Rupali Bank Limited Assistant Network Engineer Question Full Solution 2021
পরীক্ষার তারিখঃ ৬ মার্চ ২০২১
সম্পূর্ণ সমাধানের কাজ চলছে…
1. ‘সংশপ্তক’-এর রচয়িতা কে?
ক) আবু রুশদ্
খ) সওকত আলী
গ) শওকত ওসমান
ঘ) শহীদুল্লাহ কায়সার
উত্তরঃ ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা: সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের রচিত একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাস টি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক শব্দের অর্থ জয় না হয় মৃত্যু।
2. ‘সংহার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ
ক) সং+হার
খ) সম্+হার
গ) সঙ+হার
ঘ) সন্+হার
উত্তরঃ খ) সম্+হার
ব্যাখ্যা: ‘ম’-এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’-এর জায়গায় ‘ং’ হয়।
সম+যম = সংযম | সম+বাদ = সংবাদ | সম+রক্ষণ = সংরক্ষণ | সম+লাপ = সংলাপ |
সম+শয় = সংশয় | সম+সার = সংসার | সম+হার = সংহার | বারম+বার = বারংবার |
কিম+বা = কিংবা | সম+বরণ = সংবরণ | সম+যোগ = সংযোগ | সম+যোজন = সংযোজন |
সম+শোধন = সংশোধন | সর্বম+সহা = সর্বংসহা | স্বয়ম+বরা = স্বয়ম্বরা |
উল্লেখ্য, এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম- সম+রাট = সম্রাট।
3. ‘স্মৃতিসৌধ’ কোন সমাস?
ক) তৎপুরুষ
খ) বহুব্রীহি
গ) অব্যয়ীভাব
ঘ) কর্মধারয়
উত্তরঃ ঘ) কর্মধারয়
4. ‘নিম্’ কোন ধরনের উপসর্গ?
ক) আরবি
খ) ফারসি
গ) তৎসম
ঘ) বাংলা
উত্তরঃ খ) ফারসি
ব্যাখ্যা: ফারসি উপসর্গগুলো হল- কম্, কার, দর্ , না, খোশ, নিম, ফি, ব, বর, বে, বদ।
5. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীতে কত সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের ঘটনাকাল স্থান পেয়েছে?
ক) ১৯৬৮
খ) ১৯৫৮
গ) ১৯৫৫
ঘ) ১৯৬০
উত্তরঃ গ) ১৯৫৫
ব্যাখ্যা: অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
6. অনুসর্গ কী?
ক) শব্দ বিভক্তি
খ) ক্রিয়া বিভক্তি
গ) অব্যয়
ঘ) বিশেষণ
উত্তরঃ গ) অব্যয়
ব্যাখ্যা: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়।
7. ‘আকুঞ্চন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) কুঞ্চন
খ) প্রসারণ
গ) বিকুঞ্চন
ঘ) প্রসার
উত্তরঃ খ) প্রসারণ
8. ‘সাতঘাটের কানাকড়ি’ বাগধারাটির যথার্থ অর্থ-
ক) নানা দেশের উপাদান
খ) কৃপণের ধন
গ) অকিঞ্চিৎকর সংগ্রহ
ঘ) অতিকষ্টের উপার্জন
উত্তরঃ গ) অকিঞ্চিৎকর সংগ্রহ
9. ‘সন্ধ্যা ঘনিয়ে এলো’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) অসমাপিকা ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) ক্রিয়া বিশেষণ
ঘ) সমাপিকা ক্রিয়া
উত্তরঃ খ) যৌগিক ক্রিয়া
10. ‘অর্থ্যাৎ যা কখনো ঘটে না তাই ঘটলো সেদিন আগুনে দগ্ধ হলো জল’ বাক্যটিতে বিরাম চিহ্ন বসবে-
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
উত্তরঃ ক) তিনটি
11. we run ___ the end of the runway.
ক) at
খ) on
গ) to
ঘ) by
উত্তরঃ ক) at
12. We live in ____ Universe that ever expanding.
ক) a
খ) an
গ) the
ঘ) none of these
উত্তরঃ গ) the
13. Isabell _____ that she would not attend classes next week.
ক) told to her class teacher
খ) said her class teacher
গ) told her class teacher
ঘ) is saying her class teacher
উত্তরঃ গ) told her class teacher
14. He ____ out just now.
ক) goes
খ) went
গ) has gone
ঘ) none of these
উত্তরঃ গ) has gone
ব্যাখ্যা: Sentence-এ just, just now, already, recently, lately, ever, yet ইত্যাদি থাকলে তা present perfect Tense হয়।
15. They love each other. Correct passive form will be-
ক) They were loved by each other
খ) Each other loved by them
গ) Each other are loved by them
ঘ) Each other being loved by both
উত্তরঃ ক) They were loved by each other
16. ‘Out and out’ means-
ক) Total
খ) Utter
গ) Sheer
ঘ) All of them
উত্তরঃ ক) Total
17. The synonym of ‘Bombastic’ is-
ক) Fragile
খ) Majestic
গ) Rapid
ঘ) Sensitive
উত্তরঃ খ) Majestic
18. ‘Vague’ is opposite to-
ক) Felicitous
খ) Clear
গ) Blame
ঘ) Expressive
উত্তরঃ খ) Clear
19. ‘Good face is the best latter of recommendation’ was stated by-
ক) William Wordsworth
খ) Cowper
গ) Queen Elizabeth
ঘ) Queen Victoria
উত্তরঃ গ) Queen Elizabeth
20. ‘My Childhood’ is written by-
ক) Maxim Gorky
খ) Victor Hugo
গ) Tolstoy
ঘ) John Ruskin
উত্তরঃ ক) Maxim Gorky
নিয়োগ পরিক্ষা
- ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ৪১তম বিসিএস প্রিলির প্রস্তুতি গুছিয়ে নিন
- পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর নিয়োগ
- Current Affairs March 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (বিকাল)- ২০২১
- মাত্র ২ সপ্তাহেই প্রিলি প্রস্তুতি গুছিয়ে নিবেন যেভাবে
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১।।Technical Education Department Recruitment Exam Question Solution – 2021
- কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১।। Professor’s Current Affairs 2021 PDF Free Download
- LGED এর হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান ২০২১, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
- 42 তম বিসিএস প্রাথমিক প্রশ্ন সম্পূর্ণ সমাধান
21. A man is in need of money for 90 days he asked to Bank. The Bank charged taka 156 at 8%. What was the amount asked for?
ক) 3690
খ) 4960
গ) 7800
ঘ)7950
উত্তরঃ গ) 7800
22. Ahsan borrows 2500 taka from a leasing Company at 4.5% compound interest per year. Calculate the total must be paid after 36 months?
ক) 2852.92
খ) 2837.5
গ) 2934.28
ঘ) 2935.63
উত্তরঃ ক) 2852.92
23. The total surface area of a hemisphere of radius r is-
ক) 2πr2
খ) 4πr2
গ) πr2
ঘ) 3πr2
উত্তরঃ ঘ) 3πr2
24. The number of m yields a remainder p when divided by 14 and a remainder q when divided by 7, If p=q+7, then which one of the following could be the value of m?
ক) 45
খ) 53
গ) 72
ঘ) 85
উত্তরঃ খ) 53
25. If x2+4x+3 is odd, then which one of the following could be the value of x?
ক) 3
খ) 5
গ) 9
ঘ) 16
উত্তরঃ ঘ) 16
26. x is a two digit number. The digits of the number differ by 6 and the square of the digits differ by 60. Which one of the following could x equal?
ক) 16
খ) 24
গ) 28
ঘ) 93
উত্তরঃ গ) 28
27. How many positive integers less than 500 can be formed using the number 1,2,3 and 5 for the digit?
ক) 48
খ) 52
গ) 60
ঘ) 68
উত্তরঃ গ) 60
28. What is the sum of the first 10 term of the following sequence?
7+5+12+17+29+29+46+75……
ক) 1177
খ) 1281
গ) 1294
ঘ) 1305
উত্তরঃ
নিয়োগ পরিক্ষা
- ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ৪১তম বিসিএস প্রিলির প্রস্তুতি গুছিয়ে নিন
- পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর নিয়োগ
- Current Affairs March 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (বিকাল)- ২০২১
- মাত্র ২ সপ্তাহেই প্রিলি প্রস্তুতি গুছিয়ে নিবেন যেভাবে
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১।।Technical Education Department Recruitment Exam Question Solution – 2021
- কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১।। Professor’s Current Affairs 2021 PDF Free Download
- LGED এর হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান ২০২১, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
- 42 তম বিসিএস প্রাথমিক প্রশ্ন সম্পূর্ণ সমাধান
29. If w is 10% less than x, and y is 30% less than z, than wy is what percent less than xz?
ক) 10%
খ) 15%
গ) 24%
ঘ) 37%
উত্তরঃ ঘ) 37%
30. A circle of radius 14 cm is divided into 8 equal sectors. Find the area of each sector.
ক) 12
খ) 24
গ) 48
ঘ) 77
উত্তরঃ ঘ) 77
31. The Constitution Drafting Committee formed in 1972 had-
ক) 21 members
খ) 24 members
গ) 31 members
ঘ) 34 members
উত্তরঃ ঘ) 34 members
32. Money market is a market for-
ক) risk free assets
খ) long-term fund
গ) short-term fund
ঘ) hedge fund
উত্তরঃ গ) short-term fund
33. Golden Jubilee of the Independence Day of Bangladesh will be on-
ক) 16 December 2021
খ) 26 March 2021
গ) 16 December 2022
ঘ) 26 March 2022
উত্তরঃ খ) 26 March 2021
34. What is the position of Bangladesh in the Financial Privacy Index 2020?
ক) 29th
খ) 37th
গ) 43th
ঘ) 54th
উত্তরঃ ঘ) 54th
35. The Headquater of World Economic Forum is situated in-
ক) Cologny
খ) Geneva
গ) Davos
ঘ) San Francisco
উত্তরঃ খ) Geneva
36. Which Country is called ‘Land of Fertile Fields’?
ক) Australia
খ) Algeria
গ) Switzerland
ঘ) New Zealand
উত্তরঃ খ) Algeria
37. UNESCO has decided to jointly celebrate the Mujib Year with Bangladesh of the UNESCO _____ General Assembly.
ক) 40th
খ) 42th
গ) 50th
ঘ) 60th
উত্তরঃ ক) 40th
38. The river Padma enters into Bangladesh Through-
ক) Sylhet
খ) Rajshahi
গ) Mymensingh
ঘ) Pabna
উত্তরঃ খ) Rajshahi
39. Which of the following is not a search engine?
ক) Windows
খ) Google
গ) Yahoo
ঘ) Bing
উত্তরঃ ক) Windows
40. The headquarter of International Atomic Energy Agency (IAEA) are situated at-
ক) Paris
খ) Washington
গ) Rome
ঘ) Vienna
উত্তরঃ ঘ) Vienna
নিয়োগ পরিক্ষা
- ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ৪১তম বিসিএস প্রিলির প্রস্তুতি গুছিয়ে নিন
- পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর নিয়োগ
- Current Affairs March 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (বিকাল)- ২০২১
- মাত্র ২ সপ্তাহেই প্রিলি প্রস্তুতি গুছিয়ে নিবেন যেভাবে
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১।।Technical Education Department Recruitment Exam Question Solution – 2021
- কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১।। Professor’s Current Affairs 2021 PDF Free Download
- LGED এর হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান ২০২১, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
- 42 তম বিসিএস প্রাথমিক প্রশ্ন সম্পূর্ণ সমাধান
2 thoughts on “রূপালী ব্যাংক লিমিটেড সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রশ্ন সম্পূর্ণ সমাধান 2021”