সপ্তম শ্রেণি – বিজ্ঞান ৫ম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। পেরিকার্ডিয়াম কী?
উত্তর : পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের বাইরের স্তর বা আবরণ।
২। দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?
উত্তর : দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃৎ।
৩। মুখগহ্বরে কয় জোড়া লালাগ্রন্থি থাকে?
উত্তর : মুখগহ্বরে তিন জোড়া লালাগ্রন্থি থাকে।
৪। টায়ালিন কী?
উত্তর : লালাগ্রন্থি থেকে ক্ষরিত লালায় উপস্থিত এনজাইম হলো টায়ালিন।
৫। ভিলাই কী?
উত্তর : ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো অভিক্ষেপ থাকে, এগুলোই ভিলাই।
৬। মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা কতটি?
উত্তর : মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা ৩২টি।
৭। হিমোগ্লোবিন কী?
উত্তর : হিমোগ্লোবিন হলো লৌহজাতীয় রঞ্জক পদার্থ।
৮। জেজুনাম কী?
উত্তর : ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও ইলিয়ামের মধ্যে অবস্থিত অংশটি জেজুনাম।
৯। কৈশিকনালি কাকে বলে?
উত্তর : ধমনি ক্রমান্বয়ে শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম নালি তৈরি করে। এই সূক্ষ্ম নালিকে কৈশিক নালি বলে।
১০। লালার এনজাইমের নাম কী?
উত্তর : লালার এনজাইমের নাম টায়ালিন।
১১। রক্তনালি কী?
উত্তর : যে নালির মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাই রক্তনালি।
১২। পরিপাকতন্ত্র কাকে বলে?
উত্তর : যে তন্ত্র পরিপাকে অংশ নেয় তাকে পরিপাকতন্ত্র বলে।
১৩। লালা কী?
উত্তর : লালা এক প্রকার বর্ণহীন তরল পদার্থ।
১৪। কোন পদার্থ খাদ্যবস্তুকে পিচ্ছিল করে?
উত্তর : মুখের পেছনে অবস্থিত লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে।
১৫। যকৃৎ থেকে কী তৈরি হয়?
উত্তর : যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়।
১৬। সংবহন প্রক্রিয়া কী?
উত্তর : যে প্রক্রিয়ায় প্রাণীদেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয়, তাই হলো সংবহন প্রক্রিয়া।
১৭। ধমনি কী?
উত্তর : যেসব রক্তবাহী নালি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাই ধমনি।
১৮। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট?
উত্তর : হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট।
১৯। লোহিত কণিকায় কী থাকে?
উত্তর : লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে।
২০। রক্ত কী?
উত্তর : রক্ত এক ধরনের তরল যোজক কলা, যা ঘন লাল রঙের।
২১। ইলিয়াম কী?
উত্তর : ইলিয়াম হলো ক্ষুদ্রান্ত্রের সর্বশেষ অংশ।
২২। লোহিত রক্তকণিকা কাকে বলে?
উত্তর : যে রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, শুধু হিমোগ্লোবিন নামক এক ধরনের লৌহজাতীয় পদার্থ থাকে তাকে লোহিত রক্তকণিকা বলে।
২৩। শিরা কাকে বলে?
উত্তর : যেসব রক্তনালি দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে।
২৪। হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার সংকুচিত ও প্রসারিত হয়?
উত্তর : হৃৎপিণ্ড প্রতি মিনিটে কমবেশি ৭২ বার সংকুচিত ও প্রসারিত হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- একটি রচনা লিখুন লকডাউন,লকডাউন রচনা
- অনুচ্ছেদ নৈতিকতা, ‘নৈতিকতা’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন, অনুচ্ছেদ লিখুন নৈতিকতা
- Write a paragraph on ‘Green Investment in Tourism’
- write five sentences about Green Investment in Tourism
- ২৫০ শব্দের এসডিজি অর্জনে পর্যটনের ভূমিকা অনুচ্ছেদ লিখুন
- অনুচ্ছেদ লিখুন এসডিজি অর্জনে পর্যটনের ভূমিকা