প্রশ্ন সমাধান: শিল্পোদ্যোগ পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর, শিল্পোদ্যোগ পরিবেশের উপর কি কি উপাদান প্রভাব বিস্তার করে থাকে?,বাংলাদেশের শিল্পের পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ
ব্যবসায়িক কার্যক্রম মূলত দু’ধরনের পরিবেশগত উপাদান দ্বারা প্রভাবিত হয়। যথা-
(ক) অভ্যন্তরীণ পরিবেশগত উপাদান,
(খ) বাহ্যিক পরিবেশগত উপাদান ।
নিম্নে এগুলো আলোচনা করা হলো :
(ক) অভ্যন্তরীণ পরিবেশগত উপাদান : প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন উপাদানের সমষ্টিকে ব্যবস্থাপনার অভ্যন্তরীণ পরিবেশ বলা হয়। Jayin and others-এর মতে, ব্যবসায় কর্তৃক নিয়ন্ত্রণযোগ্য অভ্যন্তরীণ উপাদানের সমষ্টিই অভ্যন্তরীণ পরিবেশ।
ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ উপাদানসমূহ নিম্নে উল্লেখ করা হলো :
১. প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশ : ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ উপাদানের মধ্যে অন্যতম হলো প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশ। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম মূলত কতকগুলো বিভাগের দ্বারা পরিচালিত হয়। বিভিন্ন বিভাগ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এসব বিভাগ নিয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ গঠিত হয়।
২. জনশক্তি : জনশক্তির মাধ্যমে ব্যবসায়ের সব ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়। জনশক্তি দক্ষ ও অভিজ্ঞ হলে সহজে লক্ষ্য অর্জিত হয়। যোগ্য ও দক্ষ জনশক্তির অভাবে প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যাহত হয় এবং লক্ষ্যার্জন অসম্ভব হয়ে পড়ে। তাই যোগা ও অযোগ্য জনশক্তি ব্যবস্থাপকীয় কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তাই প্রতিটি প্রতিষ্ঠান যোগ্য জনশক্তি নিয়োগের ওপর ব্যাপকভাবে গুরুত্ব আরোপ করে ।
আরো ও সাজেশন:-
৩. সরবরাহকারী : ব্যবসায় প্রতিষ্ঠানে পণ্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদনের জন্য কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণ দরকার। যারা ঐসব কাঁচামাল যোগান দেয় তাদের সরবরাহকারী বলা হয়। প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যদি না পাওয়া যায় তাহলে প্রতিষ্ঠানকে বিশেষ সমস্যায় পড়তে হয়। তাই ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ উপাদানের মধ্যে সরবরাহকারীর ভূমিকা অনেক ।
৪. মধ্যস্থ ব্যবসায়ী : মধ্যস্থকারী এক ধরনের বিপণন প্রতিষ্ঠান যারা উৎপাদনকারী ও ভোগকারীদের মধ্যে অবস্থান করে পণ্যদ্রব্য বিক্রয় ও বণ্টনে সহায়তা করে। ব্যবসায়ের কার্যক্রম পরিচালনায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ব্যবসায়ের পরিবেশের অভ্যন্তরীণ উপাদান হিসেবে মধ্যস্থ ব্যবসায়ীর গুরুত্ব রয়েছে।
৫. গ্রাহক : ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ পরিবেশে অন্যতম উপাদান হলো গ্রাহক। ব্যবসায় প্রতিষ্ঠান গ্রাহকের ওপর নির্ভর করে। ব্যবসায় প্রতিষ্ঠানকে এর গ্রাহক তথা বাজার সম্পর্কে জানার প্রয়োজন হয় যাতে দক্ষতার সাথে পণ্যসামগ্রী গ্রাহকদের নিকট পৌঁছে দিতে পারে।
৬. প্রতিযোগী প্রতিষ্ঠান : ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ উপাদানের মধ্যে অন্যতম উপাদান হচ্ছে যোগী প্রতিষ্ঠান। বর্তমান ব্যবসায় প্রতিযোগিতা বিদ্যমান। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে পণ্য
উৎপাদন করতে হয় ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
(খ) বাহ্যিক পরিবেশগত উপাদান : প্রতিষ্ঠানের বাইরে অবস্থিত যেসব উপাদান ব্যবসায় কর্তৃক অনিয়ন্ত্রণযোগ্য সেগুলোর সমষ্টিই হলো ব্যবসায় পরিবেশের বাহ্যিক উপাদান।
Jain and others এর মতে, বাহ্যিক যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়ের কার্যাবলিকে প্রভাবিত করে সেগুলোর সমষ্টিকে বাহ্যিক পরিবেশ বলে।
নিম্নে ব্যবসায় পরিবেশের বাহ্যিক পরিবেশগত উপাদানসমূহ উল্লেখ করা হলো :
১. প্রাকৃতিক পরিবেশ : ব্যবসায় ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রাকৃতিক পরিবেশের প্রভাবের ফলে এক এক দেশে এক এক ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে। দেশের অবস্থান, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি নিয়ে একটি দেশের প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়।
২. অর্থনৈতিক পরিবেশ : ব্যবসায়িক কার্যক্রমে অর্থনৈতিক পরিবেশ ব্যাপক প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে গণ্য হয়। মূলধন ছাড়া ব্যবসায়িক কার্য পরিচালিত হতে পারে না। যেসব দেশে অর্থ সহজে পাওয়া যায় সেসব দেশে ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে। অর্থনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে উৎপাদান, বণ্টন, ভোগ, বিনিময়, আয়-ব্যয় ইত্যাদি সংঘটিত হয়ে থাকে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
৩. রাজনৈতিক পরিবেশ : রাজনৈতিক পরিবেশের উপর ব্যবসায় নির্ভর করে। বিশিষ্ট মনীষী B.C. Tendon এর মতে, ব্যবসায় ও রাজনীতি পারস্পরিক ক্রিয়াশীলতায় সম্পর্কযুক্ত। রাজনৈতিক পরিবেশ অনুকূল হলে ব্যবসায় প্রসার ঘটে। দেশে রাজনৈতিক অরাজকতা দেখা দিলে জানমালের নিরাপত্তা থাকে না। ফলে ব্যবসায় বাধা সৃষ্টি হয়। তাই বলা যায়, দেশে ব্যবসায় প্রসারে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪. আইনগত পরিবেশ : একটি দেশের আইনগত কাঠামো বিনিয়োগ সরকারের বাণিজ্য নীতি, বাণিজ্যিক ও শিল্পীয় আইন, নীতি, শ্রমনীতি, মজুরি নীতি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদি মিলে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে আইনগত পরিবেশ বলে। যেখানে আইনগত পরিবেশ ভাল সেখানে ব্যবসায় প্রসার ঘটে। ভাই বলা যায়, ব্যবসায় আইনগত পরিবেশের উপর নির্ভরশীল।
৫. প্রযুক্তিগত পরিবেশ : ব্যবসায়ের উপর বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের প্রভাব যথার্থ গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় হ্রাস করে। প্রযুক্তির ব্যবহার ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপরের উপাদানগুলো ব্যবসায়ের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়িকে পরিবেশগত এসব উপাদান অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা উচিত। ব্যবসায় সাফল্য লাভের জন্য উদ্যোক্তাকে ব্যবসায়ের পরিবেশের উপাদানের উপর গুরুত্ব দেওয়া উচিত।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization