♦ সাহিত্যিক নই ♦
() শ্যামল বণিক অঞ্জন()
আমি লিখতে পারি ঠিক
কিন্তু নইতো সাহিত্যিক।
আমি নইতো কবি তবু ছবি
আঁকি জীবনের,
রঙটা আনি কলম মাঝে
ভাবনা গহীন মনের।
যাবো লিখে চারিদিকে
ঘটুক যতো কিছু,
আসুক যতোই দু:খ বাধা
হাঁটবোনা আর পিছু।
লিখাই আমার জীবন মরণ
অন্ন জল ব্রত,
সত্য ন্যায়ের পথে হেঁটে
লিখবো অবিরত!
- সুদের হার অর্থকে তার সময় মূল্য দেয় ব্যাখ্যা কর
- বার্ষিক বৃত্তি Annuity উপাদান বা বৈশিষ্ট্য কী কী?
- বিজনেস ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য আলোচনা
- মুদ্রা বাজার ও মূলধন বাজার মধ্যে পার্থক্য কি?
- মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য কি?