প্রশ্ন সমাধান: সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?,সমাজবিজ্ঞান প্রত্যয়টি সর্বপ্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়?,সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কোন সালে ব্যবহৃত হয়?,সমাজবিজ্ঞানের জনক কে?
সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ ব্যবহার করেন।
সমাজবিজ্ঞান প্রত্যয়টি সর্বপ্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর : সমাজবিজ্ঞান প্রত্যয়টি অগাস্ট কোঁৎ এর “কোর্স – ডি- ফিলোসফি পজিটিভ” এর চতুর্থ খণ্ডে প্রথম প্রকাশিত হয় ।
সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কোন সালে ব্যবহৃত হয়?
উত্তর : সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম ১৮৩৯ সালে ব্যবহার করা হয়।
সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর : সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ।
সমাজবিজ্ঞানের পূর্ব নাম কী ছিল?
উত্তর : সমাজবিজ্ঞানের পূর্ব নাম ছিল “সোশ্যাল ফিজিকস”।
সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও? অথবা, সমাজবিজ্ঞান কী?
উত্তর : সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজকাঠামো সম্পর্কে কার্যকরণ সম্পর্কভিত্তিক পাঠ তথা বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ।
ব্যুৎপত্তিগত অর্থে সমাজবিজ্ঞান বলতে কী বুঝ?
উত্তর : ব্যুৎপত্তিগত অর্থে সমাজবিজ্ঞান বলতে সমাজ সম্পর্কিত’ জ্ঞানকে বুঝায়।
Sociology শব্দটির উৎপত্তি কোথা থেকে এসেছে?
উত্তর : ইংরেজি ‘Sociology’ শব্দটি ল্যাটিন ‘Sociols’ এবং গ্রিক ‘Logos’ শব্দ দুটির সমাহারে সৃষ্টি।
Socious এবং ‘Logos’ শব্দ দু’টির অর্থ কী?
উত্তর : আভিধানিক অর্থে ল্যাটিন Socious শব্দের অর্থ সাথী বা সঙ্গী। গ্রিক Logos শব্দের অর্থ আলাপ বা আলোচনা। এ শব্দ দু’টির দ্বারা গঠিত পরিভাষার অর্থ হচ্ছে ‘সমাজ সম্পর্কিত কথাবার্তা।’
“Sociology alone studies social relationships themselves and society itself” সংজ্ঞাটি কে প্রদান করেন?
উত্তর : “Sociology alone studies social relationships themselves and society itself” সংজ্ঞাটি
প্রদান করেন সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ।
কোন সময় পর্যন্ত সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে বিকাশ লাভ করে নি?
উত্তর : উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে বিকাশ লাভ করে নি।
সমাজ কাঠামোর ভিত্তি কী?
উত্তর : সমাজ কাঠামোর ভিত্তি হলো মানব সম্পর্ক।
‘Positive Philosophy’ গ্রন্থটি কত খন্ডে প্রকাশিত হয়?
উত্তর : অগাস্ট কোঁৎ এর Positive Philosophy গ্রন্থটি ১৮৩০ থেকে ১৮৪২ সালের মধ্যে ৬টি খণ্ডে প্রকাশিত হয়।
সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্ক নির্ণয় করেন কে?
উত্তর : সমাজবিজ্ঞানের ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নির্ণয় করেন সমাজবিজ্ঞানী ‘গিডিংস’।
আরো ও সাজেশন:-
সমাজবিজ্ঞানী গিডিংস সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে কী বলেন?
উত্তর : সমাজবিজ্ঞানী গিডিংস সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নির্ণয় করতে গিয়ে বলেন, “সমাজবিজ্ঞানের সাধারণ জ্ঞান নেই এমন ব্যক্তিকে রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে শিক্ষাদানের কাজটি এমন যা নিউটনের গতিসূত্র সম্পর্কে অজ্ঞ ব্যক্তিকে জ্যোতির্বিদ্যা শেখানো কাজের সামিল।”
অগাস্ট কোঁৎ এর দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম উল্লেখ কর।
উত্তর : অগাস্ট কোঁৎ এর রচনাবলির মধ্যে ‘Positive Philosophy” ও Polity উল্লেখযোগ্য ।
অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানকে কয়ভাগে ভাগ করেছেন এবং কী কী?
উত্তর : সমাজ বিশ্লেষণে অগাস্ট কোঁৎ যে পদ্ধতি ব্যবহার করেছেন তাকে বলা হয় Positive method.
দৃষ্টবাদ কী?
উত্তর : দৃশ্যমান বস্তুকে একটা বৈজ্ঞানিক মাত্রায় বিচার বিশ্লেষণ করাকে দৃষ্টবাদ বলা হয়।
অগাস্ট কোঁৎ দৃষ্টবাদকে কয়ভাগে ভাগ করেছেন ও কী কী?
উত্তর : অগাস্ট কোঁৎ দৃষ্টবাদকে তিনটি স্তরে ভাগ করেছেন। যথা : বিজ্ঞানের দর্শন, বিজ্ঞান সম্পাত ধর্ম বা নীতিশাস্ত্র, দৃষ্টিবাদী রাজনীতি।
অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানের ধারাকে কী কী ভাগে ভাগ করেছেন?
উত্তর : অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানের ধারাকে তিনটি ভাগে ভাগ করেছেন। যথা : ধর্মতান্ত্রিক, অধিবিদ্যা ও দৃষ্টবাদী স্তর।
উত্তর : অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করেছেন। যথা : ১. সামাজিক স্থিতি ও ২. সামাজিক গতি।
হার্বার্ট স্পেন্সার এর মতে সমাজ কিভাবে পরিবর্তিত হয়?
উত্তর : হার্বার্ট স্পেন্সারের মতে সমাজ পরিবর্তিত হয়েছে অজৈব থেকে জৈবিক এবং তা থেকে অধিজৈবিক।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
আধুনিক সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর : আধুনিক সমাজবিজ্ঞানের জনক ডুর্খেইমকে বলা হয়।
যান্ত্রিক সংহতি কী?
উত্তর : ডুর্খেইম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতিকে বুঝিয়েছেন, যেখানে সভ্যদের মধ্যে অনন্য সাদৃশ্য বিদ্যমান।
ডুর্খেইমের আত্মহত্যার ধরন কী কী?
উত্তর : ডুর্খেইম আত্মহত্যার ধরনকে তিনভাগে ভাগ করেছেন। যথা : আত্মকেন্দ্রিক আত্মহত্যা, পরার্থমূলক
আত্মহত্যা ও নৈরাজ্যমূলক আত্মহত্যা।
সমাজবিজ্ঞানের পদ্ধতি সংক্রান্ত আলোচনা করতে গিয়ে ওয়েবার কোন ধারণার কথা উল্লেখ করেন?
উত্তর : সমাজবিজ্ঞানের পদ্ধতি সংক্রান্ত আলোচনা ব্যাখ্যা করতে গিয়ে ওয়েবার আদর্শ নমুনা সংক্রান্ত ধারণার
উল্লেখ করেছেন।
ওয়েবার কর্তৃত্বকে কী কী ভাগে ভাগ করেছেন?
উত্তর : ওয়েবার কর্তৃত্বকে তিনভাগে ভাগ করেছেন। যথা : ঐতিহ্য পরম্পরা কর্তৃত্ব, বৈধ যুক্তি সিদ্ধ কৰ্তৃত্ব, সম্মোহনী কর্তৃত্ব।
মার্কসীয় মতে বিপ্লব কত প্রকার ও কী কী?
উত্তর : মার্কসীয় মতে বিপ্লব দু’ধরনের। যথা: বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব ও প্রলেতারিয়েত বিপ্লব।
Marx এর দর্শনের কেন্দ্রবিন্দু কী?
উত্তর : Marx এর দ্বান্দ্বিক বস্তুবাদের তত্ত্বই তাঁর সমগ্র দর্শনের কেন্দ্রবিন্দু।
শ্রেণিসংগ্রাম তত্ত্ব কী?
উত্তর : সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ যখন আপন আপন স্বার্থ সম্পর্কে সচেতন হয়ে উঠে এবং স্বার্থ চরিতার্থ করার জন্য সংগঠন গড়ে তোলে তখনই পরস্পর বিরোধী শ্রেণিসমূহের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এটি সমাজবিজ্ঞানে শ্রেণিসংগ্রাম তত্ত্ব বলে পরিচিত।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে
- স্বল্প বিক্রয়ের সুবিধা লিখ, স্বল্প বিক্রয়ের সুবিধা আলোচনা করো