রাজা অষ্টম চার্লস কে ছিলেন,প্রথম ইতালীয় যুদ্ধ শুরু হয় কখন,ভাস্কো-দ্যা-গামা ভারতের কোন বন্দরে আগমন করেন
রাজা অষ্টম চার্লস কে ছিলেন?
উত্তর : ফ্রান্সের রাজা ।
অষ্টম চার্লস কত সালে ইতালি আক্রমণ করেন?
উত্তর : ১৪৯৪ সালে ।
প্রথম ইতালীয় যুদ্ধ শুরু হয় কখন?
উত্তর : ১৪৯৪ সালে ।
ভেনিস লীগ কত সালে সঠিত হয়?
উত্তর : ১৪৯৫ সালে ।
প্রথম ইতালীয় যুদ্ধ কোন কোন পক্ষের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : স্পেন ও ফ্রান্স ।
দ্বিতীয় ইতালীয় যুদ্ধ শুরু হয় কখন?
উত্তর : ১৪৯৯ সালে ।
কত সালে ফ্রান্স তৃতীয়বার ইতালি আক্রমণ করে?
উত্তর : ১৫২১ সালে ৷
ইতালির “ ফোর ইয়ার” যুদ্ধ শুরু হয় কখন? ৯৯%
উত্তর : ১৫২১ সালে।
১৪৯৪-১৫২৬ সালের মধ্যে ইতালিতে মোট কয়টি যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : তিনটি যুদ্ধ।
মার্কোপোলা কোন দেশের নাবিক ছিলেন? অথবা, মার্কোপোলো কে ছিলেন?
উত্তর : মার্কোপোলো ইতালীয় নাবিক ও পর্যটক ছিলেন ।
মার্কোপোলো রচিত গ্রন্থটির নাম লিখ ।
উত্তর : ‘মার্কোপোলোর ভ্রমণ’ (Travels of Marco Polo ) ।
মার্কোপোলোর ভ্রমণ (Travels of Marco Polo ) গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : মার্কোপোলো ।
ক্রিস্টোফার কলম্বাস কে ছিলেন?
উত্তর : ইতালীয় নাবিক ছিলেন।
আমেরিকা আবিষ্কার করেন কে?
উত্তর : কলম্বাস।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির
কলম্বাস করে আমেরিকা আবিষ্কার করেন?
উত্তর : ১২ অক্টোবর, ১৪৯২ সালে।
ভাস্কো-দা-গামা কে ছিলেন?
উত্তর : একজন পর্তুগিজ নাবিক ছিলেন।
ভাস্কো-দা-গামা কত সালে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
উত্তর : ১৪৯৮ সালে ।
ভাস্কো-দ্যা-গামা ভারতের কোন বন্দরে আগমন করেন?
উত্তর : ভাস্কো-দা-গামা ভারতের কালিকট বন্দরে আগমন করেন।
ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
উত্তর : ভাস্কো-দা-গামা পর্তুগালের নাবিক ছিলেন ।