রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন, রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অনার্স ৩য় বর্ষ সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন

অনার্স ৩য় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
রাজনীতি অধ্যয়ন পদ্ধতি (Approaches to the Study of Politics) সুপার সাজেশন
Department of : Political science & Other Department
Subject Code: 231907
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন,রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, অনার্স ৩য় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025

ক. বিভাগ অতিসংক্ষিপ্ত প্রশ্নাত্তর

১. পরিভাষা (Terminology) কী?
উত্তর: যে শব্দ কোনো জ্ঞানক্ষেত্রে বিশেষার্থ প্রকাশ করে তাই পরিভাষা।

২.পূবানুমানের তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ১. বাস্তব অবিজ্ঞতা ভিত্তিক, ২. প্রমাণসাপেক্ষ ও ৩. সুষ্পষ্টতা।

৩. AGIL কী?
উত্তর: AGIL হলো ট্যালকট পারসন কর্তৃক উদ্ভাবিত একটি অবস্থা, যেখানে তিনি চারটি কাজের কথা উল্লেখ করেছেন।

৪. তত্ত্ব স্তরের প্রথম স্তর কোনটি?
উত্তর: তত্ত্ব স্তরের প্রথম স্তর হলো সমস্যা নির্বাচন।

৫. গ্রেপ ভাইন কী?
উত্তর: গ্রেপ ভাইন হলো সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ কাঠামো।

৬. আউটপুটের দুটি দিক কী?
উত্তর: আউটপুটের দুটি দিক হলো— ১. বিধি প্রণয়ন ও ২. বিধি প্রয়োগ।

৭. চলক কী?
উত্তর: স্তানকালপাত্রভেদে যে রাশি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাই চলক।

৮. তিনজন প্রাতিষ্ঠানিক অধ্যায়ন পদ্ধতি অনুসরণকারী রাষ্ট্রবিজ্ঞানির নাম লেখ।
উত্তর: তিনজন প্রাতিষ্ঠানিক অধ্যায়ন পদ্ধতি অনুসরণকারী রাষ্ট্রবিজ্ঞানির নাম হলো—১. ওয়াল্টার বেজহট, ২. ডব্লিউ।

৯. রাজনীতি অধ্যায়নের একটি সনাতন পদ্ধতির নাম লেখ।
উত্তর: রাজনীতি অধ্যায়নের একটি সনাতন পদ্ধতির নাম হলো ঐতিহাসিক পদ্ধতি।

১০. তুলনামূলক রাজনীতি অধ্যায়নের কেন্দ্রীয় বিষয় কী?
উত্তর: তুলনামূলক রাজনীতি অধ্যায়নের কেন্দ্রীয় বিষয় সরকার।

১১. তুলনামূলক পদ্ধতির প্রবর্তক কে?
উত্তর: তুলনামূলক পদ্ধতির প্রবর্তক এরিস্টটল।

১২. রাজনীতি অধ্যায়নের আধুনিক পদ্ধতির সূচনা হয় কবে?
উত্তর: রাজনীতি অধ্যায়নের আধুনিক পদ্ধতির সূচনা হয় ১৯০৮ সালে।

১৩. ‘A Frame Work for Political Analysis’ গ্রন্থে রচয়িতা কে?
উত্তর: ‘A Frame Work for Political Analysis’ গ্রন্থে রচয়িতা ডেভিড ইস্টন।

১৪. পর্যবেক্ষণ ও পরীক্ষণনির্ভর পদ্ধতিকে কী বলে?
উত্তর: পর্যবেক্ষণ ও পরীক্ষণনির্ভর পদ্ধতিকে পরীক্ষণমূলক বলে।

১৫. আচরণবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: আচরণবাদের দুটি বৈশিষ্ট্য হলো– ১. নিয়মাুিবর্তিতা ও ২. মূল্যবোধ।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

১৬. আচরণবাদের জন্ম কোথায়?
উত্তর: আচরণবাদের জন্ম হয় মার্কির যুক্তরাষ্ট্রে।

১৭. এলিট শব্দের ব্যুৎপত্তি লেখ।
উত্তর: এলিট শব্দটি ফরাসি শব্দ/ ভাষা “Choix’ থেকে এসেছে।

১৮. মিশেলস কোন গ্রন্থে এলিটতত্ত্ব ব্যাখ্যা করেন?
উত্তর: মিশেলস তার ‘Political Parties: A Sociological Study of the Oligarchical Tendencies of Modern Democracy’ গ্রন্থে এলিটতত্ত্ব ব্যাখ্যা করেন।

১৯. কতিপয়ের লৌহবিধি (Iron Law of Oligarchy) ধারনাটি রবার্ট মিশেলসের।

২০. “ইতিহাস হলো অভিজাত শ্রেণির কবরক্ষেত্র।”- উক্তিটি কার?
উত্তর: “ইতিহাস হলো অভিজাত শ্রেণির কবরক্ষেত্র।”- উক্তিটি Vilfredo Pareto এর।

২১. “The Ruling Class’’গ্রন্থটির লেখক কে?
উত্তর: “The Ruling Class’’গ্রন্থটি গায়েটানো মসকার লেখা।

২২. অ্যালমন্ড ‘রাষ্ট্রের’ পরিবর্তে কী শব্দ ব্যবহার করা হয়?
উত্তর: অ্যালমন্ড ‘রাষ্ট্রের’ পরিবর্তে “রাজনৈতিক ব্যবস্থা” শব্দটি ব্যবহার করা হয়।

২৩. ‘Culture’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘Culture’ শব্দটি সর্বপ্রথম ফ্রান্সিস বেকন ব্যবহার করেন।

২৪. ‘Culture’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর:‘Culture’ শব্দটি সর্বপ্রথম Colere থেকে এসেছে।

২৫. সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম লেখ।
উত্তর: সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম হলো— ১. পরিবার ও ২. শিক্ষাপ্রতিষ্ঠান।

২৬. নব্য প্রতিষ্ঠানবাদ কী?
উত্তর: নব্য প্রতিষ্ঠানবাদ এমন একটি সমাজতান্ত্রিক ধঅরনা, যরি মূল কথা হচ্ছে রাজ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা দ্বারাই ব্যক্তি, সমাজ ও রাস্ট্রের স্বার্থ সংরক্ষিত হয়।

২৭. ‘Political Behaviour’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: ‘Political Behaviour’ গ্রন্থটি ডেভিড ইস্টন লিখেছেন।

২৮. এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাভিলেফ্রেডো প্যারেটো।

২৯. ‘ফিডব্যাক’ কী?
উত্তর: ফিডব্যাক হচ্ছে এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে।

৩০. গণমাধ্যমের দুইটি উদাহরণ দাও?
উত্তর: গণমাধ্যমের দুইটি উদাহরণ হলো– ১. সংবাদপত্র ও ২. টেলিভিশন।

PDF Download রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025

খ. বিভাগ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. প্যারাডাইম এর সংজ্ঞা দাও।
২. গবেষণা কী?
৩. তত্ত্ব কী?
৪. রাজনৈতিক তত্ত্ব বলতে কী বুঝ?

৫. প্রকল্প বলতে কী বোঝ?
৬. তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা দাও?
৭. আদর্শবাদী ও অভিজ্ঞতাবাদী তত্ত্বের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৮. আচরণবাদ বলতে কী বুঝায়?
৯. গ্রুপ তত্ত্ব বলতে কী বুঝ?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১০. স্বার্থ একত্রীকরণ বলতে কী বোঝ?
১১. গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি কী?
১২. প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব ব্যাখ্যা কর।
১৩. কাঠামো ও কার্য কী?
১৪. বিশ্ব সাংস্কৃতিক সংজ্ঞা দাও।

১৫. রাজনৈতিক সামাজিকীকরণ কী?
১৬. লেস সংকটের শ্রেণীবিভাগ লিখ।
১৭. রাজনৈতিক আধুনিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখ।
১৮. যৌক্তিক পছন্দ দত্তের অনুমান গুলো কী কী?

১৯. যোগাযোগ নেটওয়ার্ক ব্যাখ্যা কর।
২০. গ্রেপ ভাইন বলতে কী বোঝ?

2025 রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি

১. উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. রাজনীতি অধ্যায়নের গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য নির্ণয় কর।
৩. আচরণবাদের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর।
৪. গোষ্ঠী তত্ত্ব ও শ্রেণি তত্ত্বের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ।
৫. এলইডিবাদ কী? গায়েটানো মস্কার এলিটবাদ সম্পর্কে আলোচনা কর।
৬. এলিট এর সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তন, রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের ভূমিকা উদাহরণসহ আলোচনা কর।

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন

৭. এলিট পরিবর্তন কী? প্যারেটোর এলিট আবর্তন তত্ত্বটি আলোচনা কর।
৮. ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্ব আলোচনা কর।
৯. রাজনৈতিক বিশ্লেষণের ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্ব আলোচনা কর।
১০. রাজনীতি অধ্যায়নের ’ক্রিয়া তত্ত্বের’ প্রয়োগ দেখাও। সীমাবদ্ধগুলো কী?
১১. ক্রিয়া তত্ত্বের মূল বক্তব্য এবং রাজনীতি বিশ্লেষণের প্রয়োগ সম্পর্কে লেখ।
১২. সীমাবদ্ধতা সহ কাঠামো কার্যগত তত্ত্বের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

১৩. রাজনৈতিক সংস্কৃতি কী? অ্যালমন্ড ও পাওয়েল এর রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীবিভাগ লেখ।
১৪. রাজনৈতিক সংস্কৃতি কী? রাজনীতি অধ্যায়নের রাজনৈতিক সংকটসমূহ আলোচনা কর।
১৫. রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমসমূহ আলোচনা কর।

১৬. রাজনৈতিক সামাজিকীকরণের সাথে রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক আলোচনা কর।
১৭. লুসিয়ান ডব্লিউ পাই বর্ণিত রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ ব্যাখ্যা কর।
১৮. রাজনৈতিক উন্নয়ন কী? রাজনৈতিক আধুনিকায়ন ও রাজনৈতিক উন্নয়নের নম্পর্ক চিহিৃত কর।
১৯. যৌক্তিক পছন্দ কী? যৌক্তিক পছন্দ তত্ত্বটি বিশ্লেষণ কর।
২০. হার্বাট সাইমনের যৌক্তিক সিদ্ধান্তগ্রহণ তত্ত্ব ব্যাখ্যা কর।

Honors 3rd year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি স্পেশাল সাজেশন 2025,Honors Approaches to the Study of Politics Suggestion 2025

PDF Download রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন, রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অনার্স ৩য় বর্ষ সাজেশন,

Leave a Comment