প্রশ্ন সমাধান: শেয়ার ও মিউচুয়াল ফান্ড পার্থক্য, শেয়ার vs মিউচুয়াল ফান্ড পার্থক্য, শেয়ার ও মিউচুয়াল ফান্ড তুলনামূলক আলোচনা, মিউচুয়াল ফান্ড ও শেয়ার মধ্যে পার্থক্য, শেয়ার ও মিউচুয়াল ফান্ড কাকে বলে,তুলনা করি: শেয়ার ও মিউচুয়াল ফান্ড আলোচনা
শেয়ার (Share):
ব্যবসা পরিচালনার জন্য মূলধন প্রয়োজন। কোম্পানির মূলধনের পরিমাণ পূর্বেই নির্ধারণ করা হয়। মূলধন নির্ধারণের জন্য মূলধন ইস্যুকারী কম্পটোলারের কাছে আবেদন করতে হয়। নির্ধারিত মূলধনকে আবার কত গুলো অংশে ভাগ করা হয়। প্রতি অংশকে শেয়ার বলে। ধরা যাক, একটি কোম্পনির মোট মূলধনের পরিমাণ ৫,০০,০০০ টাকা। এ পরিমাণকে ৫০০০ অংশে ভাগ করা হলে প্রতি অংশে ১০০ টাকা পড়ে। সুতরাং, প্রতিশেয়ার ১০০ টাকা বলা হবে। যদি এ মূলধনের অতিরিক্ত অর্থ ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন হয় তাহলে কোম্পানিটি ঋণ গ্রহণ করবে।
আরো ও সাজেশন:-
মিউচুয়াল ফান্ড (Mutual Funds):
সাধারণভাবে বললে, মিউচুয়াল ফান্ড কাঠামোতে একটি অ্যাসেট ম্যানেজার বা সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বিনিয়োগকারীদের কাছ থেকে ছোট ছোট সঞ্চয় সংগ্রহ করে একটি বড় ফান্ড গঠন করে। এরপর ওই ফান্ড থেকে সম্পদ ব্যবস্থাপক তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার, অর্থবাজারের বিভিন্ন পণ্য বা সেবা, সরকারি ও করপোরেট বন্ডে বিনিয়োগ করে। উদ্দেশ্য থাকে ফান্ডটির অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করা।
একটি নির্দিষ্ট মেয়াদ বা সময় শেষে ফান্ডের বিনিয়োগ থেকে যে মুনাফা অর্জিত হয়, তা আনুপাতিক হারে ওই ফান্ডের বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ফলে একজন সাধারণ বিনিয়োগকারী সহজেই তাঁর অল্প বিনিয়োগের বিপরীতে দীর্ঘ মেয়াদে লাভবান হতে পারেন। এ ধরনের সমন্বিত বিনিয়োগের মাধ্যমকে মিউচুয়াল ফান্ড বলা হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
মিউচুয়াল ফান্ড এবং শেয়ারের মধ্যে পার্থক্যঃ
ব্যবসা পরিচালনার জন্য মূলধন প্রয়োজন। কোম্পানির মূলধনের পরিমাণ পূর্বেই নির্ধারণ করা হয়। মিউচুয়াল ফান্ড এবং শেয়ারের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। একজন সাধারণ বিনিয়োগকারী সহজেই তাঁর অল্প বিনিয়োগের বিপরীতে দীর্ঘ মেয়াদে লাভবান হতে পারেন। এ ধরনের সমন্বিত বিনিয়োগের মাধ্যমকে মিউচুয়াল ফান্ড বলা হয়। অন্যদিকে, মূলধন নির্ধারণের জন্য মূলধন ইস্যুকারী কম্পটোলারের কাছে আবেদন করতে হয়। নির্ধারিত মূলধনকে আবার কত গুলো অংশে ভাগ করা হয়। প্রতি অংশকে শেয়ার বলে।
২। মিউচুয়াল ফান্ডগুলির একটি পোর্টফোলিওকে বৈচিত্র্যকরণের মাধ্যমে ঝুঁকি হ্রাস করার সুবিধা রয়েছে৷ অন্যদিকে, স্টকগুলি ঝুঁকিপূর্ণবাজার শর্ত এবং একটি স্টকের কর্মক্ষমতা অন্যটির জন্য ক্ষতিপূরণ দিতে পারে না।
৩। শেয়ারে বিনিয়োগ করা কোনও নবজাতকের পক্ষে ভাল ধারণা নয়। ভাল অর্থোপার্জনের জন্য শেয়ার বাজার সম্পর্কে প্রচুর অধ্যয়ন, অনুশীলন এবং বোঝার দরকার পড়ে। অন্যদিকে, মিউচুয়াল ফান্ডগুলিতে, যে কেউ যেহেতু অর্থোপার্জন করতে পারে যেহেতু মিউচুয়াল ফান্ডগুলি যোগ্য তহবিল পরিচালকদের দ্বারা পরিচালিত হয়।
৪। শেয়ার বিনিয়োগ খুব সুবিধাজনক নয়। সঠিক শেয়ারগুলি খুঁজে পাওয়ার আগে আপনার যথাযথ পরিশ্রম করা উচিত। অন্যদিকে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা এত সহজ। কিছু গবেষণা করুন, তহবিলগুলিতে অন্তর্ভুক্ত স্টকগুলি দেখুন, অতীত রেকর্ডগুলি দেখুন এবং আপনি সম্পন্ন করেছেন।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
৫। শেয়ার কেনা বেচার জন্য আপনাকে লম্পসাম ট্রেডিং ব্যয় দিতে হবে। সাধারণত, ব্যবসায়ের ব্যয় উচ্চতর অবস্থানে থাকে। অন্যদিকে, মিউচুয়াল ফান্ডগুলির জন্য ব্যয়ও রয়েছে। বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডগুলির জন্য অর্থ প্রদানের বিপরীতে ব্যয় পুনরুদ্ধার করা হয়।
৬। আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তখন আপনাকে অবশ্যই বিভিন্ন ফি প্রদান করতে হবে যেমন লোড ফি (এন্ট্রি লোড, এক্সিট লোড) ইত্যাদি। মিউচুয়াল ফান্ডের ফি অনুপাত ১.৫-৩% পর্যন্ত হতে পারে। অন্যদিকে, যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে প্রথমে একটি ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলতে হবে (যার মধ্যে অ্যাকাউন্ট শুরু করার ফি অন্তর্ভুক্ত) এবং তারপর কিছু বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি প্রদান করতে হবে। ট্রেডিং স্টকের সাথে যুক্ত অনেক ফি রয়েছে, যেমন brokerage, STT, stamp duty ইত্যাদি।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য
- আই এ এস (IAS) অনুযায়ী ইজারা গ্রহীতার হিসাববিজ্ঞানের নীতিসমূহ লেখ
- এসি কারেন্ট ও ডিসি কারেন্ট