সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন ডিগ্রি ১ম বর্ষের
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সমাজকর্মের ইতিহাস ও দর্শন (History and Philosophy of Social Work) সুপার সাজেশন সমাজকর্ম ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের Social work 1st paper Suggestion Degree 1st year Subject Code: 112101 |
Social work 1st paper Suggestion PDF, Degree 1st Year Exam Social work 1st paper Suggestion
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন 2024
(ক) বিভাগ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. প্রথমিক দল কী?
উত্তর: প্রাথমিক দল বলতে সেই দলকে বুঝায় যে দলের সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সম্পর্ক, পারস্পপারিক যোগাযোগ ও পরিচিতি বিদ্যমান থাকে।
২. সমাজের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: সমাজের দুটি বৈশিষ্ট্য হলো: ১. সমাজ পরিবর্তনশীল ও ২. সমাজ গতিশীল।
৩. ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডারের একটা বিখ্যাত গ্রন্থের নাম লেখ।
উত্তর: ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডারের একটা বিখ্যাত গ্রন্থের নাম হলোIntroduction to Social Welfare.
৪. সমাজসেবা কী?
উত্তর: সমাজসেবা বলতে জনসমষ্টিকে প্রদত্য বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও গৃহায়নে সরকার প্রদত্ত সুসংঘঠিত সাহায্য ও পরামর্শ সেবাকে বুঝায়।
৫. Group শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর: Group শব্দাট ফারাসি Groupe শব্দ থেকে নেয়া হয়েছে।
৬. সমাজকর্ম কী বিজ্ঞান না কলা?
উত্তর: সমাজকর্ম বিজ্ঞান ও কলা উভয়ের সংমিশ্রণ।
৭. কলা কী?
উত্তর: কলা হলো জ্ঞানের শৈল্পিক রূপ।
৮. সামাজিক বিজ্ঞান গবেষণার অন্যতম উপাদান কী?
উত্তর: সামাজিক বিজ্ঞান গবেষণার অন্যতম উপাদান হলো মানুষ ও মানবীয় আচরণ।
৯. মনোবিজ্ঞান কী?
উত্তর: মনোবিজ্ঞান এমন একটি বিজ্ঞান, যা প্রাণী ও মানুষের আচরণ নিয়ে আলোচনা করে।
Degree Social work 1st paper Suggestion 2024
১০. Psychology শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: Psychology শব্দটি গ্রিক শব্দ Phyche এবং Logos থেকে উৎপত্তি হয়েছে
১১. Anthropology শব্দটি গ্রিক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: Anthropology শব্দটি গ্রিক শব্দ Anthropos এবং Logias থেকে উৎপত্তি হয়েছে
১২. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল?
উত্তর: ১৮৩৪ সালে ইংল্যান্ডে দরিদ্র সংস্কার আইন প্রণীত হয়।
১৩. আমেরিকায় দান সংগঠন সমিতি কখন গড়ে ওঠে?
উত্তর: ১৮৭৭ সালে আমেরিকায় দান সংগঠন সমিতি গড়ে ওঠে?
১৪. বিভারিজ রিপোর্টের প্রণেতা কে ছিলেন?
উত্তর: বিভারিজ রিপোর্টের প্রণেতা ছিলেন স্যার উইলিয়াম হেনরি বিভারিজ।
১৫. এলজাবেথীয় দরিদ্য আইনে দরিদ্রের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়?
উত্তর: এলজাবেথীয় দরিদ্য আইনে দরিদ্রের মোট ৩ ভাগে বিভক্ত করা হয়। যথা ক. সক্ষম দরিদ্র, খ. অক্ষম দরিদ্র, গ. নির্ভরশীল বালক- বালিকা।
১৬. COS এর পূর্ণ রুপ কী?
উত্তর: COS এর পূর্ণ রুপ হলো Charity Organization Society.
১৭. এনা. এল. ডায়েস কী?
উত্তর: আমেরিকার একজন বিখ্যাত সমাজকর্মী তিনি সর্বপ্রথম পেশাগত সমাজকর্মের উথাপন করেন।
১৮. NASW এর পূর্ণ রুপ কী?
উত্তর: NASW এর পূর্ণ রুপ হলো National Association of Social Workers.
১৯. সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?
উত্তর: সমাজকর্ম শিক্ষার অগ্রদূত ছিলেন মেরি রিচমন্ড।
২০. কে কখন আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান ১৯২০ সালে আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
২১. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা কখন শুরু হয়? অথবা, বাংলাদেশে সমাজকর্মের আনুষ্ঠানিকযাত্রা শুরু হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে ১৯৫৩ সালে সমাজকর্ম শিক্ষা শুরু হয়।
২২. হাজি শরিয়তুল্লাহ কে ছিলেন?
উত্তর: হাজি শরিয়তুল্লাহ একজন সমাজ সংস্কারক ও ফরায়েজি আন্দোলনের প্রবক্তা ছিলেন।
২৩. ঋণ সালিশি বোর্ড প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ঋণ সালিশি বোর্ড প্রতিষ্ঠা করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
২৪. কত সালে সতীদাহ প্রথা রোধ আইন প্রণীত হয়?
উত্তর: ১৮২৯ সালে সতীদাহ প্রথা রোধ আইন প্রণীত হয়।
সমাজকর্ম ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
২৫. বৃত্তি কী?
উত্তর: বৃত্তি হলো জীবনধারণের সাধারণ উপায়, যার জন্য তাত্বিক ব্যবহারিক প্রশিক্ষণের আবশ্যকতা নেই।
২৬. বৃত্তি ও পেশার জন্য কোনটির দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য?
বৃত্তি ও পেশার মধ্যে পেশার জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য।
২৭. পেশার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: পেশার দুটি বৈশিষ্ট্য হলো ১. সুশৃঙ্খল জ্ঞান ও ২. তাত্ত্বিক ভিত্তি।
২৮. সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়?
উত্তর: সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রে স্বীকৃতি পায়।
২৯. সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী কী?
উত্তর: সামাজিক নিরাপত্তা ৩ প্রকার যথা ১. সামাজিক বীমা, ২. সামাজিক সাহায্য ও ৩. সমাজসেবা,
৩০. ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন অনুযায়ী শিশুর বয়স কত?
উত্তর: ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন অনুযায়ী শিশুর বয়স শূন্য থেকে ষোল বছর।
(খ) বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নবলি
১. সমষ্টি বলতে কী বুঝ?
২. সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী কী?
৩. সামাজিক আইন বলতে কী বুঝ?
৪. সামাজিক পরিবর্তনের কারণ লেখ?
৫. সমাজকর্ম ও সমাজকল্যাণের পার্থক্য নির্দেশ?
৬. সমাজ সংস্কার কী?
৭. সমাজকর্মের সজ্ঞা দাও?
৮. পেশাদার ও অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য নির্ণয় কর?
৯. ১৯০৫ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন কমিশন কী?
Degree Social work 1st paper Suggestion 2024
১০. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর?
১১. রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কী?
১২. প্রচীন ভারতে সরকারি সমাজকল্যাণ কার্যক্রমগুলো লেখ।
১৩. প্রচীন ভারতে সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর?
১৪. মধ্যযুগে বেসরকারি সমাজকল্যাণ কার্যক্রমগুলো লেখ।
১৫. চিরস্থায়ী বন্দোবস্ত কী?
১৬. মোহামেডান লিটারেরি সোসাইটি কী?
১৭. নওয়াব ফয়জুন্নেসা কে ছিলেন?
১৮. পেশা ও বৃত্তি মধ্যে পার্থক্য লেখ।
১৯. সামাজিক আইন বলতে কী বুঝ?
২০. সামাজিক আইনের গুরুত্ব লেখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Degree 1st Year Social work 1st paper Suggestion 2024
(গ) বিভাগ: রচনামূলক প্রশ্নবলি Social work 1st paper Suggestion PDF
১. কল্যাণ রাষ্ট্র কী? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখ।
২. সমাজকর্মের পরিধি আলোচনা কর।
৩. সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর।
৪. মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর।
৫. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইনের পটভূমি উল্লেখপূর্বক দরিদ্রদের শ্রেণীবিভাগ আলোচনা কর।
৬. ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভারিজ রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা কর।
৭. রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কী? আমেরিকা যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠনে স্টেট বোর্ড অব চ্যারিটিজ এর অবদান আলোচনা কর।
ডিগ্রি ১ম বর্ষের ১০০% কমন সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন
৮. ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশের সমাজকল্যাণ কার্যাবলির বর্ণনা দাও।
৯. ভারতে পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন আলোচনা কর।
১০. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার বিবর্তন আলোচনা কর।
১১. হাজি শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা কর এবং সমকালীন মুসলিম সমাজে এই আন্দোলনের প্রভাব মূল্যায়ন কর।
১২. নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান আলোচনা কর।
১৩. সমাজ সংস্কারের ক্ষেত্রে এ. কে. ফজলুল হকের অবদান আলোচনা কর।
১৪. আলীগড় আন্দেলনের ঐতিহাসিক পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ কর। সমকালীন সমাজে এর প্রভাব আলোচনা কর।
১৫. সমাজসংস্কার আন্দোলনে ঈশ্বচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর।
১৬. বাংলাদেশে সমাজকর্ম কী একটি পেশা? তোমার মতামত উল্লেখ কর।
১৭. বাংলাদেশে পেশাদার সমাজকর্ম অনুশীলনের সমস্যাসমূহ আলোচনা কর।
১৮. ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৯. নারী ও শিশু সুরক্ষায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০৩ এর গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
২০. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের উল্লেখযোগ্য ধারাসমূহ বর্ণনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর সমাজকর্ম ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সমাজকর্ম ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের
Degree 1st year Common Suggestion 2024