প্রশ্ন সমাধান: রাষ্ট্র কী?,রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?,
“রাষ্ট্র হলো কতকগুলো পরিবার ও গ্রামের সমষ্টি”- কার উক্তি?,রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?,রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কী?,রাষ্ট্রের উপাদানগুলো লিখ।,জন লকের মতে
রাষ্ট্র কী?
উত্তর : সাধারণত রাষ্ট্র বলতে আমরা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত এক আবশ্যিক সংগঠনকে বুঝে থাকি।
রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর : রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ষোলো শতকের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি ।
“রাষ্ট্র হলো কতকগুলো পরিবার ও গ্রামের সমষ্টি”- কার উক্তি?
উত্তর : এরিস্টটল এর উক্তি।
রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
উত্তর : রাষ্ট্র গঠনের উপাদান ৪টি।
রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কী?
উত্তর : রাষ্ট্র গঠনের প্রধান জনগণ।
রাষ্ট্রের উপাদানগুলো লিখ।
উত্তর : জনসমষ্টি, ভূখণ্ড, সার্বভৌমত্ব ও সরকার এ চারটি অপরিহার্য উপাদান নিয়ে রাষ্ট্রের সৃষ্টি।
জন লকের মতে, রাষ্ট্রের উদ্দেশ্য কী?
উত্তর : জন লকের মতে, মানবসমাজের মঙ্গল সাধন করা রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হলেও সম্পত্তির সংরক্ষণ করাই হলো তার চরমতম উদ্দেশ্য।
Bureaucracy শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর : ব্যুৎপত্তিগত অর্থে ইংরেজি Bureaucracy শব্দটি ফরাসি শব্দ Bureau এবং গ্রিক শব্দ Kratein এ দুটি শব্দ
হতে উদ্ভূত।
Bureau and Kratein শব্দের অর্থ কী?
উত্তর : Bureau অর্থ দফতর এবং Kratein শব্দের অর্থ শাসনব্যবস্থা।
আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : আমলাতন্ত্রের জনক Max Weber
‘Essays in Sociology’ কার লেখা?
উত্তর : ‘Essays in Sociology’ গ্রন্থটি Max Weber এর লেখা।
Bureaucracy শব্দের অর্থ কী?
উত্তর : Bureaucracy শব্দের অর্থ দফতর নির্ভর শাসনব্যবস্থা।
আমলাতন্ত্রের সংজ্ঞা দাও।
উত্তর : আমলাতন্ত্র বলতে নিযুক্ত কর্মচারীগণের এক বৃহদায়তন সংগঠনকে বুঝায়। যারা সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সুব্যবস্থিতভাবে পরস্পর সম্পর্কযুক্ত থেকে কাজ করে।
রাজনৈতিক দলের সংজ্ঞা দাও।
উত্তর : সাধারণভাবে রাজনৈতিক দল বলতে এমন একদল নাগরিকের সমষ্টিকে বুঝায়, যারা কমবেশি সংঘবদ্ধ এবং নির্বাচনের মাধ্যমে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে এবং ক্ষমতা দখলের পর তাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশ পরিচালনা করে।
বাংলাদেশের দল ব্যবস্থার প্রধান ভিত্তি কী?
উত্তর : বাংলাদেশের দল ব্যবস্থার মূলভিত্তি হচ্ছে দুটি-ধর্মীয় উপাদান ও অর্থনৈতিক উপাদান।
স্থানীয় সরকার কাকে বলে?
উত্তর : স্থানীয় সরকার বলতে বুঝায়, স্থানীয় পর্যায়ে সরকার ব্যবস্থা অর্থাৎ কর্পোরেশন, পৌরসভা, জেলা, থানা, ইউনিয়ন, ও পঞ্চায়েত এবং অপরাপর সংস্থার কর্মতৎপরতা।
বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?
উত্তর : বাংলাদেশে বর্তমানে ৪,৫৫৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কত সালে?
উত্তর : ১৯৭৬ সালে ‘বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স’ জারি হয়।
মহিলা সদস্য ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত হয় কত সালে?
উত্তর : ১৯৯৭ সালের আইন অনুযায়ী তিনজন মহিলা সদস্য ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন।
ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়?
উত্তর : ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়।
গ্রাম পরিষদের পরিবর্তে গ্রাম সরকার বিল পাস করা হয় কত সালে?
উত্তর : ২০০৩ সালে গ্রাম পরিষদের পরিবর্তে গ্রাম সরকার বিল পাস করা হয়।
গ্রাম পরিষদ কত সালে হয়?
উত্তর : গ্রাম পরিষদ ১৯৯৬ সালে হয়।
গ্রাম সরকার গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৮০ সালের ৩০ এপ্রিল সাভারের জিরাবো গ্রামে প্রথম গ্রাম সরকার গঠিত হয়।
উপজেলা পরিষদ বিল কবে পাস হয়?
উত্তর : উপজেলা পরিবদ ২০০৯ সালে পাস হয়।
গ্রাম সরকারের সদস্য কত জন?
উত্তর : গ্রাম পরিষদে ১ জন চেয়ারম্যান, ১ জন উপদেষ্টা, ১০ জন পুরুষ সদস্য ও ৩ জন মহিলা সদস্য থাকবেন।
গ্রাম পরিষদের মেয়াদ কত দিন?
উত্তর : গ্রাম পরিষদের মেয়াদ ৫ বছর।
সরকারের সমস্যা কী?
উত্তর : শাসন কর্তৃত্ব ও স্বাধীনতার মধ্যে সমন্বয়সাধন করাই সরকারের সবচেয়ে বড় সমস্যা।
ইউনিয়ন পরিষদের সদস্য কত জন?
উত্তর : ইউনিয়ন পরিষদের সদস্য ১৩ জন।
আরো ও সাজেশন:-
জেলা প্রশাসন কী?
উত্তর : জেলা প্রশাসন হলো জেলারূপে নির্দিষ্টকৃত এলাকায় সরকারের সার্বিক কার্যক্রম।
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বুঝ?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি জাতীয় চলমান রাজনীতি সম্পর্কে মনোভাব, বিশ্বাস এবং অনুভূতির সমষ্টিই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি ।
বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
উত্তর : বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর হলো ইউনিয়ন পরিষদ।
গণতন্ত্রে সরকার কয় ধরনের?
উত্তর : গণতন্ত্রে সরকার ৩ ধরনের। যথা : ক. এক দলীয়, খ. দ্বি-দলীয়, গ. বহু দলীয় সরকার ব্যবস্থা।
দ্বি-দলীয় সরকার কী কী?
উত্তর : দ্বি-দলীয় সরকার হচ্ছে- ক. অস্পষ্ট দ্বি-দলীয় ও খ. সুস্পষ্ট দ্বি-দলীয়
“If there is no opposition, there is no democracy”- কার উক্তি?
উত্তর : “If there is no opposition, there is no democracy”- Iron Jenings এর উক্তি।
স্বার্থের গ্রন্থীকরণ কী?
উত্তর : বিভিন্ন ধরনের স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করা হলো স্বার্থের গ্রন্থীকরণ।
কোয়ালিশন সরকার কী?
উত্তর : সকলের অংশগ্রহণে জোটবদ্ধ সরকার হচ্ছে কোয়ালিশন সরকার।
মুসলিম লীগ গঠিত হয় কবে?
উত্তর : মুসলিম লীগ গঠিত হয় ১৯৪৯ সালে।
আওয়ামী লীগ কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯৫৫ সালে আওয়ামী লীগ গঠিত হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
যুক্তফ্রন্ট কত সালে ক্ষমতায় অধিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৪ সালে।
১৯৫৪ সালে আওয়ামী লীগ কত আসন পায়?
উত্তর : ১৯৫৪ সালে আওয়ামী লীগ ২১৯ আসনের মধ্যে ১৪৩ আসন পায়।
বাংলাদেশের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কী?
উত্তর : বাংলাদেশের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র।
‘Aspects of Political Development’ কার গ্রন্থ?
উত্তর : ‘Aspects of Political Development’ গ্রন্থটি হচ্ছে Lucian Pye এর।
‘Man on the Horseback’ কার লেখা?
উত্তর : ‘Man on the Horseback’ গ্রন্থটি S.E. Finer এর লেখা।
“প্রকৃতির রাজ্যে মানুষের জীবন নিঃসঙ্গ, দারিদ্র, নোংরা, পাশবিক ও ক্ষণস্থায়ী”- কার উক্তি?
উত্তর : টমাস হবসের।
এলমন্ড ও ভার্বা কত ধরনের রাজনৈতিক সংস্কৃতির কথা বলেন?
উত্তর : ৩ ধরনের।
‘A state is people organized for law with in a definite territory- কার উক্তি?
উত্তর : উড্রো উইলসন এর উক্তি।
টমাস হবসের বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তর : Leviathan.
গণতন্ত্রের রক্ষক কে?
উত্তর : গণতন্ত্রের রক্ষক শক্তিশালী স্থানীয় সরকার।
বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ কী কী?
উত্তর : বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ হচ্ছে- গ্রাম পরিষদ, ইউনিয়ন পরিষদ, থানা/উপজেলা পরিষদ, জেলা পরিষদ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে
- স্বল্প বিক্রয়ের সুবিধা লিখ, স্বল্প বিক্রয়ের সুবিধা আলোচনা করো
- ইজারা অর্থায়নের বিকল্প হিসেবে অর্থায়নের প্রক্রিয়া আলোচনা কর,ইজারা অর্থায়নের বিকল্প হিসেবে অর্থায়নের প্রক্রিয়া