প্রশ্ন সমাধান: শিল্পোদ্যোক্তার কার্যাবলি আলোচনাকর, শিল্পোদ্যোক্তার কাজগুলো কি কি? বর্ণনা কর
শিল্পোদ্যোক্তার কার্যাবলি আলোচনা কর,শিল্পোদ্যোক্তার কাজগুলো কি কি? বর্ণনা কর ।
ভূমিকা : কোনো দেশের উন্নতির মূল চাবিকাঠি শিল্প বাণিজ্যের চাকা সব সময় সচল রেখে উদ্যোক্তাগণ দেশকে সাফল্যের সর্বশিখরে আরোহণে সর্বাত্মক প্রচেষ্টা করেন। বিখ্যাত অর্থনীতিবিদ মার্শাল তাই উদ্যোক্তাকে শিল্পের নেতা বা “পরিচালক” হিসেবে উল্লেখ করেছেন। তার সৃজনশীল প্রতিভা, সুযোগ্য নেতৃত্ব ও কর্মদক্ষতার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সাফল্য আসে। একজন মালি যেমন তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে বীজ থেকে গাছ উৎপাদন করে তাকে ফুলে ফলে সুশোভিত করেন একজন উদ্যোক্তা তেমনি একটি ব্যবসা শিল্পপ্রতিষ্ঠানকে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করাতে পারেন। একটি নতুন শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে পরিচালনাপূর্বক ব্যবসায়িক সাফল্য লাভ পর্যন্ত একজন উদ্যোক্তা যে সকল কার্যাবলি সম্পাদন করেন তা নিম্নে আলোচনা করা হলো:
১. উদ্ভাবন : উদ্যোক্তার প্রধান কাজ হলো উদ্ভাবন । Schumpeter বলেছেন উদ্যোক্তার কাজ হলো উদ্ভাবন করা । তিনি নতুন পণ্য উদ্ভাবন করেন বাজার উদ্ভাবন করেন, নতুন উৎপাদন কৌশল উদ্ভাবন করেন, কাঁচামালের নতুন উৎস উদ্ভাবন করেন এবং শিল্প পুনর্গঠনের প্রণালী উদ্ভাবন করেন। উদ্ভাবনের মাধ্যমে তিনি অর্থনীতিকে নতুনত্ব প্রবর্তন করেন উদ্যোক্তা তার সৃজনশীল প্রতিভা ও মানসিকতাকে কাজে লাগিয়ে উদ্ভাবন প্রক্রিয়া অব্যাহত রাখেন। তিনি সাংগঠনিক ও প্রযুক্তিগত উদ্ভাবন করেন ।
২. উদ্যোগ গ্রহণ : সর্বপ্রথম একজন উদ্যোক্তা ব্যবসায়ে সামগ্রিক সুযোগসুবিধা বিবেচনাপূর্বক শিল্পস্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। এ প্রসঙ্গে Albert Shapero বলেন, উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করেন কয়েকটি সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে সংগঠিত করে এবং ব্যর্থতার ঝুঁকি বহন করেন ।
৩. ঝুঁকি গ্রহণ বা ঝুঁকি বহন : উদ্যোক্তা উদ্যোগের জন্য ঝুঁকি গ্রহণ করেন । উদ্যোক্তা কারবারী ও আর্থিক ঝুঁকি বহণ করে থাকেন। উদ্যোগ গঠন, পরিচালনা নিয়ন্ত্রণ, উন্নয়ন, অর্থসংস্থান, প্রভৃতি বিষয়ে উদ্যোক্তা ঝুঁকি গ্রহণ করেন। তিনি ঝুঁকি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করার চেষ্টা করেন ।
৪. সাংগঠনিক কার্যাবলি : উদ্যোক্তা নিজস্ব যোগ্যতায় প্রতিষ্ঠান স্থাপন করেন এবং স্থান উপযোগী বিভিন্ন উপকরণকে একত্রিত করে নতুন পণ্য উৎপাদন করেন। এক্ষেত্রে সকল সাংগঠনিক কার্যাবলি উদ্যোক্তা নিজেই সম্পাদন করেন ।
৫. সমন্বয়সাধন : শ্রমিক কর্মী, ক্রেতা, ভোক্তা, সরকার প্রতিযোগী ইত্যাদি সকলের সাথে সময়োপযোগী যোগাযোগ এবং সকল বিভাগের মধ্যে সমন্বয়সাধনের কাজ উদ্যোক্তা নিজে সম্পাদন করেন ।
৬. অর্থনৈতিক উন্নয়ন সাধন : উদ্যোক্তাকে অর্থনৈতিক উন্নয়নের পথিকৃত বলা হয়। তিনি বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজকর্ম সম্পন্ন করেন। তিনি অর্থনীতিতে শূন্যস্থান পূর্ণকারী হিসেবে কাজ করেন। তিনি উৎপাদিকা শক্তি পণ্য ও সেবার উৎকর্ষ বাড়াবার জন্য চেষ্টা করেন। তিনি উৎপাদনের উপাদানগুলো সংগ্রহ করেন এবং সম্পদ পুনর্বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করেন।
আরো ও সাজেশন:-
৭. অর্থনৈতিক সুবিধার অনুসন্ধান উদ্যোক্তা অর্থনোতক সুযোগ সুবিধার অনুসন্ধান করেন এবং ঐ সুযোগ-সুবিধাগুলো কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেন। তিনি প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ প্রভৃতি থেকে তথ্য বা সংবাদ সংগ্রহ করেন এবং সেগুলো বিশ্লেষণ করে উদ্যোগ উন্নয়নের জন্য ব্যবহার করেন। অর্থনৈতিক সুযোগ সুবিধা অনুসন্ধানের সময় উদ্যোকা তার অনুমান ও বর্তমান অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করেন।
৮. যথোপযুক্ত প্রযুক্তি সংগ্রহ : সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির দিন দিন দ্রুত পরিবর্তন সাধিত হচ্ছে। উদ্যোক্তা যথোপযুক্ত প্রযুক্তি নির্বাচন করেন এবং সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি বজায় রাখেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৯. নেতৃত্ব দান : উদ্যোক্তা উদ্যোগের জন্য নেতৃত্ব দান করেন। নেতৃত্ব দানের মাধ্যমে তিনি উদ্যোগের কর্মীদের অনুপ্রেরণা দিতে পারেন এবং তাদের কাজে উৎসাহিত করেন। তিনি কর্মীদের মধ্যে মনোবল ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে পারেন। উপযুক্ত নেতৃত্ব দানের মাধ্যমে উদ্যোক্তা উদ্যোগের সাফল্য অর্জন করেন।
১০. সিদ্ধান্ত গ্রহণ : উদ্যোগের সামগ্রিক কাজ কর্মের জন্য উদ্যোক্তা মূল সিদ্ধান্তকারী হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং উহা প্রয়োগ করার ব্যবস্থা করেন। তিনি বিচারমূলক সিদ্ধান্তের মাধ্যমে উদ্যোগ স্থাপন, পরিচালনা, উদ্যোগ উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি উৎপাদনের উপাদানগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য বিশেষ বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
১১. উদ্যোগ পরিচালনা : উদ্যোক্তা পরিচালক হিসেবে উদ্যোগের উদ্দেশ্য নির্ধারণ করেন ও ব্যবস্থাপনার কাজ পরিচালনা করেন। তিনি পরিকল্পনা প্রণয়ন করেন। উদ্যোগের কাজকর্ম তত্ত্বাবধান করেন এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। উদ্যোক্তা নির্দেশনা ও সমন্বয়সাধনের মাধ্যমে পরিচালনার কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন ।
১২. সম্পদ পুনবণ্টন ও সম্পদ সৃষ্টি : উদ্যোক্তার অন্যতম কাজ হলো দুষ্প্রাপ্য সম্পদের পুনর্বণ্টন। সংগৃহীত সম্পদের পুনর্বন্টন ও স্ল্যবহারের মাধ্যমে উদ্যোক্তা নতুন নতুন সম্পদ সৃষ্টি করেন। তিনি সম্পদের পূর্ণ ব্যবহারকে সুনিশ্চিত করেন। উদ্যোক্তা জমি শ্রম, মূলধন প্রভৃতি সম্পদের সুষ্ঠু বণ্টন ও পুনর্বন্টনের মাধ্যমে নতুন পণ্য ও সেবা উৎপাদন করেন। এর ফলে নতুন সম্পদ সৃষ্টি হয় ।
১৩. অনুপ্রেষণা দান : উদ্যোক্তা কর্মীদের মধ্যে অনুপ্রেষণা “সৃষ্টির ব্যবস্থা করেন। তিনি কর্মীদের মধ্যে আর্থিক ও অনার্থিক দিক দিয়ে অনুপ্রেষণা সৃষ্টি করেন। অনুপ্রেষণা সৃষ্টির মাধ্যমে তিনি উদ্যোগকে প্রাণবন্ত করে তোলেন। কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হয় এবং উদ্যোগ উন্নয়ন ঘটে। অনুপ্রেষণার মাধ্যমে কর্মীদের মনোবল বাড়ানো যায়। মানব সম্পদের পূর্ণ ব্যবহার একমাত্র অনুপ্রেষণা দানের মাধ্যমেই সম্ভব হয়।
১৪. পরিবর্তনের সঙ্গে অভিযোজন উদ্যোক্তা পরিবর্তনের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি পরিবর্তনের কারিগর হিসেবে উদ্যোগের মধ্যে পরিবর্তনশীলতার প্রবর্তন করেন। উদ্যোক্তা নিত্য পরিবর্তনশীল চাহিদা, বাজার জনসংখ্যা, ক্রেতা, সরবরাহকারী, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবশে প্রভৃতির সঙ্গে তাল মিলিয়ে এবং পরিবর্তনের সঙ্গে অভিযোজন করার জন্য তার উদ্যোগের কাজকর্মের মধ্যে পরিবর্তন সাধন করেন।
১৫. উৎপাদিকা শক্তি বৃদ্ধি : প্রতিষ্ঠানের উৎপাদিকা শিশু বৃদ্ধি করে উৎপাদনের গতি ত্বরান্বিত করা একজন সফল উদ্যোক্তার গুরুত্বপূর্ণ কাজ । প্রেষণা দান, উন্নত শ্রম সম্পর্ক সৃষ্টি, দক্ষকর্মী নিয়োগদান ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করে তিনি উৎপাদিকা শক্তি বৃদ্ধি করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, একজন উদ্যোক্তা হলেন শিল্পের নেতা বা পরিচালক। নতুন শিল্প সংস্থাপনের শুরু করে পণ্য উৎপাদন করে উদ্যোগ গ্রহণ হতে বাজারজাতকরণ কার্যাবলি সম্পাদনপূর্বক মুনাফার্জন করা উদ্যোক্তার কাজ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization