অ্যাসাইনমেন্টঃ
রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়ার সমীকরণ ও উৎপন্ন। গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাচা সােডা অথবা বেকিং সােডার আণবিক ভর নির্ণয়।
ক) এক টেবিল চামচ পরিমাণ কাপড় কাচা সােডা অথবা বেকিং সােডা একটি স্বচ্ছ কাচের গ্লাসে নাও।
খ) এতে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যােগ কর।
গ) পরিবর্তন পর্যবেক্ষণ কর। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং কাপড় কাচা সােডা অথবা বেকিং সােডার আণবিক ভর নির্ণয় সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন।
শিখনফলঃ
- পারমাণবিক সংখ্যা , ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করতে পারব। * আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর হিসাব করতে পারব।
- পর্যায় সারণির একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধর্ম প্রদর্শন করতে পারব। *পরীক্ষণের সময় কাচের যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে পারব।
- পরীক্ষণ কাজে সতর্কতা অবলম্বন করতে পারব।
নির্দেশনাঃ
- কাজগুলাে করার সময় পরীক্ষণ সংশ্লিষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে।
- প্রতিবেদনে যে সব বিষয় থাকতে হবে *সতর্কতাসহ পরীক্ষণ সংশ্লিষ্ট উপকরণের ব্যবহার
- রাসায়নিক পরিবর্তন পর্যবেক্ষণ করে বিক্রিয়ার সমীকরণ
- উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ ও বিক্রিয়ার সমীকরণ *কাপড় কাচা সােডা অথবা বেকিং সােডার প্রধান উপাদানের আপেক্ষিক আণবিক ভর নির্ণয়
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
শিরােনামঃ রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়ার সমীকরণ ও উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাচা সােডা অথবা বেকিং সােডার আণবিক ভর নির্ণয়।
পরীক্ষণঃ ভিনেগার ও বেকিং সােডার বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং বেকিং সােডার আণবিক ভর নির্ণয়।
মূলনীতিঃ বেকিং সােডা বা NaHCO₃ (সােডিয়াম বাইকার্বনেট) হলাে একটি লঘু ক্ষারক। অন্যদিকে ভিনেগার হলাে ইথানয়িক এসিড বা এসিটিক এসিডের (CH₃COOH) ৬-১০% জলীয় দ্রবণ। তাই ভিনেগার হলাে মৃদু এসিডিক যৌগ।
প্রয়ােজনীয় উপকরণঃ
১. বেকিং সােডা
২. ভিনেগার
৩. টেবিল চামচ
৪. স্বচ্ছ কাচের গ্লাস
৫. চুনের পানি
৬. দেয়াশলাই
কার্যপদ্ধতি
১. একটি স্বচ্ছ কাচের গ্লাসে এক টেবিল-চামচ বেকিং সােডা নিয়েছিলাম।
২. উক্ত গ্লাসে দুই টেবিল-চামচ পরিমাণ ভিনেগার নিয়েছিলাম। এতে গ্লাসে বুদবুদ সৃষ্টি হয়েছিল।
৩. উৎপন্ন গ্যাসের গন্ধ ও স্বাদ পর্যবেক্ষণ করেছি।
রাসায়নিক বিক্রিয়া
ভিনেগার (CH₃COOH) সাথে বেকিং সোডা (NaHCO₃) মিশ্রিত করলে সোডিয়াম এসিটেট (CH₃COONa), পানি (H₂O), কার্বন ডাই অক্সাইড (CO₂) গ্যাস উৎপন্ন হয়।
NaHCO₃ + CH₃COOH ——-> CH₃COONa (সোডিয়াম অ্যাসিটেড) + H₂O (i) (পানি) + CO₂ (কার্বন ডাই অক্সাইড)।
ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যালােচনা
ভৌত ধর্ম পর্যালােচনা
আমরা জানি, কার্বন ডাই-অক্সাইডের কোনাে গন্ধ নেই। এই কারনে উৎপন্ন গ্যাসের গন্ধ ছিল।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক ধর্ম
দহন শীলতা
কার্বন ডাই অক্সাইড নিজের দাহ্য নয় এবং দহনে সাহাষ্যও করে না কাবন ডাই অক্মাইড অক্সিজেন অপেক্ষা ভারী হওয়ায় গ্লাসের নিচে থাকে গ্লাসটির মুখ হালকা নিচু করে একটি জলন্ত কাঠি ধরলে আগুনের শিখা ধপ করে নিভে যায়।
অ্যাসিড ধর্ম
কার্বন ডাই অক্সাইড একটি আল্সিক অক্সাইড। তাই কার্বন ভাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে এসিড উৎপন্ন করে। এবং ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে।
পানির সাথে বিক্রিয়া: জলীয় দ্রবণে কার্বন ডাই অক্সাইড কার্বনিক এসিড উৎপন্ন করে। সেই জন্য এর জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে।
CO₂+H₂O = H₂CO₃
ক্ষারক বা ক্ষারের সাথে বিক্রিয়া
একটি আঙ্গিক অক্সাইড, সেই জন্য ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে কার্বনেট লবণ উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে দিয়ে অতিক্রম করালে সোডিয়াম কার্বনেট লবণ উৎপন্ন হয়।
চুনের পানির সাথে বিক্রিয়া
চুনের পানির মধ্যে দিয়ে অতিক্রম করালে প্রথমে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় ফলে স্বচ্ছ চুনজল ঘোলা হয়ে যায়।
রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ বিক্রিয়ার সমীকরণ ও উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং বেকিং সোডার আনবিক ভর নির্ণয়
বেকিং সােডার আণবিক ভর নির্ণয়
কোনাে পদার্থের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টিকে আপেক্ষিক আণবিক ভর বলে। বেকিং সােডার সংকেত NaHCO₃ উক্ত যৌগে একটি সােডিয়াম পরমাণ, একটি হাইড্রোজেন পরমাণু, একটি কার্বন পরমাণু এবং তিনটি অক্সিজেন পরমাণু আছে।
আমরা জানি, সােডিয়ামের (Na) আপেক্ষিক পারমাণবিক ভর = 23 হাইড্রোজেনের (H) আপেক্ষিক পারমাণবিক ভর = 1 কার্বনের (C) আপেক্ষিক পারমাণবিক ভর = 12 অক্সিজেনের (O) আপেক্ষিক পারমাণবিক ভর = 16
NaHCO₃ এর আপেক্ষিক আণবিক ভর = 23 + 1 + 12 + 16 x 3 = 84
অতএব, আমার ব্যবহৃত বেকিং সােডার আপেক্ষিক আণবিক ভর 84
সিদ্ধান্ত গ্রহণ
উৎপন্ন গ্যাসটি কার্বন ডাই-অক্সাইড।
সতর্কতা
১. কোনাে রাসায়নিক পদার্থ যেন গায়ে না লাগে সেজন্য এপ্রােন পড়েছিলাম।
২. কোনাে রাসায়নিক দ্রব্য যেন চোখে না পড়ে, সেজন্য সুরক্ষিত চশমা পড়েছিলাম।
৩. হাতে গ্লাভস পড়েছিলাম।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 biology solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week biology solution 2022]