pdf download রসায়ন ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী] রসায়ন ২য় পত্র (Chemistry 2nd paper) সুপার সাজেশন ২০২৫ subject code: 177 |
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি রসায়ন ২য় পত্র সাজেশন,রসায়ন ২য় পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি রসায়ন ২য় পত্র, hsc রসায়ন ২য় পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন রসায়ন ২য় পত্র সাজেশন,
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২১
★১ম অধ্যায়(পরিবেশ রসায়ন)
- বয়েল ও চার্লসের সূত্র এবং প্রমাণ
- আর্দশ ও বাস্তব গ্যাসের তুলনা
- আর্দশ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি ও
- অ্যামাগা বক্র
- গ্যাসের RMS বেগ
- গ্যাসের গতিশক্তি 3/2nRT
- গ্রাহামের ব্যাপন সূত্র ও ডাল্টনের আংশিক চাপ সূত্র
- আদর্শ আচরন থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির
- প্রতিকার
- গ্যাস সিলিন্ডারজাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ
- জুল থমসন প্রভাব
- নাইট্রোজেন ফিক্সেশন ও গ্রীন হাউজ গ্যাসের
- প্রভাব। BOD এবং COD এর মূলনীতি
- খাদ্যশৃঙ্খলে ভারী ধাতুর প্রভাব(লেড ও অার্সেনিক)
- ২০১৯,১৮,১৭, ১৬ ও ১৫ সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল
২য় অধ্যায়(জৈব রসায়ন)
★অ্যালিফিটিক:
- টপিক: সমগোত্রীয় শ্রেণি ভালো করে পড়তে হবে।
- টপিক: অ্যালকেন: অ্যালকেন প্রস্তুুতি, অ্যালকেনের
- প্রতিস্থাপন বিক্রিয়া
- টপিক: অ্যালকিন:
- অ্যালকিন প্রস্তুুতি, মার্কনিভের সূত্র, অ্যালকিনের
- ওজনীকরণ, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুুতি,
- অ্যালকিনের পলিমারকরণ এবং শনাক্তকারী পরীক্ষা
- (বেয়ার দ্রবণ পরীক্ষা)
- টপিক: অ্যালকাইন:
- অ্যালকাইন প্রস্তুুতি, অ্যালকাইন থেকে অ্যালকিন
- প্রস্তুুতি, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড/কিটোন
- প্রস্তুুতি, অ্যালকাইনের অম্লধর্ম এবং শনাক্তকারী পরীক্ষা
- টপিক: অ্যালকাইল হ্যালাইড:
- অ্যালকাইল হ্যালাইড প্রস্তুুতি, SN1 ও SN1 বিক্রিয়া,
- অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বক্সিলিক এসিড
- প্রস্তুুতি, অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোকার্বন
- প্রস্তুুতি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন
- নাইট্রাইল প্রস্তুুতি, সাইফেজ সূত্র, ক্লোরোফরম
- শনাক্তকারী পরীক্ষা
- টপিক: অ্যালকোহল:
- অ্যালকোহল প্রস্তুুতি, অ্যালকোহল থেকে অ্যালকিন
- প্রস্তুুতি, অ্যালকোহলের জারন, অ্যালকোহলের
- শনাক্তকারী পরীক্ষা।
- টপিক: অ্যালডিহাইড ও কিটোন→
- অ্যালডিহাইড ও কিটেন প্রস্তুুতি, অ্যালডিহাইড/
- কিটোনের জারন বিক্রিয়া, ক্যানিজারো ও অ্যালডোল
- ঘনীভবন বিক্রিয়া, অায়োডোফর্ম পরীক্ষা, টলেন
- বিকারক পরীক্ষা, ক্লিমেনসন বিজারন
- বিক্রিয়া,ফেলিং দ্রবণ পরীক্ষা, মেলামাইন প্রস্তুুতি
- (মিথান্যাল থেকে).
