সমাজ দার্শনিকবৃন্দ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সমাজ দার্শনিকবৃন্দ, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সমাজ দার্শনিকবৃন্দ সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের সমাজ দার্শনিকবৃন্দ সাজেশন ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
সমাজ দার্শনিকবৃন্দ (Social Philosophers) সুপার সাজেশন ২০২৫
Department of : Philosophy & Other Department
Subject Code: 241713
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের সমাজ দার্শনিকবৃন্দ সাজেশন,সমাজ দার্শনিকবৃন্দ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সমাজ দার্শনিকবৃন্দ, অনার্স ৪র্থ বর্ষের সমাজ দার্শনিকবৃন্দ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সমাজ দার্শনিকবৃন্দ সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

সমাজ দার্শনিকবৃন্দ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৫

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে ও কোথায় জন্মগ্রহণ করেন?
অথবা, ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ইবনে খালদুন ১৩৩২ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার তিউনেশিয়ার অন্তর্গত তিউনিস শহরে জন্মগ্রহণ করেন।

২. ইবনে খালদুনের প্রসিদ্ধ দুটি গ্রন্থের নাম লেখ।
অথবা, ইবনে খালদুনের একটি বইয়ের নাম লেখ।
উত্তর : ইবনে খালদুনের প্রসিদ্ধ দুটি গ্রন্থের নাম হলো— ১. কিতাবুল ইবার ও ২. আল রিহালা আল তারিফ।

৩. ‘Muqaddimmah’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : ‘Muqaddimmah’ গ্রন্থের রচয়িতা হলেন ইবনে খালদুন।

৪. অগাস্ট কোঁতের পুরো নাম কী?
উত্তর : অগাস্ট কোঁতের পুরো নাম ইসিডোর মেরি অগাস্ট ফ্রানকোইস জেভিয়ান কোঁৎ।

৫. দৃষ্টবাদ কী?
উত্তর : দৃষ্টবাদ একটি বিজ্ঞানসম্মত মতবাদ, যার লক্ষ্য মানবসমাজের বস্তুগত, বুদ্ধিবৃত্তিক এবং নৈতিকতার উত্তরোত্তর সমৃদ্ধি।

৬. অগাস্ট কোঁতের ত্রয়স্তর কী কী?
উত্তর : অগাস্ট কোতের ত্রয় স্তরগুলো হলো— ১. ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর, ২. অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর ও ৩. দৃষ্টবাদী স্তর।

৭. হার্বার্ট স্পেন্সারের লিখিত একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর : হার্বার্ট স্পেনসারের দুটি গ্রন্থের নাম হলো— 1. The Principles of Sociology, 2. Social Statics.

৮. বিবর্তনবাদের মূল প্রবক্তা কে?
উত্তর : বিবর্তনবাদের মূল প্রবক্তা হলেন চার্লস ডারউইন।

৯. সামাজিক বিবর্তনের প্রবক্তা কে?
উত্তর : সামাজিক বিবর্তনের প্রবক্তা হার্বার্ট স্পেন্সার।

১০. ‘The Poverty of Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Poverty of Philosophy’ গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস।

১১. পুঁজিবাদ কী?
উত্তর : পুঁজিবাদ হচ্ছে ব্যক্তিমালিকানাধীন এক অবাধ উৎপাদন ব্যবস্থা।

১২. বুর্জোয়া কারা?
উত্তর : সমাজের পুঁজিপতি, ধনিক বা এলিট শ্রেণিই বুর্জোয়া।

১৩. পুঁজিবাদী সমাজের শ্রেণিগুলো কী কী?
উত্তর : মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণি হলো— ১. মালিক শ্রেণি ও ২. শ্রমিক শ্রেণি।

১৪. আধুনিক আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : আধুনিক আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

১৫. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।

১৬. ‘Communist Manifesto’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘The Communist Manifesto’ গ্রন্থের রচয়িতা সমাজবিজ্ঞানী কার্ল মার্কস।

১৭. ‘Das Capital’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : ‘Das Capital’ গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস।

১৮. সামাজিক প্রতিষ্ঠানের কয়টি স্তর ও কী কী?
উত্তর : সামাজিক প্রতিষ্ঠানের স্তর তিনটি। যথা : ১. পরিবার, ২. রাষ্ট্র ও ৩. নৃগোষ্ঠী ।

১৯. ‘The Division of Labour in Society’ গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর : ‘The Division of Labour in Society’ গ্রন্থটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম রচনা করেছেন।

২০. সামাজিক সংহতির মূল ভিত্তি কী?
উত্তর : সামাজিক সংহতির মূল ভিত্তি পারস্পরিক সম্পর্ক।

২১. ডুর্খেইমের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক অবদান কোনটি?
উত্তর : ডুর্খেইমের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক অবদান আত্মহত্যা সম্পর্কিত আলোচনা।

২২. এলিট তত্ত্ব কী?
উত্তর : সমাজতাত্ত্বিক প্যারেটো ক্ষমতার পালাবদলে বা পরিবর্তনে শাসনকারী এলিট ও অশাসনকারী এলিটদের ভূমিক যে তত্ত্ব প্রদান করেন তাই এলিট তত্ত্ব।

২৩. ম্যাক্স ওয়েবারের চিন্তাধারায় কীসের দ্বন্দ্ব ছিল?
উত্তর : ম্যাক্স ওয়েবারের চিন্তাধারায় পরিকল্পিত আদর্শগত দ্বন্দ্ব ছিল।

২৪. ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতার প্রধান ধরনগুলো কী কী?
উত্তর : ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতার প্রধান ধরনগুলো হলো— ১. ঐতিহ্য ফর্মুলা কর্তৃত্ব, ২. বৈধযুক্তিসিদ্ধ কর্তৃত ও ৩. সম্মোহনী কর্তৃত্ব।

২৫. আমলাতন্ত্র কী?
উত্তর : আমলাতন্ত্র হচ্ছে একটি পেশাভিত্তিক সংগঠন যা রাষ্ট্রীয় কাঠামোর আবর্তে পরিচালিত প্রশাসনিক কাঠামো।

২৬. আমলাতন্ত্রের জনক কে?
অথবা, আধুনিক আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : আধুনিক আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

২৭. ট্যালকট পারসন্স কোন দেশের সমাজবিজ্ঞানী?
উত্তর : ট্যালকট পারসন্স একজন আমেরিকান সমাজবিজ্ঞানী।

২৮. সামাজিক পরিবর্তন কী?
উত্তর : সমাজের কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে যে আদর্শ, মূল্য এবং নিয়মনীতি সমষ্টিগতভাবে পরিলক্ষিত হয় তাই সামাজিক পরিবর্তন।

২৯. ট্যালকা রসন্স পরিবর্তনকে কী হিসেবে চিহ্নিত করেছেন?
উত্তর : ট্যালকট পারসন্স পরিবর্তনকে একটি প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন।

৩০. ট্যালকট পারসন্সের মতে সমাজ ক্রমান্বয়ে কীভাবে উন্নত হচ্ছে?
উত্তর : ট্যালকট পারসন্সের মতে সমাজ ক্রমান্বয়ে Lower stage থেকে Upper stage এ উন্নীত হচ্ছে।

৩১. Symbol System এর মাধ্যমে কী নির্ধারিত হতো?
উত্তর : Symbol System এর মাধ্যমে ব্যক্তিগত ও সমষ্টিগত বিষয় নির্ধারিত হতো।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

সমাজ দার্শনিকবৃন্দ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৫

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ইবনে খালদুনের আসাবিয়্যাহ তত্ত্বটি ব্যাখ্যা কর।
২. অগাস্ট কোঁতের ত্রয়সূত্র বর্ণনা কর।
৩. অগাস্ট কোঁতের ধর্মতাত্ত্বিক স্তর আলোচনা কর।
৪. দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোঁতের ধারণা ব্যাখ্যা কর।

৫. কোঁতের মতে সামাজিক গতিশীলতা কী?
৬. সমাজ বিজ্ঞানের মূলসূত্র কী?
৭. হার্বাট স্পেন্সারের জৈবিক সাদৃশ্যবাদ ব্যাখ্যা কর।
৮. স্পেন্সারের ক্রিয়াবাদ সম্পর্কিত মতবাদ সংক্ষেপে লেখ।

অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সমাজ দার্শনিকবৃন্দ সাজেশন ২০২৫

৯. নৈতিক সমাজ কাকে বলে?
অথবা, হার্বার্ট স্পেন্সারের নৈতিক সমাজ কী?
১০. মার্কসের উদ্বৃত্ত মূল্যতত্ত্বটি আলোচনা কর।
১১. ডুর্খেইমের যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য দেখাও।
১২. ডুর্খেইমের মতে শ্রমবিভাজন নীতিটি সংক্ষেপে লেখ।
১৩. রেসিডিউস কী?

১৪. প্যারেটো এলিট বলতে কী বুঝিয়েছেন?
১৫. প্যারেটো কেন ইতিহাসকে মূলত চক্রাবর্ত হিসেবে দেখেছেন?
১৬. ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের সংজ্ঞা দাও।

১৭. ওয়েবারের মতে বিভিন্ন ধরনের কর্তৃত্ব কী?
১৮. ট্যালকট পারসঙ্গের সামাজিক ক্রিয়াতত্ত্ব কী?
১৯. সামাজিক ব্যবস্থাতত্ত্ব ব্যাখ্যা কর।

PDF Download সমাজ দার্শনিকবৃন্দ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৫

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ইবনে খালদুনের ইতিহাস তত্ত্ব ব্যাখ্যা কর।
২. ইবনে খালদুনের অনুসরণে সমাজ পরিবর্তনের স্তরগুলো আলোচনা কর।
৩. ইবনে খালদুনের আসাবিয়্যাহ তত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
৪. সমালোচনাসহ অগাস্ট কোঁতের দৃষ্টবাদ ব্যাখ্যা কর।
৫. সমাজ দর্শনে অগাস্ট কোঁতের অবদান সংক্ষেপে বর্ণনা কর।

৬. সামাজিক বিবর্তন ব্যাখ্যায় স্পেন্সারের ‘জৈবিক সাদৃশ্য’ তত্ত্বটি আলোচনা কর।
৭. কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদী তত্ত্বটি আলোচনা কর।
৮. এমিল ডুর্খেইমের আত্মহত্যা তত্ত্বটি ব্যাখ্যা কর।
৯. ডুর্খেইমের আত্মহত্যার শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
১০. রেসিডিউস কী? প্যারেটোর রেসিডিউস এবং ডেরিভেশন সম্পর্কে আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১১. ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
১২. ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৩. সমাজ দর্শনে ম্যাক্স ওয়েবারের অবদান আলোচনা কর।

১৪. ট্যালকট পারসন্সের ক্রিয়াতত্ত্ব ব্যাখ্যা কর।
১৫. ট্যালকট পারসন্সের সামাজিক পরিবর্তন তত্ত্বটি আলোচনা কর।
১৬. ট্যালকট পারসন্সের সামাজিক ব্যবস্থাতত্ত্ব ব্যাখ্যা কর।

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর অনার্স ৪র্থ বর্ষের সমাজ দার্শনিকবৃন্দ স্পেশাল সাজেশন 2025,Honors Social Philosophers Suggestion 2025

Honors 4th year Common Suggestion 2025

আজকের সাজেশস: 2025 অনার্স ৪র্থ বর্ষের সমাজ দার্শনিকবৃন্দ পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ সমাজ দার্শনিকবৃন্দ সাজেশন,

PDF Download সমাজ দার্শনিকবৃন্দ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, সমাজ দার্শনিকবৃন্দ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সমাজ দার্শনিকবৃন্দ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ সমাজ দার্শনিকবৃন্দ সাজেশন, সমাজ দার্শনিকবৃন্দ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment