শহরায়ন ও শিল্পায়ন হচ্ছে কেন?,সামাজিক পরিবর্তন কিসের উপর নির্ভরশীল?,
রাল্ফ লিনটনের মতে, সামাজিক পরিবর্তনের কারণ কী?,সামাজিক পরিবর্তনের মতবাদে কার ধারণা সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে?

প্রশ্ন সমাধান: শহরায়ন ও শিল্পায়ন হচ্ছে কেন?,সামাজিক পরিবর্তন কিসের উপর নির্ভরশীল?, রাল্ফ লিনটনের মতে, সামাজিক পরিবর্তনের কারণ কী?,সামাজিক পরিবর্তনের মতবাদে কার ধারণা সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে?

সামাজিক পরিবর্তন বলতে কী বুঝায়?
উত্তর : সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামোর পূণর্গঠন বা রূপান্তরকে বুঝায়।

পরিবর্তন শব্দটি কী ধরনের?
উত্তর : পরিবর্তন শব্দটি উৎপত্তিমূলক নয়, রূপান্তরমূলক।

প্রাচীনকালে পরিবর্তন বলতে কী মনে করা হতো?
উত্তর : প্রাচীনকালে সামাজিক পরিবর্তন বলতে অবনতি বলে মনে করা হতো।

মধ্যযুগে পরিবর্তনের ধারণা করতো কিভাবে? ungus
উত্তর : মধ্যযুগে পাশ্চাত্য জগতের মানুষ পরিবর্তনের ধারণা করতো অপার্থিব ঘটনা বা অপার্থিব চিন্তার মাধ্যমে।

আধুনিক যুগে পরিবর্তন বলতে কী বুঝায়?


আরো ও সাজেশন:-


উত্তর : আধুনিক যুগে সামাজিক জীবনে চলমান অগ্রগতিই হচ্ছে পরিবর্তন

জ্ঞান বিকাশের আদি যুগ কোনটি?
উত্তর : জ্ঞান বিকাশের আদি যুগ হচ্ছে ধর্মীয় যুগ।

বিবর্তনে বিশ্বাসী ছিলেন কোন সমাজবিজ্ঞানী?
উত্তর : স্পেন্সার ছিলেন বিবর্তনে বিশ্বাসী।

কার্ল মার্কস মানবসমাজের পরিবর্তনের উপাদান হিসেবে কোন দুটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন?
DR
উত্তর : কার্ল মার্কস মানবসমাজের পরিবর্তনের উপাদান হিসেবে উৎপাদন ব্যবস্থার উন্নতি ও শ্রেণী সম্পর্কে গুরুত্ব
দিয়েছেন।

শহরায়ন ও শিল্পায়ন হচ্ছে কেন?
উত্তর : বর্তমান যান্ত্রিক সভ্যতার বিকাশের ফলে এবং জ্ঞানবিজ্ঞানের অগ্রসরতার ফলে দ্রুত শহরায়ন শিল্পায়ন
হচ্ছে।

সামাজিক পরিবর্তন কিসের উপর নির্ভরশীল?
উত্তর : সামাজিক পরিবর্তন ব্যক্তির কার্যের উপর নির্ভরশীল ।

রাল্ফ লিনটনের মতে, সামাজিক পরিবর্তনের কারণ কী?
উত্তর : : রাল্ফ লিনটনের মতে, সামাজিক প্রসারতার কারণে সামাজিক পরিবর্তন হয়।

চক্রাকার মতবাদের প্রথম প্রবক্তা কে?
উত্তর : চক্রাকার মতবাদের প্রথম প্রবক্তা অসওয়াল্ড স্পেনগলার ।

সামাজিক পরিবর্তনের মতবাদে কার ধারণা সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে?
উত্তর : সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদে কার্ল মার্কসের ধারণা সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে।

স্পেন্সারের মতে, সকল উন্নত সমাজে কী কী পদ্ধতি রয়েছে?
উত্তর : স্পেন্সারের মতে, সকল উন্নত সমাজে তিনটি পদ্ধতি রয়েছে । যথা: বিগত পদ্ধতি, বিভক্ত পদ্ধতি, নিয়ম
মাফিক পদ্ধতি ।

সমাজের অন্তর্গত পরিবর্তন কাকে বলে?
উত্তর : পারসন্সের মতানুযায়ী সমাজের ভারসাম্যপূর্ণ অবস্থা রেখে যে পরিবর্তন সাধিত হয় তাই হলো সমাজের অন্তর্গত
পরিবর্তন।
ITION:

AGIL কী?
উত্তর : Adaption (অভিযোজন), Goal Attainment (লক্ষ্য অর্জন) (Integration ( সংহতি), Latency or
Pattern Maintenance (সুপ্ত) এ চারটি ক্রিয়াকে সংক্ষেপে AGIL বলা হয়।

অভিযোজন (Adaption) কিসের সাথে সম্পর্কিত?
উত্তর : অভিযোজন জৈবিক ব্যবস্থার সাথে সম্পর্কিত।

লক্ষ্য অর্জন (Goal Attainment) কিসের সাথে সম্পর্কিত?
উত্তর : লক্ষ্য অর্জন ব্যক্তিত্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত।

সংহতি (Integration) কিসের সাথে সম্পর্কিত?
উত্তর : সংহতি সামাজিক ব্যবস্থার সাথে সম্পর্কিত।

সুপ্ত (Latency or pattern maintenance) কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত?
উত্তর : সুপ্ত সাংস্কৃতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

আধুনিকীকরণ কী?
উত্তর : আধুনিকীকরণ হলো বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, শিল্প ও কলাকৌশলের ব্যাপক প্রবর্তনের মাধ্যমে অনগ্রসর সমাজ
ধীরে ধীরে অগ্রসর সমাজে পরিণত হওয়া।

নির্ভরশীলতা কী?
উত্তর : নির্ভরশীলতা হচ্ছে এমন একটি পদ্ধতি বা Paradigm যা তৃতীয় বিশ্বের সঠিক ও কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনের
ব্যর্থতাকে নির্দেশ করে।

নির্ভরশীলতা তত্ত্বের প্রধান প্রবক্তা কে?
উত্তর : নির্ভরশীলতা তত্ত্বের প্রধান প্রবক্তা A. G. Frank.

বিশ্বব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা কে?
উত্তর : বিশ্বব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা হলেন ইম্যানুয়েল ওয়ালার স্টাইন।

বিশ্বব্যবস্থার আধুনিক ধারা কোথা থেকে উৎসারিত হয়?
উত্তর : বিশ্বব্যবস্থার আধুনিক ধারা মূলত পুঁজিবাদ থেকে উৎসারিত হয়।

বিশ্বায়ন কী?
উত্তর : বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সারা বিশ্ব একীভূত হয়।

বিশ্বায়ন কী ধরনের প্রক্রিয়া?
উত্তর : বিশ্বায়ন মূলত একটি সর্বব্যাপী ও সার্বক্ষণিক চলমান প্রক্রিয়া।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment