যৌতুক কী?, যৌতুক আইনে অপরাধীর সর্বোচ্চ শাস্তি কি?, যৌতুক সম্পর্কিত যে কোন ধরনের বিচার কোন আদালতে হয়?, বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?
যৌতুক কী?
উত্তর : বিয়ের সময় পাত্রপক্ষ কনেপক্ষের কাছে দাবি জানিয়ে যে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদায় করে তাকেই এক কথায় যৌতুক বলে ।
যৌতুক আইনে অপরাধীর সর্বোচ্চ শাস্তি কি?
উত্তর : যৌতুক আইনে অপরাধীর সর্বোচ্চ শাস্তি ৫ বছর কারাদন্ড । তাছাড়া অপরাধী অর্থদন্ডেও দণ্ডিত হতে পারে ।
যৌতুক সম্পর্কিত যে কোন ধরনের বিচার কোন আদালতে হয়?
উত্তর : কমপক্ষে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে ।
বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?
উত্তর : বাংলাদেশে ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন পাস হয়। নারী পাচার ও যৌন হয়রানী
নারী পাচার কী?
উত্তর : সাধারণত নারীদের অসহায়ত্বের সুযোগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে অবৈধভাবে পাঠিয়ে দেওয়াকে নারী পাচার বলে।
নারী পাচারের কত শতাংশ নারী শিশু?
উত্তর : ৮০ শতাংশ ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
যৌন হয়রানী কি?
উত্তর : যৌন হয়রানি হচ্ছে অযাচিত যৌন প্রকৃতির কোনো আচরণ অথবা অন্য কোনো ধরনের যৌন আচরণ যা কর্মক্ষেত্রে কোনো পুরুষ বা নারীর মর্যাদাহানি করে।
ইভটিজিং কি?
উত্তর : ইভটিজিং নারী নির্যাতনের একটি ধরন। ঘরে-বাইরে তথা রাস্তা-ঘাটে চলা ফেরার সময় প্রায় সব বয়সের মেয়েদের অশ্লীল ইংগিত বা অশোভন মন্তব্য দ্বারা উত্যক্ত করাই ইভটিজিং।
বাংলাদেশের কত শতাংশ নারী মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত?
উত্তর : শতকরা ৭০ ভাগ ।
GOT (১০) পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম লিখ।
উত্তর : পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম হলো- ১. পরিবার, ২. সমাজ ও ৩. রাষ্ট্র। [জা.বি. ২০১৭ (ডিগ্রি)।
গৃহশ্রমে নারীর অবদান কত শতাংশ?
উত্তর : ৮০ শতাংশ।
বাংলাদেশের পোশাক শিল্পে কত শতাংশ নারী নিয়োজিত?
উত্তর : ৮০ শতাংশ।
NBFO-এর পূর্ণরূপ কী?
উত্তর : NBFO-এর পূর্ণরূপ হলো- The National Black Feminist Organization.
নারীরা দ্বৈত ভূমিকা কি?
উত্তর : নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ ।