সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি সাজেশন
বিষয় কোডঃ ০১০ নির্ধারিত সময়: ৩ ঘণ্টা
পূর্ণমান: ১০০
Part A- সাধারণ বিজ্ঞান
মান: ৬০
(যে-কোনাে আটটি প্রশ্নের উত্তর দিন।)
১.
(ক) এসিড ও ক্ষারকের সাধারণ বৈশিষ্ট্যসমূহ লিখুন। নির্দেশক কী?
(খ) মানুষের শরীরে এসিডিটির কারণ এবং এর নিরাময়ে সঠিক খাদ্য নির্বাচন পদ্ধতি আলােচনা করুন।
(গ) PH কী? কোন বিশুদ্ধ পানিতে এসিড যােগ করার ফলে যদি H+ (হাইড্রোজেন আয়ন)-এর ঘনমাত্রা ১০ (দশ) গুণ বেড়ে যায় তাহলে পানির PH কত হবে? সালফিউরিক এসিডযুক্ত শিল্পবর্জ্য জলাশয়ে ফেললে, ঐ জলাশয়ে জলজ প্রাণীর বসবাস অনুপযুক্ত হয়ে পড়ে কেন?
২.
(ক) জীবাশ্ম জ্বালানি কী? প্রকৃতিতে কীভাবে এই জ্বালানির সৃষ্টি হয়?
(খ) পেট্রোলিয়াম গ্যাস কী? আংশিক পাতনের সাহায্যে কীভাবে অপরিশােধিত তেল থেকে পেট্রোলিয়াম গ্যাস ও গ্যাসােলিন পাওয়া যায় বর্ণনা করুন।
(গ) বায়ােমাস ও বায়ােগ্যাস কী? বায়ােগ্যাসের প্রধান উপাদানসহ এর প্রস্তুত প্রণালী ও ব্যবহার সংক্ষেপে লিখুন।
৩.
(ক) বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কী কী? যেকোনাে দুটি স্তরের বৈশিষ্ট্য উল্লেখ করুন।
(খ) বায়ুমণ্ডলে O2, CO2, ও N2 এর ভূমিকা কী? বায়ুমণ্ডলে CO2-এর পরিমাণ বৃদ্ধি পেলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায় কেন?
(গ) জোয়ার ভাটা কী? দিনে দু’বার জোয়ার ভাটা হয় কেন?
৪.
(ক) অতিবেগুনী রশ্মি কী? এটা কী কী কাজে ব্যবহৃত হয়?
(খ) প্রভা কী? প্রভা কত প্রকার ও কী কী? চিকিৎসা ক্ষেত্রে প্রভার ব্যবহার বর্ণনা করুন।
(গ) একটি চুম্বকের পােলারিটি ও কুরি বিন্দু বলতে কী বােঝায়? ফেরােচৌম্বকত্ব কী? একটি ফেরােচুম্বককে কীভাবে প্যারাচুম্বকে পরিণত করা যায় বর্ণনা করুন।
৫.
(ক) মনােস্যাকারাইড ও পলিস্যাকারাইড কী? এগুলাে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ কেন?
(খ) আমাদের দেশে কী কী পন্থায় খাদ্যে ভেজাল দেয়া হয় আলােচনা করুন।
(গ) লিপিড কী? লিপিডের বৈশিষ্ট্য ও কাজ উল্লেখ করুন।
(ঘ) ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্রি-রেডিকেল কী? স্বাস্থ্য রক্ষায় এদের ভূমিকা ব্যাখ্যা করুন।
৬.
(ক) ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণসমূহ লিখুন। ডেঙ্গু ভাইরাসের জেনেটিক উপাদানটি লিখুন।
(খ) ডেঙ্গু ভাইরাসের বিস্তার রােধে আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়ােজন? অ্যান্টিবায়ােটিকসসমূহ ডেঙ্গু ভাইরাস প্রতিরােধে কার্যকর নয় কেন?
(গ) রাতকানা রােগ কী? কী কারণে রাতকানা রােগের সৃষ্টি হয় বিস্তারিত আলােচনা করুন। এ রােগ প্রতিকারে কী পদক্ষেপ নেয়া উচিত?
(ঘ) সুষম খাবারের উপাদানসমূহ কী কী? খাদ্যাভ্যাস শরীরের ওজন বাড়ায় পরবর্তীতে তা কীভাবে ডায়াবেটিস-এর কারণ হয়ে দাঁড়ায় আলােচনা করুন।
৭.
(ক) চারটি পানিবাহী রােগের নাম লিখুন। বেরিবেরি রােগের কারণ কী? সূর্যরশ্মিতে ভিটামিন-ডি পাওয়া যায়-ব্যাখ্যা করুন।
(খ) রক্ত কণিকাসমূহ কী কী? রক্ত লাল দেখায় কেন? হেপাটাইটিস কী? কী কারণে হেপাটাইটিস হয়? রক্তের মাধ্যমে সংক্রমিত দুটি হেপাটাইটিস ভাইরাসের নাম লিখুন।
(গ) অ্যান্টিসেপটিক কী? চিকিতৎসাক্ষেত্রে ব্যবহৃত তিনটি উল্লেখযােগ্য অ্যান্টিসেপটিকের নাম লিখুন। স্টেম সেল থেরাপি কী? উদাহরণসহ চিকিৎসাবিজ্ঞানে স্টেমসেল থেরাপির অবদান আলােচনা করুন।
৮.
(ক) পলিমার সেমিকন্ডাক্টর কী? এর বৈশিষ্ট্যসমূহ আলােচনা করুন।
(খ) টেফলন ও পলিস্টার-এর সংশ্লেষণ পদ্ধতি বর্ণনা করুন। পরিবেশ দূষণে রাবার এবং প্লাস্টিকের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করুন।
(গ) জেনেটিক রােগ বলতে কী বােঝায়? সিকল সেল এনেমিয়া ও থ্যালাসেমিয়া জেনেটিক রােগদ্বয় সম্পর্কে বিস্তারিত লিখুন।
৯.
(ক) এসিড বৃষ্টি কী? প্রকৃতিতে এসিড বৃষ্টি সৃষ্টির বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করুন। এসিড বৃষ্টির ফলে মানুষের দৈনন্দিন জীবন কীভাবে ক্ষতিগ্রস্ত হয় আলােচনা করুন।
(খ) জৈবপ্রযুক্তি ও ন্যানােপ্রযুক্তি কী? জৈব প্রযুক্তি ও ন্যানােপ্রযুক্তির প্রয়ােগক্ষেত্রগুলাে বর্ণনা করুন।
(গ) সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন?
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
তানপুরা
বিষয় কোড: ০১০
নির্ধারিত সময়-৩ ঘন্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য-প্রশ্নের মান প্রত্যেক প্রশ্নের শেষ প্রান্তে দেখানাে হয়েছে।]
Part A-সাধারণ বিজ্ঞান
মান-৬০
(যে কোন আটটি প্রশ্নের উত্তর দিন)
১।(ক) জিন কি? জৈব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে সম্পর্ক কি?
(খ) ডি.এন.এ. ও আর.এন.এ. এর মধ্যে পার্থক্য লিখুন। জিন থেরাপি কি?
গ) বাংলাদেশে GMO শস্য উৎপাদনের সুবিধা অসুবিধা আলােচনা করুন।
২।(ক) চর্বি ও লিপিডের পার্থক্য লিখুন। মানব স্বাস্থ্যের সুষম খাদ্যের পিরামিড বিষয়ে ব্যাখ্যা করুন।
(খ) একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন লিখুন।
(গ) খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থ ব্যবহারের শারীরিক প্রতিক্রিয়া লিখুন।
৩।(ক) গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও প্রভাব আলােচনা করুন।
(খ) বাংলাদেশের ধানচাষী পরােক্ষ ভাবে গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য দায়ী আলােচনা করুন।
(গ) দুটি করে জিংক ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ধানের জাতের নাম লিখুন।
৪।(ক) পানিদূষণ কি? পানি দূষণের কারণ ও প্রতিকার আলােচনা করুন।
(খ) সমস্যাযুক্ত মাটি বলতে কি বােঝায়? বাংলাদেশের সমস্যাযুক্ত মাটি সম্বন্ধে
আলােচনা করুন।
(গ) কিভাবে লবণাক্ত মাটিকে শস্য চাষাবাদের আওতায় আনা যায়?
৫।(ক) আলাের বিচ্ছুরণ কি? বর্ণালী সম্বন্ধে আলােকপাত করুন।
(খ) প্রতিধ্বনির সাহায্যে কিভাবে একটি কূপের গভীরতা নির্ণয় করা যায়?
(গ) উচ্চ রক্তচাপ কি? এর লক্ষণ ও কারণসমূহ আলােচনা করুন।
(ঘ) প্রােটিনের রাসায়নিক উপাদান কি? প্রােটিন প্রধান মাছ ও মাংসের পুষ্টিগুণ
আলােচনা করুন।
৬।(ক) ডায়াবেটিক ও ইনসুলিনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন।
(খ) রােগ নির্ণয়ে আল্টাসনােগ্রাফির ৪টি গুরুত্ব আলােচনা করুন।
(গ) ডপলারের ক্রিয়া কি? এর দুটি প্রয়ােগ লিখুন।
(ঘ) চৌম্বক ক্ষেত্র কি? বিদ্যুৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কিরূপ?
৭।(ক) তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগের সংজ্ঞা দিন। এদের সম্পর্ক লিখুন।
(খ) শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করুন। মানব স্বাস্থ্যে এর ক্ষতিকর প্রভাব লিখুন।
(গ) শব্দ দূষণ প্রতিরােধের জন্য কি কি ব্যবস্থা নেয়া যেতে পারে?
৮।(ক) জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা বিবৃত করুন।
(খ) দুগ্ধজাত উৎপাদকের উপর জৈব প্রযুক্তির প্রভাব আলােকপাত করুন।
(গ) দুধ পাস্তুরিত করতে সাধারণভাবে কত সময়ের জন্য কত তাপ প্রয়ােগ করতে হয়?
ঘ) জ্বালানী হিসেবে প্রাকৃতিক গ্যাসের সুবিধা কি কি?
৯।(ক) ভিনেগার কি? ভিনেগার ও কষ্টিক সােডার ব্যবহার লিখুন।
(খ) পলিথিন কৃষিজমিকে কিভাবে দূষিত করে?
(গ) পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেন?
(ঘ) সৌরশক্তির বর্তমান ব্যবহার এবং এর সম্ভাবনা সম্পর্কে আলােকপাত করুন।
Part B
Computer and Information Technology
মান-২৫
(যে কোন দশটি প্রশ্নের উত্তর দিন)
১০।(ক) একটি আধুনিক কম্পিউটারের প্রধান কার্যকরী অংশগুলাের নাম লিখুন।
(খ) ইউনিকোড কি?
(গ) র্যাম এবং রমের মধ্যে পার্থক্য কি? মেমােরির আকারের একক কি?
(ঘ) অপারেটিং সিস্টেম এর প্রধান কাজ কি? একটি অপারেটিং সিস্টেম এর নাম লিখুন।
(ঙ) কম্পিউটার ভাইরাস কি? এর থেকে পরিত্রাণের উপায় কি?
(চ) স্বাস্থ্য খাতে কম্পিউটারের তিনটি ভাল প্রভাব উল্লেখ করুন।
(ছ) উপাত্ত (data) ও তথ্য (information) এর সংজ্ঞায়ন করুন।
(জ) মাল্টিমিডিয়া সিস্টেম এর বর্ণনা দিন।
(ঝ) কম্পিউটার নেটওয়ার্কে রাউটারের কাজ কি?
(ঞ) ISP এর পূর্ণরূপ কি? এদের কাজ কি?
(ট) এস এম এস ও ই-মেইল এর মধ্যে পার্থক্য কি?
(ঠ) জি পি এস এর উপর সংক্ষিপ্ত আলােচনা করুন।
Part C
Electrical and Electronic Technology
মান-১৫
(যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দিন)
১১।(ক) উদাহরণসহ কারশফের ভােল্টেজ নিয়ম বিবৃত করুন।
(খ) বৈদ্যুতিক ক্ষমতা বলতে কি বুঝায়? পাওয়ার প্ল্যান্ট এর ক্ষমতা প্রকাশের জন্য
সাধারণত কোন একক ব্যবহৃত হয়?
(গ) একটি ফিউসের কার্যনীতি বর্ণনা করুন।
(ঘ) বৈদ্যুতিক চুম্বক কি? চুম্বকীয় আবেশ কি?
(ঙ) খােলা বর্তনী ও শর্ট সার্কিট এর ছবিসহ সংজ্ঞা দিন।
(চ) একটি গ্যাস টারবাইনের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ তৈরী হয় বর্ণনা করুন।
(ছ) এসি ও ডিসি ভােল্টেজ এর মধ্যে পার্থক্য চিত্রসহ লিখুন।
(জ) আই পি এস এবং ইউ পি এস এর মধ্যে পার্থক্য কি?
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
Part-A: 60
১। (ক) আলোর উপাদান কি? সূর্য হতে পৃথিবী পৃষ্ঠে পতিত আলোক তরঙ্গসমূহের তরঙ্গ দৈর্ঘ্য উল্লেখপূর্বক শ্রেণিবিন্যাস করুন।
(খ) সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানবদেহের কী কী ক্ষতি হয়?
(গ) সূর্যরশ্মি হতে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের দুটি পদ্ধতি বর্ণনা দিন।
২। (ক) Body Mass Index এর গাণিতিক সমীকরণ লিখুন। ১.৭০ মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির BMI ২১ হলে তার ওজন কত?
(খ) সুষম খাদ্যের প্রতিটি প্রচলিত উৎসের দুটি উদাহরণ দিন। একটি সুষম খাদ্যে প্রোটিন এবং শর্করার অনুপাত কত হওয়া প্রয়োজন?
(গ) গর্ভকালীন সময়ে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
(ঘ) বাজারে প্রচলিত আলুর চিপসের প্যাকেটে বায়ুর পরিবর্তে কোন গ্যাস ব্যবহার করা হয়?
৩। (ক) জৈব প্রযুক্তি এবং ন্যানো প্রযুক্তির মধ্যে পার্থক্য কি?
(খ) ঔষধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার উদ্ভব কি কারণে হচ্ছে? কোন ধরনের কার্যক্রম এর বিস্তার রোধে সহায়ক হতে পারে?
(গ) DNA fingerprinting এর কর্মপদ্ধতি আলোচনা করুন।
(ঘ) মানবদেহের বিকাশে বিভিন্ন হরমোনের গুরুত্ব আলোচনা করুন।
৪। (ক)বিদ্যুৎ এবং সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কেন প্রয়োজন?
(খ) খনিজ কয়লার উৎপত্তি সম্পর্কে বর্ণনা দিন। রামপালের বিদ্যুৎ কেন্দ্র দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে- আলোচনা করুন।
(গ) বায়ুমন্ডলের ওজোনস্তর ধ্বংসের কারণসমূহের বর্ণনা দিন।
৫। (ক) খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহারে মানবদেহের কি ধরনের শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং উহার প্রতিকার কি?
(খ) গুদামজাত খাদ্যদ্রব্যের স্থায়িত্বকাল কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
৬। (ক) বন্যার সময় দূষিত পানি কী কী উপায়ে বিশুদ্ধ করা যায়?
(খ) বাংলাদেশে ট্যানারি শিল্পের বর্জ্য পানিতে কী প্রভাব ফেলে, সংক্ষেপে আলোচনা করুন।
(গ) সমতলে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাংক কত ফারেনহাইট? পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাংক পাহাড়ের পাদদেশ অপেক্ষা কম কেন?
৭। (ক) মাদকাশক্তি কি? মানুষ কেন মাদকাশক্তিতে আসক্ত হয়? মাদকাশক্তি থেকে পরিত্রাণের উপায় কি?
(খ) এসিডের অপব্যবহার রোধে কী কী আইন বিদ্যমান?
(গ) খাবার স্যালাইনে লবণ এবং চিনি/গুড় ব্যবহার করা হয় কেন?
(ঘ) পলিথিন ব্যাগ ব্যবহারের ফলে পরিবেশের কি কি ক্ষতি হয় আলোচনা করুন।
৮। (ক) দন্ড চুম্বকের তিনটি বৈশিষ্ট্য লিখুন।
(খ) প্যারাচুম্বক, ডায়াচৌম্বক এবং ফেরোচৌম্বক পদার্থের সংজ্ঞা দিন এবং উল্লেখিত চৌম্বক পদার্থের দুটি ব্যবহার উল্লেখ করুন।
(গ) ডফলারের প্রতিক্রিয়ার সংজ্ঞা দিন।
(ঘ) বজ্রপাতের কারণ ব্যাখ্যা করুন।
৯। (ক) PH বলতে কি বুঝায়? ইহার মানের ভিত্তিতে এসিড এবং ক্ষারের সংজ্ঞায়িত করুন।
(খ) এসিড ও ক্ষারের তিনটি সুনির্দিষ্ট ব্যবহার উল্লেখ করুন।
(গ) অম্লবৃষ্টির কারণসমূহের বর্ণনা দিন। অম্ল বৃষ্টির ক্ষতিকর প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিন।
(ঘ) কৃষিজমিতে এসিড ও ক্ষারের ভূমিকা আলোচনা করুন।
Part-B: 25
১০। (ক) CPU কি? CPU এর ভিতরের অংশগুলোর নাম লিখুন এবং সংক্ষিপ্ত বর্ণনা দিন।
(খ) Computer Bus কি? বিভিন্ন প্রকার কম্পিউটার বাস-এর নাম এবং ব্যবহার লিখুন।
(গ) Bluetooth কি? সংক্ষেপে বর্ণনা করুন।
(ঘ) POST কি? সংক্ষেপে বর্ণনা করুন।
(ঙ) ROM, RAM এবং Cache Memory এর পার্থক্য লিখুন।
(চ) LAN এর Topology গুলোচিত্র সহকারে বুঝিয়ে দিন।
(ছ) WWW কি? URL এর বিভিন্ন অংশগুলির নাম উদাহরণ সহকারে লিখুন।
(জ) Database কি? বিভিন্ন ধরনের Database উদাহরণ সহকারে বুঝিয়ে দিন।
(ঝ) Social Media বলতে কি বুঝায়? উদাহরণসহ গুরুত্ব লিখুন।
(ঞ) E-R diagram কি উদাহরণসহ ব্যাখ্যা করুন।
(ট) Operating System কি? একটি ডায়াগ্রামের দ্বারা OS এর বর্ণনা দিন।
(ঠ) TCP/IP protocol suite এর প্রধান protocol দুটির নাম ও সংক্ষিপ্ত বর্ণনা দিন।
(ড) 3G এবং 4G Technology এর বৈশিষ্ট্য এবং সেবাসমূহ লিখুন।
Part-C: 15
১১। (ক) কার্শফের Current এবং Voltage Law ব্যাখ্যা করুন।
(খ) বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কি? সংক্ষিপ্ত বর্ণনা দিন।
(গ) একটি বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করুন।
(ঘ) RADAR এর পূর্ণরূপ লিখুন। এর কার্যপ্রণালী ব্যাখ্যা করুন।
(ঙ) Transformer কি? এর কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করুন।
(চ) সোলার সেল কি? একটি Photovoltaic System এর বর্ণনা দিন।
(ছ) Modulation কি? এটি কত প্রকার? এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
(জ) Voltage Stabilizer এ Zener Diode এর ভূমিকা আলোচনা করুন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Part-A: সাধারণ বিজ্ঞান; মান-৬০
১। একটি দুর্ঘটনায় মৃতদেহ বিকৃত হওয়ার কারণে আত্মীয়-স্বজনেরা আপনজনদের সনাক্তকরণে ব্যর্থ হন। কর্তৃপক্ষ বিশেষ পদ্ধতির মাধ্যমে মৃতদেহ সনাক্তকরণের ব্যবস্থা করেন।(ক) Gene therapy বলতে কী বোঝায়?
(খ) DNA টেস্টের ব্যবহার লিখুন।
(গ) উদ্দীপকে কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থা কীভাবে সম্পন্ন হবে তা ব্যাখ্যা করুন।
(ঘ) উল্লিখিত প্রযুক্তির সুফল ব্যাখ্যা করুন।
২। (ক) Body Mass Index বলতে কি বোঝায়?
(খ) BMI মানদৃষ্টে মানুষের শরীরের যত্ন কীভাবে নেয়া উচিৎ- ব্যাখ্যা করুন।
(গ) মানুষের শরীরে অধিক পরিমাণ ফাস্টফুড খাওয়ার প্রতিক্রিয়া কীরূপ?
(ঘ) খাদ্যদ্রব্য সংরক্ষণে ফরমালিন ও ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার মানুষের শরীরে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এর প্রতিকার বিশ্লেষণ করুন।
৩। (ক) গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও প্রভাব আলোচনা করুন।
(খ) বিশেষ কোনো ধরনের ধান চাষ পদ্ধতি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কিনা আলোচনা করুন।
(গ) মানবদেহে জিংক সমৃদ্ধ খাদ্যের ভূমিকা আলোচনা করুন।
৪। (ক) পানির BOD এবং TDS কী?
(খ) ফসল উৎপাদনে মৃত্তিকার PH এবং PF এর গুরুত্ব আলোচনা করুন।
(গ) মিঠাপানির গুরুত্ব আলোচনা করুন।
(ঘ) DDT মানব শরীরে কী প্রতিক্রিয়া সৃষ্টি করে?
৫। ডাক্তার পরীক্ষা করে দেখলেন অতিরিক্ত সফটড্রিংক্স পান করার ফলে আপনি পেটে ব্যথা অনুভব করছেন।(ক) ইলেকট্রনীয় মতবাদ অনুসারে এসিড ও ক্ষারের সংজ্ঞা দিন।
(খ) দুইটি নির্দেশকের নাম লিখুন এবং তা এসিড ও ক্ষারীয় মাধ্যমে কী বর্ণ প্রদর্শন করে তা
উল্লেখ করুন।
(গ) দৈনন্দিন জীবনে অম্ল ও ক্ষার এর বিক্রিয়ার গুরুত্ব আলোচনা করুন।
(ঘ) উদ্দীপকে আপনার পেটে ব্যথার কারণ ব্যাখ্যা করুন।
৬। (ক) সলিনয়েডে সৃষ্ট চৌম্বক্ষেত্রের প্রাবাল্য কী কী উপায়ে বৃদ্ধি করা যায় আলোচনা করুন।
(খ) ট্রান্সফর্মারে তাড়িত চৌম্বক আবেশ কীভাবে কাজ করে তা উল্লেখ করুন।
(গ) নির্দিষ্ট তাপমাত্রায় একই উপাদানের মোটা ও চিকন তারের মধ্যে কোনটির মধ্য দিয়ে অধিক তড়িৎ প্রবাহিত হয় এবং কেন তা ব্যাখ্যা করুন।
৭। দুজন শ্রমিক জাহাজ ভাঙা শিল্পে কাজ করেন। কাশি ও বুকে ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় দীর্ঘদিন ভুগছেন। পরীক্ষায় দেখা যায় একজনের শ্বসন অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। অন্যজনের রোগ শ্বসন অঙ্গ ছাড়াও অন্ত্রে ও হাড়ে বিস্তার লাভ করেছে।(ক) Benign ও Malignant ব্যাখ্যা করুন।
(খ) দুজন শ্রমিকের শ্বসন অঙ্গের রোগ দুটির নাম লিখুন।
(গ) দুজন শ্রমিকের রোগের মধ্যে কোনটির নিরাময় তুলনামূলকভাবে সহজতর এবং কেন- তা ব্যাখ্যা করুন।
(ঘ) Zika virus এ আক্রান্ত মানুষের লক্ষণ, নিবারণ ও নিয়ন্ত্রণ আলোচনা করুন।
৮। (ক) বাংলাদেশ অংশের সুন্দরবনের আয়তন কত?
(খ) শ্বাসমূল কী?
(গ) Moist deciduous, Dry deciduous এবং Wet deciduous বন কী?
(ঘ) Rain Forest এর গুরুত্ব আলোচনা করুন।
৯। (ক) Biodiversity Conservation এর গুরুত্ব আলোচনা করুন।
(খ) বাংলাদেশে বাঘ সংরক্ষণের হুমকিগুলো কি কি?
(গ) Community conserved Area (CCA) বলতে কী বোঝায়?
(ঘ) Renewable resource বলতে কী বোঝায়?
Part-B: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি; মান-২৫
(যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিন)
১। একটি কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্টগুলির নাম ও সংক্ষিপ্ত বর্ণনা দিন।
২। সামাজিক জীবনে কম্পিউটারর ৫টি গুরুত্ব লিখুন।
৩। কম্পিউটারর স্মৃতির শ্রেণিবিন্যাস দেখান।
৪। ক্যাশ মেমোরি কীভাবে কাজ করে চিত্রসহকারে সংক্ষিপ্ত বর্ণনা করুন।
৫। কম্পিউটার সফটওয়ারের সংক্ষিপ্ত শ্রেণিবিন্যাস দেখান।
৬। অপারেটিং সিস্টেমের বিভিন্ন সার্ভিসগুলোর নামশ সংক্ষিপ্ত বর্ণনা দিন।
৭। সফটওয়্যার কী? সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য লিখুন।
৮। LAN কী? LAN এর বিভিন্ন প্রকার টপোলজির সংক্ষিপ্ত বর্ণনা দিন।
৯। রাউটার, গেটওয়ে, সুইচ এবং হাব বলতে কি বোঝায়?
১০। ব্লু-টুথ টেকনোলজি সম্পর্কে আলোচনা করুন।
১১। প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং এর উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা দিন।
১২। ফ্লোচার্ট কি? তিনটি নাম্বার থেকে সবচেয়ে বড় নাম্বারটি খুঁজে বের করার ফ্লোচার্ট আকুন।
Part-C: 15
(যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিন)
১৩। উদাহরণসহ Kirchoff’s voltage law বিবৃত করুন।
১৪। সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয় কেন?
১৫। সিরিজ ও প্যারালাল সংযোগে তুল্যরোধ নির্ণয়ের সূত্রগুলো লিখুন।
১৬। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ক্ষেত্রে ট্রান্সফর্মারের ভূমিকা লিখুন।
১৭। RMS value, Average value এবং Form factor এর সংজ্ঞা লিখুন।
১৮।স্মার্ট টিভি ও সাধারণ টিভির মধ্যে পার্থক্য কী?
১৯। একটি RLC circuit কোন শর্তে একটি Resistive Circuit এর ন্যায় আচরণ করে- বিবৃত করুন।
২০। Power Factor এর প্রভাব লিখুন।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
Part-A: 60
১। নিচের উদ্দীপকটি পড়ুন এবং প্রশ্নগুলোর উত্তর দিনঃ
মিনহাজ দধি তৈরির জন্য সন্ধ্যার সময় ফুটন্ত দুধে বাসি দধির সামান্য অংশ starter culture হিসেবে মিশ্রিত করলো। কিছু সময় লক্ষ্য করলো দুধ জমাট বাঁধেনি এবং কাঙ্ক্ষিত দধি তৈরি হয়নি।(ক) জীব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত তিনটি দুগ্ধজাত খাদ্যের নাম লিখুন।
(খ) উদ্দীপকে উল্লেখিত starter culture কি? এতে কি থাকে?
(গ) মিনহাজের দধি তৈরিতে ব্যর্থতার কারণ কি?
(ঘ) দুধ দধিতে পরিণত হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন।
২। আধুনিক কৃষিকাজ পদ্ধতির বিস্তারের সাথে সাথে বাংলাদেশের কৃষি জমিতে এখন আর আগের মতো ব্যাঙ ও পাখ-পাখালীর উপস্থিতি লক্ষ্য করা যায় না। আবাসস্থল ধ্বংস হওয়া এবং প্রজনন প্রতিকূল পরিবেশই এর কারণ।(ক)ফসলী জমিতে আগের মতো ব্যাঙ ও পাখ-পাখালীর উপস্থিতি লক্ষ্য করা যায় না কেন? প্রতি ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করুন।
(খ) ব্যাঙ ও পাখ-পাখালী কিভাবে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনায় সাহায্য করে তা ব্যাখ্যা করুন।
(গ) ডিডিটি এর মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ এখন খাদ্য শৃঙ্খলের অংশ – সুনির্দিষ্ট তথ্যসহ এ মন্তব্যটি বিশ্লেষণ করুন।
৩। ঈদের পরের দিন রহিম মিয়ার পুকুরে বাড়ির মহিলারা উচ্ছিষ্ট খাবারসহ হাঁড়ি পাতিল পরিষ্কার করছে। পরদিন সকালে রহিম মিয়া লক্ষ্য করলেন পুকুরে প্রচুর মাছ পানির উপরিভাগে শ্বাসকষ্টে খাবি খাচ্ছে। রহিম মিয়া একটি লম্বা বাশেঁর লাঠি দিয়ে পানির উপরিভাগে বারবার আঘাত করে এ সমস্যার সমাধানের চেষ্টা করতে থাকেন।(ক) Algal Bloom কি?
(খ) মাছগুলো শ্বাস কষ্টে খাবি খাচ্ছিল কেন? এ সমস্যা কেন উদ্ভুত হলো?
(গ) রহিম মিয়া মাছগুলোকে বাঁচানোর জন্য পানির উপর কেন বারবার আঘাত করছিলেন?
(ঘ) গৃহস্থালি বর্জ কোনোরূপ পরিশোধন ছাড়াই জলাশয়ে ফেলার ক্ষতিকর দিকগুলো আলোচনা করুন।
৪। শতায়ু করিম সাহেব এর নিয়মিত প্রাতঃভ্রমণের সঙ্গী হওয়ার জন্য তাঁর কোনো বন্ধু-বান্ধবই আজ আর বেঁচে নেই। তিনি স্বল্পাহারী মানুষ। সারা জীবনই তেল-চর্বিযুক্ত খাবার পরিহার করেছেন। টাটকা ফলমূল, সালাত ও শাক-সবজি তাঁর দৈনন্দিন খাদ্য তালিকার অংশ ছিল। কৈশোর ও যৌবনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করছেন। তিনি সৎ সরকারি কর্মকর্তা ছিলেন। সব সময় মানুষের মঙ্গল চিন্তা করেছেন এবং ধর্মপরায়ণ মানুষ হিসেবে জীবন কাটিয়েছেন।(ক) ভিটামিন, এন্টি-অক্সিডেন্ট ও ফ্রি-রেডিক্যাল কি?
(খ) মানবদেহে ফ্রি রেডিক্যালের প্রভাব ব্যাখ্যা করুন।
(গ) স্বাস্থ্যরক্ষায় ভিটামিন ও এন্টি-অক্সিডেন্টের ভূমিকা কি?
(ঘ) উদ্দীপকে বর্ণিত করিম সাহেবের জীবনাচরণ তাঁকে দীর্ঘায়ু প্রাপ্তিতে কিভাবে সাহায্য করেছে তার বৈজ্ঞানিক বিশ্লেষণ করুন।
৫। (ক) মানুষের দেহকোষে কয়টি ক্রোমোজোম থাকে? এদের মধ্যে কয়টি সেক্স ক্রোমোজোম?
(খ) জিন বলতে কি বোঝায়? জেনেটিক বিশৃঙ্খলার দুটি কারণ লিখুন।
(গ) DNA টেস্টের মাধ্যমে বিবাদমান দম্পতির পিতৃপরিচয় কিভাবে নিশ্চিত করা যায়?
(ঘ) কৃষিবিজ্ঞানে GMO এর ভূমিকা বিশ্লেষণ করুন।
৬। (ক) Antibiotic ও Antiseptic এর পার্থক্য লিখুন।
(খ) খেজুরের রসের মাধ্যমে সংক্রমণযোগ্য ভাইরাসের লিখুন।
(গ) পৃথিবীর বিভিন্ন দেশে অতি সম্প্রতি ও নিকট অতীতে ছড়িয়ে পড়া তিনটি ভাইরাসজনিত রোগের নাম লিখুন।
(ঘ) খাদ্য দূষণ(Food Poisoning) কি? সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে বিভিন্ন প্রকার খাদ্য দূষণের উদাহরণ দিন।
৭। (ক) সাদা আলোকবিশ্লিষ্ট করলে কয়টি বর্ণ পাওয়া যায়? বর্ণগুলো কি কি?
(খ) সড়কে বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহার করা হয় কেন?
(গ) সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দিগন্ত রেখায় আকাশের রঙ লাল কেন?
(ঘ) আলোকের ধর্মের বিবরণ দাও।
৮। (ক) এসিড ও বেস এর সংজ্ঞা লিখুন।
(খ) দুর্বল ও শক্তিশালী এসিডের তিনটি করে নাম লিখুন।
(গ) উৎসের উল্লেখসহ আমরা খাদ্যের সাথে গ্রহণ করি এরূপ পাঁচটি এসিডের নাম লিখুন।
(ঘ) ভিনেগার দিয়ে আচার প্রক্রিয়াজাত করা হয় কেন?
৯। (ক) দূষিত ও পানযোগ্য পানির বৈশিষ্ট্য লিখুন।
(খ) পানি জীবাণুমুক্ত করতে বহুল ব্যবহৃত ক্লোরিন যৌগের নাম লিখুন। এ যৌগটি কিভাবে পানিকে জীবাণুমুক্ত করে? ব্যাখ্যা করুন।
(গ) Pasteurization কি? দুধ Pasteurization করার পরও কক্ষ তাপমাত্রায় রাখলে নষ্ট হয়ে যাওয়ার কারণ কি?
Part-B: 25
(১,১০,১১নংসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দিন)
১। আকার, আয়তন ও কর্মদক্ষতার ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিন্যাস করুন। এগুলোর মধ্যে মাইক্রোকম্পিউটারের বৈশিষ্ট্য লিখুন।
২। হাইব্রিড কম্পিউটার বলতে কি বুঝায়?
৩। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য লিখুন।
৪। কম্পিউটারের প্রধান অংশসমূহ কি? Primary ও Auxiliary Memory, Input ও Output Device-গুলোর নাম লিখ।
৫। Compiler ও Interpreter কিভাবে কাজ করে? এ দুটি প্রোগ্রামের তুলনা করুন।
৬। ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক কি? এই নেটওয়ার্কের প্রয়োজনীয়তা লিখুন।
৭। মাউস ও রাউটার কি?
৮। ISP কি? ইন্ট্রানেট ও এক্সট্রানেট বলতে কি বোঝায়?
৯। ওয়েব সার্চইঞ্জিন বলতে কি বোঝায়?
১০। “ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়”- ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সাম্প্রতিক অগ্রগতির বিবরণ উল্লেখপূর্বক এই উক্তির সমর্থনে যুক্তি দিন।
১১। ব্যাপক গণজারগরণ তৈরিতে web ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিশালী ভূমিকা বাংলাদেশের প্রেক্ষিতে একটি উদাহরণসহ ব্যাখ্যা করুন।
Part-C: 15
১। Transformer কি ও কত প্রকার? রাস্তার ধারে বৈদ্যুতিক পোলে কিরূপ Transformer লাগানো থাকে এবং কেন?
২। তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়?
৩। UPS ও IPS কি?
৪। ইলেক্ট্রনিক চক্ষু ও ইলেক্ট্রনিক মস্তিষ্ক বলতে কি বোঝায়?
৫। টেলিভিশনের Picture Tube এর কাজ কি?
৬। অ্যামপ্লিফায়ার কি? ফ্রিকুয়েন্সি রেঞ্জের উপর ভিত্তি করে Amplifier এর শ্রেণিবিন্যাস করুন।
৭। Oscillator কি? এর বৈশিষ্ট্য লিখুন।
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
সাধারণ বিজ্ঞানঃ৫০
১।(ক) লাউড স্পিকার কি? এটা কিভাবে কাজ করে?
(খ) RUBY LASER এর গঠন বর্ণনা করুন।
(গ) চৌম্বক বলরেখা বলতে কি বোঝায়? এর ধর্মাবলি লিখুন।
(ঘ) ডেঙ্গু হিমোরেজিক ফিভার এর লক্ষণসমূহ কি কি? এর চিকিৎসা উল্লেখ করুন।
(ঙ) একটি সাধারণ বিদ্যুৎ কোষের গঠন প্রণালি বর্ণনা করুন।
২।(ক) বৈদ্যুতিক কোষ ও ব্যাটারির মধ্যে পার্থক্য লিখুন
(খ) পুকুরের চেয়ে সমুদ্রের পানিতে সাতার কাটা সহজ কেন?
(গ) “ডিজিটাল” এবং “এনালগ” এ দুটি শব্দ দিয়ে ইলেক্ট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে কি বুঝানো হয় ?
(ঘ) নাইট্রোজেন চক্র কি? সংক্ষেপে লিখুন।
৩।(ক) সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মধ্যে পার্থক্য লিখুন।
(খ) শব্দ দূষণ কি? এর ফলে কি ক্ষতি হয়?
(গ) একটি বাতির গায়ে 220V-25W লেখা আছে- কথাটির অর্থ কি?
(ঘ) মোটরগাড়ির ইঞ্জিনে ব্যবহৃত কোষে বিশুদ্ধ পানি দিতে হয় কেন?
৪।(ক) হীরকের সংকট কোণ ২৪০ বলতে কি বোঝায়?
(খ) সামুদ্রিক জলোচ্ছ্বাস কি এবং কেন ঘটে ?
(গ) গামা রশ্মি কি? এর প্রভাবে মানুষের কি কি ক্ষতি হতে পারে?
(ঘ) পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন গঠনের মূল পার্থক্য কি?
৫।(ক) LDLও HDL কি? মানব দেহে এদের কাজ কি?
(খ) রক্তের Rh ফ্যাক্টর কি? এটি কেন গুরুত্বপূর্ণ?
(গ) IC কি? এর সুবিধাগুলো লিখুন।
(ঘ) স্বরকম্পের প্রয়োগ(Application of Beats) লিখুন।
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান