শিশুর শিক্ষা বীমা, শিশুর শিক্ষা বীমা সুবিধা ও অসুবিধা

বীমা হলো একটি চুক্তি। এটা ২ পক্ষের মধ্যে একটি আইন সম্মত চুক্তি। চুক্তির সর্ত মোতাবেক এক পক্ষ অন্য পক্ষকে ক্ষতিপূরণ দিবে বলে নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়।

১ম পক্ষ বীমাকারী এবং ২য় পক্ষ বীমাগ্রহীতার মধ্যে যথাক্রমে ক্ষতিপূরণ ও প্রিমিয়াম প্রদানের নিশ্চয়তা সম্বলিত চুক্তি হলো “বীমা”।

ইংরেজিতে যাকে বলে Insurance । জীবন বীমার ক্ষেত্রে ক্ষতি পূরণ হয় না, মানুষের জীবনের কোন মূল্য পরিমাপ করা যায় না। তাই জীবন বীমার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয়।

শিশুর শিক্ষা বীমা, শিশুর শিক্ষা বীমা সুবিধা ও অসুবিধা

যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বীমা জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় (প্রিমিয়াম) সংগ্রহ করে মূলধন গঠনে সাহায্য করে। মানুষের জীবন, ঋণ, ও সম্পত্তির ক্ষতিপূরণের নিশ্চয়তা দিয়ে থাকে।

এরূপ নিশ্চয়তা পাওয়ার ফলে লোকজন তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা অনুভব করে এবং কার্যে মনোনিবেশ করে। ফলশ্রুতিতে ব্যক্তিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি পায়। এভাবে ব্যক্তিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পেলে জনসাধারণের জীবন যাত্রার মান উন্নত হয়।

সামগ্রিক ভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। বীমার উদাহরণ : জীবন বীমা চুক্তি, অগ্নি বীমা চুক্তি এবং শিক্ষা বীমা চুক্তি।

শিক্ষা বীমা কি?

টাকার অভাবে অল্প বয়সী শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে নষ্ট না হয়, সেজন্য সরকার ১টি বীমা পলিসি চালু করছে। এর নাম দেওয়া হয়েছে ” বঙ্গবন্ধু শিক্ষা বীমা”। এই বীমা পলিসির প্রিমিয়াম হবে মাসে ২৫/- টাকা এবং বছরে ৩০০/- টাকা। বীমার অংক ধরা হয়েছে ১ লক্ষ টাকা।

৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা এই পলিসির আওতায় আসবে। মা-বাবা মারা গেলে শিক্ষার্থী মাসে ১ হাজার টাকা করে পাবে। পলিসি হচ্ছে ১ থেকে ১২ বছর মেয়াদি।

আর শিক্ষার্থীর বয়স ১৮ হলেই পলিসি মেয়াদোত্তীর্ণ বলে বিবেচিত হবে। বীমাগ্রহীতার বয়স, শিক্ষার্থীর বয়স, শ্রেণীসহ যাবতীয় তথ্য ব্যাংক সংরক্ষণ করবে। মেয়াদ পূর্ণ হলে ব্যাংক বীমা দানি পূরণের জন্য বীমা কোম্পানিকে প্রয়োজনীয় তথ্য পাঠাবে।

মেটলাইফ শিক্ষা বীমার নাম “মাই চাইল্ড’স এডুকেশন প্রটেকশন প্ল্যান”। এতে থাকছে শিক্ষার্থীর জীবনকে অনিশ্চয়তা থেকে রক্ষা করার পাশাপাশি তাদের উচ্চ শিক্ষা নিশ্চিত করার সুযোগ।
আরো যেসব আর্থিক প্রতিষ্ঠান শিক্ষা বীমা পলিসি করে তার কিছু হলো সোনালী ব্যাংক শিক্ষা বীমা, ডাসবাংলা ব্যাংক শিক্ষা বীমা, জীনন-বীমা শিক্ষা বীমা ইত্যাদি।

আপনার সন্তানের জন্য সর্বোত্তম শিক্ষা সুনিশ্চিত করতে পরিকল্পনা প্রয়োজন।

শিক্ষা বীমা সন্তানের ভবিষ্যতের আর্থিক সহায়তাও নিশ্চিত করে।

কিভাবে করবেন শিশুর শিক্ষা বীমা

* জুনিয়র শিক্ষা বীমা করে যেসব প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানে খোঁজ নিন।

* আপনার প্রয়োজনীয় কাগজ যেমন ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে নিন।

* বীমা প্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করে তা সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

* শিশুর বার্থ সার্টিফিকেট ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে।

* যার জন্য বীমা করবেন, তার বয়স ১৫ বছরের বেশি যেন না হয় এবং ন্যূনতম বয়সসীমা এক মাস।

* শিশুর অভিভাবক যিনি থাকবেন, তার সর্বোচ্চ বয়স ৫৫ এবং সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর।

বীমার সময়সীমা

শিশুর শিক্ষা বীমার সময়সীমা আপনি ১০ থেকে ২৫ বছরের মধ্যে নিতে পারেন। আপনার সুযোগ-সুবিধা অনুযায়ী আপনি এর সময় নির্ধারণ করবেন।

টাকার পরিমাণ

ন্যূনতম এক লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকার মধ্যে শিক্ষা বীমা করতে পারবেন।

প্রতি মাসে ১ থেকে ১৫ তারিখের মধ্যে বীমার টাকা জমা দিতে হবে।চাইলে ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক হিসেবে বীমার প্রিমিয়াম জমা দেওয়া যাবে।

সুবিধা

বীমা কম্পানি শিক্ষা বীমার ওপর বিশেষ বিশেষ কিছু সুবিধা দেয়, যেমন- অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ক্ষেত্রে।

* বীমার টাকা পরিশোধ করতে না পারলে কিছু সুযোগ-সুবিধা পাবেন শিশুর অভিভাবক-

মৃত্যুর ক্ষেত্রে

নির্দিষ্ট সময়ের মধ্যে বীমার টাকা পরিশোধ না হওয়ার আগেই যদি অভিভাবকের মৃত্যু হয়, তাহলে ভবিষ্যৎ প্রিমিয়াম মওকুফ করা হবে এবং পলিসির মেয়াদপূর্তি পর্যন্ত তা অব্যাহত থাকবে।

* শিশুর অভিভাবক পুরোপুরি পঙ্গুত্ববরণ করলে তাঁকে আর কোনো প্রিমিয়াম জমা দিতে হবে না। উপরন্তু শিশু প্রতি মাসে বীমাকৃত অংকের ১ শতাংশ হারে মেয়াদপূর্তি পর্যন্ত শিক্ষাবৃত্তি পাবে।

* কোনো কোনো প্রতিষ্ঠান দুর্ঘটনার কারণে মৃত্যু হলে বা পঙ্গুত্ববরণ করলে বীমাকৃত টাকার অঙ্ক এককালীন পাবে এবং সঙ্গে সঙ্গে সব প্রিমিয়াম মওকুফ হবে। আর কোনো প্রিমিয়াম জমা দিতে হবে না। এ ছাড়া সব সুবিধা পাবে।

আরো পড়ুন:

* আর সবকিছু স্বাভাবিক থাকলে মেয়াদপূর্তিতে বীমাকারী বীমাকৃত অঙ্ক এবং সমুদয় বোনাস পাবেন।

সতর্কতা

শিক্ষা বীমা করার সময় শিক্ষা বীমা কম্পানির যে প্যাকেজগুলো রয়েছে, সেখানে বোনাসের পরিমাণ দেওয়া থাকবে। বোনাসের টাকার পরিমাণ দেখে আপনার সুবিধা ও সামর্থ্য অনুযায়ী প্যাকেজগুলো নিতে হবে।

* কম্পানির বিশ্বাসযোগ্যতা ও লাইসেন্স আছে কি না পর্যালোচনা করে বীমা করুন।

* বীমা করার সময় সব তথ্য জেনে নিন।

বেশ কিছু বেসরকারি ব্যাংকেও শিশুর শিক্ষা বীমা করার সুযোগ রয়েছে। এর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংক একটি।

বীমা ও অর্থায়ন বিষয় কিছু প্রশ্ন

Some more insurance and finance related posts for you

Leave a Comment