শ্রেণি: HSC বিএম -2021 বিষয়: হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (১) এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 07 বিষয় কোডঃ 1815 |
বিভাগ: ভোকেশনাল শাখা , |
অ্যাসাইনমেন্ট/ শিরো নাম :১. লাভ- লোকসান হিসাব ও লাভ- লোকসান বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও।
২. মিঃ মশিউর একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার কারবারের হিসাব বই দ’তরফা দাখিলা পদ্ধতিতে
সংরক্ষণ করেন না। তার কারবারের হিসাব বই হতে নিম্নোক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো নেয়া হলো।
বিবরণ ১লা জানুয়ারী ২০১৯
টাকা
৩১ ডিসেম্বর ২০১৯
টাকা
নগদ তহবিল ২৫,০০০ ৫০,০০০০
ব্যাংক জমা ৬০,০০০ ৮৫,০০০
মজুদ পণ্য ৫০,০০০ ৬০,০০০
প্রাপ্য হিসাব ১,২০,০০০ ১,৯৮,০০০
প্রদেয় হিসাব ৮৫,০০০ ১,১০,০০০
আসবাবপত্র ৬০,০০০ ৯০,০০০
দালান – কোঠা ২,৮০,০০০ -মিঃ মশিউর তার নিজ প্রয়োজনে কারবার হতে সারা বছর ধরে প্রতি বছর ধরে প্রতি মাসে নগদ ২,৫০০
টাকা করে উত্তোলন করেছেন। তিনি কারবারের জন্য ১,০০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করেছেন
এবং এই মেশিনের মূল্যের ৩/৪ অংশ তিনি কম্পিউটার বিক্রয় করে সরবরাহ করেছেন।
অণ্যান্য তথ্যাবলিঃ
ক) দোকানের ক্যাশ বাক্স হতে ৩,০০০ টাকা চুরি হয়েছে; কিন্ত এটি হিসাব ভুক্ত করা হয়নি।
খ) প্রাপ্য হিসাবের ৮,০০০ টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৫% হারে অনাদায়ী
দেনা সঞ্চিতি সৃষ্টি করা হবে।
গ) আসবাবপত্র ও মেশিনের উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। নতুন মেশিন ১-৭-২০১৪
তারিখে ক্রয় করা হলো।
ঘ) দালান- কোঠার অবচয় ৫% ধরতে হবে।
ঙ) প্রারম্ভিক মূলধনের উপর ৫% হারে সুদ ধার্য করতে হবে।
চ) উত্তোলনের উপর ৫% সুদ ধরতে হবে।
ছ) প্রদেয় হিসাবের উপর ২% বাট্টা সঞ্চিতি রাখতে হবে।
করণীয়ঃ
ক) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের প্রারম্ভি ক মূলধন ও সমাপনী মূলধন এবং লাভ লোকসান
বিবরণী তৈরি কর।
নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):
- লাভ- লোকসান বিবরণী
- প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন ছক তৈরি
- প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয়
- লাভ- লোকসান নির্ণয়
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
১. লাভ- লোকসান হিসাব ও লাভ- লোকসান বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও।
লাভ-লোকসান বণ্টন হিসাব : যে হিসাবের মাধ্যমে অংশীদারগণ ব্যবসায়ের নীট মুনাফা হতে বণ্টনযোগ্য মুনাফা বা ক্ষতি চুক্তি অনুযায়ী বণ্টন করে নেয়, তাকে লাভ-লোকসান বণ্টন হিসাব বলে। ব্যবসায়ের লাভ-লোকসান হিসাব প্রস্তুত করার পর লাভ-লোকসান বণ্টন হিসাব প্রস্তুত করা হয়
ব্যবসায়ের ক্রয়-বিক্রয়ের পার্থক্য হল মোট লাভ বা ক্ষতি। এটিকে নিশ্চয় ব্যবসায়ের প্রকৃত লাভ বা ক্ষতি বলা যাবে না। কারণ ব্যবসা পরিচালনা করার জন্য অবশ্যই আরো অনেক খরচ করতে হয়। এই খরচগুলো মূলত: প্রশাসনিক এবং বিক্রয় সংক্রান্ত খরচের আওতাভুক্ত। যেমন-অফিসের টেলিফোন খরচ প্রশাসনিক খরচের এবং বিজ্ঞাপন খরচ বিক্রয় সংক্রান্ত খরচের অন্তর্ভুক্ত।
ব্যবসায়ের প্রকৃত লাভ লোকসান জানার জন্য অবশ্যই এই খরচগুলোকে বিবেচনায় আনতে হয়। এটি মূলত: লাভ-লোকসান হিসাবের মাধ্যমে করা হয়। ক্রয়-বিক্রয় হিসাবের জের নিয়ে লাভ-লোকসান হিসাব শুরু হয়। ক্রয়-বিক্রয় হিসাবের জের লাভ বা ক্ষতি উভয়ই হতে পারে। তাই বলে এই লাভ বা ক্ষতিকে নীট লাভ বা ক্ষতি বলা যাবে না।
নীট লাভ বা ক্ষতির পরিমাণ জানার জন্য আপনাকে অবশ্যই লাভ-লোকসান হিসাব প্রস্তুত করা হবে। মোট লাভ থেকে পণ্য বিক্রয় সংক্রান্ত সকল খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে নীট লাভ পাওয়া যায়। যদি বিক্রয় সংক্রান্ত খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মোট লাভের চেয়ে বেশি হয় তবে নীট ক্ষতি হবে। ব্যবসায়ের নীট লাভ বা ক্ষতি নিরূপণের জন্য যে হিসাব তৈরি করা হয় তাকে লাভ-লোকসান হিসাব বলা হয়। নিচে লাভ লোকসান হিসাবের নমুনা লক্ষ্য করুন।
লাভ-লোকসান হিসাবের ডেবিট পাশের্ পরোক্ষ বা মুনাফা জাতীয় খরচগুলো দেখানো হয়। তবে শুধুমাত্র অবচয় যা একটি মূলধন জাতীয় খরচ লাভ-লোকসান হিসাবের ডেবিট পাশের্Ÿ দেখানো হয়। মূনাফা জাতীয় সকল আয় এই হিসাবের ক্রেডিট পাশের্Ÿ দেখানো হয়। এই নিয়ম অনুসরণ করেই নিুের নমুনা বা ছকটি প্রণয়ন করা হয়েছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২. মিঃ মশিউর একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার কারবারের হিসাব বই দ’তরফা দাখিলা পদ্ধতিতে
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 biology solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week biology solution 2022]
Tnx