শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) অফিস সহায়ক এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
১) ১ মিটার সমান কত ইঞ্চি?
উত্তরঃ 39.370 ইঞ্চি
২) ১৫২১ এর বর্গ মূল কত?
উত্তরঃ ৩৯
৩) ৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে?
উত্তরঃ উত্তরঃ ৩
৪) নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
উত্তরঃ ৫১
৫) এক জন মাছ বিক্রেতা প্রতি হালি মাছ ১৬০০ টাকায় কিনে একটি ৩৫০ টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি?
উত্তরঃ ক্ষতি ১২.৫ %
৬) ৬০ মিটার একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কিলো হলে একটি খুটি কে অতিক্রম করতে কত সময় লাগবে?
উত্তরঃ ৪.৫ সেকেন্ড
৭) গ সা গু বলে বুঝায়?
উত্তরঃ গরিষ্ট সাধারন গুননীয়ক
৮ ) সমাস নিষ্পন্ন পদকে কি বলে?
উত্তরঃ সমস্ত পদ
৯) বসন্তের কোকিল ডাকে- কোন কারক?
উত্তরঃ অধিকরণ কারক
১০) ক্ষুধার্ত এর সন্ধিবিচ্ছেদ?
উত্তরঃ ক্ষুদা+ঋত
১১) সঞ্চয় এর সন্ধি বিচ্চেদ?
উত্তরঃ সম্+চয়
১২ যে উপকারির উপকার স্বীকার করে না।
উত্তরঃ অকৃতজ্ঞ
১৩) ঢাকের কাঠি বাগধারার অর্থ
উত্তরঃ তোষামোদে
১৪) তিমির শব্দের বিপরীত শব্দ?
উত্তরঃ আলো
১৫) দেহ শব্দের প্রতিশব্দ কি?
উত্তরঃ তনু
১৬) কর্তা শব্দের স্ত্রী লিঙ্গ কি?
উত্তরঃ কর্ত্রী
১৭) নিচের কোনটি অশুদ্ধ?
উত্তরঃ উজ্জল
১৮) চাঁদ দই হাতি কি শব্দ?
উত্তরঃ অর্ধ তৎসম
১৯) মহাপ্রান ধ্বনি কোনটি?
উত্তরঃ ছ
২০) কোনটি কাজি নজরুলের রচনা নয়?
উত্তরঃ আসমানী
২১) রবীন্দ্রনাথের জন্ম?
উত্তরঃ ২৫ বৈশাখ
২২) জসীমুদ্দিন রচিত কাব্য
উত্তরঃ রাখালী
২৩) শতকরা কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের সুদ ১৫০০ টাকা হবে?
উত্তরঃ ১০%
২৪) ক্রিকেট খেলায় নাঈম ও আফিফের মোট রান ৫৮। নাঈমের রান আফিফের রানের দ্বিগুনের থেকে ৫ কম। আফিফের রান কত?
উত্তরঃ ২১
২৫) ৬৫ ডিগ্রি এর পুরক কোণ কত?
উত্তরঃ ২৫ ডিগ্রি
২৬) ত্রিভুজের দুটি কোণের মান ৪৫ ও ৬০ ডিগ্রি হলে অন্য কোনের মান?
উত্তরঃ ৭৫ ডিগ্রি
২৭) বৃত্তের বৃহত্তম জ্যা কি?
উত্তরঃ ব্যাস
২৮) কোনটি সামান্তরিক নয়?
উত্তরঃ
২৯) হাংগর নদীর গ্রেনেডের লেখক?
উত্তরঃ সেলিনা হোসেন
৩০) বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যটির রচিয়তা?
উত্তরঃ শামসুর রহমান
৩১) কবর নাটকের রচিয়তা?
উত্তরঃ মুনির চোধুরি
৩২) শিশুতোষ ইতল বিতল কে লিখেছেন?
উত্তরঃ সুফিয়া কামাল
৩৩) সাহিত্য সম্রাট কে?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র
৩৪) ঢাকা- জলপাই গুড়ি ট্রেনের নাম কি?
উত্তরঃ মৈত্রী
৩৫) বাকল্যান্ড বাধ কোথায়?
উত্তরঃ বুড়িগঙ্গা
৩৬। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘হাঙ্গর নদী গ্রেনেড’ কে লিখেছেন? উত্তর: সেলিনা হোসেন
৩৭। ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর: শামসুর রাহমান
৩৮। ভাষা আন্দোলনভিক্তিক নাটক ‘কবর’ এর রচয়িতা কে? উত্তর: মুনীর চৌধুরী
৩৯। শিশুতোষ গ্রন্থ ‘ইতল বিতল’ কে লিখেছেন? উত্তর: সুফিয়া কামাল
৪০। ‘সাহিত্য সম্রাট’ বলা হয় কাকে? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৪১। ঢাকা- জলপােইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কী? উত্তর: মিতালী
৪২। ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের কত তারিখে অনুষ্ঠিত হবে? উত্তর: ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর
৪৩। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: বুড়িগঙ্গা
৪৪। NAM প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর: 1961 সালে
৪৫। জাপানের পতাকার রং কী? উত্তর: সাদা ও লাল
৪৬। স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম? উত্তর: ৫৭ তম
৪৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মেয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র? উত্তর: তর্জনী
৪৮। বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টি? উত্তর: ১৫৩
৪৯। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হত? উত্তর: মুঘল আমলে
৫০। নৃশংস ঐতিহাসিক জেলহত্যার ঘটনা ঘটে কোন সালের কত তারিখে? উত্তর: ৩ নভেম্বর ১৯৭৫ সালে
ইংরেজি অংশ সমাধানঃ
৫১। What did you eat for ——– breakfast this morning? উত্তর: none
৫২। Iron is ———- useful metal. উত্তর: a
৫৩। Water has no colour- এখানে ‘Water’ কোন ধরণের Noun? উত্তর: Material Noun
৫৪। The bail has already been ———–. উত্তর: rung
৫৫। নিচের কোন শব্দটি Plural? উত্তর: princes [Singular prince]
৫৬। We need as ——– people as possible. উত্তর: many
৫৭। Which one is the opposite gender of ‘poet’? উত্তর: poetess
৫৮। ‘She has been sick since last week’ – এটি কোন Tense এর উদাহরণ? উত্তর: Present perfect tense
৫৯। The greater the demand, ———- the price. উত্তর: the higher
৬০। নিচের কোনটি Adverb? উত্তর: wisely
৬১। The teacher is popular ———–his students. উত্তর: with
৬২। The mother was anxious ——–the safety of her son. উত্তর: about
৬৩। I always take an umbrella ———– it rains. উত্তর: in case
৬৪। Our boss makes us ———– very hard. উত্তর: work
৬৫। Singular form of ‘agenda’ is উত্তর: agendum
৬৬। আমরা বিষয়টি আলোচনা করব- এর ইংরেজি অনুবাদ কোনটি? উত্তর: We shall discuss the matther.
৬৭। ‘Provoke’ এর বিপরীত শব্দ নিচের কোনটি? উত্তর: soothe
৬৮। ‘Emancipate’ অর্থ- উত্তর: to set free
৬৯। ‘Bounce back’ অর্থ- উত্তর: recover
৭০। ‘Obligate’ এর Adjective form কোনটি? উত্তর: obligatory
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন