রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন
ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের নারী ও রাজনীতি[ Women and Politics] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের Subject Code: 131903 |
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘A Vindication of the Right of Women’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘A Vindication of the Right of Women’ গ্রন্থের লেখক মেরি ওলস্টোনক্রাফট।
২. নারী ও রাজনীতি কি?
উত্তর: নারী ও পুরুষের সম্বন্বয়ে সুষ্ঠু ও সমতাভিত্তিক সমাজ গঠন ও উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নই নারী ও রাজনীতি।
৩. নারীবাদ কি?
উত্তর: যে মতবাদ বা আন্দোলন নারী-পুরুষ বৈষম্য দূর করে সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করতে চায় তাই নারীবাদ।
৪. নারীবাদ এর উৎপত্তি কোথায় ঘটেছিল?
উত্তর:নারীবাদের উৎপত্তি ফ্রান্সে ঘটে ছিল।
৫. তিনজন উদার নারীবাদের নাম লেখ।
উত্তর: তিনজন উদার নারীবাদী হলেন: ১. মেরি ওলস্টোনক্র্যাফট, ২. জন স্টুয়ার্ট মিল ও ৩. হ্যারিয়েট টেইলর।
৬. উদার নারীবাদ এর প্রবক্তা কে?
উত্তর: উদার নারীবাদের মেরি ওলস্টোনক্র্যাফটকে প্রবক্তা।
৭. ‘The Second Sex’গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Second Sex’ গ্রন্থটির রচয়িতা সিমোন দ্যা বোভোয়ার।
৮. ‘Subversive Women’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Subversive Women’ গ্রন্থটির লেখক Saskia Wieringa.
৯. পরিবেশ নারীবাদী কারা?
উত্তর: সুসান, গ্রিফিন, ডলোরেস, লাসাপেল, এপ্রিন রিংস, ক্যারেন জে. ওয়ারেন, বন্দনা শিবা, মারিয়া মাইজ প্রমুখ হলেন পরিবেশ নারীবাদী।
১০. নারী দ্বৈত ভূমিকায় কি?
উত্তর: ঘরে ও বাইরে নারীর কার্য সম্পাদন করাই নারীর দ্বৈত ভূমিকা।
১১. বাংলাদেশের নারী নির্যাতনের তিনটি কারণ উল্লেখ কর।
উত্তর: বাংলাদেশে নারী নির্যাতনের তিনটি কারণ হলো- ১. পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ২. ধর্মীয় ও লোকজ কুসংস্কার ও ৩. শিক্ষার অভাব।
১২. ইভটিজিং কি?
উত্তর: ইভটিজিং নারী নির্যাতনের একটি ধরন। ঘরে-বাইরে তথ্য রাস্তাঘাটে চলাফেরা করার সময় প্রায় সব বয়সের মেয়েদের অশ্লীল ইঙ্গিত বা অশোভন মন্তব্য দ্বারা উত্যক্ত করাকে ইভটিজিং বলা হয়।
১৩. বাংলাদেশ কত সালে যৌতুক নিরোধ আইন পাশ হয়?
উত্তর: বাংলাদেশের ১৯৮০ নিরোধ আইন পাশ হয়।
১৪. ফাতোয়া কি?
উত্তর : ফাতোয়া হচ্ছে ইসলামী শরীয়তের রায় সিদ্ধান্ত। অর্থাৎ ধর্মীয় বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত বিধিবিধানকে ফাতোয়া বলা হয়।
১৫. বাংলাদেশ এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি কি?
উত্তর: বাংলাদেশ এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
ডিগ্রি ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন পেতে ক্লিক করুন
১৬. জেন্ডার কি?
উত্তর: সমাজ কর্তৃক সৃষ্ট বিনীত নারী ও পুরুষের মধ্যকার সামাজিক সম্পর্ক হল জেন্ডার।
১৭. পিতৃতন্ত্র তিনটি সংস্থার নাম লেখ।
উত্তর: পিতৃতন্ত্র তিনটি সংস্থার নাম হল: ১. পরিবার, ২. সমাজ ৩. রাষ্ট্র।
১৮. নারী অপহরণ এর সর্বোচ্চ শাস্তি কি?
উত্তর: নারী অপহরণ এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
১৯. নারী আন্দোলনের রূপকার কি?
উত্তর: নারী আন্দোলনের রূপকার মেরি ওলস্টোনক্র্যাফট।
২০. উন্নয়ন নারী কি?
উত্তর: উন্নয়নের নারী হলো নারীকে উৎপাদন থেকে বিরত না রেখে উৎপাদন ও উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করে উন্নয়ন ঘটানো।
২১. নারীর ক্ষমতায়ন কি?
উত্তর: সাধারণত নারীকে পুরুষের মতো সমান দায়িত্ব সম্পন্ন করাই হলো নারীর ক্ষমতায়ন।
২২. নারীর ক্ষমতায়নের দুটি কৌশল লেখ।
উত্তর: নারীর ক্ষমতায়নের দুটি কৌশল হলো: ১. নারীর আয়ের উৎস সৃষ্টি করা, ও ২. নারীদের ব্যাপকভাবে শিক্ষিত করে তোলা।
২৩. বাংলাদেশের আইনসভার নাম লেখ
উত্তর: বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
২৪. PFA কী?
উত্তর: চতুর্থ বিশ্ব নারী সম্মেলন নারীর অধস্তনতার এর কারণগুলো চিহ্নিত করে যে খসড়া দলিল তৈরি করা হয় তাকে প্লাটফর্ম ফর একশন (PFA) বলা হয়।
২৫. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?
উত্তর: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি।
২৬. আমলাতন্ত্রের উৎপত্তিগত অর্থ কি?
উত্তর: আমলাতন্ত্রের উৎপত্তিগত অর্থ ‘Desk Government’
২৭. ব্রিটিশ ভারতে নারীর ভোটাধিকার লাভ করে?
উত্তর: ব্রিটিশ ভারতে নারীর 1935 সালে ভোটাধিকার লাভ করে।
২৮. UNIFEM গঠিত কত সালে?
উত্তর: UNIFEM গঠিত 1976 সালে হয়।
২৯. ২০১৮ সালে বর্তমান মন্ত্রিসভায় কতজন নারী মন্ত্রী রয়েছেন?
উত্তর: ২০১৮ সালে বর্তমান ০৪ নারী মন্ত্রী রয়েছেন।
৩০. কোন শব্দ থেকে ‘Bureaucracy’ শব্দটি এসেছে?
উত্তর: ফরাসি শব্দ ‘Bureau’ ও গ্রিক শব্দ ‘Kratein’ থেকে শব্দটি এসেছে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. নারীবাদ বলতে কি বুঝ
২. উদারপন্থী নারীবাদ কি?
৩. চরমপন্থী নারীবাদ কি?
৪. নারীর অদৃশ্য কাজ বলতে কি বুঝ?
৫. নারী নির্যাতন কি?
৬. বাংলাদেশের নারী নির্যাতনের কারণ আলোচনা কর।
৭. নারী নির্যাতন প্রতিরোধে তোমার সুপারিশ কি?
৮. লিঙ্গ ভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও।
৯. লিঙ্গ বৈষম্য বলতে কী বুঝ?
১০. শেখ ও জেন্ডার এর মধ্যে পার্থক্য কি?
১১. জেন্ডার শ্রমবিভাজন কি?
১১. পিতৃতান্ত্রিক সমাজ বলতে কি বুঝ?
১২. নারী আন্দোলনের কৌশলসমূহ বর্ণনা কর।
১৩. নারী কৃষি ক্ষেত্রে কি ধরনের কাজ করে থাকে?
১৪. ১ সালের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা কি ছিল?
১৫. নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?
ডিগ্রি ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন পেতে ক্লিক করুন
১৬. গণমাধ্যম বলতে কি বুঝ?
১৭. বাংলাদেশের নারী উন্নয়নের জাতিসংঘের ভূমিকা অবদান কি?
১৮. সিডও কি?
১৯. রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝ?
২০. বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা অবদান কি?
২২. আমলাতন্ত্র বলতে কি বুঝ?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর।
২. বাংলাদেশের প্রেক্ষিতে একটি বিষয় হিসেবে নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর।
৩. বিশ্বায়ন কি? নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
৪. নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় বর্ণনা কর।
৫. বাংলাদেশের নারীর অধস্তনতার কারণসমূহ আলোচনা কর।
৬. নারীর বিরুদ্ধে সন্ত্রাস দূরীকরণের উপায় আলোচনা কর।
৭. নারী নির্যাতনের বিভিন্ন ধরন আলোচনা কর।
৮. বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
৯. রাজনৈতিক দল কি? বাংলাদেশের রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রকৃতি বা অবস্থান বর্ণনা কর।
১০. নারীর ক্ষমতায়নের গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা কর।
ডিগ্রি ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন পেতে ক্লিক করুন
১১. বাংলাদেশ জাতীয় নারী উন্নয়ন নীতিমালা 2011 সম্পর্কে আলোচনা কর।
১২. নারী উন্নয়নের মা গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।
১৩. জাতিসংঘ নারী দশক বলতে কি বুঝ?
১৪. নারী দর্শকের পর্যায়সমূহ আলোচনা কর।
১৫. বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান নির্ণয় কর।
১৬. বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সদস্যদের সমস্যা ও প্রতিবন্ধকতা সমূহআলোচনা কর।
১৭. বাংলাদেশের প্রশাসনের ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবস্থান ব্যাখ্যা কর।
১৮. PFA এর লক্ষ্য উদ্দেশ্য ও কৌশল সমূহ বর্ণনা কর।
BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2025
বিষয় | সুপার সাজেশন |
---|---|
ইংরেজি Subject Code: 121101 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 131901 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 131903 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132001 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132003 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৫ম পত্র Subject Code: 132101 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৬ষ্ঠ পত্র Subject Code: 132103 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৫ম পত্র Subject Code: 131501 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৬ষ্ঠ পত্র Subject Code: 131503 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৫ম পত্র Subject Code: 131601 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৬ষ্ঠ পত্র Subject Code: 131603 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৫ম পত্র Subject Code: 131701 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৬ষ্ঠ পত্র Subject Code: 131703 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৫ম পত্র Subject Code: 133201 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ পত্র Subject Code: 133203 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133401 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133403 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৫ম পত্র Subject Code: 131801 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র Subject Code: 131803 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৫ম পত্র Subject Code: 132201 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৬ষ্ঠ পত্র Subject Code: 132205 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৫ম পত্র Subject Code: 132601 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র Subject Code: 132603 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132501 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132503 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র Subject Code: 132401 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র Subject Code: 132403 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৫ম পত্র Subject Code: 132301 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৬ষ্ঠ পত্র Subject Code: 132303 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133101 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133103 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৫ম পত্র Subject Code: 132801 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৬ষ্ঠ পত্র Subject Code: 132803 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133001 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133003 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132701 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132703 | সুপার সাজেশন লিংক |
গণিত ৫ম পত্র Subject Code: 133701 | সুপার সাজেশন লিংক |
গণিত ৬ষ্ঠ পত্র Subject Code: 133703 | সুপার সাজেশন লিংক |
BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2025