- টপিক: কার্বক্সিলিক এসিড:
- কার্বক্সিলিক এসিড প্রস্তুুতি, ফরমিক ও অ্যাসিটিক
- এসিডের মধ্যে কোনটি শক্তিশালী, অ্যাসিটিক এসিড ও
- ক্লোরো অ্যাসিটিক এসিডের মধ্যে কোনটি
- শক্তিশালী,কার্বক্সিলিক এসিড থেকে এস্টার ও
- অ্যাসাইল হ্যালাইড প্রস্তুুতি, কার্বক্সিলিক এসিডের
- অম্লধর্মের ব্যাখ্যা, কার্বক্সিলিক এসিড শনাক্তকারী পরীক্ষা।
- অ্যারোমেটিক:
- টপিক: বেনজিন
- বেনজিন প্রস্তুুতি, নাইট্রেশন বিক্রিয়া ও কৌশল,
- ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন ও অ্যাসাইলেশন
- বিক্রিয়ার কৌশল, অর্থ-প্যারা(-CH3, -NH2, -OH)ও মেটা(-
- NO2) নির্দেশক।
- টপিক: ফেনল:
- ফেনল প্রস্তুুতি, ফেনলের অম্ল ধর্ম ও রেজোন্যান্স,
- ফেনলেরকোব বিক্রিয়া ও রাইমার টাইম্যান বিক্রিয়া
- (এগুলো ফেনলের বিশেষ বিক্রিয়া), প্যারাসিটামল ও
- অ্যাসপিরিন প্রস্তুুতি, ফেনলের শনাক্তকারী পরীক্ষা
- (ব্রোমিন ও ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা)
- টপিক: অ্যামিন:
- অ্যানিলিন ও মিথাইল অ্যমিন প্রস্তুুতি, অ্যানিলিন ও
- মিথাইল অ্যামিনের মধ্যে ক্ষার ধর্মের তুলনা,
- অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুুতি,
- অ্যানিলিনের শনাক্তকারী পরীক্ষা।
- D.D.T, ডেটল ও T.N.T প্রস্তুুতি।
- সমাণুতা:
- ★★★সিস-ট্রান্স সমানুতা ও শর্ত। ★★★জ্যামিতিক
- সমাণুতা ও শর্ত
- কার্যকরী মূলক সমাণুতা
- অবস্থান সমাণুতা
- টটোমারিজম
- জৈব রসায়ন ২০১৯, ১৮,১৭,১৬ ও ১৫ সালের বোর্ড পরীক্ষার
- সৃজনশীল পড়তে হবে।
৩য় অধ্যায়:
- মোলারিটি, ppm
- দ্রবণের লঘুকরণ সূত্রের অঙ্ক(SV = S`V`)[২০১৭, ১৬ ও ১৫
- সালের বোর্ড পরীক্ষার)
- টাইট্রেশন ও টাইট্রেশন গ্রাফ
- জারন-বিজারন সমতাকরণ(KMnO4 + FeSO4, K2Cr2O7 +
- FeSO4) ও লৌহার বিশুদ্বতা নির্নয়ক সৃজনশীল (২০১৯,১৮,১৭, ১৬ ও
- ১৫ সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল)
- বিয়ার ল্যাম্বার্ট সূত্র ও প্রমাণ
- ২০১৯,১৮,১৭,১৬ ও ১৫ সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল
৪র্থ অধ্যায়:
- ফ্যারাডের সূত্র ও অঙ্ক বিষয়ক
- সৃজনশীল ২০২১- ১৫ সালের বোর্ড সৃজনশীল)
- জারন-বিজারন বিক্রিয়া, কোষ বিভব ও প্রমাণ কোষ
- বিভব
- কোষ বিক্রিয়ার স্বত:স্ফূর্ততা অঙ্ক বিষয়ক সৃজনশীল
- ২০২১- ১৫ সালের বোর্ড পরীক্ষার)
- তড়িৎবিশ্লেষ্য কোষ
- লেড স্টোরেজ ও লিথিয়াম আয়ন ব্যাটারি
- হাইড্রোজেন ফু্য়েল সেল ও ক্ষারীয় ফুয়েল সেল
- ২০২১- ১৫ সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
২০২৫ রসায়ন ২য় পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
১ম অধ্যায় (পরিবেশ রসায়ন)
- গ্যাসের সুত্র/বয়েল চার্লস এভোগেড্রো/আদর্শ গ্যাস
- ব্যাপন হার
- অ্যামাগার বক্ররেখা/
- আংশিক চাপ
- RMS বেগ,গড় গতিবেগ
২য় অধ্যায় (জৈব রসায়ন)
- নামকরণ, সমানুতা,(১সেট আশা করা যায়)
- জৈব বিক্রিয়ার ক্রিয়াকৌশল, মার্কনিকভ নীতি,বিপরীত মার্কনিকভ নীতি(১ সেট)
- SN1 SN2 + অসম্পৃততার পরীক্ষা
- অ্যালকোহল( ১’ ২’ ৩’)
- অ্যালডিহাইড, কিটোন (প্রস্তুতি,সা.বিক্রিয়া.বৈশিষ্ট্য, পার্থক্য)
- বেনজিন (অর্থ প্যারা মেটা নির্দেশক এবং বৈশিষ্ট্য )
- ডেটল
- প্যারাসিটামল প্রস্তুতি
৩য় অধ্যায় (পরিমানগত রসায়ন)
- আকরিকের পরিমান নির্নয় বা বিশুদ্ধতা নির্নয়
- ঘনমাত্রা নির্নয় ppm, মোলারিটি,মোলালিটি
- দ্রবনের প্রকৃতি নির্নয়।
৪র্থ অধ্যায় (তড়িৎ রসায়ন)
- ১ম সুত্র (ক্যাথডে ধাতুর(Cu) পরিমান নির্নয়)
- তড়িৎ কোষ বিভব নির্নয়
- নার্নস্ট সমীকরণ
- কোন পাত্রে রাখা যাবে আর কোন পাত্রে রাখা যাবে না(স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া)
- Pb স্টোরেজ ব্যাটারি
৫ম অধ্যায় (অর্থনৈতিক রসায়ন)
- ইউরিয়া প্রস্তুতি
- রিসাইক্লিং
- ন্যানো পার্টিকেল
- বায়ু দূষন রোধের উপায়
- পোর্টল্যান্ড সিমেন্ট
চূড়ান্ত সাজেশন এইচএসসি রসায়ন ২য় পত্র ২০২৫
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস।
শিখনফল /বিষয়বস্তুঃ
- বয়েল ও চার্লস/গে লুসাক সূত্র এবং বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র ব্যাখ্যা করতে পারবে।
- বয়েল ও চার্লস/গে লুসাক ও অ্যাভোগাড্রো সূত্র হতে আদর্শ গ্যাসের সমীকরণ ব্যাখ্যা করতে পারবে।
- ডাল্টনের আংশিক চাপ সূত্র হতে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে পারবে।
- গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য এর ভিত্তিতে গতিশক্তি ব্যাখ্যা করতে পারবে।
- আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য করতে পারবে।
- বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনাঃ
- গ্যাসের আয়তন এর সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন।
- গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ ব্যাখ্যা ও গ্যাসের গতিশক্তি নির্ণয়।
- ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ।
- আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এবং মোলার গ্যাস ধ্রুবক ব্যাখ্যা।
উত্তর: লিংক
জৈব যৌগে বন্ধন বিভাজন এবং অ্যারােমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া।
শিখনফলঃ
- *জৈব যৌগের বিভিন্ন প্রকার বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে (বন্ধন বিভাজন, মুক্তমূলক, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, ইলেকট্রনাকর্ষী বিকরারক, কেন্দ্রাকর্ষী বিকারক এর ব্যাখ্যাসহ)
- *অ্যারােমেটিক যৌগের প্রস্তুতি (বেনজিন, টলুইন), অ্যারােমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য অ্যারােমেটিসিটি ব্যাখ্যা করতে পারবে। *অ্যারােমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে
- *বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনাঃ
- ক) জৈব যৌগের বন্ধনের বিভিন্ন বিভাজন এবং উৎপন্ন মূলকসমূহের স্থিতিশীলতা ব্যাখ্যা
- খ) বেনজিন ও টলুইন প্রস্তুতি
- গ) অ্যারােমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা
- ঘ) বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়ার ওরিয়েন্টেশন ব্যাখ্যা
উত্তর: লিংক
এইচএসসি ১০০% কমন রসায়ন ২য় পত্র সাজেশন ২০২৫
HSC /Alim Common Suggestion 2025
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫
১. কার্বন শিকল হ্রাস-
(খ) ডিকার্বক্সিলেশন
২. চায়না ক্লে-
(ঘ) Al2O3.2SiO2.2H2O
৩. তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল- (খ) চার্লস এর সূত্র
৪. ১ টি নাইট্রোজেনে অনুর সংখ্যা- (গ) 4.65*10^-26 kg
৫. উদ্দীপকে উভধর্মী-
(গ) HCO3-
৬.লুইস এসিড-
(খ) AlCl3
৭. কোন যৌগে নাইট্রাইল-
(গ) CH3CN
৮.প্রমাণ KMnO4 দ্রবণের সাহায্যে- (ক)পটাশিয়াম পার ম্যাংগানেট ৯.আর্জেলিয়াস দ্রব্য- (ঘ)অ্যালুমিনা
১০. .025M KOH এর ভর-
(খ)1.4g
১১.FDG প্লান্টের মাধ্যমে-
(খ)NOx
১২.উদ্দীপকের A যৌগ-
(খ)iওiii
১৩.উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরণের- (ঘ)অপসারণ ১৪.ইলেক্ট্রোফিলিক যুত বিক্রিয়ায় সক্রিয়- (খ)পেন্টাইন-১
১৫.দূষিত পানির নির্দেশক- (ঘ)COD মান 100ml/L
১৬.অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য- (খ)iওii
১৭.5g Na2CO3 100g দ্রাবকে দ্রবীভূত – (গ)%(w/w)
১৮.M(lll) সালফেট দ্রবণে .1A-
(ঘ)72375s
১৯.বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় –
(ক) তড়িৎ বিশ্লেষ্য
২০. উদ্দীপকে বর্ণিত সেলের কোষ বিভব –
(ঘ) +1.20
২১. উদ্দীপক বিক্রিয়ার জন্য সঠিক তথ্য হলো-
(গ) iওiii
২২.জারক বিজারকের মোল সংখ্যা x,y-
(খ) yVoMo=xVrMr
২৩. বিষম চাক্রিক যৌগ-
(ঘ) i,ii ও iii
২৪. লেড স্টোরেজ সেলে বিজারিত হয়-
(ঘ) PbO2
২৫.ফেনলিক -OH সনাক্তকরণে-
(ক) ফেরিক ক্লোরাইড
আজকের সাজেশস: ২০২৫ এইচএসসি রসায়ন ২য় পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ রসায়ন ২য় পত্র সাজেশন,
এইচএসসি রসায়ন ২য় পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Chemistry 2nd paper suggestion 2025
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও