“যোগান বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে”বিধিটির ব্যতিক্রমের কারণ নিরূপণ, যােগানের ধারণা ব্যাখ্যা করতে হবে।

শ্রেণি: ১২শ HSC ইন কমার্স -2021 বিষয়: অথনীতি এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 09 বিষয় কোডঃ 1726
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ “যােগান বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে যােগান বাড়ে এবং দাম কমলে যােগান কমে”বিধিটির ব্যতিক্রমের কারণ নিরূপণ।

শিখনফল/বিষয়বস্তু :

  • অধ্যায়ঃ-৩ চাহিদা, যােগান ও দাম নির্ধারণ

নির্দেশনা :  

  • যােগানের ধারণা ব্যাখ্যা করতে হবে।,
  • রেখাচিত্রের সাহায্যে যােগান বিধিটির ব্যাখ্যা করতে হবে।,
  • যােগান বিধির ব্যতিক্রম বর্ণনা করতে হবে।,
  • দাম ও যােগানের মধ্যে সম্পর্ক এর। ধারণা ব্যাখ্যা করতে হবে।,

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • যােগানের ধারণা ব্যাখ্যা করতে হবে।,

সাধারণ অর্থে যোগান বলতে কোন দ্রব্যের সরবরাহকে নির্দেশ করে। কিন্তুু অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যে বিক্রেতাগণ কোন দ্রব্যের যে পরিমাণ বাজারে বিক্রয় করতে রাজি থাকে তাকে যোগান বলে।

কোন দ্রব্যের যোগান সাধারণত: উৎপাদনের উপর নির্ভরশীল। দ্রব্যের যোগান দাম ও সময় দ্বারা প্রভাবিত হয়। তাই চাহিদার ন্যায় যোগানের ক্ষেত্রেও অন্যান্য বিষয়কে স্থির বিবেচনা করে যোগানকে শুধুমাত্র দামের সাথে একটি ক্রিয়া বা অপেক্ষক বিবেচনা করা হয়।

সুতরাং, কোন বিক্রেতা বা উৎপাদন প্রতিষ্ঠান কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে তাদের উৎপাদিত পণ্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুুত থাকে তাকে অর্থনীতিতে যোগান (Supply)) বলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • রেখাচিত্রের সাহায্যে যােগান বিধিটির ব্যাখ্যা করতে হবে।,

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • যােগান বিধির ব্যতিক্রম বর্ণনা করতে হবে।,
AVvXsEjvaZkyTnx 3kb1LdZMaRJ571nTTMM7siDuSyvjWWXH89oYGDSt8shUCgWU Yr0dghYgZjkjqzk 1U9tlTcGVA7qlo bt6bghmskFRA1iQgZa jruBZmy718VIVP22DlrnEmi 3zvcY75oYcaTYpFMIzFz5vrTppIaJ3fEXc1w4k6md60UeUvS8WqK3
AVvXsEj1HwwdkKOy7lzhlTNrvqvvlDV2JNg fSLSZK7Q9FKn1zOjO 6sMp0ZvVD vPnMNP4R7KLb ywq45WAR K TlnTmqo2 PRehIsqu1rze2Xv8N 5bTGAXqeeJb4zIPlJWgI5cAeODABimzu463KM1PdlMyun 1njueoQ59zcCWUlhbT6Bn

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • দাম ও যােগানের মধ্যে সম্পর্ক এর। ধারণা ব্যাখ্যা করতে হবে।,

চাহিদাবিধি ও যোগানবিধি

চাহিদাবিধি: চাহিদার সঙ্গে দামের সম্পর্ককে চাহিদা বিধি বলে। চাহিদা বিধি বা সূত্র বলতে আমরা বুঝি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে এখানে বোঝানো হচ্ছে, ক্রেতার রুচি, অভ্যাস ও পছন্দের কোনো পরিবর্তন হবে না এবং ক্রেতার আয় বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থাকবে ইত্যাদি।

QVGmGtg

যোগানবিধি: দাম ও যোগানের সম্পর্ককে যোগান বিধি বলে আমরা প্রতিনিয়ত বাজারে জিনিসপত্র ক্রয়-বিক্রয় করে থাকি। একজন বিক্রেতা তখনই দ্রব্যটি বিক্রয় করতে আগ্রহী হবেন, যখন বাজারে এর দাম সবচেয়ে বেশি।

kpE6Lvg

ভারসাম্য অবস্থা: ভারসাম্য শব্দটি পদার্থ বিজ্ঞানের একটি বিষয় হলেও অর্থনীতিতে ভারসাম্য শব্দটির অর্থনৈতিক ব্যবহার হয়ে থাকে। অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই ভারসাম্য ধারণাটি ব্যবহৃত হয়। অর্থনীতিতে ভারসাম্য আসলে অর্থনৈতিক মডেলের ভারসাম্য বুঝায়। যেমন: কোনো ভোক্তার ভারসাম্য, উৎপাদকের ভারসাম্য ইত্যাদি।

ভারসাম্য: ভারসাম্য অর্থ স্থিতাবস্থা বা সাম্য অবস্থা। ভারসাম্য বলতে অর্থনৈতিক মডেলের এমন একটি অবস্থা বুঝায়, যে অবস্থায় মডেলের অর্থনৈতিক চলকগুলো এমন একটি স্থির মানে উপনীত হয়, যেখানে মানগুলো পরিবর্তনের ক্ষেত্রে মডেলের নিজ কোনো প্রবণতা থাকে না।

ভারসাম্য দাম: যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর জন্য একটি নিরিষ্ট সময়ে যে দামে চাহিদা
ও যোগানের পরিমাণ সমান হয়, তাকে ভারসাম্য দাম বলা হয়।

ভারসাম্য পরিমাণ: একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা দাম ও যোগান দাম সমান হয়, তাকে ভারসাম্য পরিমাণ বলা হয়।

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের সমতা বিন্দুতে বাজার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। যে দামে বাজারে কোনো একটি দ্রব্যের মোট চাহিদা ও মোট যোগান পরস্পরের সমান হয়, তা-ই বাজারের ভারসাম্য অবস্থা। ভারসাম্য অবস্থা ক্রেতা ও বিক্রেতার জন্য গ্রহণযোগ্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়।

দামের ওঠা-নামায় চাহিদা ও যোগানের পরিমাণ: চাহিদা ও যোগান বিশ্লেষনে দাম দ্রব্য বিনিময়ের ঘর) উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় সাধন করে। দাম ও পরিমাণকে বাজার ব্যবস্থা উন্নয়নের জন্য সবচাইতে বেশি প্রতক্ষ চলক হিসেবে ব্যবহার করা হয়। যোগান, চাহিদা ও বাজার ভারসাম্য তত্তভাবে দাম ও দ্রব্যের পরিমাণের সহিত সম্পর্কযুক্ত। কিন্তু দাম ও চাহিদা পরিবর্তনের পরিমাপে উপাদানের প্রভাব নির্ণয় করা হয়-_তাদের মাধ্যমে, দাম ও পরিমাণ ফলিত ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতিতে আদর্শ চলক হিসেবে। ব্যবহার করা হয়। অর্থনৈতিক তত্বসমুহ বিদ্যমান পরিমাণে দাম কি হবে তা নির্ধারণ করে। বাস্তবিকপক্ষে, দাম ও পরিমাণের পরিবর্তনের ফলে যোগান ও চাহিদা কতটুকু পরিবর্তন হবে তা নির্ণয় করার চেষ্টা করা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment