সংরক্ষণ বাণিজ্য কি?,মুক্ত বাণিজ্য কাকে বলে?, অবাধ বাণিজ্য কি?,প্রত্যক্ষ কোটা কি,পরোক্ষ কোর্ট কাকে বলে?
1. ট্রেড পলিসি কী? অথবা, বাণিজ্য নীতি কি?
উত্তর : দেশের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার যে নীতি প্রণয়ন করে
2. তাকে নীতি/ট্রেড পলিসি বলে । বাণিজ্য নীতি কয় প্রকার ?
উত্তর : বাণিজ্য নীতি দুই প্রকার ।
3. রপ্তানি নীতি কি?
উত্তর : যে নীতির ভিত্তিতে নিজ দেশ হতে অন্য দেশে পণ্যসামগ্রী বিক্রয় করা হয় তাকে রপ্তানি নীতি বলে ।
4. আমদানি নীতির কয়টি অংশ?
উত্তর : আমদানি নীতির ২টি অংশ।
5.ডাম্পিং কী?
উত্তর : কোনো দেশ অন্য দেশে নিজের পণ্য যখন অপরাপর প্রতিযোগীর তুলনায় কম মূল্যে বিক্রয়ের চেষ্টা করে তখন তাকে ডাম্পিং বলে ।
6.WTO এর পূর্ণরূপ কি?
উত্তর : WTO এর পূর্ণরূপ হলো : World Trade Organization.
7.সংরক্ষণের দুটি পদ্ধতি লিখ ।
উত্তর : ২. আমদানি শুল্ক ২. আমদানি কোটা
8. কোটা কী?
উত্তর : একটি দেশ একটি নির্দিষ্ট সময়ে কি পরিমান পণ্য আমদানি বা রপ্তানি করতে পারবে তা নিরুপণের পদ্ধতিকে কোটা বলে ।
9.কোটা কয় প্রকার ও কি কি?
উত্তর : কোর্ট ২ প্রকার যথা- ২. প্রত্যক্ষ কোটা ২. পরোক্ষ কোটা
10.শুল্ক কী? অথবা, শুষ্ক কাকে বলে?
উত্তর : শুল্ক এক ধরনের কর যা বাধ্যতামূলকভাবে একটি স্বাধীন দেশ এবং সীমান্ত পারাপারের সময় রপ্তানি বা আমদানি পণ্যের উপর আরোপ করা হয়।
11. শুল্ক কোটা কি?
উত্তর : যে কোটা ব্যবসায় পণ্য সামগ্রীর আমদানির ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণকে শুল্কমুক্ত বা সীমিত শুল্কে আমদানির অনুমতি দেয়া হয় তাকে শুল্ক কোটা বলে ।
12. কোটা ও শুল্কের মধ্যে পার্থক্য কী?
উত্তর : কোটা : একটি দেশ একটি নির্দিষ্ট সময়ে কি পরিমান পণ্য আমদানি বা রপ্তানি করতে পারবে তা নিরুপণের পদ্ধতিকে কোটা বলে ।
শুল্ক : শুল্ক এক ধরনের কর যা বাধ্যতামূলকভাবে একটি স্বাধীন দেশ এবং সীমান্ত পারাপারের সময় রপ্তানি বা আমদানি পণ্যের উপর আরোপ করা হয়।
13. ‘UNCTAD’ কি?
উত্তর : জাতিসংঘের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্যের উন্নয়ন সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত
সংস্থাকে ‘UNCTAD’ বলে।
14.UNCTAD এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : UNCTAD এর পূর্ণরূপ হলো- United Nations Conference on Trade and Development.
15.SAPTA এর পূর্ণরূপ কি?
উত্তর : SAPTA এর পূর্ণরূপ – South Asian Preferential Trade Agreement.
16.SAPTA কি?
উত্তর : দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে অগ্রাধিকার বাণিজ্যসংক্রান্ত চুক্তিকে SAPTA বলে ।
17.ASEAN এর পূর্ণরূপ লিখ।
উত্তর : ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
18.OPEC এর পূর্ণনাম কি?
উত্তর : OPEC এর পূর্ণনাম Organization for Petroleum Exporting Countries.
19.GATT এর পূর্ণরূপ লিখ ।
উরব : GATT এর পূর্ণরূপ The General Agreement on Tariffs and Trade
20.GATT কি?
উত্তর : বিশ্ববাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি ১৯৪৮ সালে সংগঠিত হয় তাকে সংক্ষেপে GATT বলে।
21.সংরক্ষণ বাণিজ্য কি?
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্য যখন প্রত্যক্ষভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে সংরক্ষণ বাণিজ্য বলে ।
22.মুক্ত বাণিজ্য কাকে বলে? অথবা, অবাধ বাণিজ্য কি?
উত্তর : যখন আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ থাকে না তাকে মুক্ত বা অবাধ বাণিজ্য বলে ।
23.প্রত্যক্ষ কোটা কি
উত্তর : পরিমাণের ভিত্তিতে কোটা প্রকাশ করলে তাকে প্রত্যক্ষ কোটা বলে ।
24. পরোক্ষ কোর্ট কাকে বলে?
উত্তর : মূল্যের ভিত্তিতে কোটা প্রকাশ করলে তাকে পরোক্ষ কোটা বলে।
25. বাণিজ্য নীতির ২টি হাতিয়ারের নাম লিখ? উত্তর : ১. রপ্তানি শুল্ক এবং ২. রপ্তানি ভর্তুকি ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
26. শুল্ক সংঘ কাকে বলে?
উত্তর : শুল্ক সংঘ বলতে কয়েকটি দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তিকে বুঝায় ।
27. BOP এর পূর্ণ রূপ কি?
উত্তর : BOP এর পূর্ণ রূপ Balance of Paynirts.
28. BIS এর পূর্ণরূপটি লিখ।
উত্তর : BIS এর পূর্ণরূপ হলো- Bank for International Settlements.
29. সংরক্ষণ বাণিজ্যের দুটি সুবিধা লিখ ।
উত্তর : ১. দেশের অর্থ দেশে রাখা ২. দেশীয় পণ্যের বাজার বৃদ্ধি ।
30. ASEAN কত সালে উদ্ভব হয়।
উত্তর : ১৯৬৭ সালের ৮ আগস্ট।
31. ASEAN ঘোষণাকে কি নামে অভিহিত করা হয়?
উত্তর : ASEAN ঘোষণাকে Declaration of Bangkok বলা হয় ।
32.ECM ও EEC এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : ECM = European Common Market. EEC = European Economic Community.