবে?
ক. ১- ১০ এপ্রিল ২০২৩ খ. ১-১০ মে ২০২৩ গ. ১-১০ জুন২০২৩ ঘ. ১-১০ জুলাই২০২৩
উত্তর:ক
১৩৫.বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? (ক) ৩৭টি
(খ)৩৮ টি (গ)৩৯ টি | (ঘ) ৪০টি
উত্তর: গ
১৩৬. ২৮ জানুয়ারী ২০২৩ কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়?
(ক) প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)(খ) জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
(গ) বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (ঘ) বাংলাদেশ সাঙস্কৃতিক মুক্তিজোট ।
উত্তর: খ
১৩৭. বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে কোথায়? (ক) শিবপুর, নরসিংদি
(খ) মিঠামইন, কিশােরগঞ্জ (গ) কোটালীপাড়া, গােপালগঞ্জ (ঘ) তেঁতুলিয়া, পঞ্চগড়
উত্তর: ঘ
১৩৮. বাংলাদেশ ধান গভেষনা ইনস্টিটিউট (BRRI) কতটি ধানরে জাত উদ্ভাবন করেছে? (ক) ৯৮ টি
(খ)৯৯ টি (গ)১০০ টি (ঘ)১০১ টি
উত্তর: গ
১৩৯, ২০২৩ সালে বাংলাদেশ কোন আন্তর্জাতিক ব্যাংকে যােগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে?
(7) New Development bank (NDB) (31) European Investment Bank( EIB) (9) Asian Infrastructure Investment Bank (AIIB) (T) African Development bank ( AFDB)
উত্তরঃ ক
সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩
১৪০. ২০২৩সালে কোন সরকারি বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করে?
(ক) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (গ) শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (ঘ) ক ও খ উভয়ই
উত্তর: ঘ
১৪১. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
(ক) অধ্যাপক ড. মাে. নাছম আখতার (খ) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ (গ) অধ্যাপক ড. মাে. শহীদুর রহমান খান (ঘ) অধ্যাপক ড. রফিক উল্লাহ খান
উত্তর: ক
১৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
(ক) অধ্যাপক ড. মাে. নাছম আখতার (খ) ড. জেড. এম. পারভেজ সাজ্জাদ (গ) অধ্যাপক ড. মাের্শেদ আহমদ চৌধুরী। (ঘ) অধ্যাপক ড. কামরুল হাসান খান।
উত্তর: খ
১৪৩. বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? (ক)৮ টি
(খ)৯ টি (গ)১০ টি (ঘ)১১ টি
উত্তরঃ ঘ
১৪৪. দেশের একাদশ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি?
(ক) বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (খ) শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ঘ) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উত্তর: ঘ
১৪৫. বাংলাদেশের প্রথম নারী (CGDF) কে? (ক) এলিজা শারমিন
(খ) নাজনিন সুলতানা (গ) জাকিয়া আক্তার। (ঘ) মনােয়ারা হাবীব
উত্তর: ঘ
১৪৬. ২০২৩ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কে?
(ক) লে. কর্ণেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। (খ) সানজীদা খাতুন। (গ) সৈয়দ মােয়াজ্জেম আলী (ঘ) ক ও খ উভয়ই
উত্তর: ঘ
১৪৭. ২০২৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন কত জন? (ক) ৯জন।
(খ) ১০ জন (গ) ১১ জন (ঘ)১২ জন।
উত্তর: খ
১৪৮, ২০২৩ সালের একুশে পদক লাভ করেন কত জন? (ক)১৮ জন।
(খ) ১৯ জন। (গ)২০ জন। (ঘ) ২১ জন
উত্তর: ঘ।
১৪৯. প্রতিপক্ষকে হােয়াইটওয়াশ করে বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছেন?
(ক) ১১টি
(খ) ১২টি (গ) ১৩টি (ঘ) ১৪টি
উত্তর: ঘ
১৫০. টেস্টে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বাধিক সেঞ্চুরী করেছে? (ক) তামিম ইকবাল
(খ) সাকিব আল হাসান (গ) মুশফিকুর রহিম (ঘ) মমিনুল হক
উত্তর: ঘ
১৫১, ১৯ জানুয়ারী ২০২৪ দেশের প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়ােগ পায় কোন প্রতিষ্ঠান?
7. European Space Agence (ESA) *. Thales Alenea Space গ. SpaceX 7. PricewaterhouseCoopers (PWC)
উত্তর: ঘ
১৫২. উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কী হবে? ক. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২
খ. শেখ হাসিনা স্যাটেলাইট-১ গ. ওয়াজেদ মিয়া স্যাটেলাইট ঘ. বাংলাদেশ স্যাটেলাইট
উত্তরঃ ক
১৫৩. দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? ক. ২০২৩ সালে
খ. ২০২৩ সালে গ. ২০২৫ সালে ঘ. ২০২৭সালে
উত্তরঃ খ
১৫৪. দেশের চতুর্থ ভৌগােলিক নিদের্শক পণ্য কোনটি? | ক. জামদানি।
খ. ইলিশ। গ. ক্ষীরশাপাতি আম ঘ. ঢাকাই মসলিন
উত্তর: ঘ
১৫৫. বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় কবে? ক. ৩০ডিসেম্বর ২০২৪
খ. ৩১ডিসেম্বর ২০২৪ গ.১ জানুয়ারি ২০২৩ ঘ. ২ জানুয়ারি ২০২৩
উত্তর: খ
১৫৬. দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কী?
ক. শেরে বাংলা নৌকা জাদুঘর খ. ভাসানী নৌকা জাদুঘর। গ. বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ঘ. শেখ হাসিনা নৌকা জাদুঘর
উত্তর: গ
১৫৭. বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? ক. ৫টি
খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
উত্তর: ঘ
বাংলাদেশ সাম্প্রতিক বিষয়াবলী
সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ এবং বাংলাদেশ সাম্প্রতিক বিষয়াবলী পাবেন এখানে।
১৫৮. জাতীয় অর্থনৈতিক পরিষদের NEC সভায় অষ্টম পঞ্চবার্ষিক অনুমােদন দেওয়া হয়
কবে? ক. ২৮ ডিসেম্বর ২০২৪
খ. ২৯ ডিসেম্বর ২০২৪ গ. ৩০ ডিসেম্বর ২০২৪ ঘ. ৩১ ডিসেম্বর ২০২৪
উত্তর: খ
১৫৯. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত?
ক. ২০২৩-২০২৫ সাল। খ. ২০২৩-২০২৭ সাল। গ. ২০২৩-২০২৭সাল। | ঘ. ২০২৪-২০২৮ সাল।
উত্তর: ক
সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩
১৬০. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নে ব্যয় হবে কত কোটি টাকা? ক. ৬৪,৩০,১২০
খ. ৬৪,৬৫,৮০০ গ. ৬৪,৪৮,৩৯০ ঘ. ৬৪,৯৫,৯৮০
উত্তর: ঘ
১৬১. আদমশুমারি ও গৃহগণনা র’ বর্তমান নাম কি?
ক. জনশুমারি ও গৃহগণনা। খ. জনসংখ্যাশুমারি ও গৃহগণনা গ. লােকশুমারি ও গৃহগণনা ঘ. উপরের কোনটি নয়
উত্তরঃ ক
১৬২. কোন সালে পরিসংখ্যান আইন, অনুযায়ী ‘আদমশুমারি ও গৃহগণনা এর নাম পরিবর্তন করে
‘জনশুমারি ও গৃহগণনা করা হয়? ক. ২০১১ সাল।
খ. ২০১৩ সাল গ. ২০১৫ সাল ঘ. ২০২৪ সাল
উত্তর: খ
১৬৩. কত বছর পরপর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? ক. ৫ বছর
খ. ৮ বছর গ. ১০ বছর ঘ. ১২ বছর
উত্তর: গ
১৬৪.ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠীত হয়?
ক. ২৫-৩১ জুলাই ২০২৩ খ. ২৫-৩১ আগষ্ট ২০২৩ গ. ২৫-৩১ অক্টোবর ২০২৩ ঘ. ২৫-৩১ ডিসেম্বর ২০২৩
উত্তর: গ
১৬৫. বাংলাদেশে প্রথম শরিয়াভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় কবে? ক. ২৮ ডিসেম্বর ২০২৪
খ. ২৯ ডিসেম্বর ২০২৪ গ. ৩০ডিসেম্বর ২০২৪ | ঘ. ৩১ ডিসেম্বর২০২৪
উত্তর:ক
১৬৬. প্রথম ইসলামী বন্ড সুকুক কী নামে ইস্যু করা হয় ? ক. ইস্তিসনা সুকুক
খ. সালাম সুকুক গ. ইজারা সুকুক ঘ.মুশারাকা সুকুক
উত্তর:গ
১৬৭.১ জানুয়ারি ২০২৩ কোন দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়?
ক.স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড । খ. গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড
গ. যমুনা ব্যাংক লিমিটেড ঘ. ক ও খ উভয়ই
উত্তর:ঘ
১৬৮. জানুয়ারি ২০২৩ পর্যন্ত কতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ব্যাংকিং পরিচালনা করছে? ক. ৭টি
খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
উত্তর:ঘ
১৬৯, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কী?
ক. গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড খ. এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড গ. গ্লোবাল ব্যাংক লিমিটেড। ঘ. উপরের কোনটি নয়।
উত্তরঃ ক
১৭০. জাতিসংঘের মানব উন্নয়ন সূচক-২০২৪ এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান
কততম? ক. ১৩৫তম
খ. ১৩০তম গ. ১৩৪তম ঘ. ১৩৩তম।
উত্তরঃ ঘ
১৭১. কোন দুইটি সিনেমা ২০২৪ সালের শ্রেষ্ঠ লচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে?
ক. ন ভাই ও ফাগুন হাওয়ায় খ. সাপলুড় ও কালাে মেঘের ভেলা
গ. গহীন বালুচর ও জান্নাত। ঘ. একটি সিনেমার গল্প ও মাটির প্রজার দেশে
উত্তরঃ ক
১৭২. বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ-২০২৪ এ কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? | ক. গাজী গ্রুপ চট্টগ্রাম।
খ. জেমকন খুলনা। গ. ফরচুন বরিশাল ঘ. মিনিস্টার রাজশাহী
উত্তরঃ খ
১৭৩.২০২৪-২১ অর্থবছরে প্রথম পাঁচ মাসে (জুলাই নভেম্বর) রপ্তানি আয়ে পাট ও পাটজাত পণ্যের অবস্থান কততম? ক. ১ম
খ. ৩য় গ. ২য় ঘ. ৪র্থ
উত্তরঃ গ
১৭৪. গ্লোবাল নলেজ ইনডেক্স-২০২৪ এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ক. ১১২তম
খ. ১১০তম গ. ১১৫তম ঘ. ৯৪তম
উত্তরঃ ক
১৭৫. বাংলাদেশের তৃতীয় সাবমেরিন ক্যাকল সি-মি-উই-৬ এর ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? ক. পটুয়াখালী
খ. বাগেরহাট গ. খুলনা। ঘ, কক্সবাজার
উত্তরঃ ঘ
১৭৬. ১৯৯০ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে কত শতাংশ অগ্রগতি হয়েছে? ক. ৬০.৪ শতাংশ।
খ. ৫৯.৮ শতাংশ গ. ৬০০ শতাংশ ঘ. ৬১.০ শতাংশ।
উত্তরঃ ক
১৭৭. নতুন অনুমােদিত ৬১তম তফসিলি ব্যাংকের নাম কী?
ক. বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক খ. সিটিজেন ব্যাংক পিএলসি গ. সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক ঘ. পিপলস ব্যাংক
উত্তরঃ খ
সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩
১৭৮. দেশে উদ্ভাবিত বারােমাসি আমের জাত কোনটি? ক. বারি-১১
খ. বারি-৪ গ. জাদুভােগ ঘ. সিদুরে
উত্তরঃ ক
১৭৯. মানব উন্নয়ন সূচক-২০২৪ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? ক. ৪র্থ
খ. ৫ম গ. ৩য়। ঘ. ৬ষ্ঠ।
উত্তরঃ খ
১৮০. বর্তমানে দেশে নারী মুক্তিযােদ্ধার সংখ্যা কতজন? ক. ৩০২ জন।
খ. ৩২২ জন।
৩ জন গ. ৪৩৮ জন ঘ. ৩৬১ জন
উত্তরঃ গ
১৮১. পদ্মা সেতুর ৪১তম স্প্যান বসানাে হয়েছে কত নম্বর খুঁটির উপর? ক. ১২ ও ১৩ নম্বর
খ. ৩৭ ও ৩৮ নম্বর গ. ১০ ও ১১ নম্বর ঘ. ১৫ ও ১৬ নম্বর
উত্তরঃ ক
১৮২. ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান কততম? ক. ৩৫তম
খ. ৩৬তম গ. ৩৯তম ঘ. ৩৮তম
উত্তরঃ গ
সাম্প্রতিক বিশ্ব pdf
সাম্প্রতিক বিশ্ব pdf এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ পাবেন
১৮৩. দেশের ইতিহাসে বঙ্গবন্ধুর প্রথম ও একমাত্র তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক’ কোথায় অবস্থিত? ক. গাজীপুর।
খ. নরসিংদী গ. নারায়ণগঞ্জ ঘ. বগুড়া
উত্তরঃ খ
১৮৪. বাংলাদেশ-ভুটানের মধ্যে পিটিএ চুক্তির আওতায় ভুটানের বাজারে বাংলাদেশের কতটি পণ্য
শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে? ক. ১০০টি
খ. ৩৪টি গ. ৯০টি ঘ. ৯৫টি
উত্তরঃ ক
১৮৫. নােয়াখালীর হাতিয়ায় অবস্থিত ‘ভাসান চরের আয়তন কত বর্গমাইল? ক. ৩০ বর্গমাইল
খ. ২৭ বর্গমাইল গ. ৩৫ বর্গমাইল। ঘ. ২৫ বর্গমাইল
উত্তরঃ ঘ
১৮৬. সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম কী? ক. বুরেভী
খ. নিসর্গ গ. নিভার ঘ. ফণী
উত্তরঃ ক
১৮৭. দেশে বর্তমানে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেলের সংখ্যা কতটি? ক. ৩২টি
খ. ৩৩টি গ. ৩৫টি ঘ, ৩০টি
উত্তরঃ গ
১৮৮. দেশে প্রথম খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প নগরী’ কোথায় স্থাপিত হবে? ক. পঞ্চগড়
খ. দিনাজপুর গ. নীলফামারী ঘ. ঠাকুরগাঁও
উত্তরঃ ঘ
১৮৯. সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? ক. কসভাে।
খ. কমনওয়েলথ অব ডমিনিকা গ. সেন্ট লুসিয়া। ঘ. কেউম্যান দ্বীপপুঞ্জ
উত্তরঃ খ
১৯০. মােবাইল কোর্ট কোনাে অপরাধের জন্য সর্বোচ্চ কত বছর সাজা দিতে পারে? ক. ১ বছর।
খ. ৩ বছর গ. ২ বছর ঘ. ৪ বছর
উত্তরঃ গ
১৯১. বর্তমানে দেশে তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ক. রংপুর।
খ. কুষ্টিয়া গ. লালমনিরহাট ঘ. মেহেরপুর
উত্তরঃ ক
১৯২. কত তারিখে বাংলাদেশ ভুটানের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করে? ক. ৭ ডিসেম্বর,২০২৪
খ.৫ ডিসেম্বর, ২০২৪ গ. ৬ ডিসেম্বর, ২০২৪ ঘ. ৪ ডিসেম্বর, ২০২৪
উত্তরঃ গ
১৯৩. বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত কিলােমিটার? ক. ৪.৯ কি.মি.
খ. ৪.৮ কি.মি.। গ. ৪. ১০ কি.মি. ঘ. ৪.৭ কি.মি.
উত্তরঃ খ
১৯৪. ১৭ ডিসেম্বর, ২০২৪ ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি সমঝােতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে? ক. ৫টি
খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
উত্তরঃ গ
১৯৫. বাংলাদেশের ব্যাংক খাতের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (MD) কে?
(ক) নাজমুন আরা সুলতানা। (খ) রাজিয়া বেগম (গ) এলিজা শারমিন (ঘ) মাহতাব জাবিন।
উত্তরঃ ঘ
১৯৬. বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (MD) কে? (ক) সুরাইয়া রহমান।
(খ) জান্নাতুল ফেরদৌস (গ) হুমায়রা আজম, (ঘ) মাহতাব জাবিন
উত্তরঃ গ
১৯৭. জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে বাংলাদেশ চেয়ারের জন্য
মনােনীত হন কে? (ক) অধ্যাপক ড. হারুন-অর-রশিদ (খ) অধ্যাপক আখতারুজ্জামান (গ) অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান (ঘ) অধ্যাপক সাদেকা হালিম।
উত্তরঃ ক
১৯৮. স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লােগাে উন্মােচন করা হয়? (ক) ৭ মার্চ ২০২৩
(খ) ১৭ মার্চ ২০২৩ (গ) ২৫ মার্চ ২০২৩ (ঘ) ২৬ মার্চ ২০২৩
উত্তরঃ ঘ
সাম্প্রতিক প্রশ্নোত্তর pdf
আপনাদের জন্য সাম্প্রতিক প্রশ্নোত্তর pdf দিলাম
১৯৯. স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লােগাের নকশা করেন কে? (ক) রামেন্দু মজুমদার
(খ) প্রদীপ চক্রবর্তী (গ) সব্যসাচী হাজরা (ঘ) ক ও খ উভয়।
উত্তরঃ ঘ
২০০. রাজশাহী সিল্ককে ভৌগােলিক দির্দেশক (GI) পন্য হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন করে
কোন প্রতিষ্ঠান? (ক) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (খ) বাংলাদেশ রেশম উন্নয়ন বাের্ড (গ) বাংলাদেশ তাঁত বাের্ড
(ঘ) রাজশাহী জেলা প্রশাসক
উত্তরঃ খ
২০১. বাংলাদেশে উদ্ভাবিত প্রথম জিরার জাত কোনটি? (ক) বিইউ জিরা -১
(খ) বারি জিরা -১ (গ) বাউ জিরা -১ (ঘ) বিনা জিরা -১
উত্তরঃ খ
২০১. মঙ্গল শােভাযাত্রা ১৪২৮ বঙ্গাব্দের প্রতিপাদ্য কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর’ এটি
কোন কবির রচনা থেকে নেওয়া হয়েছে? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) জসীমউদ্দীন (গ) সুফিয়া কামাল (ঘ) কাজী নজরুল ইসলাম।
উত্তরঃ ঘ
২০৩. বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে? (ক) আতিউর রহমান।
(খ) ড. সালেহউদ্দিন (গ) আকবর আলি খান
(ঘ) ড. মােহাম্মদ ফরাসউদ্দিন
উত্তরঃ গ
২০৪. বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু বর্ডার হাট কতটি? (ক) ৫টি
(খ) ৬টি (গ) ৭টি
(ঘ) ৮টি
উত্তরঃ গ
২০৫. জাপান থেকে মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে? (ক) ৩০ মার্চ ২০২৩
(খ) ৩১ মার্চ ২০২৩ (গ) ১ প্রপ্রিল ২০২৩
(ঘ) ২ এপ্রিল ২০২৩
উত্তরঃ খ
২০৬. বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হয়?
(ক) ১-১০ এপ্রিল ২০২৩ | (খ) ৫-১৫ এপ্রিল ২০২৩
(গ) ১০-২৫ এপ্রিল ২০২৩ (ঘ) ২০-৩০ এপ্রিল ২০২৩
উত্তরঃ ক
২০৭. সর্বাধিক পদক লাভ করে কোন দল?
(ক) বাংলাদেশ সেনাবাহিনী। | (খ) বাংলাদেশ নৌবাহিনী।
(গ) বাংলাদেশ আনসার ও ভিডিপি (ঘ) বর্ডার গার্ড বাংলাদেশ
উত্তরঃ গ
২০৮.দ্রুততম মানব হন কে? (ক) আসিফ রেজা।
(খ) ইলিয়াস হােসেন। (গ) মােহাম্মদ ফরিদ মিয়া (ঘ) মােহাম্মদ ইসমাইল
উত্তরঃ ঘ
২০৯. দ্রুততম মানবী হন কে?
(ক) সােনিয়া আক্তার টুম্পা। (খ) শিরিন আক্তার (গ) মাহফুজা খাতুন শিলা
(ঘ) শারমিন আক্তার রত্না
উত্তরঃ খ
সাম্প্রতিক প্রশ্ন আগষ্ট ২০২৩
প্রশ্ন:- মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?
ক. ১৮ মার্চ, ২০২৩
খ. ২৬ মার্চ, ২০২৩
গ. ৩০ মার্চ, ২০২৩
ঘ. ৩১ মার্চ, ২০২৩
উত্তর:- ঘ. ৩১ মার্চ, ২০২৩
প্রশ্ন:-মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?
ক. তাইওয়ান
খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তর:- খ. জাপান
প্রশ্ন:-কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?
ক. কক্সবাজার বন্দর
খ. পায়রা বন্দর
গ. চট্টগ্রাম বন্দর
ঘ. মোংলা বন্দর
উত্তর:- ঘ. মোংলা বন্দর
প্রশ্ন:- সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে?
ক. আকবর আলি খান
খ. ওয়াহিদউদ্দিন মাহমুদ
গ. মোহাম্মদ ইউনুস
ঘ. খোন্দকার ইব্রাহিম খালেদ
উত্তর:- ক. আকবর আলি খান
আরো পডুন: মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান
প্রশ্ন:- সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত হয়েছেন?
ক. অধ্যাপক রফিকুল ইসলাম
খ. অধ্যাপক হারুন-অর-রশিদ
গ. অধ্যাপক রায়হান আহমেদ
ঘ. অধ্যাপক শাহরিয়ার আলম
উত্তর:- খ. অধ্যাপক হারুন-অর-রশিদ
প্রশ্ন:- সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন?
ক. আর্মেনিয়া
খ. ব্রাজিল
গ. ইকুয়েডর
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর:- খ. ব্রাজিল
প্রশ্ন:- কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ করতে শুরু করেছে?
ক. মটোরোলা
খ. শাওমি
গ. এইচটিসি
ঘ. নকিয়া
উত্তর:- খ. শাওমি
প্রশ্ন:- মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?
ক. চীনের গ্র্যান্ড খাল
খ. সুয়েজ খাল
গ. গ্রিসের করিন্থ খাল
ঘ. কোনোটিই নয়
উত্তর:- গ. গ্রিসের করিন্থ খাল
প্রশ্ন:- ২০২৪ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়?
ক. ১ হাজার ২০০ জন
খ. ১ হাজার ৯০৮ জন
গ. ১ হাজার ৬৪২ জন
ঘ. ১ হাজার ৫০৯ জন
উত্তর:- গ. ১ হাজার ৬৪২ জন
প্রশ্ন:- ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
ক. ৭০ ডলার
খ. ৪৫ ডলার
গ. ৯৮ ডলার
ঘ. ২১ ডলার
উত্তর:- ক. ৭০ ডলার
প্রশ্ন:- কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?
ক. ২০৪১ সাল
খ. ২০৩১ সাল
গ. ২০৭১ সাল
ঘ. ২০৫০ সাল
উত্তর:- ক. ২০৪১ সাল
প্রশ্ন:- সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?
ক. ১৮৬৭ সালের ১৭ নভেম্বর
খ. ১৯৬৯ সালের ২ জানুয়ারি
গ. ১৮৭৯ সালের ২৭ নভেম্বর
ঘ. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর
উত্তর:- ঘ. ১৮৬৯ সালের
হাইভোল্টেজ সাম্প্রতিক প্রশ্নোত্তর
[ads5] ১। পদ্মা সেতুতে মোট ল্যাম্পপোস্ট ৪১৫ টি।
২। শেখ রাসেল সেনানিবাস জাজিরা, শরীয়তপুর।
৩। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ২৪ ফেব্রুয়ারি-২০২৩।
৪। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২৩ ৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।
৫। ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।
৬। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম
ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
৭। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
৮। বৰ্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের মো. শামীম আহসান, বাংলাদেশ
৯। হীরালাল সেন পদক-২০২৩ পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। ৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত” হীরালাল সেন পদক-২০২৩” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য
১১। “শক্ত মাটির পৃথিবী” চিত্রটি — শাবলু শাহাবউদ্দিন
১২। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২৩
১৩। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ
২০২৩)
১৪। E-Sim=Embedded Subscriber Identity Module:
১৫। BPL-2023 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা
অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর
১৭। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।
১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে চীন এবং তৃতীয় স্থানে
ভিয়েতনাম।
১৯। ২০২৩ সালে COP-27 অনুষ্ঠিত হবে মিশর
২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে- সংযুক্ত আরব আমিরাত
২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাতে
২২। নিরাপদ শহর ২০২৩ এর তালিকায় ১ম-আইসল্যান্ড, ২য়- সংযুক্ত আরব আমিরাত, ৩য়ঃ
কাতার।
বাংলাদেশের অবস্থান – ১০৫তম।
২৩। বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক
২৮ ফ্রেব্রুয়ারি, ২০২৩।
২৪। দুটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হবে – নওগাঁ এবং ঠাকুরগাঁও জেলায়।
২৫। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।
২৬। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি
দিয়েছেন – ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’
২৭। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া
২৮। রাশিয়া ক্রিমিয়া দখল করে ২০১৪ সালে।
২৯। ২০০৪ সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয় ইউক্রেনে
৩০। বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম- রাশিয়া।
৩১। দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান
৭৫তম
৩২। ২০২৩ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর।
৩৩। বর্তমানে মাথাপিছু আয় ২৫৯১ মার্কিন ডলার
এবং মাথাপিছু GDP_২৪৬২ মার্কিন
ডলার।
৩৪। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় জার্মানিতে।
৩৫। দেশের তৈরি প্রথম রকেট_ধূমকেতু
৩৬। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা- ৮ জন
৩৭। দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে।
৩৮। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক (চালু ১২ জানুয়ারি ২০২৩)
৩৯। দেশে আরও নতুন তিনটি সরকারি EPZ নির্মাণ করা হবে—গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলায় (বর্তমানে সরকারি EPZ আছে ৮টি)
৪০. দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় দুটির একটি নওগাঁয়
আর আরেকটি হবে ঠাকুরগাঁওয়ে।
৪১. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।
৪২. ২০২৩ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।
৪৩. বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম- RCEP (সদস্য ১৫টি)
৪৪. ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে বোর্নিও দ্বীপের কালিমানতানে।
৪৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম- নুসানতারা (নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো
উইদোদো।)
৪৬. আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।
৪৭. জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ-ফিনল্যান্ড।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবচেয়ে কম সুখী দেশ: আফগানিস্তান
৪৮. সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।
৪৯. নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়।
৫০. দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম একদিনের
পরীক্ষায় আসার মত সাম্প্রতিক প্রশ্নোত্তর
১। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।
২। বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।
৩।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
৪।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে। ৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
৫।. মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।
৬I.FAO এর ৩৬ তম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।
৭। সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area (MPA)
ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২৩।
৮। বঙ্গবন্ধু ও বঙ্গ বইটি লিখেছেন শাবলু শাহাবউদ্দিন।
৯।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ : হাভিয়ের কাবরেরা (স্পেন)।
১০। ২০২৩ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।
১১। ২০২৩ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা”। ২০২৩ সালে বর্ষপণ্য
ছিলো চামড়া ও চামড়াজাত দ্রব্য।
১২. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ-৯ম।
১৩. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে–২৪ তম।
১৪. পাসপোর্ট ইনডেক্স ২০২৩ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর। বাংলাদেশ ১০৩ তম।
১৫. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।
১৬. Global Firepower Index-2023 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
১৭. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart
Tissue Autonomous Robot)
১৮. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার
শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
১৯. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২৩–শাহিন শাহ আফ্রিদি।
২০. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)
২১. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন
গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২৩
২২।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম- ‘এমোরিভির ২০০
২৩. ১ম বার ‘Indian Ocean Rim Association (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
২৪. ১২ ডিসেম্বর ২০২৩ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি
চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।
২৫. ২০২৩ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত
হবে।
২৬. ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩’ পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
২৭. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – “নোনা জলের কাব্য” প্রদর্শিত হয়।
পরিচালক– রেজওয়ান শাহরিয়ার।
২৮. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর
– ২০১৫-১৬
২৯. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ
– চীন।
৩০। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে ‘জাতিসংঘ জনসেবা পুরস্কার’ (UN Public Service Award)
পেয়েছে ভূমি মন্ত্রণালয়।
ট্রেন্ডিং সাম্প্রতিক প্রশ্নোত্তর
১. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে ‘Fintech Ecosystem Development Corporation.
২. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।
৩. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই
৪. রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক
৫। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।
৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ
৮। হীরালাল সেন পদক-২০২৩ পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।
৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক-২০২৩” পান যে চলচ্চিত্র জন্য- নোনা
জলের কাব্য
১০। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়- ২ মার্চ ২০২৩
১৩। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল (অবসরপ্রাপ্ত সিনিয়র
সচিব) ।
১৪। BPL-2023 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র
গিরিকন্যা।
১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে চীন এবং তৃতীয় স্থানে
ভিয়েতনাম।
১৯। ২০২৩ সালে COP-27 অনুষ্ঠিত হবে মিশর
২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে- সংযুক্ত আরব আমিরাত।
২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে। ২২। নিরাপদ শহর ২০২৩ এর তালিকায় ১ম-আইসল্যান্ড, ২য়-সংযুক্ত আরব আমিরাত, ৩য়ঃ কাতার। বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।
যেখানে আপনি পাচ্ছেন সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী ২০২৩ pdf, সাম্প্রতিক ক্যাপসুল ২০২৪ pdf, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ pdf, সাম্প্রতিক প্রশ্নোত্তর কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান 2023 pdf , সাধারণ জ্ঞান পিডিএফ,
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ pdf, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ pdf , মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ এবং ২০২৩ সালের প্রশ্ন।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি)। সাধারণ জ্ঞানের হাই ভোল্টেজ সাজেশন
এখানে ক্লিক করুন
এবং ২০২৩ সালের সেরা কিছু প্রশ্নের সংকলন এখানে আপনি আরো পাবেন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স pdf 2023, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২৩, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ pdf, করোনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ ২০২৩, সাম্প্রতিক প্রশ্নোত্তর pdf, বাংলাদেশ বিষয়াবলী mcq pdf, সাম্প্রতিক বিশ্ব pdf, বাংলাদেশ সাম্প্রতিক বিষয়াবলী, সাম্প্রতিক প্রশ্নোত্তর ২০২৩ ইত্যাদি।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক |
Paragraph | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
CV | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক |
Dialog/সংলাপ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
- ২০২৫ এর সেরা ১০ জন তারকারা গুগলিং সার্চে করে
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২