প্রশ্ন সমাধান: সঞ্চয় ও বিনিয়োগ পার্থক্য, সঞ্চয় vs বিনিয়োগ পার্থক্য, সঞ্চয় ও বিনিয়োগ তুলনামূলক আলোচনা, বিনিয়োগ ও সঞ্চয় মধ্যে পার্থক্য, সঞ্চয় ও বিনিয়োগ কাকে বলে,তুলনা সঞ্চয়ি: সঞ্চয় ও বিনিয়োগ আলোচনা
সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য:
মানুষের আয় উপার্জনের ক্ষমতা সব সময় একই রকম থাকে না। সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে মূল পার্থক্যগুলি নিম্নলিখিত পয়েন্টগুলিতে ব্যাখ্যা করা হয়েছে-
১। বর্তমান আয়ের পুরোটা বর্তমান ভোগে ব্যয় না করে কিছু অংশ ভবিষ্যত ভোগে ব্যয় করার জন্য জমা রাখে। আয়ের যে অংশ
ভবিষ্যত ভোগের জন্য জমা রাখে তাকে বলা হয় সঞ্চয়। অন্যদিকে বিনিয়োগ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদনের বাজার মূল্যের সেই অংশ যা একটি অর্থনীতিতে নতুন কাঠামো নির্মাণ সামগ্রী ক্রয়ের জন্য ব্যয় হয়।
২। সঞ্চয় শুরু করা সহজ। অন্যদিকে বিনিয়োগ করা তুলনাভাবে অনেক কঠিন কাজ।
৩। লোকেরা তাদের অপ্রত্যাশিত ব্যয় বা জরুরি অর্থের প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ সঞ্চয় করে। অন্যদিকে বিনিয়োগগুলি মূলধন গঠনে সহায়তা করতে পারে এমন সময়কালে রিটার্ন উৎপন্ন করার জন্য করা হয়।
৪। একটি বিনিয়োগের সাথে সর্বদা অর্থ হারাতে ঝুঁকি থাকে। সঞ্চয়গুলি থেকে পৃথক, যেখানে কঠোর উপার্জিত অর্থ হ্রাস করার সম্ভাবনা কম।
৫। নিঃসন্দেহে, বিনিয়োগের চেয়ে সঞ্চয়পত্রের তুলনায় উচ্চতর রিটার্ন সরবরাহ করা হয়, কারণ সেখানে সঞ্চয়পত্রের উপর সুদের একমাত্র হার রয়েছে। অন্যদিকে বিনিয়োগগুলি বিনিয়োগের পরিমাণের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে, যদি সঠিকভাবে বিনিয়োগ করা হয়।
আরো ও সাজেশন:-
সঞ্চয় (Savings):
মানুষের আয় উপার্জনের ক্ষমতা সব সময় একই রকম থাকে না। বিশেষ করে শেষ জীবনে মানুষের আয় কমে যায়। তাই সে তার
বর্তমান আয়ের পুরোটা বর্তমান ভোগে ব্যয় না করে কিছু অংশ ভবিষ্যত ভোগে ব্যয় করার জন্য জমা রাখে। আয়ের যে অংশ
ভবিষ্যত ভোগের জন্য জমা রাখে তাকে বলা হয় সঞ্চয়। কাজেই সঞ্চয় হচ্ছে একটি Post-hoc ধারণা। অর্থাৎ সঞ্চয় হচ্ছে
জনগণের আয়ের অবশিষ্টাংশ যা ভোগব্যয়ের পর জনগণের হাতে জমা থাকে।
গাণিতিকভাবে, বিষয়টিকে নিম্নরূপে দেখানো যায়-
S = Y-C
= Y- (C+cY ) [†h‡nZz C=C+cY]
= Y-C-cY
= -C+Y-cY
S = -C+(1-c)Y ………………………………………… (3)
(৩) নং অপেক্ষকটি হচ্ছে সঞ্চয় অপেক্ষক। এখানে S= মোট সঞ্চয়, – C = ঋণাত্মক সঞ্চয় যা ̄^য়ম্ভূত ভোগের সমান, 1-c =
1 – ভোগের প্রান্তিক প্রবণতা = সঞ্চয়ের প্রান্তিক প্রবণতা।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বিনিয়োগ (Investment ):
জাতীয় আয় পরিমাপের ব ̈য় পদ্ধতির আলোচনা থেকে আমরা ইতোমধ্যেই বিনিয়োগ সম্পর্কে একটি সাধারণ ধারণা লাভ করেছি।
বিনিয়োগ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদনের বাজার মূল্যের সেই অংশ যা একটি অর্থনীতিতে নতুন কাঠামো নির্মাণ (যেমন – রাস্তাঘাট, বিদু্যতায়ন, টেলিফোন নেট-ওয়ার্ক ইত্যাদি) এবং কলকারখানার যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম (যেমন -সেলাই মেশিন, কম্পিউটার, মুদ্রণযন্ত্র হস্ত চালিত তাঁত প্রভৃতি) ক্রয়ের জন্য ব্যয় হয়। বিনিয়োগের উৎস হলো জনগণের সঞ্চয়। জনগণ বর্তমান ভোগ কমিয়ে দিয়ে ভবিষ্যতে অধিক উৎপাদন ও আয়-উপার্জনের আশায় তাদের আয়ের একটি অংশ সঞ্চয় করে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর