বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্ন ও উত্তর।
Some important confusing questions and answers in various recruitment exams
.
১.বাংলার প্রথম + শেষ স্বাধীন সুলতান-
= ফকরুদ্দিন মোবারক শাহ +গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
২. বাংলার প্রথম + শেষ স্বাধীন নবাব-
= মুর্শিদ কুলি খান + সিরাজউদ্দৌলা
৩. ভারতবর্ষে + বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠাতা
= মুহম্মদ ঘুরি + ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি
৪. দিল্লির সিংহাসনে আহোরণকারী প্রথম নারী
মুসলিম শাসক = সুলতানা রাজিয়া ।
৫. প্রথম দক্ষিণ ভারত + দাক্ষিণাত্য জয়কারী মুসলমান শাসক-
= আলাউদ্দিন খিলজি + মালিক কাফুর ।
৬. বাংলার সেন বংশের শেষ + সর্ব শ্রেষ্ঠ রাজা-
= লক্ষণ সেন + বিজয়সেন ।
৭.স্পেন বিজয় + সিন্ধু বিজয় কারী প্রথম মুসলিম-
= তারিক + মুহাম্মদ বিন কাশিম।
৮. সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন=১৭বার।
৯. উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন + আফগান সম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন-
= কুতুবউদ্দিন আইবেক + শেরখান বা শেরশাহ।
১০. ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা = বাবর।
১১. বাংলার নাম ‘জান্নাতাবাদ’ দেন = সসকল
১২. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে –
– ভারত (প্রচলিত উত্তর)
– ভুটান (বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী)।
১৩. রঙিন টেলিভিশন হতে যে ক্ষতিকর রশ্মি বের হয়
– গামা রশ্মি (প্রচলিত উত্তর)
– মৃদু রঞ্জন রশ্মি (বৈজ্ঞানিক ব্যাখ্যায়)।
১৪. কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে?
– মাই ডকুমেন্ট (প্রচলিত+ গ্রহনযোগ্য)
– উইন্ডোজ (অধিক গ্রহণযোগ্য)।
১৫. সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে বলা হয়-
– ওয়ার্ক স্টেশন
– হোস্ট (সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে হোস্ট)
১৬. কম্পিউটারের গতি মাপা হয়-
– সেকেন্ড (ভুল)
– ন্যানোসেকেন্ড (সঠিক)
১৭. স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয়-
– ১৭ এপ্রিল, ১৯৭১
– ১০ এপ্রিল, ১৯৭১ (সঠিক)
১৮. ধান গবেষনা ইন্সিটিউট অবস্থিত –
– গাজীপুর (BRRI- বাংলাদেশ )
– ম্যানিলা (IRRI- আন্তর্জাতিক)
১৯. ঢাকা বাংলাদেশের রাজধানী হয়- ৪ বার/৫ বার?
– ৪ বার বাংলার (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭)
– ১ বার বাংলাদেশের (১৯৭১)।মোট ৫বার।
২০. বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩টি/৪টি?
→ ৪টি । ( ।,।। , ? ও !)
২১. চিনি কল ১৫টি/১৭টি?
→ ১৫টি ( অর্থনেতিক সমীক্ষা- ২০১৮)
২২.সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব ব্যবস্থাছিল- – এক মেরুকেন্দ্রিক
– দ্বিমেরু কেন্দ্রিক (সঠিক)
২৩. বিলিরুবিন তৈরি হয়- প্লিহা/ যকৃত?
→ তৈরি হয় যকৃতে, আর সঞ্চিত থাকে প্লীহায়।
২৪.পার্বত্য চট্টগ্রামে উপজাতি বসবাস করে ১১/১২টি
→ ১২টি
২৫ বাংলাদেশে উপজাতির সংখ্যা ৪৫/৪৮ ?
→ ৪৫ টি।
২৬. কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর ছবি আছে? কানাডা/বেলজিয়াম?
→কানাডা ।
২৭. কমনওয়েলথ এর সদস্য ৫২/৫৩ টি?
→ ৫২ টি।
২৮. ইইউ এর বর্তমান সদস্য ২৭/২৮ টি?
→ ২৮টি (যুক্তরাজ্য বেরিয়ে গেলে ২৭ টি হয়ে যাবে)।
২৯. ‘করোনার স্টোন অব পিস’ হাইতিতে /জাপানে?
→ জাপানে। (হাইতিতে আছে করোনার স্টোন চার্চ)।
৩০. যুক্তরাষ্ট্র UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে ১৯৮৪/১৯৮৫?
→১৯৮৫ সালে (ফিরে আসে ২০০৩সালে)।
৩১. হোম পেইজ মানে তথ্য পরিবেশনা/ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?
→তথ্য পরিবেশনা।
৩২. এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি/ বিষুব রেখা?
→বিষুব রেখা।
৩৩. সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
→পদ ৯টি, প্রতিষ্ঠান ৭ টি।
৩৪. মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?
→ সংগ্রহ: চন্দ্রকুমার দে, সম্পাদনা: দীনেশচন্দ্র সেন।
৩৫. সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর বিক্ষেপন/প্রতিসরণ?
→বিক্ষেপন।
৩৬. বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) যে খাতের অবদান সবচেয়ে বেশি- কৃষি/শিল্প/
সেবা?
→সেবা।
৩৭. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
→EU (সবচেয়ে বড় অর্থনৈতিক জোট)
→WTO (সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী)
৩৮. বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক- রবীন্দ্রনাথ ঠাকুর/বিষ্ণু দে?
→রবীন্দ্রনাথ ঠাকুর (বিষ্ণুদে করেন ১৯৫০সালের পরে)
৩৯. ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের যে কবিতার অংশ- সাম্যবাদী/জীবন- বন্দনা?
→জীবন – বন্দনা। (সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”)
৪০. মোট সেক্টর কমান্ডার ছিলেন ১৬ জন/১৯ জন?
– ১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
৪১. বৃহত্তম অর্থনীতির দেশ- USA/China ?
– USA (GDP তে), China (PPP তে)।
৪২. মুসলিম নারী জাগরনের কবি বেগম রোকেয়া/
শামসুন্নাহার?
→ শামসুন্নাহার। (বেগম রোকেয়া কবি ছিলেন না।তিনি ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত)।
৪৩. সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা- কণ্টক/কীট বেশি?
→কণ্টক। (পুষ্প মানে ফুল।ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়)।
৪৪. CPU তে কোনটি থাকে- Register/ Memory
– Register (Register,CPU এর একটা অংশ,যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে)।
৪৫. Control unit -performs mathematical
operations/performs logical operations/directs the movement of electrical সিগ্নালস?
– Performs logical operations
(প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে)
৪৬. ভিটামিন সি বেশি আছে- পেয়ারা/ আমলকি তে?
– আমলকি (প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মি.গ্রাম)
– পেয়ারা (প্রতি ১০০ গ্রামে ২০০ মি.গ্রাম)
৪৭. আপেল এ আছে- ম্যালিক এসিড/স্যালিক এসিড?
উত্তর : ম্যালিক এসিড।
৪৮. সেন্টমার্টিন দ্বীপের আয়তন- ৮ ব.কিমি/৯ ব.কিমি?
উত্তর : ৮ বর্গকিমি (উইকিপিডিয়া)।
৪৯. যে বোমায় মানুষ মরে কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয়না-
নাপাম বোমা/ নিউট্রন বোমা?
উত্তর : নিউট্রন বোমা।
ব্যাখ্যা :
নিউট্রন বোমা : বিজ্ঞানের সর্বশেষ ধ্বংসকারী আবিষ্কার হলো এই নিউট্রন বোমা। তৈরি করেছে যুক্তরাষ্ট আর ফ্রান্স। এর বৈজ্ঞানিক নাম এনহ্যান্স রেডিয়েশন ওয়াপন। নিউট্রন রেডিয়েশন অস্ত্র নামেও পরিচিত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ঘর-বাড়ি, গাছপালার কোনো ক্ষতি করে না। শুধু প্রাণী ধ্বংস করে। এক থেকে দুই কিলোটনের একটি বোমার সাইজ। প্রচণ্ড বিস্ফোরণ আর তাপের সৃষ্টি করে। তাই এটি ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে।
আর অন্য কিছু ধ্বংস করে ১-২ কিলোমিটার ব্যাসার্ধে। মূলত পারমাণবিক বোমার বিকল্প হিসেবেই এটি তৈরি করা হয়েছে তাই এর ধ্বংসলীলা শুধু প্রাণীদের ওপরই হয় তবে অবকাঠামোর কোনো পরিবর্তন করে না। নিউট্রন বোমাতে নিউট্রন আর গামা রশ্মি বের হয়ে আসে। আর গামা রশ্মি বা এক্স-রে যে কোনো প্রাণীর জন্য চরম ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় বের হয়ে আসার কারণে প্রাণীর জৈবিক দেহ মরে যায়। নিউট্রন বোমাতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর লিড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটটিয়াম। ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন এই ধরনের বোমার ধারণা প্রথম দেন। ১৯৬৩ সালে নেভাদার মাটির নিচে প্রথম পরীক্ষা করায়। তবে জিমি কার্টার ১৯৭৮ সালে এর উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮১-তে এর পুনঃউৎপাদন শুরু করেন।
নাপাম বোমা : এটা আগুন সৃষ্টি করে,ভিয়েতনাম যুদ্ধে এই বোমার ব্যাপক ব্যবহার হয়েছিল,এই বোমায় ওখানে গ্রামের পর গ্রাম জ্বলছিল।
৫০. কাজী নজরুল বাকরুদ্ধ হয় ৪০/৪৩ বছর বয়সে?
– ৪৩ বছর। (কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল)।
৫১. ঢাকা সিটিতে আসন সংখ্যা- ১৫ টি/২০ টি?
– ১৫ টি। (ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি)।
৫২. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট ১১টি/১২ টি?
– ১২ টি।
৫৩. মোট বীর উত্তম- ৬৮ জন/ ৬৯ জন?
– ৬৯ জন। (স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮ জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ মরণোত্তর বীর উত্তম পদক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ(২০১০)। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়।
৫৪. ২৫ এপ্রিল,২০১৫ সালে নেপালে ভয়ংকর ভূমিকম্পের মাত্রা ছিল- ৭.৮/৭.৯ ?
-৭.৮। (কিছু জায়গায় ৭.৯ উল্লেখ থাকলেও মূলধারার প্রায় সব মিডিয়াতেই ৭.৮ উল্লেখ আছে)।
বাংলা_সাহিত্য :
……………………………………………………
মানচিত্র (কবিতা): আলাউদ্দিন আল আজাদ।
মানচিত্র (নাটক) : আনিস চৌধুরী।
…………………………………………………?…………
দেনাপাওনা( ছোটগল্প) : রবীন্দ্রনাধ ঠাকুর।
দেনাপাওনা(উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
…………………………………………………
▩ মৃত্যুক্ষুধা(উপন্যাস): নজরুল
▩ জীবনক্ষুধা (উপন্যাস): আবুল মনসুর আহমেদ।
…………………………………………………
জননী (উপন্যাস): মানিক বন্দ্যোপাধ্যায়।
জননী (উপন্যাস): শওকত ওসমান।
…………………………………………………
□ সাম্যবাদী (কবিতা) :কাজী নজরুল ইসলাম
□ সাম্যবাদী (পত্রিকা) :খান মোঃ মঈনুদ্দিন
□ সাম্য (প্রবন্ধ) :বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
…………………………………………………
➳ নীলদর্পণ (নাটক) – দীনবন্ধু মিত্র
➳ নীললোহিত (গল্প) – প্রমথ চৌধুরী
…………………………………………………
☞ রক্তরাগ (কাব্য) -গোলাম মোস্তফা
☞ রক্তকরবী (নাটক) -রবীন্দ্রনাথ ঠাকুর
☞ রক্তাক্ত প্রান্তর (নাটক) – মুনীর চৌধুরী
☞ রিক্তের বেদন (গল্প) – কাজী নজরুল ইসলাম
…………………………………………………
✎ শেষ লেখা (কাব্য) – রবীন্দ্রনাথ ঠাকুর
✎ শেষ প্রশ্ন (উপন্যাস) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
✎ শেষের পরিচয় (উপন্যাস) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
✎ শেষ বিকেলের মেয়ে (উপন্যাস) – জহির রায়হান
✎ শেষ পাণ্ডুলিপি (উপন্যাস) – বুদ্ধদেব বসু
✎ শেষের কবিতা (উপন্যাস) – রবীন্দ্রনাথ ঠাকুর
✎ শেষ সপ্তক – রবীন্দ্রনাথ ঠাকুর
…………………………………………………
পদ্মা মেঘনা যমুনা (উপ.) -আবু জাফর শামসুদ্দীন
পদ্মা নদীর মাঝি (উপন্যাস)- মানিক বন্দ্যোপাধ্যায়
পদ্মাবতী (কাব্য) -আলাওল
পদ্মাবতী (নাটক) – মাইকেল মধুসূদন দত্ত
পদ্মাবতী(সমালোচনামূলক)-সৈয়দ আলী আহসান
পদ্মগোখরা (গল্প) – কাজী নজরুল ইসলাম
পদ্মরাগ (উপন্যাস) – বেগম রোকেয়া
…………………………………………………
গল্পগুচ্ছ, গল্পসল্প (গল্প)- রবীন্দ্রনাথ ঠাকুর
গল্পবীথি, গল্পাঞ্জলি (গল্প)-প্রভাতকুমার মুখোপাধ্যায়
…………………………………………………
■একাত্তরের ডায়রি -বেগম সুফিয়া কামাল
■একাত্তরের দিনগুলি -জাহানারা ইমাম
■একাত্তরের বর্ণমালা -এম আর আখতার মুকুল
■একাত্তরের যীশু -শাহরিয়ার কবির
…………………………………………………
@গীতাঞ্জলি (কাব্য) – রবীন্দ্রনাথ ঠাকুর
@ গীতিবিতান (সঙ্গীত গ্রন্থ) – রবীন্দ্রনাথ ঠাকুর
@গীতালি (সঙ্গীত গ্রন্থ) – রবীন্দ্রনাথ ঠাকুর
@গীতিগুচ্ছ (কাব্য) – সুকান্ত ভট্টাচার্য
…………………………………………………
⇨ সঞ্চয়িতা (কাব্য সংকলন) – রবীন্দ্রনাথ ঠাকুর
⇨ সঞ্চিতা (কাব্য) সংকলন – কাজী নজরুল ইসলাম
⇨ সঞ্চয়ন (কাব্য) – কাজী নজরুল ইসলাম
⇨ সঞ্চায়ন (গবেষণামূলক)–কাজী মোতাহের হোসেন
…………………………………………………
-কবর (কবিতা) – জসীমউদদীন
-কবর (নাটক)- মুনীর চৌধুরী
…………………………………………………
*পথের দাবী (উপন্যাস) -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
*পথের পাঁচালি(উপ+চলচ্চিত্র) -বিভূতিভূষণ+ সত্যজিৎ
…………………………………………………
=কৃষ্ণকুমারী (নাটক) – মাইকেল মধুসূদন দত্ত
=কৃষ্ণচরিত (প্রবন্ধ) – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
=কৃষ্ণকান্তের উইল (উপন্যাস) – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
=কৃষ্ণমঙ্গল (কাব্য) – শঙ্কর চক্রবর্তী
…………………………………………………
★জঙ্গনামা (কাব্য)- দৌলত উজির বাহরাম খান
★জঙ্গনামা (কাব্য)- মুহম্মদ গরীবুল্লাহ
★খোয়াবনামা (উপন্যাস) – আখতারুজ্জামান ইলিয়াস
★সিকান্দারনামা (কাব্য) – আলাওল
★নূরনামা/নসিহৎনামা (কাব্য)- শাহপরান/আ. হাকিম
★আকবরনামা – আবুল ফজল
……………………………………………………………..
অভিযাত্রিক (কাব্য) – বেগম সুফিয়া কামাল
অভিযাত্রিক (উপন্যাস)- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
অভিযাত্রিক (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর
…………………………………………………………………
•অন্নদামঙ্গল (কাব্য)- ভারতচন্দ্র রায় গুণাকর
•সারদামঙ্গল (কাব্য)- বিহারীলাল চক্রবর্তী
•মনসামঙ্গল (কাব্য)- কানাহারি দত্ত
•কালিকামঙ্গল (কাব্য)- রাম প্রসাদ সেন
…………………………………………………………………
√দেয়াল (উপন্যাস)- হুমায়ূন আহমেদ
√দেয়াল (উপন্যাস,মুক্তিযুদ্ধ)- আবুজাফর শামসুদ্দিন
√দেয়ালের দেশ (উপন্যাস)- সৈয়দ শামসুল হক
√কাচের দেয়াল (চলচ্চিত্র) – জহির রায়হান
………..…………………..…………………….
@ সাতটি তারার ঝিকিমিকি -জাহানারা ইমাম
@সাতটি তারার তিমির – জীবনানন্দ দাশ
@সাত সাগরের মাঝি – ফররুখ আহমদ
@সাত ভাই চম্পা – কিশোর কাব্য (নজরুল) কাব্য- (বিষ্ণু দে) কবিতা- ( আশরাফ সিদ্দিকী)
@সপ্তপয়কর- আলাওল
…………………………………………..
দুইবোন (উপন্যাস) – রবীন্দ্রনাথ
দুই সৈনিক (উপন্যাস) -শওকত ওসমান
দুই তীর (গল্প গ্রন্থ) – সৈয়দ ওয়ালীউল্লাহ
দুই হৃদয়ের তীরে (গল্প) – শামসুদ্দিন আবুল কালাম
দুই বিঘা জমি (কবিতা)- রবীন্দ্রনাথ
দুয়ে দুয়ে চার (নাটক) – নীলিমা ইব্রাহিম
আরো দুটি মৃত্যু (গল্প) – হাসান হাফিজুর রহমান
যা যা পড়তে হবে
নিয়োগ সহায়িকা গাইড বই pdf download, Free Job guide books pdf
সাধারণ জ্ঞান থেকে নিয়োগ পরিক্ষায় আসা প্রশ্ন সমাধান
কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড / Current Affairs PDF Download
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
Parts of Speech | প্রশ্ন ও উত্তর লিংক | Abbreviations or Elaboration Terms | প্রশ্ন ও উত্তর লিংক |
Article | প্রশ্ন ও উত্তর লিংক | One word Substitutions | প্রশ্ন ও উত্তর লিংক |
Appropriate Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | English literature | প্রশ্ন ও উত্তর লিংক |
Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | Sentence Correction | প্রশ্ন ও উত্তর লিংক |
Right forms of verb | প্রশ্ন ও উত্তর লিংক | Translation /Vocabulary | প্রশ্ন ও উত্তর লিংক |
Voice | প্রশ্ন ও উত্তর লিংক | Spelling | প্রশ্ন ও উত্তর লিংক |
Narration | প্রশ্ন ও উত্তর লিংক | Synonym-Antonym | প্রশ্ন ও উত্তর লিংক |
Phrase and Idioms | প্রশ্ন ও উত্তর লিংক | Word Meaning | প্রশ্ন ও উত্তর লিংক |
prefix and suffix | প্রশ্ন ও উত্তর লিংক | প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক | শেখ হাসিনা | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | জাতীর ৪ নেতা | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ সেক্টর | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | রােহিঙ্গা সমস্যা | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের জনপদ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক | সংবিধান | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের ভৌগলিক | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক | কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক | উপন্যাস/রচনাসমগ্র | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক | ভাষা আন্দোল | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক | বিখ্যাত স্থান | প্রশ্ন ও উত্তর লিংক |
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব | প্রশ্ন ও উত্তর লিংক | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের চলচ্চিত্র | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) | প্রশ্ন ও উত্তর লিংক | বীজগাণিতিক মান নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা | প্রশ্ন ও উত্তর লিংক | উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
ল.সা.গু, গ.সা.গু | প্রশ্ন ও উত্তর লিংক | ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) | প্রশ্ন ও উত্তর লিংক | আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা | প্রশ্ন ও উত্তর লিংক |
অনুপাত:সমানুপাত | প্রশ্ন ও উত্তর লিংক | গাছের উচ্চতা/ মিনারের উচ্চতা | প্রশ্ন ও উত্তর লিংক |
সংখ্যা পদ্ধতি | প্রশ্ন ও উত্তর লিংক | মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালে প্রশ্ন | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপ ও পরিমান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | প্রশ্ন ও উত্তর লিংক | সেটেলাইট-১ | প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | প্রশ্ন ও উত্তর লিংক | কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি | প্রশ্ন ও উত্তর লিংক | পুরস্কার ও সম্মাননা | প্রশ্ন ও উত্তর লিংক |
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা | প্রশ্ন ও উত্তর লিংক | খেলাধুলা | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলার শাসন আমল | প্রশ্ন ও উত্তর লিংক | জিন-কোষ | প্রশ্ন ও উত্তর লিংক |
ভূপ্রকৃতি ও জলবায়ু | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন রোগব্যাধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিখ্যাত উক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপক যন্ত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | রসায়ন | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম | প্রশ্ন ও উত্তর লিংক | ভূগোল | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস | প্রশ্ন ও উত্তর লিংক | পদার্থ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী | প্রশ্ন ও উত্তর লিংক | জীববিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের মুদ্রা নাম | প্রশ্ন ও উত্তর লিংক | গাণিতিক পরিমাপের একক | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের আলােচিত ঘটনাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | সাধারণ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
সাম্প্রতিক সোস্যাল মিডিয়া | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
Paragraph & Composition | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ, রচনা | উত্তর লিংক |
আবেদন পত্র/ Application form | উত্তর লিংক | প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন