চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা সাজেশন ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা (Field Work Education) সুপার সাজেশন ২০২৫ Department of : Social Work & Other Department Subject Code: 242117 |
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা সাজেশন,সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা, অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মাঠকর্ম কী?
উত্তর : মাঠকর্ম এমন এক প্রক্রিয়া যাতে শ্রেণিকক্ষভিত্তিক অর্জিত জ্ঞান, দক্ষতা, পদ্ধতি ও প্রক্রিয়াকে বাস্তব অনুশীলন ক্ষেত্র প্রয়োগের প্রশিক্ষণ দেওয়া হয়।
২. ‘Field Work Mannual’ গ্রন্থটি কার লেখা?
অথবা, আমাদের দেশে ‘Field Work Mannual’ কে সম্পাদনা করেছেন?
উত্তর : ‘Field Work Mannual’ গ্রন্থটি M. A. Monen এর লেখা।
৩. মাঠকর্মের ছাত্রছাত্রী বা শিক্ষার্থীকে কী বলা হয়?
অথবা, মাঠকর্ম অনুশীলনে সমাজকর্মের শিক্ষার্থীদের কী নাম ডাকা হয়?
উত্তর : মাঠকর্মের ছাত্রছাত্রী বা শিক্ষার্থীকে শিক্ষানবিশ সমাজকর্মী বলা হয়।
৪. মাঠকর্ম কত প্রকার?
অথবা, মাঠকর্ম সাধারণত কয় ধরনের ও কী কী?
অথবা, মাঠকর্মের প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর : মাঠকর্ম দুই প্রকার। যথা- ১. নির্দিষ্ট বা ব্লক মাঠকর্ম ও ২. চলমান মাঠকর্ম।
৫. তত্ত্বাবধান বলতে কী বুঝায়?
অথবা, তত্ত্বাবধান কাকে বলে?
উত্তর : তত্ত্বাবধান বলতে সাধারণত ঊর্ধ্বতন ব্যক্তি কর্তৃক অধস্তন কর্মীদের কাজের দেখাশুনা করাকে বুঝায়।
৬. বাংলাদেশে মাঠকর্মের দুটি সমস্যা উল্লেখ কর।
অথবা, মাঠকর্মের প্রধান দুটি সমস্যা লেখ।
উত্তর : বাংলাদেশে মাঠকর্মের দুটি সমস্যা হলো- ১. সঠিক তথ্য ও উপাত্তের অভাব এবং ২. সংস্থার স্বল্পতা।
৭. NASW কর্তৃক প্রকাশিত ‘The Social Work Dictionary’ এর সম্পাদক কে?
উত্তর : NASW কর্তৃক প্রকাশিত ‘The Social Work Dictionary’ এর সম্পাদক রবার্ট এল, বার্কার (Robert L. Barker)।
৮. ‘তত্ত্বাবধান একটি প্রশাসনিক ও শিক্ষাগত প্ৰক্ৰিয়া।’ —উক্তিটি কার?
উত্তর : ‘তত্ত্বাবধান একটি প্রশাসনিক ও শিক্ষাগত প্রক্রিয়া।’ -উক্তিটি Robert L. Barker এর।
৯. মাঠকর্মে কয়জন তত্ত্বাবধায়ক থাকে এবং তারা কারা?
উত্তর : মাঠকর্মে ২ জন তত্ত্বাবধায়ক থাকে এবং এরা ইনস্টিটিউট তত্ত্বাবধায়ক ও এজেন্সি তত্ত্বাবধায়ক।
১০. প্রসেস রেকর্ডিং কী?
উত্তর : প্রসেস রেকর্ডিং হলো ছাত্র/ছাত্রীদের দৈনন্দিন কার্যাবলি রেজিস্টার নথিতে সংরক্ষণ করা।
১১. NGO এর পূর্ণরূপ কী?
উত্তর : NGO এর পূর্ণরূপ হলো Non Governmental Organization.
১২. BIRDEM এর পূর্ণরূপ লেখ।
উত্তর : BIRDEM এর পূর্ণরূপ হলো Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes, Endocrine and Metabolic Disorders.
১৩. ‘FPAB’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর : ‘FPAB’ এর পূর্ণরূপ হলো Family Planning Association of Bangladesh.
১৪. প্রথম কোথায়, কে প্রবেশন ব্যবস্থা প্রবর্তন করেন?
অথবা, প্রবেশন এর উদ্ভাবক কে?
উত্তর : আমেরিকান বোস্টন শহরের এক জুতার কারিগর জন অগাস্টাস প্রবেশন ব্যবস্থার প্রবর্তন করেন।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৫
১৫. সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
উত্তর : সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ মনোসামাজিক অনুধ্যান।
১৬. বাংলাদেশে প্রথম মাঠকর্মের সূচনা হয় কোথায়?
উত্তর : সর্বপ্রথম ১৯৫৮ সালে বাংলাদেশে সমাজকল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে মাঠকর্মের সূচনা হয়।
১৭. সমাজকর্মে Client কে?
উত্তর : সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমস্যা সমাধানের জন সমাজকর্মীর শরণাপন্ন হন তখন সে ব্যক্তিই হলো Client.
১৮. ‘Introduction to Social Work Methods’ গ্রন্থের লেখক কে?
উত্তর : Introduction to Social Work Methods’ গ্রন্থের লেখক এম. নূরুল হুসাইন এবং এম. আলাউদ্দিন।
১৯. মাঠকর্ম অনুশীলন কী?
উত্তর : সমাজকর্মের নীতিমালা অনুসরণ করে ছাত্রছাত্রীদের সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রক্রিয়াকে মাঠকর্ম অনুশীলন বলে।
২০. Rapport কী?
অথবা, র্যাপো কী?
অথবা, র্যাপো বলতে কী বুঝ?
উত্তর : পেশাদার সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যকার পেশাগত সম্পর্ককে ‘Rapport’ বলা হয়।
২১. পেশাদার সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যকার পেশাগত সম্পর্ককে ইংরেজিতে কী বলা হয়?
উত্তর : পেশাদার সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যকার পেশাগত সম্পর্ককে ইংরেজিতে ‘Rapport’ বলা হয়।
২২. ব্যক্তি সমাজকর্মের আত্মা বলা হয় কাকে?
উত্তর : ব্যক্তি সমাজকর্মের আত্মা বলা হয় Rapport বা র্যাপোকে।
২৩. Annette Garrett এর মতে সাক্ষাৎকারের কৌশল কয়টি?
উত্তর: Annette Gamell এর মতে সাক্ষাৎকারের কৌশল সাতটি।
২৪, মনিটরিং কাকে বলে?
অথবা, মনিটরিং কী?
উত্তর : কোনো কাজ বা ঘটনাকে নিয়ন্ত্রণ করা, দেখাশুনা করা বা পরীক্ষা করাকে মনিটরিং বলে।
২৫. সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি?
উত্তর : সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার শেষ ধাপ মূল্যায়ন ও অনুসরণ।
২৬. ব্যবহারিক প্রশিক্ষণের সর্বশেষ ধাপ কোনটি?
অথবা, মাঠকর্ম অনুশীলনের শেষ কাজটি কী?
উত্তর : ব্যবহারিক প্রশিক্ষণের সর্বশেষ ধাপ প্রতিবেদন লিখন।
২৭. কেস স্টাডিতে তথ্য সংগ্রহের কৌশল কী কী?
উত্তর : কেস স্টাডিতে তথ্য সংগ্রহের কৌশল হলো সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, যোগাযোগ, কেস সংরক্ষর প্রভৃতি।
২৮. কেস স্টাডি কাকে বলে?
অথবা, কেস স্টাডি কী?
উত্তর : বিভিন্ন উৎস থেকে এক বা একাধিক ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণের ভিত্তিতে ব্যক্তি সম্পর্কে একটি ধারণা লাভ করার কৌশলকে কেস স্টাডি বলে। কেস স্টাডি বা ঘটনা অনুধ্যান হলো তথ্য সংগ্রহের অন্যতম উৎস।
২৯. Assignment কী?
অথবা, অ্যাসাইনমেন্ট বলতে কী বুঝায়?
উত্তর : Assignment হলো মাঠকর্মে শিক্ষার্থীদের প্রদত্ত কাজের তালিকা।
৩০. সাহায্যপ্রার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য কী?
অথবা, সাহায্যপ্রার্থীর প্রতি সমাজকর্মীর দুটি নৈতিক দায়িত্ব উল্লেখ কর।
উত্তর : সাহায্যপ্রার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য হলো ১. প্রতিশ্রুতি রক্ষা, ২. যোগ্যতানুযায়ী সেবা প্রদান ও ৩. অনৈতিক সম্পর্ক পরিহার।
PDF Download সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৫
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মাঠকর্ম অনুশীলনের লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ কর।
অথবা, মাঠকর্মের উদ্দেশ্যাবলি সংক্ষেপে লেখ।
২. মাঠকর্মের পরিধি উল্লেখ কর।
অথবা, মাঠকর্মে ব্যবহারিক প্রশিক্ষণের ক্ষেত্রগুলো লেখ।
৩. মাঠকর্ম সংস্থাপন কাকে বলে?
অথবা, মাঠকর্মে সংস্থাপন বলতে কী বুঝায়?
অথবা, সংস্থাপন কী?
৪. চলমান মাঠকর্ম কী?
৫. নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্মের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্মের পার্থক্য নির্ণয় কর।
৬. হাসপাতাল / চিকিৎসা সমাজকর্মের সংজ্ঞা দাও।
অথবা, চিকিৎসা সমাজকর্ম কী?
৭. ‘চিকিৎসা সেবা ও চিকিৎসা সমাজকর্ম সমার্থক নয়।’ উদাহরণসহ ব্যাখ্যা কর।
অথবা, ‘চিকিৎসা সেবা ও চিকিৎসা সমাজকর্ম সমার্থক নয়।’ সংক্ষেপে লেখ।
৮. বাংলাদেশের সংশোধনমূলক কার্যক্রমগুলো উল্লেখ কর।
অথবা, বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রমসমূহ কী?
৯. প্রবীণদের কল্যাণে একজন সমাজকর্মীর ভূমিকা পালন করতে পারে?
অথবা, প্রবীণদের কল্যাণে একজন সমাজকর্মীর ভূমিকা কী?
১০. সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো কী কী?
অথবা, সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব কী?
১১. বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে নৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে উল্লেখ কর।
অথবা, মাঠকর্ম অনুশীলনে নৈতিক মানদণ্ডকেগুলো কী?
১২. কার্য প্রণয়ন কী?
১৩. কেস ব্যবস্থাপনা বলতে কী বুঝ?
অথবা, কেস ব্যবস্থাপনার ধারণা দাও।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৪. কেস ব্যবস্থাপনার কার্যাবলি লেখ।
১৫. কেস স্টাডি বলতে কী বুঝ?
অথবা, ঘটনা অনুধ্যান কী?
১৬, র্যাপো কী?
১৭. সমর্থনমূলক সমাধান ব্যবস্থায় কী কী কৌশল অবলম্বন করা হয়?
১৮. সাক্ষাৎকার পদ্ধতির অসুবিধাগুলো উল্লেখ কর।
অথবা, সাক্ষাৎকারের সীমাবদ্ধতা লেখ।
১৯. একটি উত্তম সাক্ষাৎকারের পূর্বশর্তগুলো লেখ।
অথবা, উত্তম সাক্ষাৎকারের শর্তাবলি উল্লেখ কর।
২০. মাঠকর্ম প্রতিবেদন তৈরির নিয়মাবলি উল্লেখ কর।
অথবা, মাঠকর্ম প্রতিবেদন তৈরির নিয়মাবলি লেখ।
অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা সাজেশন ২০২৫
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. মাঠকর্মের সংজ্ঞা দাও। মাঠকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো আলোচনা কর।
অথবা, মাঠকর্ম কী? মাঠকর্মের উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
২. মাঠকর্মের নৈতিক উদ্দেশ্যাবলি ও নীতিমালা আলোচনা কর।
৩. বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলো সংক্ষেপে আলোচনা কর।
৪. মাঠকর্ম কী? সমাজকর্মে মাঠকর্ম অনুশীলনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য মাঠকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।
৫. মাঠকর্মের পরিধি লেখ। মাঠকর্ম অনুশীলনের সমস্যাসমূহ বর্ণনা কর।
অথবা, মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলো চিহ্নিত কর। বেসরকারি সংস্থায় মাঠকর্ম অনুশীলনের সমস্যাবলি আলোচনা কর।
৬. মাঠকর্ম অনুশীলনের সমস্যাগুলো চিহ্নিত কর। সমাজকর্মী হিসেবে তুমি কীভাবে এ সমস্যাগুলো সমাধান করবে?
৭. বাংলাদেশে মাঠকর্মের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর।
৮. মাঠকর্ম সংস্থাপনের সাধারণ নির্দেশিকা বর্ণনা কর।
অথবা, ন্যাস্তকরণ কী? মাঠকর্মে শিক্ষার্থীদেরকে ন্যাস্তকরণে কী কী মাপকাঠি অনুসরণ করা হয়? আলোচনা কর।
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা সাজেশন
৯. মাঠকর্মে তত্ত্বাবধান কী? মূল্যায়নের প্রক্রিয়া হিসেবে মাঠকর্মে তত্ত্বাবধানের গুরুত্ব আলোচনা কর।
অথবা, মাঠকর্মে মূল্যায়নের হাতিয়ার হিসেবে তত্ত্বাবধান ব্যাখ্যা কর।
অথবা, তত্ত্বাবধানের কৌশলসমূহ কী? মাঠকর্মে তত্ত্বাবধানের গুরুত্ব ব্যাখ্যা কর।
১০. তত্ত্বাবধান কী? মাঠকর্ম অনুশীলনে তত্ত্বাবধায়কের ভূমিকা আলোচনা কর।
অথবা, তত্ত্বাবধানের সংজ্ঞা দাও। মাঠকর্মে একজন তত্ত্বাবধায়কের ভূমিকা আলোচনা কর।
১১. মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের কার্যসম্পাদনের প্রকৃতি আলোচনা কর।
অথবা, মাঠকর্মে শিক্ষার্থীদের কার্যসম্পাদনের প্রকৃতি বর্ণনা কর।
অথবা, মাঠকর্মে ছাত্র-ছাত্রীদের কার্য সম্পাদনের প্রকৃতি আলোচনা কর।
১২. মাঠকর্ম অনুশীলনে চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা লেখ।
অথবা, চিকিৎসা সমাজকর্ম কী? চিকিৎসা সমাজকর্মের মাঠকর্মীর ভূমিকা আলোচনা কর।
অথবা, হাসপাতাল সমাজসেবা কী? হাসপাতাল সমাজসেবায় মাঠকর্মীর ভূমিকা নির্দেশ কর।
১৩. মনোচিকিৎসা সমাজকর্ম কী? মাঠকর্ম অনুশীলনে একজন মনোচিকিৎসা সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
অথবা, মাঠকর্ম অনুশীলনে একজন মনোচিকিৎসা সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
১৪. সংশোধনমূলক কার্যক্রমে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
অথবা, সংশোধনমূলক কার্যক্রমে মাঠকর্মীর ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর।
১৫. বাংলাদেশে পল্লি/গ্রামীণ জনসমষ্টি উন্নয়নে মাঠকর্মীর কার্যাবলি বর্ণনা কর।
অথবা, গ্রামীণ সমাজসেবা কী? গ্রামীণ সমষ্টি উন্নয়নে মাঠকর্মীর ভূমিকা বর্ণনা কর।
১৬. সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়বদ্ধতা আলোচনা কর।
অথবা, মাঠকর্মে সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক মানদণ্ড ও দায়িত্বাবলি আলোচনা কর।
অথবা, মাঠকর্মে সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বাবলি আলোচনা কর।
Honors 4th year Common Suggestion 2025
১৭. মাঠকর্ম সম্পাদনের পর্যায়গুলো ধারাবাহিকভাবে আলোচনা কর।
১৮. কেস স্টাডি কী? কেস স্টাডির জন্য তথ্য সংগ্রহের উৎস এবং কৌশলের বিবরণ দাও।
১৯. সাক্ষাৎকার কী? একটি সফল সাক্ষাৎকারের কৌশলগুলো উল্লেখ কর।
২০. কেস সংরক্ষণ কী? কেস সংরক্ষণের সীমাবদ্ধতাগুলো আলোচনা কর।
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা স্পেশাল সাজেশন 2025,Honors Field Work Education Suggestion 2025
PDF Download সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা সাজেশন, সমাজকর্ম মাঠকর্ম শিক্ষা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও