মানসিক দক্ষতা সাজেশন
বিষয় কোডঃ ০০৯
পূর্ণমানঃ ৫০
সময়: ১ ঘণ্টা
[প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন তবে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে।]
১। বিভা : কিরণ :: সুবলিত : ?(ক) সুবিদিত (খ) সুবিনীত
(গ) সুগঠিত (ঘ) বিধিত
২। সাফল্য : উৎসাহ :: ব্যর্থতা : ?(ক) ঘুরে দাঁড়ান (খ) হতাশা
(গ) তীব্রতা (ঘ) অলসতা
৩। Which word is different from other?(ক) Media (খ) Newspaper
(গ) Private TV channel (ঘ) Radio
৪। A contest has always _
(ক) victory (খ) applause
(গ) umpire (ঘ) opponent
৫। Women are often — by family commitment in this society.(ক) constrained. (খ) confused
(গ) controlled (ঘ) conformed
৬। Art : Culture :: Training : ?(ক) Expert (খ) Skill
(গ) Education (ঘ) Extension
৭। ম্রো, চাক, বম, তঞ্চঙ্গ্যা এ শব্দগুলাের সাথে সম্পর্ক আছে ।(ক) ভাষার (খ) নৃগােষ্ঠীর
(গ) রাজনীতির (ঘ) ভাষা ও নৃগােষ্ঠীর
৮। বায়ুমণ্ডলে সবসময় থাকে__।(ক) আদ্রর্তা (খ) বাতাস
(গ) জীবাণু (ঘ) অক্সিজেন
৯। প্রশ্নবােধক স্থানে কোন চিত্রটি যথার্থ?
১০। প্রশ্নবােধক স্থানে কোন চিত্রটি যথার্থ?
(ক) (খ) (গ) (ঘ)
১১। নিম্নের খালি স্থানে কোনটি বসবে?
(ক) (খ) (গ) (ঘ)
১২। নিচের চিত্রগুলাের মধ্যে কোনটি ভিন্ন ধরনের?
(ক) (খ) (গ) (ঘ)
১৩। প্রশ্নবােধক স্থানে কোন চিত্রটি যথার্থ?
(ক) (খ) (গ) (ঘ)
১৪। নিচের চিত্রটি ভাঁজ করে বক্স তৈরি করলে কেমন দেখাবে?
(ক) (খ) (গ) (ঘ)
১৫। আয়নায় WILDERNESS-এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
১৬। নিচের কোনটি আয়নায় প্রতিবিম্ব একই থাকবে?(ক) STOP (খ) STOUT
(গ) TUT (ঘ) IMAGE
১৭ একটি ডিজিটাল ঘড়ির আয়নাচিত্র 12:10 । ঘড়িতে কয়টা বাজে?(ক) 12:03. (খ) 12:10
(গ) 12:04 (ঘ) 12:01
১৮। নিচের ধারাবাহিকতায় প্রশ্নবােধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?(ক) B (খ) 21.
(গ) A (ঘ) 24
১৯। রহিম সােজা ২ কি.মি. যাবার পর বামদিকে ৩ কি.মি. এবং তারপর আবার বামদিকে ২ কি.মি. গেল। এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত হবে?(ক) ২ কি.মি. (ধ ৩ কি.মি.
(গ) ৪ কি.মি. (ঘ) ৫ কি.মি.
২০। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং কর্ণ ২০ সে.মি.। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?(ক) ৯৫ বর্গ সে.মি. (খ) ১২০ বর্গ সে.মি.
(গ) ২৫৬ বর্গ সে.মি. (ঘ) ১৯২ বর্গ সে.মি.
২১। এখন ঘড়িতে ঠিক ৩:৩০ বাজে। যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে’সেকেন্ডের কাঁটা কোন দিকে থাকবে?(ক) পশ্চিম দিকে (খ) উত্তর দিকে
(গ) দক্ষিণ দিকে (ঘ) উত্তর-পশ্চিম কোণে
২২। চারজন মেয়ে খেলা দেখার জন্য বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জারিন। মিম ও জারিনের মাঝে মালিহা বসে আছে। কে বামদিক থেকে দ্বিতীয়?(ক) রিমা (খ) জারিন
(গ) মালিহা (ঘ) মিম –
২৩। দেয়াল ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি?(ক) ৯০° (খ) ১২০°
(গ) ১৮০° (ঘ) ৩৬০°
২৪। যদি গতকালের ৩ দিন আগে রবিবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কী বার হবে?(ক) রবিবার (খ) সােমবার
(গ) মঙ্গলবার (ঘ) বুধবার।
২৫। এটি আয়নায় প্রতিফলিত একটি ঘড়ির ছবি। ঘড়িতে কয়টা বাজে?
কে ৯:১৫ (খ) ৬:১৫
(গ) ৩:৩০ (ঘ) ৬:৩০
২৬। মিম একটি শ্রেণিতে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬তম হলে, শ্রেণিটিতে শিক্ষার্থী সংখ্যা কত?(ক) ৫০ জন (খ) ৪৮ জন
(গ) ৪৬ জন ( ৪৪ জন।
২৭। প্রশ্নবােধক স্থানে কোন সংখ্যাটি বসবে? ৫| ২৫ | ৬৪ ১২৫ ৩| ১৫ ৬৪৮ ২ ৯৯।
(ক)১২১ (খ) ১৩৫
(গ) ১৩৬ (ঘ) ১৮৭
২৮। প্রশ্নবােধক স্থানে কত বসবে?
(ক) ৪৮ (খ) ৫০
(গ) ৫৬ (ঘ) ৪৪
২৯। ৩X.৩X.৩ = ?(ক) ০০৩ (খ) .০০৯
(গ) ০২৭ (ঘ) ০.২৭
৩০। আলেয়ার আয়ের শ ৭৫০০ টাকা হলে, মােট আয় কত টাকা?(ক) ১০,০০০ (খ) ১৫,০০০
(গ) ২০,৫০০ . (ঘ) ২২,৫০০
৩১। যদি a – b = ৬ ও a + b = ১০ হয় তবে a2/ – b2 =?(ক) ৩০ (খ) ৪০
(গ) ৫০ (ঘ) ৬০
৩২। কোন অঙ্কটি ক্ষুদ্রতম?(ক) ২৯ (খ) ৫৮
(গ) (ঘ) ৭১২
৩৩। কোনটি মৌলিক সংখ্যা?(ক) ৯১ (খ) ৪৭
(গ) ৮৭ (ঘ) ৫৫
৩৪। কোনটি ভুল বানান?(ক) মরূদ্যান (খ) কটুক্তি
গ) পরিপক্ক (ঘ) অঞ্জলি
৩৫। কোনটি শুদ্ধ বানান?(ক) Jewelary (খ) Jewellry
(গ) Jwellry (ঘ) Jewellery
৩৬। কোন বাক্যটি শুদ্ধ?(ক) This is an unique case. (খ) This is a unique case.
(গ) This is a very unique case. (ঘ) This is the most unique case.
৩৭। আটপৌরে’ শব্দের অর্থ কী?(ক) পােশাকি নয় এমন (খ) সর্বদা ব্যবহারের উপযুক্ত
(গ) অষ্ট প্রহর (ঘ) সবগুলােই
৩৮। Remember is to past, as anticipate is to(ক) present (খ) future
(গ) present and future (ঘ) friends
৩৯। Giant is to dwarf, as ocean is to(ক) pond (খ) lake (গ) sea
(ঘ) river
৪০। সঠিক বানান কোনটি?(ক) Neumunia (খ) Newmonia
(গ) Pneumonia (ঘ) Pnewmonia
৪১। কোন বানানটি ?(ক) Necessary. (খ) Influence
(গ) Prosparity (ঘ) Happiness
৪২। কোনটি বেশি শক্তিশালী?
৪৩। পিস্টনের আয়তন যতাে বাড়ে ইঞ্জিনের শক্তি ততাে বাড়ে।(ক) সত্য (খ) মিথ্যা
(গ) আংশিক সত্য (ঘ) সম্পর্কহীন
৪৪। If X moves in one direction as shown, then
(ক) Y and Z move clockwise
(খ) Y and Z move counterclockwise
(গ) Y moves clockwise and Z moves counterclockwis
(ঘ) Y moves counterclockwise and Z moves clockwis
৪৫। X ঘড়িটির আয়নায় সঠিক প্রতিবিম্ব কোনটি?
(ক) (খ) (গ) (ঘ) |
৪৬। রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রলিক যন্ত্রে ব্যবহার করা হয়।(ক) বাতাস (খ) পানি
(গ) তৈল (ঘ) বিদ্যুৎ
৪৭। আন্তঃমহাদেশীয় গাইডেড মিসাইল ব্যবহার করে(ক) মহাকর্ষীয় রশ্মি (খ) লেজার রশ্মি
(গ) আণবিক শক্তি (ঘ) আইসােটোপ
৪৮। হাইব্রীড গাড়ি অতিরিক্ত শক্তি পায়-(ক) যান্ত্রিকভাবে (খ) বৈদ্যুতিকভাবে
(গ) গ্যাসের মাধ্যমে (ঘ) অন্যভাবে
৪৯) পিস্টন ব্যবহার করা হয় কোন ইঞ্জিনে?(ক) জেট ইঞ্জিনে (খ) বন্দুকে
(গ) ডিজেল ইঞ্জিনে (ঘ) বৈদ্যুতিক ইঞ্জিনে
৫০। প্রপেলর ইঞ্জিনে প্লেন চালাতে প্রয়ােজন হয়(ক) গ্যাসােলিন (খ) বেশি আর্দ্রতা
(গ) মাধ্যাকর্ষণ বল (ঘ) বাতাস
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
সময়: ১ ঘন্টা পূর্ণমান: ৫০
১। অনুশাসন শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অনুশীলন খ) আদেশ
গ) অনুসরণ ঘ) অনুরূপ
২। ‘পল্লব গ্রাহিত্য’ শব্দের অর্থ হল-
ক) পাতা ভাসানো খ) পাতা কুড়ানো গ) ভাসা ভাসা জ্ঞান ঘ) বৃক্ষ
৩। চলন: চলিত: চরিত্র: ?
ক) চারিত্র্য খ) চারিত্রিক গ) চরিত্র্য ঘ) চরিত্রবান
৪। নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ
ক) বে খ) নি গ) শ ঘ) উ
৫। বিদ্যুৎ: আলো: মনীষা: ?
ক) প্রতিভা খ) কৃতিত্ব গ) বুদ্ধি ঘ) উপলব্ধি
৬। পরিশ্রম: সফলতা: শ্রম: ?
ক) দক্ষতা খ) উন্নতি গ) ক্লান্তি ঘ) উৎপাদন
৭। Liability: Immunity, then-
ক) Debit: Credit খ) Real estate: Property গ) Pardon/Amnesty ঘ)Fidelity/Honesty
৮। Teacher: Ignorance: Light: ?
ক)Study খ) Lightning গ) Electricity ঘ) Darkness
৯। Trace the odd pair in the following-
ক) Hospital and patient খ) Teacher and student গ) Nest and bird ঘ)Prison and culprit
১০। নিচের কোন শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়?
ক) অংশু খ) প্রভা গ) ময়ূখ ঘ) দীপ্ত
১১। √৮০+√১২৫=?
ক) ৯√৫ খ) ২০√৫ গ) ৪০√৫ ঘ) ৬০√৫
১২। যদি √৩=৩,√৪=৪ হয়, তাহলে (√৬)^২=?
ক) ১২ খ) ৩৬ গ) ১৮ ঘ) ২৪
১৩।
ক) ১২০ খ) ১৮০ গ) ২২৪ ঘ) ২৪৮
১৪।
ক) ১০ খ) ২৮ গ) ১৮ ঘ) ১৪
১৫। ৪০০ এর ৪৯%=?
ক) ১৯৬০ খ) ১৯৬ গ) ১৯.৬ ঘ) ১.৯৬
১৬। নিচের চিত্রটির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
ক) ৪৪ খ) ৪৮ গ) ৫৪ ঘ) ৬০
১৭। ৭,১১, ১২, ১৪, ১৭,১৭,২২,? প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
ক) ২০ খ) ২২ গ) ২৪ ঘ) ২৭
১৮।
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
ক) ১২ খ) ১৪ গ) ১৬ ঘ) ২০
১৯।
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
ক) ৮ খ) ১০ গ) ১২ ঘ) ১৬
২০। ০.০২*০.০০২*০.০১=?
ক) ০.০০৪ খ) ০.০০৪০ গ) ০.০০০৪ ঘ) ০.০০০০০০৪
২১। একটি সংখ্যা ৫০৬ থেকে যত বড় ৬০৬ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
ক) ৫৫০ খ) ৫৫৬ গ) ৫৬০ ঘ) ৫৬৬
২২। বর্গমূল নির্ণয় করুন:
√.০৯=?
ক) ০.৩ খ) ৩ গ) .০৩ ঘ) ৯
২৩। উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যকক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ-পশ্চিম অভিমুখে যেতে পারে সেটি প্রায় কত ডিগ্রী কোণ অতিক্রম করবে?
ক) ১৪৫ ডিগ্রি খ) ১৯০ ডিগ্রি গ) ২২৫ ডিগ্রি ঘ) ৩১৫ ডিগ্রি
২৪। সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ-
ক) সমুদ্রে উঁচু ঢেউ সৃষ্টি হয়
খ) সমুদ্রের পানির ঘনত্ব বেশি
গ) সমুদ্রের পানির গভীরতা বেশি
ঘ) সমুদ্রের পানির ঘনত্ব কম
২৫। লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় যথাক্রমে ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
ক) ৪ ঘন্টা খ) ২ ঘন্টা গ) ৩ ঘন্টা ঘ) ৫ ঘন্টা ]
২৬। তিনটি যন্ত্র একটি কাজ যথাক্রমে ৫, ৬, ও ৭ ঘন্টায় করতে পারে। দু’টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে?
ক) ১১/২০ খ) ১১/৩০ গ) ১১/১৫ ঘ) ১১/৩৩
২৭। তালওয়াব উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষ ডানদিকে ঘুরে গেল ৩০ মিটার। যাত্রাবস্তা থেকে তার সোজাসুজি দূরত্ব কত?
ক) ৩০ মিটার খ) ৪০ মিটার গ) ৬০ মিটার ঘ) ৭০ মিটার
২৮। একটি দেয়াল ঘড়িতে যখন ৯:৩০টা বাজে তখন যদি মিনিটের কাটাটি পূর্বদিকে থাকে তবে ঘন্টার কাটাটি কোন দিকে থাকবে?
ক) পশ্চিম খ) দক্ষিণ গ) পূর্ব-দক্ষিণ ঘ) দক্ষিণ-পশ্চিম
২৯। ঘড়িতে যখন সাড়ে চারটা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
ক) ৪০ ডিগ্রি খ) ৪৫ ডিগ্রি গ) ৫০ ডিগ্রি ঘ) ৬০ ডিগ্রি
৩০। দু’জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর বামদিকে ঘুরে আরও ৩ মিটার গেল। তাদের দু’জনের মধ্যে দূরত্ব কত?
ক) ৬মিটার খ) ৭ মিটার গ) ৮ মিটার ঘ) ১০ মিটার
৩১। আলভী শ্রেণীক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে আলভী ৮ম ছাত্র। শ্রেণীকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্র বসা আছে?
ক) ১৫ জন খ) ১৭ জন গ) ১৯ জন ঘ) ২১ জন
৩২। রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কী বলা হয়?
ক) ভুজঙ্গ খ) নৈশরণ গ) জুগুপ্সা ঘ) সৌপ্তিক
৩৩। ‘সে যে কোথায় তা আমার জানা নেই’-এটি কোন ধরনের বাক্য?
ক) যৌগিক খ) জটিল গ) সরল ঘ) খন্ড বাক্য
৩৪। নিম্নের কোনটি ব্যতিক্রম?
ক) মোগাদিসু খ) পোর্ট অব প্রিন্স গ) নাইরোবি ঘ) ডাকার
৩৫। হোয়াংহো নদীর সাথে কুয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির সেরূপ সম্পর্ক?
ক) লুসাই পাহাড় খ) কৈলাস শৃঙ্গ গ) আরাকান পর্বত ঘ) মেঘালয় পর্বত
৩৬। ‘Annotation’ শব্দের অর্থ কী?
ক) টীকা খ) সংযোজন গ) বিরক্তি ঘ) স্বরবিন্যাস
৩৭।Re-arrange the jumble word and fill in the last letter.
৩৮। Synonym of ‘Purloin’ is-
ক) Transgression খ) Invade গ) Anathema ঘ) Obscure
৩৯। Which spelling is correct?
ক) Jamboree খ) Jambore গ) Jumboree ঘ) Jumbore
৪০। Proctor: Supervice, then
ক) Prophet: rule খ) Profligate: amalgamate গ) Fudge: courtroom ঘ) Prodigal: squarder
৪১। Choose the correct spelling:
ক) Questionaire খ) Questioneire গ) Questionnaire ঘ) Questionnare
৪২। ক খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর-মা। চ ঘ এর কন্যা। সম্পর্কে চ ক এর কী হয়?
ক) খালা খ) দাদী গ) নানী ঘ) ফুফু
৪৩। নিচের কোন চিত্রটি অন্যগুলো থেকে ভিন্ন?
৪৪। A B এর তুলনায় খাটো কিন্তু C এর চেয়ে লম্বা। D,A এর তুলনায় খাটো কিন্তু C এর চেয়ে লম্বা। E B এর তুলনায় খাটো কিন্তু A এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে?
ক) A খ)B গ) C ঘ) D
৪৫। নিম্নে ‘L’ আকৃতির ঘরটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) ৩২ খ) ৮৪ গ) ৬৪ ঘ) ১২৮
৪৬। JUDGMENT শব্দটি আয়নায় কেমন দেখাবে?
৪৭।
৪৮।
৪৯।
৫০। Which is the most suitable tool for general carpentry?
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
মানসিক দক্ষতার বিসিএস লিখিত প্রশ্ন ও উত্তর- প্রিলিমিনারিতে মানসিক দক্ষতার লিখিত পরীক্ষার প্রশ্নগুলো থেকে হুবহু কিছু প্রশ্ন কমন পরে।
তাই আজকের আয়োজন বিসিএস লিখিত মানসিক দক্ষতা।
১। ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সমনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? [৩৭ তম প্রিলিমিনারি] [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পূর্ব দিকে। (বের হওয়ার সময় সূর্য আপনার সমনে ছিল, মানে পূর্ব দিকে ছিল, এটাই এখানে ট্রিক)
২। A bird does not always have- [২৭ তম বিসিএস লিখিত] Ans: Nest
৩। ‘Quite’ is related to ‘Sound’, in the same way ‘Darkness’ is related to- [২৭ তম বিসিএস] Ans: Sunlight.
৪। Silver is more prettier than iron because it is- [২৭ তম বিসিএস লিখিত] Ans: Prettier
৫। মিটারগেজ রেলপথের দুই লাইনের মধ্যে দূরত্ব কত? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১.১ মিটার।
৬। AZ, CX EV ……… শূন্যস্থানে কী বসবে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ GT
৭। সাংহাই কী চীনের রাজধানী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ না।
৮। এরোপ্লেন কী বাতাসের চেয়ে হালকা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ না।
৯। Men are ……….shorter than their wives. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: rarely
১০। A contest always has — [২৭ তম বিসিএস লিখিত]
Ans: opponents
১১। The moon is related to the earth as the earth is to… [২৭ তম বিসিএস লিখিত]
Ans: Sun
১২। Fathers are………wiser than their sons. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: usually
১৩। Misfortunate is to sorrow, as success is to………. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: joy
১৪। The opposite of Friendship is….. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: enmity
১৫। A mother is always……….than her daughter. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: older
১৬। A man who is averse to change is said to be…………… [২৭ তম বিসিএস লিখিত]
Ans: conservative
১৭। An electric light is related to the candle as an automobile is to………….. [২৭ তম বিসিএস] Ans: a carriage
১৮। Which one is not like other four? (a) Bend (b) Shave (c) Chop (d) Whittle (e) Shear
Ans: Bend
১৯। What is the opposite of ‘hate’? [২৭ তম বিসিএস লিখিত] Ans: Joy
২০। A is West of B and B is North of C. D is South of A. Which direction is D of C?
Ans: West
২১। 1 4 2 5 3 6 4 7 5 9 6, one number is wrong in the series. What should that number be?
Ans: 8
২২। একজন ছাত্রকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে ৩ যোগ করতে। সে তা না করে এর পরিবর্তে প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করলো। সে যদি উত্তর ২০ পেয়ে থাকে তাহলে সঠিক উত্তর কত হবে? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৭।
২৩।Which word is closest in meaning of ‘’Experiment’’?(a)gamble (b) trail (c)otdeal (d)speculate
Ans: Trail
২৪। What is the opposite meaning of ‘’Purchase’’? [২৭ তম বিসিএস লিখিত] Ans: sell
২৫। When the cat’s away, mice begin to………? [২৭ তম বিসিএস লিখিত] Ans: play
২৬। Early to bed and early to rise makes a man………? [২৭ তম বিসিএস লিখিত] Ans: healthy, wealthy and wise
২৭। Smuggle, steal, bribe, cheat and sell. Which one is different from other? [২৭ তম বিসিএস] Ans: sell
২৮। What people say about a person is related with his…. [২৭ তম বিসিএস লিখিত] Ans: character
২৯। What is related to few as ordinary is to exceptional? [২৭ তম বিসিএস লিখিত] Ans: many
৩০। Which one is different from other? (a) good (b) large (c) red (d) walk (e) thick
Ans: walk
৩১। (a) ABDE (b) GHIJ (c) MNPQ (d) STVW, Which one is different from other? [২৭ তম বিসিএস] Ans: GHIJ
৩২। 1 3 9 27 81 108, which number is wrong? [২৭ তম বিসিএস লিখিত] Ans: 108.
৩৩। Amorphousness : Definition :: Lassitude :……..? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Energy
৩৪। Philatelist : Stamps :: Numismatist :………? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Coins
৩৫। Proctor : Supervise :: Prodigal :……..? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Squander
৩৬। Flag : Vigor :: Waver : ……….? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Resolution
৩৭। Embroider : Cloth :: Stain :………..? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Glass
৩৮। What is the opposite meaning of ‘SYNCHRONOUS’? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Out of Shape
৩৯। What is the opposite meaning of ‘LIST’? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Be upright
৪০। What is the opposite meaning of ‘TRACTABLE’? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Headstrong
৪১। What is the opposite meaning of ‘PERFIDY’? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Loyalty
৪২। What is the similar meaning of ‘MAWKISH’? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Sentimental
৪৩। What is the similar meaning of ‘MEDIOCRE’? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Average
৪৪। What is the similar meaning of ‘MELEE’? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Brawl
৪৫। What is the similar meaning of ‘MELLIFLUOUS’? [২৮ তম বিসিএস লিখিত] Ans: Smooth
৪৬। A school has always………..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Students
৪৭। A shop has always…………… ? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Goods
৪৮। A bird has always …………..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Feathers
৪৯। A cow does not always have………?[২৮ তম বিসিএস লিখিত]
Ans: Calf
৫০। Laugh is to cry as ………is to sad. [২৮ তম বিসিএস লিখিত] Ans: Happy
৫১। Burmese, English, Punjabi, France, Persian – among these which one is different?
Ans: France
৫২। Triangle, Rectangle, Square, Circle, Rhombus, — among these which one is different?
Ans: Circle
২৯ তম বিসিএস লিখিত পরীক্ষা – মানসিক দক্ষতা
৫৩। 1 + 3+ 5 + ………. +15+ 17 is equal to…..? [২৯ তম বিসিএস লিখিত] Ans: 81
৫৪। Which novel was written by Charles Dickens? [২৯ তম বিসিএস লিখিত] Ans: The Old Curicity Shop
৫৫। Who was the Chief Minister, Beangal on 14th August, 1947? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Sir Khawaza Nazimuddin
৫৬। Algeria, Morocco, Benin, Egyept, Vietnam – which country is deffernt from others?
Ans: Viatnam
৫৭। It is impossible for a family without its……….? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Members
৫৮। সাদেক সাহেব তাঁর ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পরলেন। তাঁর বাসা থেকে অফিস পর্য্ন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দু’বার ডানদিকে ও একবার বাম দিকে ঘুরছে। বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিলো? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ পশ্চিম মুখী।
৫৯। ২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিলো। সে বছর ৩১ ডিসেম্বর কী বার ছিলো?
উত্তরঃ বৃহস্পতিবার।
৬০। একটি পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কয় সমকোন? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৬ সমকোণ।
৬১। পানির সাথে পাইপের যেরূপ সম্পর্ক, বিদ্যুতের সাথে সেরূপ সম্পর্ক কার? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ তারের।
৬২। It is impossibl to observe a virus without — [২৯ তম বিসিএস লিখিত] Ans: Complex Microscope
৬৩। একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত মিলিমিটার হবে?
উত্তরঃ ৪০ মিলিমিটার।
৬৪। ৬, ১২, ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি কত? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৬।
৬৫। What is the meaning of ‘RESUSCITATE? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Revive
৬৬। What is the meaning of ‘EMANCIPATE’? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Set free
৬৭। What is the meaning of ‘CONSENSUS’? [২৯ তম বিসিএস লিখিত] Ans: General Agreement
৬৮। ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ অদ্রি।
৬৯। ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ শশাংক।
৭০। What is the opposite meaning of ‘SHIFT’? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Fix
৭১। What is the opposite meaning of ‘CRUX’? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Trivial Point
৭২। What is the opposite meaning of ‘EXODUS’? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Entry
৭৩। ‘পুষ্ট’ এর বিপরীত শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ ক্ষীণ।
৭৩। ‘প্রলয়’ এর বিপরীত শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৃষ্টি।
৭৪। Initiate : End :: Remain :………..? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Retreat
৭৫। Clarity : Confusion :: Mediate :……….? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Altercation
৭৬। Extract : Quotation :: Forecast :……….? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Prediction
৭৭। Anachronism : Period :: Fallacy :………..? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Logic
৭৮। Wanton : Ascetic :: Obstreperous :…….? [২৯ তম বিসিএস লিখিত] Ans: Shy
৩০ তম বিসিএস লিখিত পরীক্ষা – মানসিক দক্ষতাঃ
৭৯। IF 1394 = ACID then 4516 =? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ DEAF
৮০। ২, ৬, ১২, ৩৬, ৭২, ……..। শূন্য স্থানে কোন সংখাটি বসবে? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ২১৬।
৮১। Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal = ? [৩০ তম বিসিএস লিখিত] Ans: B M I S P N
৮২। Flower : Fragrance :: Fire :……………? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Heat
৮৩। Mansion : Hut :: Elephant :……….? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Rabbit
৮৪। Tonge : Speech :: Eye :……………? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Sight
৮৫। Bird : Feather :: Fish :………….? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Scale
৮৬। Ruling : King :: Learning :…………….? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Teacher
৮৭। Ornament : Ring :: Furniture :………? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Table
৮৮। Scribble : Write :: Stammer :…………..? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Speak
৮৯। Water is to Oxygen as Salt is to………..? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Sodium
৯০। Doctor is to Patient as Lawyer is to……….? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Client
৯১। Cattle is to Fodder as Fish is to…….? [৩০ তম বিসিএস লিখিত] Ans: plankton
৯২। Aeroplane, Car, Scooter, Truck – among these four which one if different from other three?
Ans: Aeroplane
৯৩। কিলোমিটার, কিলোগ্রাম, মাইল, গজ – এদের মধ্যে কোনটি আলাদা? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ কিলোগ্রাম।
৯৪। যদি TALE = LATE হয়, তবে CAFE = ? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ FACE
৯৫। VACATE = AVACET হলে, LITERATE = ? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ILETARATE
৯৬। পিঁয়াজ, টমেটো, আলু, গাজর – এর মধ্যে কোনটি আলাদা? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ টমেটো।
৯৭। ২০১০ সালের ১ জানুয়ারি শুক্রবার ছিলো। ঐ বছর ৩১ ডিসেম্বর কী বার ছিলো? [৩০ তম বিসিএস] উত্তরঃ শুক্রবার।
৯৮। আগামি পরশু রফিকের জন্মদিন। পরের সপ্তাহের সেইদিন একটি উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বা হবে? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ বুধবার।
৯৯। সালেহা একটি বালিকা শ্রেণির উভয়পাশ থেকেই একাদশতম স্থানে থাকলে মোট বালিকা কতজন?
উত্তরঃ ২১ জন।
১০০। ৪৩, ২৩, ১৯, ১৬ – এখানে কোন সংখ্যাটি অন্যরকম? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৬।
১০১। ১+২+৩+……৯৮+৯৯+১০০= কত? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৫০৫০।
১০২। ১০, ২২, ৪৬, ৯৪,………? শূন্যস্থানে কোন সংখ্যা বসবে? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯০।
১০৩। P, Q থেকে লম্বা। Q, R এর থেকে লম্বা। M, N থেকে লম্বা। N, Q থেকে লম্বা। কে সবচেয়ে খাটো?
উত্তরঃ R
১০৪। ‘+’ অর্থ বিয়োগ, ‘—’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘‘/ ’’ অর্থ যোগ হলে, ৫-৫+৫/৫×৫=কত?
উত্তরঃ ২১।
১০৫। Who is the immediate left of L ? [৩০ তম বিসিএস লিখিত] Ans: K
১০৬। The word homogenous means………….? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Same kind
১০৭। Press : Television :: Radio : ………? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Mass media
১০৮। It is impossible for a family without ………….? [৩০ তম বিসিএস লিখিত] Ans: Members
১০৯। P is heavier than B, R is heavier than A, P is thinner than R. Who is the heaviest?
Ans: A
১১০। Prairies is to North America as Down is to …………..? [৩০ তম বিসিএস লিখিত] Austrlia
১১১। নিপু, মমি, নাহিদ, বরুন, ও জাফর এর মধ্যে নিপু, মমি থেকে লম্বা। নাহিদ, জাফর থেকে বেঁটে। নিপু বরুন থেকে বেঁটে। মমি, জাফর থেকে লম্বা। সবচেয়ে লম্বার ঠিক পরের জন কে?
উত্তরঃ নিপু।
১১২। আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক আছে? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৯ জন।
১১৩। ময়ুর ও হরিণ একত্রে ৮০ টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০ টি। এখানে ময়ুরের সংখ্যা কত?
উত্তরঃ ৬০ টি।
১১৪। If GAMES is to HBNFT, then SPORTS is to……? [৩০ তম বিসিএস লিখিত] Ans: TQPSUT
১১৫। ০.০১×০.০১=? [৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ০.০০০১
১১৬। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
উত্তরঃ ৬০ মিটার
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান