যে জীবাণুর আক্রমণে ম্যালেরিয়া হয়ম,অতিরিক্ত রক্তক্ষরণজনিত জন্মগত রােগ, রােগীর হৃদস্পন্দনের শব্দ ও শ্বাস প্রশ্বাস পরীক্ষার যন্ত্র,নারীদেহে ডিম্বপাত ও দুগ্ধক্ষরণ উদ্দীপ্ত করে, মানবদেহে অঙ্গতন্ত্রসমূহকে নিয়ন্ত্রণ করে

বিষয়: মানব দেহের বিজ্ঞান থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, মানব দেহের বিজ্ঞান জীবনী A to Z সহ সকল প্রশ্ন সমাধান,মানব দেহের বিজ্ঞান এর জানা ও অজানা সকল তথ্য,জানা অজানা মানব দেহের বিজ্ঞান এর আন্তজীবনী

প্রশ্ন : EPI বলতে বােঝায়
উত্তর : Expanded Programme on Immunization (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি)।

প্রশ্ন : ইনসুলিন সর্বপ্রথম আবিষ্কৃত হয়
উত্তর : ১৯২১ সালে, কানাডায়।

প্রশ্ন : সাধারণত ৭ মাসের পূর্বে শিশুর জন্ম হলে তাকে বলে
উত্তর : গর্ভপাত।

প্রশ্ন : বাংলাদেশের পানীয় জলে আর্সেনিক দূষণ মুক্তকরণ এবং আক্রান্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যয়ভার বহনের জন্য মার্কিন কংগ্রেসের একটি বিলের নাম
উত্তর : HR-1646।

প্রশ্ন : বিশ্বে প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়
উত্তর : ৩ ডিসেম্বর ১৯৬৭; দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।

প্রশ্ন : বাংলাদেশে ধূমপানবিরােধী আইন পাস হয়
উত্তর : ১৩ মার্চ ২০০৫।

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল অবস্থিত
উত্তর : পাবনার হেমায়েতপুরে।

প্রশ্ন: জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন ?
উ: অক্সিটোসিন

প্রশ্ন: রক্ত কি ধরনের কলা ?
উ: যোজক কলা

প্রশ্ন: স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে ?
উ: এক্সেন

প্রশ্ন: প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে ?
উ: অক্সিজেন মিশ্রিত

প্রশ্ন: রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?
উ: শিরায়

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ?
উ: যকৃত

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ?
উ: ফিমার

প্রশ্ন: কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় ?
উ: পিটুইটারি

প্রশ্ন: শোসনের সময় দেহ হতে কি নির্গত হয় ?
উ: কার্বন – ডাই -অক্সাইড

প্রশ্ন: শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি ?
উ: টেস্টোস্টেরন

প্রশ্ন: মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?
উ: দেহ কোষে

প্রশ্ন: রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত ?
উ: ৫০০ : ১

Online Model Test মানব দেহের বিজ্ঞান দিয়ে নিজের মেধা পরিক্ষা করুন

প্রশ্ন: রক্ত জমাট বাধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে ?
উ: সিরাম

প্রশ্ন: মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি ?
উ: উরুর অস্থি

প্রশ্ন: চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে ?
উ: কর্ণিয়া

প্রশ্ন: ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় ?
উ: বিটা কোষে

প্রশ্ন: চোখের পানির উত্স কোথায় ?
উ: ল্যাক্রিমাল গ্রন্থী

প্রশ্ন: মানব চোখে পেশীর সংখ্যা কত ?
উঃ ৬ টি

প্রশ্ন: মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে ?
উ: ২ টি

প্রশ্ন: অনুচক্রিকার কাজ কি ?
উ: রক্ত জমাট বাধায়

প্রশ্ন: লিউকোমিয়া রোগের কারণ কি ?
উ: রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া

প্রশ্ন: দেহের শক্তির প্রধান মাধ্যম কি ?
উ: শ্বসন

প্রশ্ন: দেহে মেলানিনের প্রধান কাজ কি ?
উ: সূর্য রশ্নীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা

প্রশ্ন: কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় ?
উ: অগ্নাশয়
প্রশ্ন: অক্ষি গোলকের প্রাচীরের নাম কি ?
উ: রেটিনা

প্রশ্ন: রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায় ?
উ: ডায়াবেটিস

প্রশ্ন: কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ?
উ: ইস্টজেন

প্রশ্ন: নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ?
উ: পিটুইটারি

প্রশ্ন: থাইরয়েডের অবস্থান কোথায় ?
উ: গলায় ল্যারিংসের এর উপরে , দুপাশে

প্রশ্ন: মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ?
উ: সিকামে

প্রশ্ন: ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি ?
উ : ভিলাস

প্রশ্ন: ভিটামিন কে ও বি কোথায় সংস্লেসিত হয় ?
উ: বৃহদন্তে

প্রশ্ন: ব্লাড ক্যান্সার কেন হয় ?
উ: রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে

প্রশ্ন : যে ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয়
উত্তর : ভিটামিন এ।

প্রশ্ন : কার্বোহাইড্রেটের প্রধান কাজ
উত্তর : দেহে তাপশক্তি উৎপাদন করা।

প্রশ্ন : খাদ্যের অতিরিক্ত কার্বোহাইড্রেট প্রাণিদেহে জমা হয়
উত্তর : গ্লাইকোজেন রূপে।

প্রশ্ন : নিদ্রাহীনতাজনিত রােগ
উত্তর : ইনসােমনিয়া।

প্রশ্ন : বিশ্ব এইডস দিবস পালিত হয়
উত্তর : ১ ডিসেম্বর।

প্রশ্ন : হেপাটাইটিস (জন্ডিস) রােগের প্রধান কারণ
উত্তর : ভাইরাস।

প্রশ্ন : মস্তিষ্কের ধমনি ছিড়ে রক্তপাত হওয়াকে বলে
উত্তর : স্ট্রোক।

প্রশ্ন : যে ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়
উত্তর : ভিটামিন বি১২।

প্রশ্ন : মানবদেহের অসংখ্য জিনের বিন্যাসকে বলা হয়
উত্তর : বুক অফ হিউম্যান লাইফ।

প্রশ্ন : আমাদের দেহে খাদ্য হজম করতে সময়ের প্রয়ােজন হয় প্রায়
উত্তর : ৫ ঘণ্টা ৩০ মিনিট।

প্রশ্ন : শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ প্রভৃতি অনুভূতি বােধ থাকে
উত্তর : থ্যালামাসে।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে ৫০টি এমসিকিউ

প্রশ্ন : যে হরমােনের জন্য দাড়িগোঁফ গজায়
উত্তর : টেস্টোস্টেরন (Testosteron)।

প্রশ্ন : পূর্ণবয়স্ক একজন মানুষের দৈনিক শক্তির প্রয়ােজন
উত্তর : পুরুষ-২৫০০ কিলােক্যালরি ও নারী- ২০০০ কিলােক্যালরি।

প্রশ্ন : যে ধরনের খাদ্যে সর্বাধিক শক্তি পাওয়া যায়
উত্তর : স্নেহজাতীয় খাদ্যে।

প্রশ্ন : স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে
উত্তর : সেব্রোম।

প্রশ্ন : মাথায় টাকপড়া রােগকে বলে
উত্তর : অ্যালােপেসিয়া।

প্রশ্ন : বৃক্কের মাধ্যমে প্রস্রাবের সাথে বের হয়
উত্তর : ইউরিক এসিড, ইউরিয়া ও লবণ।

প্রশ্ন : যে জীবাণুর আক্রমণে ম্যালেরিয়া হয়
উত্তর : প্লাসমােডিয়াম।

প্রশ্ন : অতিরিক্ত রক্তক্ষরণজনিত জন্মগত রােগ
উত্তর : হিমােফিলিয়া।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : রােগীর হৃদস্পন্দনের শব্দ ও শ্বাস প্রশ্বাস পরীক্ষার যন্ত্র
উত্তর : স্টেথােস্কোপ।

Online Model Test মানব দেহের বিজ্ঞান দিয়ে নিজের মেধা পরিক্ষা করুন

প্রশ্ন : নারীদেহে ডিম্বপাত ও দুগ্ধক্ষরণ উদ্দীপ্ত করে
উত্তর : লুটিনাইজিং হরমােন।

প্রশ্ন : মানবদেহে অঙ্গতন্ত্রসমূহকে নিয়ন্ত্রণ করে
উত্তর : স্নায়ুতন্ত্র।

প্রশ্ন : বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা
উত্তর : ডা. মুহাম্মদ ইব্রাহিম।

প্রশ্ন : যে টিস্যু দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়
উত্তর : স্নায়ু টিস্যু।

প্রশ্ন : লােহিত রক্তকণিকার আয়ুষ্কাল
উত্তর : ১২০ দিন।

প্রশ্ন : ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম
উত্তর : পরিবার কল্যাণ কেন্দ্র।

প্রশ্ন : হৃদপিণ্ডের প্রসারণকে বলা হয়
উত্তর : ডায়াস্টোল।

প্রশ্ন : পাকস্থলিতে যে ধরনের ওষুধ তাড়াতাড়ি শােষিত হয়
উত্তর : তরল।

প্রশ্ন : গর্ভাবস্থায় মায়েদের জন্য অত্যাবশ্যক টিকা
উত্তর : টিটি টিকা।

প্রশ্ন : যার মাধ্যমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়
উত্তর : চামড়ার মাধ্যমে।

প্রশ্ন : সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা প্রভৃতি যার মাধ্যমে ছড়ায়
উত্তর : বায়ু।

প্রশ্ন : ভিটামিনের আধিক্যজনিত রােগকে বলা হয়
উত্তর : হাইপার ভিটামিনােসিস।

প্রশ্ন : সালফোরাফেন- এর কাজ হলাে
উত্তর : রক্তচাপ নিয়ন্ত্রণ করা।

প্রশ্ন : যে ভাইরাসের আক্রমণে হাম হয়
উত্তর : মিজেলস ভাইরাস।

আরো পড়ুন : ২৭তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

প্রশ্ন : আমাদের দেহ কোষ রক্ত, হতে গ্রহণ করে
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ।

প্রশ্ন : সবুজ তরকারিতে সবচেয়ে বেশি থাকে
উত্তর : খনিজ পদার্থ ও আয়ােডিন।

প্রশ্ন : মানবদেহের সবচেয়ে ছােট অস্থি
উত্তর : কানের অস্থি (স্টেপিস)।

প্রশ্ন : স্বাভাবিক অবস্থায় মানবদেহে সিস্টোলিক চাপ
উত্তর : ১২০ mm’পারদ চাপ।

প্রশ্ন : পিটুইটারি গ্রন্থিটি শিশুকালে অপসারণ করলে দেখা দেয়
উত্তর : বামনত্ব।

প্রশ্ন : সাধারণত স্নেহ জাতীয় খাদ্য যে ধরনের রােগ প্রতিরােধ করে
উত্তর : চর্মরােগ।

প্রশ্ন : লৌহের উৎস হচ্ছে
উত্তর : মাছ, মাংস, ডিম, যকৃত, কচুশাক ইত্যাদি।

প্রশ্ন : বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়ােজিত আন্তর্জাতিক সংস্থা
উত্তর : রেডক্রস ও রেড ক্রিসেন্ট।

প্রশ্ন : যে যুদ্ধে সর্বপ্রথম তুরস্ক রেড ক্রিসেন্ট প্রতীক ব্যবহার করে
উত্তর : ক্রিমিয়ার যুদ্ধে।

প্রশ্ন : জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়
উত্তর : ২৮ ফেব্রুয়ারি।

প্রশ্ন : স্ত্রী দেহের জনন একক
উত্তর : ডিম্বাণু।

প্রশ্ন : বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভ করে
উত্তর : ১৭ মে ১৯৭২।

আরো পড়ুন : ৪১তম বিসিএস প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব

প্রশ্ন : আর্সেনিকের দুটি বিষাক্ত যৌগ
উত্তর : আর্সেনাইট ও আর্সেনেট।

প্রশ্ন : পেনিসিলিয়াম নােটেটাম নামক ছত্রাক থেকে তৈরি হয়
উত্তর : পেনিসিলিন।

প্রশ্ন : পিত্তথলির পাথর গলাতে ব্যবহৃত হয়
উত্তর : রেডিও আইসােটোপ।

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বাংলাদেশের জন্য নির্ধারিত পানিতে সর্বোচ্চ মাত্রার সহনীয় আর্সেনিকের মাত্রা
উত্তর : ০.০৫ মি.গ্রা।

প্রশ্ন : বিশেষ প্রােটিন জাতীয় খাবারের প্রতি শরীরের অস্বাভাবিক সংবেদনশীলতাই হলাে
উত্তর : এলার্জি।

Online Model Test মানব দেহের বিজ্ঞান দিয়ে নিজের মেধা পরিক্ষা করুন

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment