সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সাজেশন

অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম (Social Work Methods Case work and Group work) সুপার সাজেশন
Department of : Social Work & Other Department
Subject Code: 232101
2025 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম সাজেশন,সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম, অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2025 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2025

সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025

সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম
বিষয় কোড: ২৩২১০১

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম সাজেশন

১. ব্যক্তি সমাজকর্ম কাকে বলে?
উত্তর: আর্থসামাজিক সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত পদ্ধতিতে ব্যক্তি সমাজকর্ম বলে।

২. ‘Social Case Work: A Problem Solving Process’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Social Case Work: A Problem Solving Process’ গ্রন্থটির লেখক H.H. Perlman।

৩. ব্যক্তি সমাজকর্মের মেরি রিচমন্ড এত বিখ্যাত কেন?
উত্তর: মেরি রিচমন্ড তাঁর ‘Social Diagnosis’ গ্রন্থে সর্বপ্রথম ব্যক্তি সমাজকর্মের জনক সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে উপস্থাপন করেন তাই তিনি ব্যক্তি সমাজকর্মের এত বিখ্যাত।

৪. ‘Introduction to Social Work’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তর: ‘Introduction to Social Work’ গ্রন্থের প্রণেতা হলেন Robert L. Barker.

৫. ব্যক্তি সমাজকর্মের প্রাণ কাকে বলে?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় র‌্যাপোক।

৬. ব্যক্তি সমাজকর্মের ব্যক্তি কে?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের ব্যক্তি বলতে আর্থ-সামাজিকভাবে সমস্যাগ্রস্থ ব্যক্তিকে বুঝায় যিনি নিজের সমস্যা সমাধানে অক্ষম এবং অন্যের সাহায্য কামনা করে।

৭. ‘A person with a problem comes to a place where a professional representative help him by a given process’. – উক্তিটি কার?
উত্তর: ‘A person with a problem comes to a place where a professional representative help him by a given process’- উক্তিটি H.H. Perlman-এর।

৮. ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত বলা হয় কাকে?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত মেরি রিচমন্ডকে মতান্তরে ফাদার ভিনসেন্ট ডি. পল ও আগানানকেও বলা হয়।

৯. ব্যক্তি সমাজকর্মের দুটি নীতির নাম লেখ।
উত্তর: ব্যক্তি সমাজকর্মের দুটি নীতির নাম হল- ১. গ্রহণ নীতি ও ২. যোগাযোগ নীতি।

১০. ‘Elements of social Welfare’ গ্রন্থের লেখক কে?
উত্তর: সমাজবিজ্ঞানী ড. আলী আকবর ‘Elements of social Welfare’ গ্রন্থের লেখক।

১১. ব্যক্তি সমাজকর্মের সমাধান ব্যবস্থা কী কী?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের সমাধান ব্যবস্থা হল সমাধান পরিকল্পনা প্রণয়ন ও সাহায্য প্রদান বা বাস্তবায়ন।

১২. সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি?
উত্তর: সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর মনোসামাজিক অনুধ্যান।

১৩. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হলো Follow-up বা অনুসরণ।

১৪. কেস রেকর্ডিং এর সবচেয়ে উপযোগী কৌশল কোনটি?
উত্তর: কেস রেকর্ডিং এর সবচেয়ে উপযোগী কৌশল হলো বাধ্যতামূলক কৌশল।

১৫. সাক্ষাৎকার এর দুটি সুবিধা কী?
উত্তর: সাক্ষাৎকার এর দুটি সুবিধা হল ১. তথ্য সংগ্রহে নমনীয়তা ও ২. সঠিক উত্তর লাভ।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

১৬. Rapport কী?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে সমাজকর্মী ও সাহায্যপ্রার্থীর যে পেশাগত সম্পর্ক গড়ে ওঠে তাই Rapport বা র‌্যাপো।

১৭. ব্যক্তি সমাজকর্মে র‌্যাপো প্রতিষ্ঠার মূল লক্ষ্য কী?
উত্তর: ব্যক্তি সমাজকর্মে র‌্যাপো প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ব্যাক্তি সমস্যার সমাধান ও সাহায্যপ্রার্থীকে সমাজে পূনর্বাসিত করা।

১৮. SOAP-এর পূর্ণরূপ কী?
উত্তর: SOAP-এর পূর্ণরূপ হল- Subjective Objective Assessment Plan..

১৯. Rapport শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: মিস ভার্জিনিয়া রবিনসন সর্ব প্রথম Rapport শব্দটি ব্যবহার করেন।

২০. পরিবর্তনের বাহক কাদের বলে?
উত্তর: সমাজকর্মী কে পরিবর্তনের বাহক (Change Agent) বলে।

২১. ‘Group work recording, Principles and Practices’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Group work recording, Principles and Practices’ গ্রন্থটির রচয়িতা Anne W. Lindsay.

২২. কেস লিপিবদ্ধকরণ কত প্রকার ও কী কী?
উত্তর: কেশ লিপিবদ্ধকরণ তিন প্রকার। যথা ১. বর্ণনামূলক, ২. সংক্ষিপ্ত ও ৩. ব্যাখ্যামূলক।

২৩. ‘Resolving Social Conflict’ বইটির লেখক কে?
উত্তর: ‘Resolving Social Conflict’ বইটির লেখক Kurt Lewin.

২৪. প্রাথমিক দল বলতে কী বুঝ?
উত্তর: নিবিড় সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের সংগঠন হচ্ছে প্রাথমিক/ মুখ্য দল।

২৫. অস্থায়ী দলের একটি উদাহরণ দাও।
উত্তর: অস্থায়ী দলের একটি উদাহরণ হল ক্রীড়া সংঘ।

২৬. নেতিবাচক আত্মঃ ক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর: নেতিবাচক আত্মঃ ক্রিয়ার উদাহরণ হল দ্বন্দ্ব।

২৭. দলীয় দ্বন্দ্ব কী?
উত্তর: পরস্পরবিরোধী এক বা একাধিক ব্যক্তি বা দলের মধ্যে স্বার্থকে কেন্দ্র করে যে বিবাদ বা অরাজকতা সৃষ্টি হয় তাই দলীয় দ্বন্দ্ব।

২৮. NASW- এর পূর্ণরূপ কী?
উত্তর: NASW- এর পূর্ণরূপ হল- National Association of Social Workers.

২৯. প্রেশিকার কার্যক্রম কবে শুরু হয়েছিল?
উত্তর: প্রেশিকার কার্যক্রম ১৯৭৬ সালে শুরু হয়েছিল।

৩০. ‘UCEP’এর পূর্ণরূপ কী?
উত্তর: ‘UCEP’ হল -Underprivileged Children Education Programme.

PDF Download সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025

খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. ব্যক্তি সমাজকর্মের নীতিমালা উল্লেখ কর।
২. আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ব্যাখ্যা কর।
৩. ব্যক্তি সমাজকর্ম বলতে কী বুঝ?
৪. ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
৫. ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়া বলতে কী বুঝায়?

৬. মনোসামাজিক অনুধ্যান কী?
৭. ব্যক্তি সমাজকর্মের চিকিৎসাজনিত সমস্যা নির্ণয় কী?
৮. ব্যক্তি সমাজকর্মের তথ্যসংগ্রহের কৌশলগুলো লেখ।
৯. পর্যবেক্ষণ বলতে কী বুঝ?
১০. র‌্যাপোকে ব্যক্তি সমাজকর্মের আত্মা বলা হয় কেন?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১১. সমাজকর্মীর শৈল্পিক দক্ষতা সমূহ কী?
১২. কেস লিপিবদ্ধকরণের লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ কর।
১৩. লিপিবদ্ধকরণের প্রকারভেদ উল্লেখ কর।
১৪. উত্তম সাক্ষাৎকারের কৌশল কী?
১৫. ব্যক্তি সমাজকর্মের সাক্ষাৎকারের গুরুত্ব লেখ।
১৬. সামাজিক দলের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

১৭. দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার পার্থক্য দেখাও।
১৮. দলীয় গতিশীলতা আনয়নে সমাজকর্মীর ভূমিকা কী?
১৯. কর্মসূচি পরিকল্পনা বলতে কী বুঝ?
২০. নেতার গুণাবলী লেখ।

2025 সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলি

১.ব্যক্তি সমাজকর্মের উপাদান আলোচনা কর।
২. ব্যক্তি সমাজকর্ম কী? ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বর্ণনা কর।
৩. বাংলাদেশে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগয়ের সমস্যা ও সমাধানের উপায় আলোচনা কর।
৪. পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

৫. ব্যক্তি সমাজকর্মের তথ্য সংগ্রহের কৌশল আলোচনা কর।
৬. ব্যক্তি সমাজকর্মের র‌্যাপোর গুরুত্ব তুলে ধর।
৭. কেস লিপিবদ্ধকরণ কী? কেস লিপিবদ্ধকরণের একজন সমাজকর্মীর কী কী দক্ষতা থাকা প্রয়োজন?
৮. দল সমাজকর্ম কী? দল সমাজকর্মের নীতিমালা বর্ণনা কর।
৯. দলীয় গতিশীলতা আনয়নে সমাজকর্মীর ভূমিকা কী?

2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম সাজেশন

১০. দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
১১. দলীয় দ্বন্দ্বের কারণ উল্লেখ কর। দ্বন্দ্ব নিরসনের উপায় বর্ণনা কর।
১২. দলীয় গতিশীলতা কী? দলীয় গতিশীলতার প্রকারভেদ আলোচনা কর।
১৩. কর্মসূচির পরিকল্পনা ও উন্নয়নের ধাপ সমূহ আলোচনা কর।
১৪. নেতৃত্বের ধরন বর্ণনা কর।

১৫. কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়নে ভূমিকা লেখ।
১৬. নেতৃত্তের সংজ্ঞা দাও। একজন দলীয় নেতার কার্যাবলী আলোচনা কর।
১৭. বাংলাদেশে দল সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রসমূহ আলোচনা কর।
১৮. দল সমাজকর্ম ও সামাজিক কার্যক্রম এর মধ্যকার সম্পর্ক আলোচনা কর।
১৯. গ্রামীণ ব্যাংক কী? বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর।
২০. সমষ্টি উন্নয়নে প্রধান প্রধান এনজিও- র ভূমিকা আলোচনা কর। সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম সাজেশন

Honors 3rd year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম পদ্ধতি: ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম স্পেশাল সাজেশন 2025,Honors Social Work Methods Case work and Group work Suggestion 2025

Leave a Comment