যে কোনো নিয়োগ পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা ১ম ও ২য় পত্র সাজেশন,বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান, Important bangla 1st and 2nd paper Suggestions for Any Job Examination,বিসিএস বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান,বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, লিখিত পরীক্ষার বাংলা ১ম ও ২য় পত্র প্রশ্ন ও সমাধান

বাংলা ১ম ও ২য় পত্র সাজেশন

বিষয় কোড: ০০১
পত্রঃ প্রথম
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১। ক) বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন: ০.৫x১২ = ৬১) দৈন্যতা প্রশংসনীয় নয়।
২) ছাত্রীগণের মধ্যে অনুপস্থিতের সংখ্যা কম।
৩) এমন অসহ্যনীয় ব্যাথা আমি আর কখনও অনুভব করি নাই।
৪) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
৫) আবশ্যকীয় ব্যায়ে কার্পণ্যতা অনুচিত।
৬) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
৭) সমুদয় সভ্যগণ আসিয়াছেন।
৮) পাতায় পাতায় পরে নিশির শিশির।
৯) ঝন্ঝা শেষ হইতে না হতে কুঝঝটি অনঢলটি ছাইয়া ফেললো।
১০) পৈত্রিক সম্পত্তির মাধ্যমে ভদ্রস্থতা রক্ষা হয়, মহদুপকারও হয়।
১১) সকলে একত্রিত হয়ে ধুমপান পরিত্যয্য ঘোষনা করিলেন।
১২) অনুবাদিত কবিতাটি পড়ে সে উচ্ছাসে উচ্ছল হয়ে উঠল।

খ। শূন্যস্থান পূরণ করুনঃ ৬
আজকের দুনিয়াটা আর্শ্যভাবে অর্থের না …… উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল—যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড—শুধুই আত্মাবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ যদি এই মূড়তাকে – না করতে পারে, তবে— কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক– এসে ৗেছেছে, যেখান থেকে আর হয়তো—উপায় নেই; এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়।

গ। ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুনঃ- ৬
যে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর।

ঘ। নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুনঃ ৬
অম্বয়, কমা, আনুনাসিক, ছাঁচ, টোকা, সারসংক্ষেপ।

ঙ। নির্দেশানুযায়ী বাক্যগুলো রূপান্তর করুনঃ ৬১) ধনীরা প্রায়ই কুপণ হয়। (জটিরল বাক্য)।
২) মিথ্যা বলার জন্র তোমার পাপ হবে। (যৌগিক বাক্য)।
৩) যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। (সরল বাক্য)
৪) সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়। (প্রশ্নাত্মক বাক্য)
৫) আরও কথা আছে। (নেতিবাচক বাক্য)।
৬) তাঁর আদর্শ বিষ্মরণযোগ্য নয। (অস্তিবাচক বাক্য)।

২। যে কোনো একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্যে): ২০ক) জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল।
খ) জ্ঞানহীন মানুষ পশুর সমান।

৩। সারমর্ম লিখুনঃ ১০x২ = ২০
ক)

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

সবারে বাসিব ভাল, করিব না আত্মপর ভেদ
সংসারে গড়িব এক নতুন সমাজ।
মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ-
সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ।
দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত।
মানুষে মানুষে হল কত হানাহানি।
এবার মোদের পূন্যে সমুদিবে প্রেমের প্রভাত
সোল্লাসে গাহিবে সবে সৌহার্দের বাণী।

খ।

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর।
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ-তাপ বেদনা অশ্র“বারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
নরককুন্ড বলিয়া কে তোমা করে নারী হেয়-জ্ঞান?
তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর-শয়তান।

অথবা,

পাপ যে, শয়তান যে .. নর নাহে নারী নহে,
ক্লীব সে, তার সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,
নারী দিল তাহে রূপ, রস-মধু-গন্ধ সুনির্মল।

৪। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ ২x১৫ = ৩০ক) ‘সান্ধ্য ভাষা’ কী? এ ভাষায় কোন সাহিত্য রচিত হয়েছে, সংক্ষেপে লিখুন।
খ) বিখ্যাত চারজন বৈষ্নব পদকর্তার সংক্ষিপ্ত পরিচয় দিন।
গ) আলাওলকে পন্ডিত কবি’ বলা হয় কেন?
ঘ) ‘লায়লী মজনু’ কাব্যের প্রেমের স্বরুপ আলোচনা করুন।
ঙ) ‘মেঘনাদবধ’ কাব্যের সর্গ সংখ্যা কত এবং কী কী ?
চ) সংক্ষেপে কপালকুন্ডলা চরিত্রের স্বরুপ নির্ণয় করুন।
ছ) ‘গৃহদাহ’ উপন্যাসে সুরেশ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করুন।
জ) ‘সধবার একাদশী’ কি সার্থক প্রহসন? আলোচনা করুন।
ঝ) লোকসাহিত্য বলতে কী বুঝেন? এর প্রধান শাখা কী কী ?
ঞ) ‘পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? তাঁর রচিত তিনটি কাব্যের নাম লিখুন।
ট) কবি কায়কোবাদের প্রকৃত নম কী? তাঁর লেখা ‘অশ্রমালা’ কাব্যের কাহিনী সংক্ষেপে লিপিবদ্ধ করুন।
ঠ) গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায় অনুবাদ করেন কে ? তাঁর রচিত তিনটি কাব্যের নাম লিখুন।
ড) সৈয়দ মুজতবা আলীর চারটি গ্রন্থের নাম লিখুন।
ঢ) ‘নারী জাগরণের অগ্রদূত’ বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ রচনাটির কাহিনী সংক্ষেপে বিবৃত করুন।
ণ) মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করুন।

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

বিষয় কোড: ০০২
পত্রঃ দ্বিতীয়
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১। যে কোন একটি বিষয়ে রচনা লিখুন:ক) মুক্তিযুদ্ধের চেতনার পটভূমিতে গণতান্ত্রিক সমাজ;
খ) দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সমাজশক্তির ভূমিকা।
গ) বাংলাদেশে পাট শিল্পের ভবিষ্যৎ
ঘ) বাঙালিদের বুদ্ধির মুক্তি আন্দালন ও বাংলা সাহিত্য;
ঙ) বাংলাদেশে ফোকলোর চর্চা।

২। বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন;ক) পরিবেশ আন্দোলন:(পরিবেশের সংজ্ঞা, পরিবেশ আন্দোলনের সুচনা, পরিবেশ আন্দোলনের কারণসমূহ বিশ্ব পরিবেশ সচেতনতা, পরিবেশ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা, পরিবেশ আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়, পরিবেশ আন্দোলনে সরকারি-বেসরকারি সহযোগিতা, উপসংহার।

খ) নারীর ক্ষমতাযন:(সূচনা, বিশ্ব প্রেক্ষাপট, বাংলাদেশ প্রেক্ষাপট, প্রশাসনিক পর্যায়ে নারীর অবস্থান, নারীর ক্ষমতায়ন প্রক্রিয়া ও বাস্তব প্রেক্ষাপট, নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতা, নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপ, উপসংহার।

গ) নিয়মাবর্তিতা ও শৃঙ্খলাবোধ:(ভূমিকা, নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা, সমাজ ও জাতীয় জীবনে নিয়মানুবর্তিতা, নিয়মানুশীলনের প্রস্তুতিকাল, নিয়মানুবর্তিতা ব্যক্তি স্বাধীনতার অন্তরায় নয়, নিয়মানুবর্তিতা ভঙ্গের পরিণতি, নিয়মানুবর্তিতার ফলাফল, উপসংহার।)

৩। যে কেন একটি বিষয়ে রচনা লিখুন:ক) বিদ্যালয়ে মহাবিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতিগত ত্র“টি সংশোধন ও সঠিক ইতিহাস সংরকষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি রচনা করুন।
খ) আপনার অঞ্চলেরকৃষকদের কৃষিপণ্যের ন্যায়সঙ্গত মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে একটি কমিউনিটি খাদ্য গুদাম নির্মাণ প্রয়োজন’ মর্মে জাতীয় দৈনিকে প্রকাশের জন্য একটি পত্র লিখুন।
গ) মহল্লার পাশে শিশুদের খেলার মাঠে ইদানিং মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে, পৌর মেয়রকে পত্র লিখুন।

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

কোড নামঃ বৈশাখ
বিষয় কোড: ০০১
পত্রঃ প্রথম
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১।(ক) বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুনঃ(১) এসব লোকগুলোকে আমি চিনি।
(২) তুমি আমার কাছে আরও প্রিয়তর।
(৩) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
(৪) তিনি নিরহঙ্কারী ও নিরপরাধী মানুষ।
(৫) সে গাছ হইতে অবতরণ করিল।
(৬) অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।
(৭) আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
(৮) তার দারিদ্র্যতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
(৯) আমি অপমান হয়েছি।
(১০) ইতোমধ্যে
(১১) নিরপরাধী লোক কাকেও ভয় করে না।
(১২) অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।

(খ) শূন্যস্থান পূরণ করুনঃ-
বিদ্যা মানুষের মূল্যবান…………, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু………….তদপেক্ষাও মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোন লোক………….. লাভেরযোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন লোক যদি নানা…………..আপনার………পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার………….পরিত্যাগ করাই শ্রেয়।

(গ) ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুনঃ-
পুষ্প আপনার জন্য কোটে না।

(ঘ) নিচের শ্বদগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুনঃ-
সান্ত্বনা, ঊর্দ্ব, ধিক্কৃত, আশস, অচিন্ত্য, কটূক্তি।

(ঙ) নির্দেশানুযায়ী বাক্যগুলো রূপান্তর করুনঃ-(১) শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং বিদায় করলেন। (সরল বাক্য)
(২) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক বাক্য)
(৩) বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। (জটিল বাক্য)
(৪) সে যেমন কৃপণ তেমন চালাক। (যৌগিক বাক্য)
(৫) সে এমএ পাস করেছে বটে কিন্তু জ্ঞানলাভ করতে পারেনি। (জটিল বাক্য)
(৬) যখন বৃষ্টি থামলো, তখন আমরা স্কুলে রওনা হলাম। (যৌগিক বাক্য)

২। যে কোনো একটির ভাব-সম্প্রসারণ লিখুন (অনধিক ২০টি বাক্):-(ক) শৃঙ্খলিত সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম।
(খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।৩। সারমর্ম লিখুনঃ-

(ক) একদা ছিল না জুতা চরণযুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ঘীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে
গেলাম ভজনালয়ে ভজন কারণে।
দেখি সেথা একজন পদ নাহি তার
অমনি জুতার খেদ ঘুচিল আমার।
পরের ধুঃখের কথা করিলে চিন্তন
আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।

(খ) মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে
পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।
৪। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ-(ক) চর্যাপদ কে আবিষ্কার করেন?
(খ) বাংলা গদ্যের জনক কে?
(গ) প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদের কৃতিত্ব আলোচনা করুন।
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোটগল্পের নাম লিখুন।
(ঙ) বড়ৃচণ্ডীদাস রচিত কাব্যের নাম লিখুন।
(চ) তিনটি মঙ্গল কাব্যের নাম লিখুন।
(ছ) ‘অবসরের গান’ কবিতাটি কার রচনা?
(জ) মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লিখুন।
(ঝ) ভাষা আন্দোলনভিত্তিক দুটি কবিতার নাম লিখুন।
(ঞ) মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি উপন্যাসের নাম লিখুন।
(ট) বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে তিনটি বাক্য রচনা করুন।
(ঠ) বাংলাদেশের তিনজন বিশিষ্ট নাট্যকারের নাম লিখুন।
(ড) বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ উপন্যাসিকের নাম লিখুন।
(ঢ) বৈষ্ণব পদাবলির তিনজন শ্রেষ্ট পদকর্তার নাম লিখুন।
(ণ) কোন তিন কবির নাম যথাক্রমে কবিকণ্ঠহার, কবিকঙ্কন ও রায়গুণাকর।

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

৯৬
দানিয়ুব
বাংলা দ্বিতীয় পত্র
বিষয় কোডঃ ০০২
নির্ধারিত সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্যঃ- প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১। যে কোনো একটি বিষয়ে রচনা লিখুনঃ- ৪০(ক) বাংলাদেশ রাষ্ট্রের উত্থানে নারীর অবদান;
(খ) তথ্য-প্রযুক্তি ও নতুন গণমাধ্যম;
(গ) বাংলাদেশের পোশাক-শিল্পে বৈদেশিক বিনিয়োগঃ সংকট ও সম্ভাবনা;
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরঃ কবি ও কর্মী;
(ঙ) বিকেন্দ্রীকরণ ও পল্লী-উন্নয়ন।

২। বন্ধনীর মধ্যে বর্ণিত সঙ্কেতের ইঈিতে একটি প্রবন্ধ লিখুনঃ- ৪০(ক) জনসংখ্যা সমস্যা জন-সম্পদে রূপান্তরে কর্মমুখী শিক্ষাঃ (কর্মমুখী শিক্ষা কী? বর্তমান শিক্ষা ব্যবস্থা; কর্মমুখী শিক্ষার গুরুত্ব;
বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বর্তমান পরিস্থিতি; যৃগোপযোগী নতুন নতুন ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার প্রসার; প্রশিক্ষিত জন-সম্পদের কর্মসংস্থানের উদ্যোগ; শ্রম বাজাওে প্রশিক্ষিত জন-সম্পদের ভূমিকা।)
(খ) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশঃ (সাম্প্রদায়িকতা; অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের জন্ম; ধর্ম নিরপেক্ষতা ও বাংলাদেশের সংবিধান; ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক; বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি; সম্প্রীতির লক্ষ্যে করণীয়।)
(গ) লৈঙ্গিক সমতাবোধঃ (লৈঙ্গিক সমতার ধারণা; কেন নিভাজন; অসমতা কি প্রাকৃতিক?; অসমতার উৎসে সমাজের ভূমিকা; সমতা ও সামাজিক প্রগতি; নারী-পুরুষ-যৌথতা ও ভবিষ্যতের বাংলাদেশ।)

৩। যে কোনো একটি বিষয়ে পত্র লিখুনঃ- ২০(ক) আপনার এলাকার অনুন্নত শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রভূত উন্নয়নকারী একজন
বিদ্যোৎসাহী প্রবীণ শিক্ষকের সংবর্ধনা উপলক্ষে একটি মানপত্র রচনা করুন।
(খ) আপনার শহরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ সরকারি স্থাপনার কাজে
ব্যবহার করার সিদ্ধান্ত হওয়ার নাগরিক জীবনে সমন্বয়ধর্মী দেশজ সংস্কৃতির
চর্চার নেতিবাচক প্রভাব পড়তে পারে-এ আশঙ্কা জানিয়ে এবং মাঠটির
সংস্কৃতিক গুরুত্ব ব্যাখ্যা করে একে রক্ষার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের
নিকট আবেদনপত্র লিখুন।
(গ) রাজধানীর কোন বিশিষ্ট পুস্তক প্রকাশক ও বিক্রেতার নিকট বিভাগভিত্তিক
অনুমোদিত এজেন্সি চেয়ে আবেদনপত্র লিখুন।

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

২৯৪
থায়ামিন
বাংলা প্রথম পত্র
বিষয় কোডঃ ০০১
নির্ধারিত সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্যঃ- ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]

১। (ক) বাক্যগুলো শুদ্ধ করুনঃ ১/২ x ১২ = ৬(১) তিনি স্বচ্ছল পরিবারের সন্তান।
(২) এ খবরটি অত্যান্ত বেদনাদায়ক।
(৩) মুখস্তবিদ্যা পরিহার করা দরকার।
(৪) তিনি পৈত্রিক ভিটায় বসবাস করেন।
(৫) সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত।
(৬) এটি একটি অনুবাদিত গ্রন্থ।
(৭) আমি অপমান হয়েছি।
(৮) এ ব্যক্তি সকলের মাঝে বয়স্ক।
(৯) এ তো তার দূর্লভ সৌভাগ্য।
(১০) তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে।
(১১) বালকটি আরোগ্য হয়েছে।
(১২) সাভার ট্র্যাজেডির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবি, বিজ্ঞানী, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

(খ) যথার্থ শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা শূন্যস্থান পূরণ করুন: ১ x ৬ = ৬(১) সুখের দিনে অমন ——— মাছি কত দেখা যায়।
(২) পরীক্ষায় পাস করার জন্য সে ——— পণ করেছে।
(৩) তার সঙ্গে ———- দেখা হয়।
(৪) তাঁর অকাল মৃত্যু এ সংসারে ———– হয়ে দেখা দিল।
(৫) ছলের টাকা ———- যায়।
(৬) আমার কাঁধে ভারী জোয়াল, তুমি তো ভাই ———- ।

(গ) ছয়টি বাক্যে প্রবাদটির নিহিতার্থ ব্যাখ্যা করুন: ১ x ৬ = ৬
আগে-পিছে লন্ঠন, কাজের বেলা ঠন্ঠন্!

(ঘ) বাগধারা ব্যবহার করে বাক্যরচনা করুন: ১ x ৬ = ৬
টনক নড়া; ডামাডোল; কাষ্ঠহাসি; গোড়ায়; লেফাফা দুরস্ত; লেজে গোবরে।

(ঙ) বাংলা পরিভাষা লিখুন: ১ x ৬ = ৬
Abrogate; Booking; Bibliography; Execute; Agenda; Deed.

২। ভাব-সম্প্রসারণ করুন: ২০
মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়।

৩। সারমর্ম লিখুন: ১০ x ২ = ২০(ক) হে চিরদীপ্ত, সুপ্তি ভাসাও
জাগার গানে;
তোমার শিখাটি উঠুক জ্বলিয়া
সবার প্রাণে।
ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,
আঁধারে ধরণী হারায়েছে দিশা।
তুমি দাও বুকে অমৃতের তৃষা
আলোর ধ্যানে!
ধ্বংস তিলক আঁকে চক্রীরা
বিশ্ব-ভালে।
হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে
স্বার্থ-জালে।

(খ) নিন্দুকেওে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে তো ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব কওে পবিত্রতা আনে
সাধকজনে বিস্তারিতে তার মত কে জানে?

৪। অতি সংক্ষেপে উত্তর লিখুন: ২ x ১৫ = ৩০(ক) ‘চর্যাপদ’ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
(খ) বাংলা লিপির উৎস কি?
(গ) ‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ঘ) ‘চন্ডীদাস সমস্যা’ কী?
(ঙ) আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এমন দুই জন লেখকের নাম লিখুন।
(চ) বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? কেন তাঁকে ভোরের পাখি বলা হয়েছে?
(ছ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে তিনি ‘বিদ্যাসাগর’ উপাধি
লাভ করেন?
(জ) বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন।
(ঝ) রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন।
(ঞ) বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
(ট) বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল?
(ঠ) ‘মজলুম আদিব’ কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
(ড) রশীদ করীমের চারটি উপন্যাসের নাম লিখুন।
(ঢ) ‘পৃথক পলঙ্কে’র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন?
(ণ) ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ কী? এর লেখক কে?

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

বেলী
বিষয় কোড ০০১
[সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য]
নির্ধারিত সময়-৪ ঘণ্টা।
পূর্ণমান—২০০
[দ্রষ্টব্য :–প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন – ৬x৫=৩০(ক) বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কী কী? উদাহরণসহ প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করুন।
(খ) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে অ-তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লিখুন ।
(গ) নিচের শব্দগুলোর উৎসগত পরিচয় লিখুনঃ কিস্তি, পুলটিক্স, টোপর, সোহাগ, পাপড়, ভাত ।
(ঘ) প্রবাদ-প্রবচনের নিহিতার্থ লিখুনঃ হরি ঘোষের গোয়াল; ঘুঁটে পোড়ে গোবর হাসে; চিত্রগুপ্তের খাতা; ওঝার ব্যাটা বনগরু; শিখণ্ডী খাড়া করা; থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর।
(ঙ) নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুনঃ(অ) যেমন কর্ম করবে, তেমন ফল পাবে । (সরল)
(আ) সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নেই এখনো। (জটিল)
(ই) পনের মিনিট পর তিনি এলেন। (যৌগিক)
(ঈ) পুকুরপাড়ে এখন কেউ নেই । (অস্তিবাচক)
(উ) কোথাও কি তিনি আছেন? (নেতিবাচক)
(ঊ) গোলাপটি অত্যন্ত সুন্দর! (বিস্ময়সূচক)

২। ভাব-সম্প্রসারণ করুন – ২০(ক) যে-আমির মধ্যে তুমি নেই, আর যে-তুমির মধ্যে আমি নেই—দুই-ই আমার পক্ষে সমান।
অথবা
(খ) স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি।

৩। সারমর্ম লিখুন – নম্বর ২০(ক) আমারই চেতনার রঙে পান্না হল সবুজ,
চুনি উঠল রাঙা হয়ে ।
আমি চোখ মেললুম আকাশে-
জ্বলে উঠল আলো
পুবে পশ্চিমে ।
গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর’-
সুন্দর হল সে।

অথবা

প্রতিদিনের এই যে অভ্যস্ত পৃথিবী আমার কাছে জীর্ণ, অভ্যস্ত প্রভাত আমার কাছে ম্লান । কবে এরাই আমার কাছে নবীন ও উজ্জ্বল হয়ে ওঠে? যেদিন প্রেমের দ্বারা আমার চেতনা নবশক্তিতে জাগ্রত হয়। যাকে ভালোবাসি আজ তার সঙ্গে দেখা হবে এই কথা স্মরণ হলে কাল যা কিছু শ্রীহীন ছিল আজ সেই সমস্তই সুন্দর হয়ে ওঠে। প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অরূপকে দেখতে পায়; তাকে নূতন কোথাও যেতে হয় না। ঐ অভাবটুকুর দ্বারাই অসীম সত্য তার কাছে সীমায়বদ্ধ হয়েছিল।

৪। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিনঃ- ৩x১০=৩০(ক) চর্যাপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন।
(খ) বাংলা সাহিত্যে শ্রীচৈতন্য দেবের ভূমিকা পর্যালোচনা করুন।
(গ) বৈষ্ণব পদাবলি ধারায় বিদ্যাপতির বিশেষত্ব ব্যাখ্যা করুন ।
(ঘ) বাংলা সাহিত্যের ইতিহাসে রোসাঙ্গ রাজসভার প্রাসঙ্গিকতা পর্যালোচনা করুন।
(ঙ) রবীন্দ্র-ছোটগল্পভুক্ত তিনটি নারী চরিত্রের পরিচয় দিন।
(চ) ‘বিষাদ-সিন্ধু’র ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করুন।
(ছ) বাংলা সাহিত্যে ‘কল্লোল যুগ’ সম্পর্কে ধারণা দিন।
(জ) মুক্তিযুদ্ধভিত্তিক একটি বাংলা নাটকের মূল্যায়ন করুন ।
(ঝ) সাম্প্রতিক বাংলাদেশে লোকধারার গানের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করুন।
(ঞ) বাংলাদেশের সাহিত্যনির্ভর চলচ্চিত্র সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন।

৫। বাংলায় অনুবাদ করুন – ১৫Tsunami is a Japanese word that means “harbor wave”. It is in harbors that tsunamis do the most damage. We sometimes call tsunamis tidal waves, though they’re not caused by tides. Oceanographers call tsunamis seismic sea waves. Whatever their name, those who have lived through them call them killers. What actually is a tsunami? It’s a wave of water that sometimes follows earthquakes, volcanic eruptions, or underwater landslides. Not all tsunamis are large or destructive. In fact, if you were out to sea, a tsunami could pass under your boat and you would hardly notice. That’s because the ocean bottom is so deep. But as the wave gets closure to land, the ocean becomes shallower and begins to cause the wave to crest. Some tsunamis can top 100 feet by the time they reach shore. The largest tsunami ever measured was 212 feet high.

৬। বছরের একটি ছেলে হারিয়ে গেছে । ছেলেটির মা-বাবা গেছেন থানায়। পুলিশ মামলা নিতে চাইছে না। ছেলেটির মা-বাবা এবং একজন পুলিশ কর্মকর্তার চরিত্র অবলম্বন করে এই পরিস্থিতির উপযুক্ত সংলাপ রচনা করুন। । ১৫

৭।(ক) বাঙালি সংস্কৃতির উন্নয়নে গণমাধ্যমের করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করুন। ১৫
অথবা
(খ) একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকল্প কর্মকর্তা পদে নিয়োগপ্রাপ্তির জন্য জীবনবৃত্তান্তসহ একটি আবেদনপত্র লিখুন।

৮। সম্প্রতি প্রকাশিত ভাষা-আন্দোলন বা মুক্তিযুদ্ধভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন। ১৫

৯। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুনঃ ৪০

(ক) দেশাত্মবোধ;
(খ) বাংলাদেশের পর্যটন শিল্প;
(গ) বার্ধক্য ও বৃদ্ধাশ্রম;
(ঘ) সড়ক দুর্ঘটনা;
(ঙ) যেদিন সবকিছু গোলমেলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

নার্গিস
বিষয় কোড ০০১ এবং ০০২
[সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য]
নির্ধারিত সময়-৪ ঘন্টা
পূর্ণমান-২০০
[দ্রষ্টব্য-প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]
বিষয় কোড ০০১

১। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন ৬x৫=৩০ক। সাধিত শব্দ কাকে বলে ? সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো উদাহরণসহ ব্যাখ্যা করুন।
খ। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লিখুন।
গ। নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুন১. তাহার সৌন্দর্যবোধ আমাকে অভিভূত করেছে।
২. এ নির্মম হত্যাকান্ডে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেল।
৩. ইতিপূর্বেই তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়েছে।
৪. মহাসমারোহে প্রধান অতিথিকে সুস্বাগত জানানো হলো।
৫. তার সাংঘাতিক আনন্দ হলো।
৬. ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে।

ঘ।নিচের প্রবাদ-প্রবচনের অর্থপূর্ণ বাক্য লিখুনঃ উড়নচন্ডী, খন্ড প্রলয়, আসলে মুষল নেই চেঁকি ঘরে চাঁদোয়া, যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে, একাদশে বৃহস্পতি, আটে-পিঠে দড় তবে ঘোড়ার উপর চড়।

ঙ। নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুন ।১. ফের যদি আসি তবে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব। (সরল)
২. তাকে নির্দয় মনে হয় না। (অস্তিবাচক)
৩. অধ্যয়নই ছাত্রদের তপস্যা। (জটিল)
৪. জামিল বাড়িতে আছে। (নেতিবাচক)
৫. যেহেতু তার ধনসম্পদ আছে, তাই সে গর্বিত। (যৌগিক)
৬. বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। (প্রশ্নবোধক)

২। ভাব-সম্প্রসারণ করুন ২০ক। পথের প্রান্তে আমার তীর্থ নয়।
পথের দুধারে আছে মোর দেবালয়।
অথবা
খ। জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা
বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে।

৩। সারমর্ম লিখুনক।

হে চিরদীপ্ত, সুপ্তি ভাঙা ও
জাগার গানে
তোমার শিখাটি উঠুক জ্বলিয়া
সবার প্রাণে।
ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,
আঁধারে ধরণী হারায়েছে দিশা,
তুমি দাও বুকে অমৃতের তৃষা
আলোর ধ্যানে।

অথবা

খ। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকেও বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। পারিবারিক অহংকার, জাতিগত অহংকার-এ সবের নিশান ওড়ানোই এদের কাজ।

৪. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন ৩ X ১০ = ৩০ক। চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন।
খ। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কী পরিচয় পাওয়া যায় তা লিখুন।
গ। ব্রজবুলি কী ?
ঘ। রোমাঞ্চধারার একজন মুসলিম কবির কাব্য সম্পর্কে আলোচনা করুন।
ঙ। ভারতচন্দ্র রায় গুণাকরের কবি প্রতিভার মূল্যায়ন করুন।
চ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজসংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন।
ছ। বুদ্ধির মুক্তি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন।
জ। কাজী নজরুল ইসলামের ঔপন্যাসিক সত্তার পরিচয় দিন।
ঝ। ভাষা আন্দোলনভিত্তিক তিনটি গল্পের নাম লিখুন।
ঞ। মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি উপন্যাসের মূল্যায়ন করুন।

বিষয় কোডঃ ০০২

১। বাংলায় অনুবাদ করুন । ১৫Traffic jam is not an uncommon phenomenon in our country, especially in the Dhaka City. Traffic jam, by definition, is the huddling up of too many vehicles in a specific place of a highway or in a street, with the result that the vehicles clog up, so to say, and cannot move ahead. This creates a great problem. People who are busy on urgent business miss their timetable. In the morning, for example, many people sail to attend their workplaces in time. The transportation of goods get delayed. Perhaps the worst consequence is suffered by patients being carried to hospitals or clinics. The mental and physical sufferings, too, are no less important. The number of vehicles, especially rickshaws, is a major cause of this nuisance.

২। একজন প্রবীণ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের এক তরুণের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে সংলাপ লিখুন। ১৫

৩।ক। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন-বিষয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লিখুন। ১৫

অথবা

খ। বাংলাদেশের একটি যাদুঘরের বর্ণনা দিয়ে বিদেশি বন্ধুর নিকট একটি পত্র লিখুন।

৪। বাঙালির ইতিহাস কিংবা লোকঐতিহ্য নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন।

৫।যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুনঃ ৪০ক। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য।
খ। জাতীয় উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনা।
গ। শিষ্টাচার ও সৌন্দর্য।
য। বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ও তার প্রতিকার।
ঙ। নারী উন্নয়ন।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

১। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ ৬x৫=৩০
(ক) দৃষ্টান্তসহ দ্বিরুক্ত শব্দের সংজ্ঞার্থ লিখুন। প্রত্যেক প্রকার দ্বিরুক্ত শব্দের দৃষ্টান্তসহ পরিচয় দিন। 
(খ) অব্যয় পদ কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয় লিপিবদ্ধ করুন। 
(গ) নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুনঃ১. যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়ায় অমনযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই(একাধিক বহুবচন) পরীক্ষায় অকৃতকার্য হয় বেশি।
২. আপনি স্বপরিবার(সপরিবার=পরিবার সহ) ও সবান্ধবে আমন্ত্রিত।
৩. তার পরশ্রীকারতা(পরশ্রীকাতরতা) দেখে আমি মুগ্ধ(খারাপ জিনিস দেখে কেউ মুগ্ধ হয় না, তাই অন্য কোন বিশেষণ ব্যবহার করতে হবে।)।
৪. আজ রাতে বজ্রপতনের(‘বজ্রপাত’ নিজেই বিশেষ্য তাই ‘পতন’ ব্যবহার দরকার নেই।) সম্ভাবনা আছে।
৫. তোমার মত ব্যক্তির পক্ষে সদাসর্বদা কৃপণতা করা লজ্জাস্কর।(লজ্জাকর)
৬. জৈষ্ঠ্য মাসে তার সর্বজেষ্ঠ্য(জ্যেষ্ঠ মানেই সব থেকে বড়) ছেলের বিয়ে হয়।

(ঘ)নিচের প্রবাদ-প্রবচনের সাহায্যে অর্থপূর্ণ বাক্য লিখুনঃ
হরিষে বিষাদ, সুলুক সন্ধান, মন না মতি, সোনার কাঠি রূপোর কাঠি, ঘুঁটে পোড়ে গোবর হাসে, বিড়ালের ভাগ্যে শিকে ছেড়া। 
ঙ) নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুনঃ১. যে ভিক্ষা চায়, তাকে দান কর। (সরল)
২. ভালোবাসার দানে কোনো অপমান নেই। (অস্তিবাচক)
৩. যেহেতু গাড়ি আসে নাই, সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। (যৌগিক)
৪. আজ চাঁদ উঠেছে। (নেতিবাচক)।
৫. বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল-আউট করা। (জটিল)
৬. জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন। (প্রশ্নবোধক)

২। ভাব-সম্প্রসারণ করুনঃ
(ক) জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্টমুক্তি সেখানে অসম্ভব।

অথবা।

(খ) কালচার সমাজতান্ত্রিক নয়, ব্যক্তিতান্ত্রিক।

৩।
সারমর্ম লিখুনঃ
(ক)

‘বরং নিজেই তুমি লেখোনাকো একটি কবিতা-‘
বলিলাম স্লান হেসে; ছায়াপিন্ড দিলো না উত্তর;
বুঝিলাম সে তো কবি নয়- সে যে আরূঢ় ভণিতাঃ
পাণ্ডুলিপি, ভাষ্যটীকা, কালি আর কলমের ‘পর
ব’সে আছে সিংহাসনে-কবি নয়-অজর, অক্ষর
অধ্যাপক; দাঁত নেই- চোখে তার অক্ষম পিঁচুটি;
বেতন হাজার টাকা মাসে-আর হাজার দেড়েক
পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি;
যদিও সে-সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক।
চেয়েছিলো-হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি।

অথবা
(খ)

ধর্মের মতো মতবাদও মনের জগতে লেফট-রাইট করতে শেখায়। ধার্মিকের জীবন নিয়ন্ত্রণ করে ভয় আর পুরস্কারের লোভ। সংস্কৃতিবান মানুষের জীবনে ও-সবের বালাই নেই। তারা সব কিছু করে ভালোবাসার তাগিদে। সত্যকে ভালোবাসো , সৌন্দর্যকে ভালোবাসো , ভালোবাসা কে ভালোবাসো -বিনা লাভের আশায় ভালোবাসো , নিজের ক্ষতি স্বীকার করে ভালোবাসো -এরি নাম সংস্কৃতি। তাই ধার্মিকের পুরস্কারটি যেখানে বহুদূরে থাকে, সংস্কৃতিবান মানুষ সেখানে তার পুরস্কারটি পায় হাতে হাতে, কেননা, কাজটি তার ভালোবাসার অভিব্যক্তি বলে তার আনন্দ, আর আনন্দই তার পুরস্কার। সে তার নিজের স্বৰ্গটি নিজেই সৃষ্টি করে নেয়। বাইরের স্বর্গের জন্য তাকে হা করে তাকিয়ে থাকতে হয় না।

৪। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিনঃ ৩ X ১০ = ৩০(ক) রোসাঙ্গ-রাজসভা কোথায় অবস্থিত ছিল? বাংলা সাহিত্যের ইতিহাসে এই রাজসভা কেন প্রাসঙ্গিক? 
খে) অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করুন। 
(গ) ‘বুড়োসালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটির জমিদার চরিত্রের পরিচয় দিন।
(ঘ) ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রোহিনী চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন।
(ঙ) ‘পোস্টমাস্টার‘ গল্পে রবীন্দ্রনাথের জীবনদর্শনটি কী?
(চ) কাজী নজরুল ইসলামের ‘রাজবন্দীর জবানবন্দী’র মূল বক্তব্য কী?
(ছ) ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রূপকাৰ্থ ব্যাখ্যা করুন।
(জ) মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি-ভাবনার পরিচয় দিন।
(ঝ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কেন সফল?
(ঞ) ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পের মূল বক্তব্য উপস্থাপন করুন ।

বিষয় কোডঃ ০০২

১। বাংলায় অনুবাদ করুনঃ
Explorers and traders have sailed across the world in all kinds of ships. From the ancient trading boats, which relied on muscle and wind power, to the invention of the steamship, ship-building techniques and ways of navigating have changed dramatically. As boats became faster and better, explorer were able to journey farther. They discovered new lands and peoples, and opened up new trading routes. Slowly, the map of the world began to grow as land and sea borders were defined and claimed by different countries.

২। বিদেশে পড়াশুনা করে প্রবাসজীবন নির্বাচন এবং বাংলাদেশে লেখাপড়া করে স্বদেশেই। অবস্থান করা সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন বা সংলাপ লিখুন।

৩। (ক) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের উদ্দেশ্যে একটি পত্র রচনা করুন।

অথবা

(খ) আপনার এলাকায় নদী ভরাট করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রদানের জন্য একটি দরখাস্ত লিখুন।

৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক কোনো উপন্যাসের সমালোচনা লিখুন।।

৫। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুনঃ

(ক) মানবসম্পদ।
(খ) বাংলাদেশের নগরায়ন।
(গ) সাইবার অপরাধ।
(ঘ) মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ঙ) চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির।

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

বিষয় কোড ০০১ ও ০০২
নির্ধারিত সময়-৪ ঘন্টা।
পূর্ণমান-২০০

বিষয় কোড ০০১
১। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন ৬x৫=৩০(ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন।
(খ) অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? উদাহরণসহ লিখুন
(গ) নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুনঃ গিতাঞ্জলি, উপকারীতা, আষার, দারিদ্রতা, শান্তনা।
উত্তরঃ গীতাঞ্জলি, উপকারিতা, আষাঢ়, দরিদ্রতা বা দারিদ্র্য, সান্ত্বনা
(ঘ) নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য লিখুনঃঅক্কা পাওয়া- মারা যাওয়া।
তালপাতার সেপাই- অত্যন্ত কৃশ বা দুর্বল ব্যক্তি।
চাঁদের হাট- শিশুদের বা সুন্দরীদের একত্র সমাবেশ
তাসের ঘর- ক্ষণস্থায়ী বস্তু।
সাক্ষী গোপাল- যে ব্যক্তি স্বয়ং নিষ্ক্রিয় থেকে অন্যের কার্যকলাপ লক্ষ করে।

(ঙ) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুনঃ(১) পূর্বদিকে সূর্য উদয় হয়। উদিত
(২) আসছে আগামীকাল কলেজ বন্ধ হবে।
(৩) রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ঙ্কর কবি ছিলেন। প্রতিভাবান
(৪) সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী। সকল ছাত্র বা ছাত্রগণ
(৫) ইহার আবশ্যক নাই। ইহার আবশ্যকতা নাই।





২। ভাব-সম্প্রসারণ করুনঃ ২০(ক) শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,
লিখে রেখো, এক ফোটা দিলেম শিশির ॥
অথবা
(খ) উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
তিনিই মধ্যম যিনি চলেন তফাতে ॥

৩। সারমর্ম লিখুনঃ ২০(ক) বহুদিন ধরে বহু ক্রোশ
দূরের বহু ব্যয় করি বহুদেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা,
দেখিতে গিয়াছি সিন্ধু।।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু।

অথবা
(খ) আজকের দুনিয়াটা আশ্চর্যজনক ভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন। প্রচন্ড বেগে শুধু আত্মবিকারের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব’ কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই; এবার সিঁড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা
খুঁজে পেলে আমাদের আত্মবিনাশের সম্ভাবনা যে অনিবার্য, তাতে আর কোনো সন্দেহ থাকে না।





৪। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন । ৩x১০=৩০(ক) বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের ভাষাকে কেন ‘সন্ধ্যা ভাষা’ বলা হয়।
(খ) বাংলা কাব্যের ‘ভোরের পাখি’ কাকে বলা হয়? এ কবির দুটি কাব্যগ্রন্থের নাম লিখুন।।
(গ) সনেট’ কি? বাংলা সাহিত্যে সার্থক সনেট রচয়িতার পরিচয় সংক্ষেপে উল্লেখ করুন।
(ঘ) চন্দ্রকুমার দে এবং দীনেশচন্দ্র সেনের নাম কেন লোকসাহিত্য প্রেমীর হৃদয়ে চিরদিন জেগে থাকবে?
(ঙ) কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাসের নাম লিখুন।
(চ) কবি জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লিখুন।
(ঘ) কুবের, কপিলা,শশী, কুসুম চরিত্রসমূহ কোন উপন্যাসের অন্তর্গত? উপন্যাস দুটির রচয়িতা কে?
(জ) বাংলা ভাষায় যাঁরা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচজন প্রধান। এই পাঁচজন কবির নাম লিখুন।
(ঝ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী‘ উপন্যাসের উপজীব্য বিষয় সংক্ষেপে উল্লেখ করুন।
(ঞ) কবি শামসুর রাহমানের চারটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করুন।

বিষয় কোড ০০২
১. বাংলায় অনুবাদ করুনঃ ১৫Poet Kazi Nazrul Islam Called himself a ‘rebel’, and declared that he would not cease to fight till all oppressionals in the world had been put to an end. He made friends with terrorists, young men and women who believed in armed struggle. He sang opening songs at political gatherings, addressed large conferences and travelled the length and breadth of Bengal inspiring people wherever he went. He brought out a bi-weekly that breathed and preached violence. As a result the British Government put him behind the prison bars. We have more than one reason to be grateful to Kazi Nazrul Islam.

২. বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক এবং অধ্যয়নরত একজন তরুণ শিক্ষার্থীর মধ্যে শিক্ষার অতীত ও বর্তমান অবস্থা সম্পর্কে একটি কাল্পনিক সংলাপ রচনা করুন। ১৫

৩. (ক) বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশের নিমিত্তে একটি পত্র লিখুন। ১৫

অথবা
(খ) ফেসবুক ব্যবহারের সুফল এবং কুফল জানিয়ে আপনার ছোট ভাইয়ের কাছে। একটি পত্র লিখুন।




৪. ‘অসমাপ্ত আত্মজীবনী’ অথবা ‘কারাগারের রোজনামচা‘ গ্রন্থের গ্রন্থ-সমালোচনা লিখুন। ১৫

৫. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন ৪০(ক) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম;
(খ) বাংলাদেশের পোশাক শিল্প;
(গ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার;
(ঘ) রোহিঙ্গা সমস্যা ও সমাধান;
(ঙ) স্বদেশ প্রেম।

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

বিষয় কোডঃ ০০১ ও ০০২
নির্ধারিত সময়: ৪ ঘণ্টা
পূর্ণমান: ২০০
বিষয় কোডঃ ০০১

১। নিচের প্রশ্নগুলাের উত্তর লিখুন:
ক। শব্দগঠন বলতে কী বােঝায়? কী কী প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় উদাহরণসহ লিখুন।
খ। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের ছয়টি বানানসূত্র লিখুন।

গ। নিচের বাক্যগুলাের শুদ্ধরূপ লিখুন:(১) দুর্বলবশত সে আসতে পারেনি।
(২) শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে দেখা হবে।
(৩) সামগ্রিক আলােচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।
(৪) দূরারােগ্য ব্যাধির স্বীকারে পরিণত হয়ে পৃথিবীতে বহু মানুষের মৃত্যু হয়।
(৫) এ স্মরণিটি কবি নজরুলের স্বরণে নামকরণ করা হয়েছে।
(৬) স্বাস্থ সকল সুখের মুল।

ঘ। নিচের প্রবাদ-প্রবচন ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য লিখুন:
আমড়া কাঠের টেকি; শাক দিয়ে মাছ ঢাকা; তামার বিষ; মিছরির ছুরি; ঠগ বাছতে গাঁ উজাড়; ননীর পুতুল।



ঙ। নিচের বাক্যগুলাে নির্দেশ অনুসারে রূপান্তর করুন:
(১) শহিদের মৃত্যু নেই। (অস্তিবাচক)
(২) ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
(৩) তােমার সব জিনিসই দামি। (নেতিবাচক)
(৪) জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। (যৌগিক)
(৫) ভুল সকলেই করে। (প্রশ্নবােধক)
(৬) তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। (সরল)

২। ভাবসম্প্রসারণ করুন: ক। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখাে, এক ফোঁটা দিলেম শিশির।
অথবা
খ। কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর তা থেকে যে আলাে ঠিকরে বেরােয়, তার নাম কালচার

৩। সারমর্ম লিখুন:
ক।
ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধ-মরাদের ঘা মেরে তুই বাচা।
রক্ত আলাের মদে মাতাল ভােরে
আজকে যে যা বলে বলুক তােরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ করে।
পুচ্ছটি তাের উচ্চে তুলে নাচা।
আয় দুরন্ত, আয়রে আমার কাঁচা।



অথবা
খ। মৃত্যুর হাত হইতে বাঁচিবার উপায় জগতের একটি প্রাণীরও নাই। সুতরাং এই অবধারিত সত্যকে সানন্দে স্বীকার করিয়া নিয়াও মৃত্যুকে জয় করিবার জন্য একটি বিশেষ কৌশল আয়ত্ত করিতে হইবে। তাহা হইতেছে, অতীতের পূর্বপুরুষদের সাধনাকে নিজের জীবনে এমনভাবে রূপান্তর করা-যেন ইহার ফলে তােমার বা আমার মৃত্যুর পরেও সেই সাধনার শুভফল তােমার পুত্রাদিক্রমে বা আমার শিষ্যাদিক্রমে জগতের মধ্যে ক্রমবিস্তারিত হইতে পারে। মৃত্যু তােমার দেহকেই মাত্র ধ্বংস করিতে পারিল, তােমার আরব্ধ সাধনার ক্রমবিকাশকে অবরুদ্ধ করিতে পারিল না-এইখানেই মহাপরাক্রান্ত মৃত্যুর আসল পরাজয়।

৪। নিচের প্রশ্নগুলাের সংক্ষিপ্ত উত্তর দিন:
ক। চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা’ বলা হয়?
খ। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পরিচয় এবং বিষয়বস্তু সম্পর্কে আলােচনা করুন।
গ। মনসামঙ্গল কাব্যের বেহুলা চরিত্রটির বৈশিষ্ট্য উল্লেখ করুন।
ঘ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনটি মৌলিক রচনার নাম লিখুন।
ঙ। আধুনিক কবি হিসেবে মাইকেল মধুদূদন দত্তের অবদান ব্যাখ্যা করুন।
চ। শওকত ওসমানের মুক্তিযুদ্ধকেন্দ্রিক তিনটি গ্রন্থের নাম লিখুন।
ছ। রােকেয়া সাখাওয়াত হােসেনের ‘অবরােধবাসিনী’ গ্রন্থের বিষয়বৈশিষ্ট্য বর্ণনা করুন।
জ। আবহমান বাংলার ছবি জীবনানন্দ দাশের কবিতায় কীভাবে চিত্রিত হয়েছে লিখুন।
ঝ। সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকটি সম্পর্কে বিশ্লেষণ করুন।
ঞ। মধ্যযুগের রােমান্টিক প্রণয়ােপাখ্যানগুলাের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লিপিবদ্ধ করুন।



বিষয় কোডঃ ০০২
১। বাংলায় অনুবাদ করুন:
Plato lamented the destruction of soils and forests in ancient Greece. Dickens and Engels wrote eloquently of the wretched conditions spawned by the ‘Industrial Revolution’. Whenever we encounter the term ‘pollution’ now, we mean environmental pollution, though the dictionary describes Pollution as “the act of making something foul, unclean, dirty, impure, contaminated, defiled, tainted, desecrated ….”. Environmental pollution may be described as the unfavorable alteration of our surroundings. It takes place through changes in energy, radiation levels, chemical and physical constitutions and abundance of organisms. It includes release of materials into atmosphere which make the air unsuitable for breathing, harm the quality of water and soil and damage the health of human beings, plants and animals.

২। পড়াশােনা শেষ করে চাকরিগ্রহণ এবং স্ব-উদ্যোগে গৃহীত কোনাে কাজের মাধ্যমে জীবিকানির্বাহকরণ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করুন।

৩।
ক। বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের কারণ ও পরিণাম বর্ণনা প্রসঙ্গে এর প্রতিকারে পাঁচটি করণীয় বিষয় উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযােগী একটি প্রতিবেদন রচনা করুন।
অথবা
খ। মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে কলেজগামী ছােট ভাইকে একটি পত্র লিখুন।

৪। বাঙালির ইতিহাস-ঐতিহ্যভিত্তিক যে-কোনাে গ্রন্থের একটি সমালােচনা লিপিবদ্ধ করুন।
৫। যে-কোনাে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন:
ক। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ।
খ। একজন মহিয়সী নারী
গ। বাংলাদেশের পােশাক শিল্প
ঘ। মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রীয় অঙ্গীকার
ঙ। বাঙালির ঐতিহ্য ও কৃষ্টি

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment