01. নিচের কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশী?
উত্তরঃ ফ্লোরিন
02. ক্যাথোড রশ্মি কি?
উত্তরঃ ইলেকট্রন
03. মাতৃদুগ্ধ এর pH কত?
উত্তরঃ 6.6-6.9
04. নিন্মের কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশী?
উত্তরঃ অ্যামোনিয়া
05. পর্যায় সারণিতে inner-transition মৌলের সংখ্যা-
উত্তরঃ 28
06. দুধের প্রধান খনিজ নয়-
উত্তরঃ সালফার
7. চোখে রক্তবর্ণ সৃষ্টির জন্য দায়ী কোনটি?
উত্তরঃ লিকার অ্যামোনিয়া
8. অব্যবহৃত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট কে বিনষ্ট করতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ম্যাগনেসিয়াম সালফেট
9. ক্রোমাটোগ্রাফিতে অনুসৃত হয়-
উত্তরঃ মাইক্রো বিশ্লেষণ
10. পানিতে মিশে পানির DO হ্রাস করে কোনটি?
উত্তরঃ প্রোপানোন
11. বেয়ার-ল্যাম্বার্ট সূত্রভিত্তিক হিসেব করা যায়?
উত্তরঃ মাইক্রো বিশ্লেষণ
12. বুনসেন বার্নারের বিজারণ মন্ডলে কোন গ্যাস থাকে?
উত্তরঃ কার্বন মনো-অক্সাইড
13. স্পিরিট ল্যাম্পের বৈশিষ্ট্য নয়-
উত্তরঃ উজ্জ্বল শিখা উৎপন্ন করে
14. কণিকেল ফ্লাস্ক সাধারণত কত আয়তনের হয়?
উত্তরঃ 250mL
15. মেজারিং সিলিন্ডারে সর্বনিম্ন কত mL মাপা যায়?
উত্তরঃ 1mL
16. যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ মেজারিং ফ্লাস্ক
17. ক্ষতিকর রাসায়নিক উপাদানের গায়ে কোন প্রতীক থাকে?
উত্তরঃ Xn
18. কোন মৌলটির একটি মাত্র আইসোটোপ বিদ্যমান?
উত্তরঃ Au
19. সর্বমোট আবিস্কৃত আইসোটোপ এর সংখ্যা-
উত্তরঃ 1300
20. S অরবিটালের আকৃতি কিসের মতো?
উত্তরঃ ফুটবলের মতো
21. ক্যালসিয়াম আয়নের শিখা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাসের মধ্য দিয়ে কোন বর্ণ দেখা যায়?
উত্তরঃ হালকা সবুজ
22. Frozen Shoulder এর চিকিৎসায় কোন রশ্মি ব্যবহৃত হয়?
উত্তরঃ Far-IR
23. নিচের কোন সিরিজটি তুলনামূলক ভিন্ন?
উত্তরঃ লাইমেন
24. কোন মৌলটি ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায়?
উত্তরঃ Au
25. ধানের তুষ থেকে ভোজ্যতেল নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে?
উত্তরঃ দ্রাবক নিষ্কাশন
26. লঘু তৈল থেকে বেনজিন কোন প্রক্রিয়ায় পৃথক করা হয়?
উত্তরঃ আংশিক পাতন
27. M শেল এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণা ক্ষমতা কত?
উত্তরঃ 18
28. রেলগাড়ির সার্চলাইটে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ThO2
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
29. নিন্মের কোনটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌল নয়?
উত্তরঃ Fr
30. সক্সলেট নিষ্কাশনে কোন দ্রাবক ব্যবহার করা হয়?
উত্তরঃ পেট্রোল
31. শুষ্ক বরফের গলনাঙ্ক কত ডিগ্রি?
উত্তরঃ -৫৬°
32. লন্ডন বলের বন্ধন শক্তি কত?
উত্তরঃ 1-10 kJ/mol
33. অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান কোনটিতে?
উত্তরঃ অর্থো নাইট্রো ফেনল
34. ডাইপোল-ডাইপোল আকর্ষণ ঘটে-
উত্তরঃ পোলার
35. বিস্তারণ বা লন্ডন বলের উদাহরণ –
উত্তরঃ গোল্ড সাসপেনশন
36. মার্কিউরিক আয়োডাইট কোন বর্ণের হয়?
উত্তরঃ সাদা
37. গ্রিনার পদ্ধতির উদ্দেশ্য কি?
উত্তরঃ ক্লোরিন বর্জন
38. লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক এসিড উৎপাদনে কোনটি প্রভাবক হিসেবে কাজ করে?
উত্তরঃ NO
39. সালফিউরিক এসিড উৎপাদনের কোন ধাপটি তাপোৎপাদী?
উত্তরঃ সবগুলো
40. সালফিউরিক এসিড উৎপাদনের অত্যনুকুল চাপ কত?
উত্তরঃ 1.7 atm
41. নিচের কোনটি প্রাকৃতিক এন্টি-অক্সিডেন্ট নয়?
উত্তরঃ ভিটামিন এ
42. মাছের চর্বিতে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন এ ও ডি
43. হারবাল ওয়েলের মূল উপাদান নয়-
উত্তরঃ কেনোলা তেল
44. কোল্ড ক্রিমের প্রলেপন এজেন্ট –
উত্তরঃ গ্লিসারিন
45. বিষাক্ত ধোঁয়া সৃষ্টিকারী রাসায়নিক বিক্রিয়ার সময় কী করব উচিত নয়-
উত্তরঃ কন্ট্যাক্ট লেন্স পড়া
46. এসিড লঘুকরণে কোনটি ব্যবহার করা উচিত?
উত্তরঃ ফিউম হুড
47. হাইড্রোজেন পার-অক্সাইডের শরীরে প্রভাব-
উত্তরঃ ত্বকের ক্ষতি
48. কার্বনের কতটি স্তায়ী আইসোটোপ বিদ্যমান?
উত্তরঃ ২
49. কোন অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়?
উত্তরঃ s
50. কত সেলসিয়াস তাপমাত্রায় গ্লুবার লবণ নিরুদিত হয়?
উত্তরঃ 32.4°C
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- Hon‘s 2nd: Business Communication & Report Writing
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- শীর্ষ ১০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে কী কী?, সর্বকালের সেরা ২০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে
- বৃষ্টির আবহাওয়ায় আমার মোটরসাইকেলের যত্ন