বিষয়: সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন ও উত্তর, ৫০০+ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলী MCQ PDF ডাউনলোড করুণ, বিভিন্ন চাকরীর পরীক্ষাতে থেকে আন্তর্জাতিক বিষয়াবলী
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
ড্রাফটসম্যান
রেনেসাঁ অনেদালন কোথায় শুরু হয়েছিল = ইটালী
২. আন্তর্জাতিক নারী দিবস – ৮মার্চ
৩, নাসা কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র – যুক্তরাষ্ট্র
৪. নিচের কোনটি বাফার স্টেট –
(ক) পানি সুন
(খ) অফিশানিস্তান
(গ) বেলজিয়াম
(ঘ) ফ্রান্স
উঃ (গ)
৫. কোন দেশ থেকে সর্বপ্রথম করোনা ভাইরাসের মিশ্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানাে হয় – দক্ষিণ আফ্রিকা
৬. কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত – নিউইয়র্ক
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
এস্টিমেটর।
৭. সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য প্রদানকারী দেশ ? ইথিওপিয়া
[quads id=4]
৮. BRICS সদর দপ্তর অবস্থিত – সাংহাই
৯. Statue of liberty’ স্থপতির নাম- বার্থোলডি
১০. রাশিয়ার লেলিন প্রান্ত শহরের বর্তমান – সেন্টপিটার্সবার্গ
১১. জাতিসংঘের পরিবেশ রক্ষা করে সংগঠন – UNHCR
১২. ব্রিসবেন কোন দেশের সমুদ্র বন্দর – অস্ট্রেলিয়া
১৩. করােনাভাইরাস রোগের প্রাদুর্ভাব এর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুবরণ কোন দেশ – ব্রাজিল
১৪, আফ্রিদ্রি উপজাতি কোন দেশে বাস করে – পাকিস্তান।
শিক্ষা প্রকৌশল অধিক প্রশ্ন।
উপসহকারী প্রকৌশলী।
১৫. ভারতের সেভেন সিস্টার খ্যাত কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই-নাগাল্যান্ড
১৬. জাতিসংঘের দাপ্তরিক ভাষা – ৬টি
১৭. আয়তনে বিশ্বে ক্ষুদ্রতম দেশ – ভাটিকান সিটি
১৮. নরওয়ের আইনসভার নাম – স্টরটিং
১৯, ইন্টারপােলের সদর দপ্তর – লিও, ফান্স
২০. কোনটি ASIAN এর সদস্য নয়-
(ক) মায়ানমার।
(খ) ভারত
(গ) থাইল্যান্ড
(ঘ) সিঙ্গাপুর
উঃ খ
২১, কোন রাষ্ট্রগুলাে দ্বীপের সমষ্টি
(ক) নেপাল ও জাপান
(খ) জাপান ও ফিলিপাইন
(গ) ঢাকা ও ভুটান
(দ) মায়ানমার ও ভারত
উঃ খ
২২. চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়- ১৯৬২ সালে
২৩. বিশ্বে প্রথম পরিবেশ সম্মেলন – স্টকহোম সম্মেলন
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
২৪. আমাজন বনাঞ্চল বিশ্বের কত শতাংশ অক্সিজেন এর উৎস প্রায় ২০ শতাংশ
২৫. জি-২০ বা Group of twenty কোন ধরনের জোট- অর্থনৈতিক জোট
২৬. হ্যারিপটার সিরিজের লেখক জে কে রাউলিং কোন দেশের নাগরিক- যুক্তরাজ্য
২৭. ২০২১ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের স্বাগতিক দেশ- জাপান
২৮. আয়তনে বৃহত্তম দেশ-রাশিয়া
২৯. ৩ নভেম্বর ২০২০ এ মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- ৫৯তম চতুর্বার্ষিক রাষ্ট্রপতি নির্বাচন।
৩০. কোন দেশ BIMSTEC এর সদস্য
(ক) ভারত
(খ) নেপাল
(গ) পাকিস্থান
(ঘ) বাংলাদেশ
উঃ গ
৩২. এখনো পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সর্বকনিষ্ঠ ব্যক্তি- মালালা ইউসুফজাই
৩১. বর্তমানে তৈল উৎপাদনে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
৩৩. সান ম্যারিনো নামক স্বাধীন দেশটি কোন দেশের অভ্যন্তরে অবস্থিত- ইতালী
৩৪. বিশ্বের কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে – অস্ট্রেলিয়া
৩৫. কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়?
(ক) মেঘালয়
(খ) ত্রিপুরা
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) মণিপুর
উঃ গ
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
উপ-সহকারী পরিচালক
৩৬. Loc (line of control) কোন কোন দেশের সাথে সংযুক্ত-ভারত ও পাকিস্তান
৩৭. মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম- ইরান
৩৮. OIC (ইসলামিক সহযোগীতা সংস্থা) এর প্রধান কার্যালয়- জেদ্দা
৩৯. পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে- প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
ক্রাফট ইন্সট্রাক্টর
৪০. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস- জনসন
৪১. সৌদি আরবের মুদ্রার নাম- রিয়াল
৪২. ক্রেমলিন কোথায় অবস্থিত- মস্কো
৪৩. কোন দেশকে ধীবরের দেশ বলা হয়- নরওয়ে
৪৪. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম- কমলা হ্যারিস
৪৬. বিশ্বকাপ ক্রিকেট কত বছর পর পর অনুষ্ঠিত হয়- ৪ বছর
৪৭. জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
সিনিয়র ইন্সট্রাক্টর
৪৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর- জেনেভা
৪৯. নাচোল বিদ্রোহের নেত্রীর নাম- ইলা মিত্র
৫০. Exclusive economic zone (EEZ) এর দৈর্ঘ্য- ২০০ নটিক্যাল মাইল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
৫১. UNESCO এর সদর দপ্তর- প্যারিস
৫২. চাঁদে অভিযান চালনাকারী ৪র্থ দেশ- ভারত
৫৩. কত সালে বিশ্ব মানবাধিকার সনদ ঘোষিত হয়- ১৯৪৮ সালে
৫৪. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়
(ক) জাপান
(খ) যুক্তরাষ্ট্র
(গ) চীন
(ঘ) ফ্রান্স
উঃ ক
৫৫. SAARC গঠিত হয়েছে- ১৯৮৫ সালে।
বাংলাদেশ কোস্ট গার্ড
উপ-সহকারী প্রকৌশলী
৫৬. এশীয় ব্যাংক এর সদর দপ্তর- ম্যানিলা
৫৭. ফালুজা কোন দেশের সাথে সম্পর্কিত- ইরাক
৫৮. জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ- ভারত
৫৯. এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ- পূর্ব তিমুর
৬০. জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র- দক্ষিণ সুদান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
সিনিয়র টেকনিশিয়ান
৬১. পূর্বের USSR এর পক্ষে কোন রাষ্ট্র ভেটো ক্ষমতার অধিকারী- রাশিয়া
৬২. অস্ট্রেলিয়া শব্দের অর্থ- এশিয়ার দক্ষিণাঞ্চল
৬৩. কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
(ক) ইসরাইল
(খ) পাকিস্তান
(গ) তাইওয়ান
[quads id=2]
(ঘ) ইরাক
উঃ গ
৬৪. ব্রিটেনের রানী যুক্তরাজ্য বা তার নিজ দেশ ব্যতীত অন্য কোন দেশের রাণী হিসেবে বিবেচিত হন- কানাডা
৬৫. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেন- নেবুচাদনেজার
৬৬. ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়েছিল কত সালে- ১৯৮০ সালে
৬৭. আফ্রিকা মহাদেশে উপনিবেশবানী দেশ হিসেবে সর্বশীর্ষে রয়েছে- যুক্তরাজ্য
৬৮. ঘুরাল কোন দেশের পার্লামেন্টের নাম- মঙ্গোলিয়া
৬৯. আমেরিকাকে এশিয়া হতে পৃথক করেছে কোন প্রণালী- বেরিং
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
সহকারী প্রকৌশলী
৭০, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর- জম্মু কাশ্মীর ও বাদাম
৭১. সুইডেন ন্যাটের সদস্য দেশ নয়?
৭২. ‘নিকোবর দ্বীপ’ এর এর মালিকানা কোন দেশের- ভারত
৭৩. কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে- জাপান ও রাশিয়া
৭৪, জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষনাপত্রটি কোন সালে অনুমোদিত হয়- ১৯৪৮ সালে
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর
সহকারী রক্ষনাবেক্ষণ প্রকৌশলী
৭৫, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে – মান্দারিন
৭৬. আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ার এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার- ফজলুর রহমান খান
৭৭. কোন প্ৰনালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে- জিব্রাল্টার
৭৮. বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়- ব্রাজিলে
৭১. জাস্টিস ওয়ার অবস্থিত- সৌদি আরব
৮০, ইসলামি উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর- জেদ্দা
৮১, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা চিহ্নিত লাইন- ভারত ও চীন
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
এস্টিমেটর
৮২. জার্মানি দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
৮৪. কোন নদীটি ভারতের বরাক নদী থেকে উৎপন্ন হয়েছে- সুরমা নদী
৮৫. মানাওয়া কোন দেশের রাজধানী- নিকারাগুয়া
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
৮৬. ২০২৩ সালে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে- চীন
৮৭, মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে- ১৯৮২ সালে
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
৮৮. গোল্ডেন ট্রায়াঙ্গল যেসব দেশ নিয়ে গঠিত- মিয়ানমার, থাইল্যান্ড, লাওস
৮৯. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম- ভুটান
১০. আফ্রিকার বৃহত্তম দেশ- আলজেরিয়া
৯১.১০নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
৯২. আধুনিক তুরস্কের জনক- কামাল আতাতুর্ক
১৩. আন্তর্জাতিক ওজোন দিবস- ১৬ সেপ্টেম্বর
৯৪, মুসলমান ও পৌত্তলিকদের মধ্যে “মদিনা সনদ’ স্বাক্ষরিত হয়- ৬২২ খ্রিস্টাব্দে
৯৫. মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়- ফ্রান্স
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়
শ্রম পরিদর্শক সেফটি
৯৬. পৃথিবীর বৃহত্তম মহাসাগর- প্রশান্ত মহাসাগর
৯৭. সূর্যোদয়ের দেশ- জাপান
১৮. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে
৯৯, ভারতের রাষ্ট্রপতির নাম- রামনাথ কোবিন্দ
১০০, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়- ১৯১৪ সালে
১০১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা- ৫টি
১০২, এশিয়া মহাদেশের রাষ্ট্রের সংখ্যা- ৪৪টি
১০৩. কোন দেশের পতাকা অর্ধনমিত হয় না- সৌদি আরব
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
সহকারী প্রকৌশলী
১০৪. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় কোন তারিখে- ১৫ সেপ্টেম্বর
১০৫, রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল- বলশেভিক পার্টি
১০৬. Operation desert storm কী- উপসাগরীয় ১৯৭১ সালের যুদ্ধ
১০৭, জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা- ৬টি
১০৮, ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা- ইন্দোনেশিয়া
১0p, PLO কোন সালে গঠিত হয়- ১৯৬৪ সালে
১১০. কোন খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে- পানামা খাল
১১১. নাগানো কারাবাখ কীসের নাম- ছিটমহল
১১২. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি
১১৩, জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ- ইন্দোনেশিয়া
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১১৪. ফ্রান্স দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
১১৫. বর্তমানে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন- ইংল্যান্ড (2019)
১১৬, লুভর মিউজিয়াম অবস্থিত- প্যারিস
১১৭. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত অবস্থিত- নেদারল্যান্ড
১১৮. প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে কাটি রাষ্ট্র হয়েছে- ১৫টি
১১৯. কিউবার রাজধানীর নাম- হাভানা
১২০, আরব বসন্ত উত্থান কোন দেশ হতে হয়েছিল- তিউনিসিয়া
১২১. মালয়েশিয়ার মুদ্রার নাম- রিংগিত
১২২. ২০২২ ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে- কাতার
১২৩, উলানবাটোর কোন দেশের রাজধানী- মঙ্গোলিয়া
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১২৪, ইয়াসির আরাফাত কোন দেশের অধিবাসী ছিলেন- প্যালেস্টাইন
১২৫, কুয়েতের মুদ্রার নাম- কুয়েতি দিনার
১২৬. কোন নদীটি ভারতের বরাক নদী থেকে উৎপত্তি হয়েছে- সুরমা
১২৭, মানাওয়া কোন দেশের রাজধানী- নিকারাগুয়া
১৩০. ইউরোপের সর্ব উত্তরের দেশ- নরওয়ে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১৩১. পৃথিবীর গভীরতম মহাসাগর – প্রশান্ত মহাসাগর
১৩২, সুয়েজখাল অবস্থিত- মিশর
১৩৩, ফোর্স এস্টেট বলতে বুঝায়- সংবাদপত্র
১৩৪, স্থপতি এফআরখান কোন টাওয়ার এর স্থপতি- সিয়ার্স টাওয়ার
১৩৫, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে- পানামা খাল
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১৩৬. ফ্রান্স দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
১৩৭, নেলসন ম্যান্ডেলা কোন দেশের- দক্ষিণ আফ্রিকা
১৩৮. মঙ্গোলিয়ার রাজধানী- উলানবাটোর
১৩৯. মালয়েশিয়া দেশটি BIMSTEC এর সদস্য
১৪০. OPEC এর প্রধান কার্যালয়- ভিয়েনা
১৪১. ইতালির মুদ্রার নাম- ইউরো
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
উপজেলা সহকারী প্রকৌশলী
১৪২. আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বরাবর কল্পনা করা হয়- ১৮০° বরাবর
১৪৩, উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত- দক্ষিণ আফ্রিকা
১৪৪. কোন প্রনালি আফ্রিকা মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে- জিব্রাল্টার প্রনালী
সড়ক ও জনপথ অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১৪৫, বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী পৃথিবীর শীর্ষ অর্থনৈতিক শক্তিধর দেশের নাম- যুক্তরাষ্ট্র
১৪৬, ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে- ফ্রান্স
১৪৭, বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে- মিশর
১৪৮, জাতিসংঘের বর্তমান মহাসচিব- অ্যান্টনিও গুতেরেস
১৪৯. লোকসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র- চীন
১৫০, হ্যালং বে কোন দেশে অবস্থিত- ভিয়েতনাম
১৫১. আল-জাজিরা কোন দেশের টিভি চ্যানেল- কাতার
১৫২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা- ১৫টি
১৫৩. কতসালে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়- ১৯০১ সালে
১৫৪, কাতালোনিয়া কোন দেশে অবস্থিত- স্পেন
প্রতাতত্ত্ব অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী
১৫৫. জাইকা কোন দেশের সংস্থা- জাপান
১৫৬. জাপান দেশটি BRICS এর সদস্য নয়।
১৫৭. জাতিসংঘের কোন সংস্থাটি জনসংখ্যা নিয়ে কাজ করে- UNFPA
১৫৮, ব্রিটিশ পার্লামেন্টের নাম- হাউজ অব কমন্স
১৫৯. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ- ৪ বছর
১৬০, আরব বসন্ত সূচনা হয়- তিউনিসিয়া
১৬১. আলেপ্পো শহরটি অবস্থিত- সিরিয়া
১৬২. আয়তনে পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান
১৬৩. বিশ্বের বৃহত্তম দেশ- রাশিয়া
১৬৪, NATO কোন ধরনের জোট- সামরিক
১৬৫. উরুগুয়ের রাজধানী- মন্টিভিডিও
প্রত্নতত্ত্ব অধিদপ্তর
এস্টিমেটর
১৬৬. সার্কের সচিবালয় অবস্থিত – কাঠমুণ্ডু
16৭. UNESCO প্রধান কার্যালয়- প্যারিস
১৬৮, টিপাইমুখ ভারতের কোন রাজ্যে- মণিপুর
১৬৯. ভারতের কোন বাঙ্গালি রাষ্ট্রপতিকে ভারতরত্ব উপাধি দেওয়া হয়েছে- প্রণব মুখার্জি
১৭০, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন- ২৭০টি
১৭১. তাস কোন দেশের সংবাদ সংস্থা- রাশিয়া
১৭২, লন্ডনে ১১নং ডাইনিং স্ট্রিটে কে বাস করেন- ব্রিটিশ চ্যান্সেলর অব এক্সচেকার
BRICS এর সদস্য দেশের সংখ্যা- ৫টি
১৭৪. রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব কোন সালে সংগঠিত হয়- ১৯১৭ সালে
১৭৫, রাশিয়ার মহাকাশ উৎক্ষেপন কেন্দ্র ‘বাইকনুর কসমোড্রম’ অবস্থিত- কাজাকিস্তান
১৭৬. পৃথিবীর সবচেয়ে বড় ও গভীরতম হ্রদ- কাস্পিয়ান হ্রদ
নৌপরিবহন মন্ত্রণালয়
উপ-সহকারী প্রকৌশলী
১৭৭. ISO এর পূর্ণরূপ International organization for standardization
১৭৮, সেনেগাল কোন মহাদেশে অবস্থিত- আফ্রিকা
১৭৯, আধুনিক সভ্যতার ভিত্তি- লৌহ
১৮০, ইথিওপিয়া এর পূর্বনাম- আবিসিনিয়া
১৮১. সার্কের বর্তমান দেশের সংখ্যা- ৮টি
১৮২, আলফ্রেড নোবেল আবিষ্কার করেন- ডিনামাইট
কারিগরি শিক্ষা অধিদপ্তর
জুনিয়র ইন্সট্রাক্টর
১৮৩, জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর- টোকিও
১৮৪, ২০১০ সালে ব্রিটেনের নাইট উপাধি পান- ফজলে হাসান আবেদ
১৮৫, মাদার তেরেসার জন্মস্থান- আলবেনিয়া
বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
[quads id=4]
১৮৬, মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী- টুংকো আব্দুল রহমান
১৮৭, পক প্রনালি কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলংকা
১৮৮. ফরাসী বিপ্লব কোন সালে সংগঠিত হয়- ১৭৮৯ সালে
ডাক অধিদপ্তর
এস্টিমেটর
১৮৯, ইন্দোনেশিয়ার মুদ্রার নাম- রুপিয়া
১৯০, আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত- ভূমধ্যসাগর
১৯১, কানাডার প্রধানমন্ত্রী- জাস্টিন ট্রুডো
১৯২, তুন্দ্রা অঞ্চল কোন দেশে অবস্থিত- রাশিয়া।
১৯৩, জার্মানির চ্যান্সেলরের নাম- ওলাফ সলৎস
১৯৪, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা- ৫টি
ডাক অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১৯৫, আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী- ত্রিপুরা
১৯৬, হোক্কাইডো দ্বীপটি কোন দেশে অবস্থিত- জাপান
১৯৭. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর- রোম
১৯৮. আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত- প্যারিস
১৯৯, ইউরোপীয়ান ইউনিয়নের সদর দপ্তর- ব্রাসেলস
২০০.। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগীতা ২০২২ তে মোট কতটি দেশ অংশ নিবে- ৪৮টি
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২০১. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র- রাশিয়া
২০২, কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়- নরওয়ে
২০৩, সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত- ভারত
গণপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২০৪. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল- ব্রটেন
২০৫. হামবুর্গ কোন দেশের সমুদ্রবন্দর- জার্মানি
২০৬. হাউজ অব কমন্স কোন দেশের পার্লামেন্ট- যুক্তরাজ্য
২০৭, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের- ভারত
২০৮. ডং কোন দেশের মুদ্রা- ভিয়েতনাম
২০. স্ক্যান্ডিনেভিয়ান দেশ- ডেনমার্ক
২১. ম্যাপল পাতার দেশ- কানাডা
২১১. বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা- এ.এফ.পি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
২১২, গণতন্ত্রের সূচনা হয়- গ্রিসে
২১৩. ILO এর সদর দপ্তর- জেনেভা
২১৪, বিশ্বের বৃহত্তম হ্রদের নাম- কাস্পিয়ান সাগর
২১৫, ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করে কোন সংস্থা- UNESCO
২১৬. প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়- ঢাকা
২১৭, শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ হতে- নরওয়ে
বিপিএসসি প্রিলিমিনারি
উপ-সহকারী প্রকৌশলী
২১৮. KYTO Protocol কোন দেশে স্বাক্ষরিত হয়- জাপান
২১৯, লেবাননের রাজধানীর নাম- বৈরুত
গণপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২২০, ইস্তাম্বুল কোথায় অবস্থিত তুরদে
২২. OIC এর সদর দপ্তর- জেদ্দা
২২২. ভারতের প্রধানমন্ত্রীর নাম- নরেন্দ্র মোদী
২২৩, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
২২৪. SAARC এর পূর্ণরূপ South asian association for regional cooperation.
স্বাস্থ্য অধিদপ্তর
সহকারী প্রকৌশলী
২২৫. বেরিং প্রনালি কোন দুটি মহাদেশকে পৃথক করেছে- এশিয়া ও আমেরিকাকে
২৬. UNHCR এর সদর দপ্তর – জেনেভা
২২৭, বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
২২৮. সিঙ্গাপুর BRICS ভূক্ত দেশ নয়।
২২৯. BIMSTEC এর সদস্য- পাকিস্তান
২৩০. বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান- ২১মার্চ
বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২৩১. গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস- দক্ষিণ কোরিয়া
২৩২. ADB এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮টি
২৩৩. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়- ১৯১৮ সালে
২৩৪. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ- রাশিয়া।
২৩৫. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী- রায়ান জিংকে। (২০২২)
২৩৬. ভারতের মোট রাজ্যের সংখ্যা- ২৮টি
বিপিএসসি প্রিলিমিনারি
উপ-সহকারী প্রকৌশলী
২৩৭. গ্রিনিচ মানমন্দির অবস্থিত- যুক্তরাজ্য
২৩৮, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি- জর্জ ওয়াশিংটন
২৩৯, ইউনেস্কো কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করে- ১৯৯৯ সালে
২৪০. বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক- মরক্কো
২৪১. Greenpeace কী? পরিবেশবাদী সংগঠন
কারিগরি শিক্ষা অধিদপ্তর
২৪২. ADB সর্বশেষ সদস্য দেশ- নিউয়ে (বিঃ দ্রঃ- দেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবি‘র সদস্য পদ লাভ করে।)
২৪৩. বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস- ৮মে
২৪৪. আমাজন অঞ্চল কোথায়- দক্ষিণ আমেরিকা
২৪৫. ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত- এশিয়া ও ইউরোপ
২৪৬. অস্ট্রিয়া ন্যাটোর সদস্য নয়।
২৪৭, উত্তর কোরিয়া বার্তা সংস্থার নাম- কে সি এন এ
২৪৮. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন- নিরাপত্তা পরিষদ
২৪৯ সদস্য হিসাবে আফগানিস্তান সার্কে যোগদান করে- ২০০৭ সালে
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২৫০, জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে- মালদ্বীপ
২৫১. বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্ৰহ দেশ- ডেনমার্ক
২৫২, সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ- রাশিয়া
২৫৩, নেপালের সর্বশেষ রাজা ছিলেন- জ্ঞানেন্দ্র
২৫৪, কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তৈলের মূল্য নিয়ন্ত্রন করে- OPEC
২৫৫, ভারত পাকিস্তান চালুকৃত ট্রেনের নাম- সমঝোতা এক্সপ্রেস
স্বাস্থ্য অধিদপ্তর
সহকারী প্রকৌশলী
২৫৬. NASA সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
২৫৭, ধরিত্রি সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়- রিও ডি জেনিরিও
২৫৮. মাহাথির মোহাম্মদ কোন সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন- ১৯৮১ সালে
২৫৯. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয়?
(ক) IBRD
(খ) IDA
(গ) IMF
(ঘ) IFC
উঃ গ
২৬০, জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট
২৬১, পারুণা কোন দেশের বিমান সংস্থা- ইন্দোনেশিয়া
২৬২, ফেয়ার ফ্যাক্স গোয়েন্দা সংস্থা
২৬৩. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়- নালন্দা বিশ্ববিদ্যালয়
২৬৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি- বিজয় লক্ষী পণ্ডিত
সড়ক ও জনপথ অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২৬৫. পোর্ট ব্লেয়ার কী- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
সড়ক ও জনপথ অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২৬৬. ভারতে প্রথম লোকসভা গঠিত হয়েছিল- ১৯৫২ সালে
২৬৭, টুপাক আমারু কী- পেরুর বামপন্থি গেরিলা সংগঠন
২৬৮, এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭০ সালে
২৬৯. চীন লীগ অব নেশনস’ এর সদস্য না।
২৭০, গ্যাট বাণিজ্য আলোচনা প্রথম শুরু হয়- ১৯৪৭ সালে
২৭১. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়- লন্ডন
২৭২, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন- নির্মণীয়
২৭৩. জার্মানিতে ঐতিহাসিক বার্লিন দেয়াল তৈরি করা হয়- ১৯৬১ সালের ১৩ আগস্ট
কারিগরি শিক্ষা অধিদপ্তর
জুনিয়র ইন্সট্রাক্টর
২৭৪, টুপাক আমারু একটি গোতলা সংগঠনের নাম
২৭৫. জাতিসংঘ কোন তারিখে ফিলিস্থিনী দিবস পালন করে- ২৯ নভেম্বর
২৭৬. বুরকিনা ফাসো নামক দেশটির আগের নাম- আপার ভোল্টা
২৭৭, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন- দি অপিনিয়ন
গণপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২৭৮, হিমালয়ের অপর প্রান্তে ভারত ও চীনের সীমানা নির্দেশক আন্তর্জাতিক সীমারেখা -ম্যাকমোহন লাইন
২৭৯. কোনটির নামানুসারে ইকুয়েডর নামকরণ হয়েছে- বিষুব রেখা
২৮০, সিনফেইন কোন দেশের গেরিলা সংগঠন- আয়ারল্যান্ড
২৮১, জাতিসংঘের কার্যকর ভাষা- ২টি
২৮২. কোন দেশে মন্ত্রীগণ পালাক্রমে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে- সুইজারল্যান্ড
২৮৩, বুশ হাউজ কী- বিবিসি এর কার্যালয়
২৮৪, এরোফ্লট কোন দেশের বিমান সংস্থা- রাশিয়া
২৮৫. গায়না আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত।
২৮৬, সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি প্রজাতন্ত্রের সৃষ্টি হয়েছে- ১৫টি
২৮৭, তিয়েনআনমেন স্কয়ার অবস্থিত- বেইজিং
২৮৮. কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে- ৫১টি
২৮৯, ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- মিশর ও ইসরাইলের মধ্যে
২৯০, প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়- ১৮৯৬ সালে
২৯১. কোন সালে ফুটবল খেলায় খেলোয়াড়দের জার্সিতে নাম্বার লাগানো প্রথা শুরু হয়- ১৯১১ সালে
২৯২, ‘টেনজে’ কোন দেশের মুদ্রার নাম- কাজাকিস্তান
২৯৩, সুমাত্রা ও জাভার মধ্যে অবস্থিত প্রনালি- সান্দা
২৯৪. IMF বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়।
২৯৫. মানবাধিকারে সর্বজনীন ঘোষনাপত্রে মোট কতটি ধারা রয়েছে- ৩০টি
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
২৯৬, জো বাইডেন আমেরিকার কততম প্রেসিডেন্ট- ৪৩তম
২৯৭; জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন – দ্যাগ হ্যামার শোল্ড
২৯৮, আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস – ২১ মার্চ
২৯৯, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ- মিশর
৩০০. UNICEF এর সদর দপ্তর- নিউইয়র্ক
৩০. স্বর্ণ্নগরী বলা হয়- জোহানেসবার্গ
সড়ক ও জনপথ অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩০২. চেরোনোাবিলে ভয়াবহ পারমানবিক দুর্ঘটনা কত সালে ঘটে- ১৯৮৬ সালে
৩০৩, স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল- অস্ট্রেলিয়া
৩০৪, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী- শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)
৩০৫. একজন রাজনীবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন- উইন্সটন চার্চিল
৩০৬, সীমান্ত গান্ধী নামে পরিচিত- খান আব্দুল গাফ্ফার খান
৩০৭, বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত- বেলজিয়াম
৩০৮, ওপেকভুক্ত একমাত্র অনারব এশিয়া দেশ- ইন্দোনেশিয়া
৩০৯, ব্রিটেনের নিকট থেকে কত সালে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে- ১৯৫৭ সালে
৩১০, আনুষ্ঠানিকভাবে লুই জার্মানি কত সালে একত্রিত হয়- ১৯৯০ সালে
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
৩১১. OPEC গঠিত হয়- ১৯৬০ সালে
৩১২. বার্মার নাম কত সালে মায়ানমারে পরিবর্তিত হয়- ১৯৮৯ সালে
৩১৩. সাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম- ইরান
৩১৪, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমন করেছিল কোন দেশ- জাপান
৩১৫. জাতিসংঘ কতটি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করে- ৫১টি
৩১৬. ইসরাইল রাষ্ট্র স্থাপিত হয়- ১৯৪৮ সালে
৩১৭. পূর্ব তিমুর এর বর্তমান নাম- তিমুরলেস্তে
৩১৮. টাইটানিক কত সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়- ১৯১২ সালে
সড়ক ও জনপথ অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩১৯. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়- কাঠমুণ্ডু
৩২০. সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- নয়াদিল্লি
৩২১, নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ- চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
গণপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩২২. বর্তমান বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফা এর উচ্চতা- ৮২৮ মিটার
সড়ক ও জনপথ অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩২৩ বিখ্যাত সামুরাই শব্দটি ব্যবহৃত হয়- জাপান
৩২৪, অংসান সুচির রাজনৈতিক দল- ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসি
৩২৫. কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? তুরস্ক
৩২৬. ডটার অব দি ইস্ট বলা হয়- বেনজীর ভুট্টো
৩২৭. কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয়- বিশ্ব উচ্চতা হ্রাস
৩২৮, স্ট্যাচু অব লিবার্টি অবস্থিত- নিউইয়র্ক
৩২. FAO এর সদর দপ্তর- রোম
৩৩০. কোন শহর মুসলমান, খ্রিস্টান ও ইয়াহুদিগন কর্তৃক সমভাবে সমাদৃত- জেরুজালেম
৩৩১. বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর- লিওনার্দো দা ভিঞ্চি
৩৩২. FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা- যুক্তরাষ্ট্র
৩৩৩. শিল্পবিপ্লব সর্বপ্রথম শুরু হয়- ইংল্যান্ডে
৩৩৪, হোয়াইট হল অবস্থিত- যুক্তরাজ্য
গণপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩৩৭. বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ- ভুটান
৩৩৮, ফাংকফুর্ট শহরটি- বিখ্যাত বইমেলা
৩৩৯. ব্লাকক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী- ভারত
৩৪০. ইয়াসির আরাফাত কত সালে PLO চেয়ারম্যান হন -১৯৬৯ সালে
৩৪১. সাত পাহাড়ের দেশ- রোম
৩৪২. যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম- হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
৩৪৩. থাইল্যান্ডের মুদ্রার নাম- বাদ
৩৪৪. বিশ্বব্যাংকের সদর দপ্তর- ওয়াশিংটন
৩৪৫. জিব্রাল্টার সংলগ্ন দেশ- মরক্কো ও স্পেন
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
ড্রাফটসম্যান
১. ভাসানচরে রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলার অন্তর্গত- নোয়াখালী
২. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে – ২১ (ক)
৩. ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত- বাংলাদেশ
৪. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতির নাম- লুই আই কান
৬. প্রাচীন শহর পুণ্ড্রনগর অবস্থিত- বাংলাদেশে (মহাস্থানগড়, বগুড়া)
৭. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী ২য় দেশ- ভারত
৮. শালবন বিহার কী- বৌদ্ধ বিহার
৯. রূপকল্প ২০৪১ বাস্তবায়নের সময়কাল- ২০২১-২০৪১
১০. শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান করে জুলিও কুরি পুরস্কার পান- ১৯৭৩ সালের ২৩মে
১১. বাংলাদেশের সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে- ৮টি
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
এস্টিমেটর
১২. রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ কি পরিমান বিদ্যুৎ উৎপাদন হবে- ২৪০০ মে.ওয়াট
১৩. বাংলাদেশ সংবিধান প্রনয়ন কমিটির সদস্য সংখ্যা -৩৪জন।
১৪. খুমি উপজাতির বাস কোন জেলায়- বান্দরবান (মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বোম, খেয়াং, চাক, পাংখো ও তংচংগ্যা উপজাতি বাস করে)।
১৫. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষনা করা হয়- ৩মার্চ ১৯৭১ সালে
১৬. সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল- গৌড়
১৭. বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মান ও মেরামত কারখানা- খুলনা শিপইয়ার্ড
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
সহাকারী প্রকৌশলী
১৮. মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন- আব্দুর মান্নান
১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৭মার্চের ভাষন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত আছে- ৫ম
২০. বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান- স্পিকার
২১. কত তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়- ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯
২২. রাতারগুল কোথায় অবস্থিত- গোয়াইনঘাটে
২৩. বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা- বাসস
২৪. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিবৃত হয়েছে – দ্বিতীয়
২৫. বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহন করেন- ১৭ এপ্রিল
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
উপসহকারী প্রকৌশলী
২৬. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট কতটি ভাগ রয়েছে- ১১টি
২৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন শহীদকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে- ৭জন
২৮. মুজিবনগর সরকার শপথ গ্রহন করে বৈদ্যনাথ তলার- আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১
২৯. মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের এলাকাগুলো মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিলো- ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে.
৩০. মহামান্য হাইকোর্টকে মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে ক্ষমতা দেয়া হয়েছে- ১০২ নং
৩১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষনা সংবিধানের কত নং তফসীলে আছে- ৬ষ্ঠ তফসিলে
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
উপ-সহকারী পরিচালক
৩২. বরিশালের প্রাচীন নাম- চন্দ্রদ্বীপ
৩৩. বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করে-ন ফখরুদ্দিন মোবারক শাহ
৩৪. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত- দিনাজপুর
৩৫. মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়- শেখ হাসিনা
৩৬. বাংলাদেশের সংবিধানের মোট কয়টি অনুচ্ছেদ আছে- ১৫৩টি
৩৭. টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে- সুরমা
৩৮. ইনডেমনিটি অধ্যাদেশ কোন সালের কত তারিখ বাতলি হয়- ১২ নভেম্বর ১৯৯৬
৩৯. কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম করে নির্মিত হয়- ২৩ ফেব্রুয়ারী ১৯৫২
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
ক্রাফট ইন্সট্রাক্টর
৪০. বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকার- ড. শিরীন শারমিন চৌধুরী
৪১. বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়- ১৫ আগস্ট
৪২. বাংলাদেশে সমুদ্রবন্দর- ৩টি
৪৩. পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল- ৩০৯টি
৪৪. বাংলাদেশে জেল হত্যা দিবস- ৩ নভেম্বর
৪৫. বাংলাদেশের জাতীয় পাখি- দোয়েল
৪৬. বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করা হয়- ২৬ মার্চ
৪৭. বাংলাদেশের ভাষা আন্দোলনে শহিদ হয়েছেন- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আমরা পাঁচজন শহিদের নাম বেশি শুনতে পাই: সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর।
৪৮. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন- চতুর্দশ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
সিনিয়র ইন্সট্রাক্টর
৪৯, বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি কোথায় ঘোষনা করেছিলেন- লাহোর
৫০. বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে- ২০২৬ সালে।
৫১. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়- বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
৫২. মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল- ঢাকা
৫৩. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে- অর্থ সচিব
৫৪. হালদা নদী কিসের জন্য বিখ্যাত- মাতৃ মৎস ভাণ্ডার
৫৫. নির্মানাধীন পদ্মা সেতু স্প্যান সংখ্যা- ৪১টি (উদ্বোধন ২৫ জুন ২০২২)
৫৬. কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে শনাক্ত হয়- ৮মার্চ ২০২০
৫৭. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ. এস. ওডারল্যান্ড কোন দেশের নাগরিক- অস্ট্রেলিয়া
৫৮. বঙ্গবন্ধু টি- ২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল- ৫টি
৫৯. বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে- অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোডিশিল্ড
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
সহকারী প্রোগামার
৬০. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ বর্ণিত আছে- দ্বিতীয় ভাগ
৬১. কোন ঘটনার জন্য ১৭৫৭ সালে ঐতিহাসিকভাবে বিখ্যাত- পলাশীর যুদ্ধ
৬২. পাকিস্তান গনপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে প্রথম উত্থাপন করেছিলেন- শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
৬৩. বাংলাদেশের মানুষের খাদ্যে প্রানীজ আমিষের কত অংশ মাছ থেকে যোগান আসে- ৬০%
৬৪. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬৫. শালবন বিহার কোন জেলায় অবস্থিত- কুমিল্লা
৬৬. বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে- মৌলভীবাজার
৬৭. বাংলাদেশে জাইকা কোন বিষয়ের উপর কাজ করছে- সার্বিক উন্নয়ন
৬৮. কোন স্থানটি বাংলাদেশের ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা নয়- চলনবিল
৬৯. মহান মুক্তিযুদ্ধকালে ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল- ২নং
৭০. পায়রা সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত- পটুয়াখালী
৭১. বাংলাদেশে ই-পাসপোর্ট কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে- ৩৮টি
বাংলাদেশ কোস্ট গার্ড
উপ-সহকারী প্রকৌশলী
৭২. কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে? রাঙামাটি ( বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২ টি। ভারতের সাথে ৩০ টি, মায়ানমারের সাথে তিনটি)।
৭৩. জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়- একুশে পদক
৭৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও কোন দেশটি ব্যাপকভাবে সহযোগিতা করেছে- রাশিয়া
৭৫. ‘ফণী’ ঘূর্নিঝড় আঘাত হেনেছিল কোন কোন দেশে – ভারত ও বাংলাদেশ
৭৬. রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায়- বাগেরহাট
৭৭. রামসার এলাকা ভুক্ত স্থান কোনটি? টাঙ্গুয়ার হাওর
৭৮. বাংলাদেশের কোন নাগরিক সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন- অধ্যাপক আনিসুজ্জামান
৭৯. মুজিবনগর দিবস পালন করা হয়- ১৭ এপ্রিল
৮০, সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত- বঙ্গোপসাগর
৮১. বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠান- বিশ্বব্যাংক
৮২. এশিয়া প্যাসিফিক রিজিয়ন হতে কোন দেশ ২০২০-২০২২ সালের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে- বাংলাদেশ
পরিবেশ,বন,জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
সিনিয়র টেকনিশিয়ান
৮৩. SDG এর GOAL এবং Target এর সংখ্যা – ১৭ ও ১৬৯টি
৮৪. টাংগুয়ার হাওরকে বিশ্ব ঐহিহ্যের অংশ কেন বলা হয়- বিভিন্ন জলজ উদ্ভিদ ও জীব বৈচিত্র্যের জন্য
৮৫. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে- ৭ম
৮৬, বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়- ১৯৭৪ সালে
৮৭. বরেন্দ্র এলাকা বলতে বর্তমানে কোন অঞ্চলকে বুঝায়- রাজশাহী
৮৮. সুধারাম বাংলাদেশের কোন জেলার পূর্বনাম- নোয়াখালী
৮৯. বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী কবে পালিত হবে- ২০২০ সালে
৯০. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন- ফখরুদ্দিন মোবারক শাহ
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
সহকারী প্রকৌশলী
৯১. কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে- সাঙ্গু নদী
৯২. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে- অনুচ্ছেদ ২১নং
৯৩. বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান- সেবাই আদর্শ
৯৪. হালদা নদী কিসের জন্য বিখ্যাত- একটি প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
১৫. কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে- সুন্দরবন
৯৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ খেতাব- বীরশ্রেষ্ঠ
৯৮. ইয়ংবেঙ্গল আন্দোলনের পুরোধা ব্যক্তি ছিলেন- হেনরি লুই বিডিয়ান ডিরোজিও
১৯. বাংলাদেশের ট্রেজারি বিল’ ইস্যু করার এখতিয়ার আছে- বাংলাদেশ ব্যাংক
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর
সহকারী রক্ষনাবেক্ষন প্রকৌশলী
১০০, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত- ১০:৬
১০১. অতীশ দীপংকের বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন- মুন্সিগঞ্জ
১০২, বাংলাদেশে বর্তমানে মজুদ গ্যাসের পরিমান কত- ১২ টিসিএফ
১০৩. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা- বর্তমানে ২২ হাজার মেগাওয়াট
১০৪, বাংলাদেশ বিমানের তৃতীয় ড্রিমলাইনারের নাম- গাংচিল
১০৫ বঙ্গোপসাগরে অবস্থিত গ্যাস ব্লক- ২৬টি
১০৬, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান করে প্রথম স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করে- ১০ জানুয়ারী ১৯৭২
[quads id=3]
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
এস্টিমেটর
১০৭, বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে- ৩য় ভাগে
১০৮. কোন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিলিট ডিগ্রী প্রদান করেছে – কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ
১০৯. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী- তাজউদ্দিন আহমদ
১১০, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়- ১৯২১ সালে
১১১. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ- ভুটান
১১২, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি- সৈয়দ মঈনুল হোসেন
১১৩. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর- ৫ বছর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
১১৪, মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা- ৯
১১৫, কোন প্রাত্নাতাত্ত্বিক স্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে- উয়ারী বটেশ্বর
১১৬. হোসেনী দালান নির্মাণ করেন- মীর মুরাদ
১১৭, সোনাদিয়া দ্বীপ কোন উপজেলায় অবস্থিত- মহেশখালী
১১৮. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রনয়নকারী প্রতিষ্ঠানের নাম- গণপরিষদ
১১৯. কোন সুলতানের রাজত্বকালে হযরত শাহ জালাল (রহঃ) সিলেটে ধর্ম প্রচারের জন্য আগমন করেন- শামসুদ্দিন ফিরোজ শাহ
১২০, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল- ৬৪টি
১২১, মহান মুক্তিযুদ্ধে কতজন মহিলা বীরত্বসূচক খেতাব পান- ২জন
১২২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার কত তারিখে গঠন করা হয়- ১০ এপ্রিল ১৯৭১
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে
- স্বল্প বিক্রয়ের সুবিধা লিখ, স্বল্প বিক্রয়ের সুবিধা আলোচনা করো
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
সহকারী প্রকৌশলী
১২৩. বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বিধান রয়েছে- ৪ (ক)
১২৪. তিন বিঘা করিডোর- লালমনিরহাট জেলায়
১২৫. লালবাগ দুর্গ নির্মাণ করেন- শায়েস্তা খান
১২৬. ঢাকায় বাংলার প্রথম রাজধানী স্থাপিত হয়- ১৬১০ সালে
CIRDAP সদর দপ্তর- ঢাকা
১২৮ পহেলা বৈশাখ উদযাপিত হয়- ১৪ এপ্রিল
১২৯, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে পরপর তিনবার ম্যান অব দ্য ম্যাচ- মাশরাফি বিন মর্তুজা
১৩০, বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক- আব্দুর রউফ
১৩১, ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে বর্বর পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে যে সশস্ত্র আক্রমন চালায় তার নাম দিয়েছিল- অপারেশন সার্চ লাইট
১৩২. বাংলাদেশের প্রথম নৌবহরের নাম- বঙ্গবন্ধু
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
শ্রম পরিদর্শক সেফটি
১৩৩, বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা- ২৮টি
১৩৪, বাংলাদেশে নদী বন্দর- ৩৫টি
১৩৫, কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল- নিউইয়র্ক
১৩৬, রূপপুর পারমানবিক প্রকল্পটি কোন জেলায়- পাবনা
১৩৭. বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস কোন সালে পায়- ২০০০ সালে
১৩৮, হাইটেক পার্ক অবস্থিত – কালিয়াকৈর
১৩৯. পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কি.মি.
১৪১. জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন- রাষ্ট্রপতি
***জাতীয় সংসদের প্রথম স্পিকার- শাহ আব্দুল হামিদ।
***বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা- নারায়নগঞ্জ
১৪২, বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত।
১৪৩. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য- ১৩৬
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সংখ্যা- ৩৫ জন
১৪৫. সংবিধানের কয়টি সংশোধনী হয়েছ ১৭টি
১৪৬, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের তৈরি- ফ্রান্স
১৪৭. কোন বাংলাদেশি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন- হুমায়ুন রশীদ চৌধুরী
১৪৮. মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম ছিল- ক্র্যাক প্লাটুন
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
সহকারী প্রকৌশলী
১৪৯, ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান- ৪র্থ
১৫০, নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত- নোয়াখালী
১৫১. বাংলাদেশের প্রাচীন জাতি- দ্রাবিড়
১৫২. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কত তারিখে জাতির পিতা ঘোষনা করা হয়- ৩ মার্চ ১৯৭১
১৫৩. সিলেট জেলার উত্তরের ভারতীয় রাজ্য- মেঘালয়
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১৫৪, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে- দ্বিতীয় ভাগে
১৫৫. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে- মৌলভীবাজার
১৫৬. কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?- ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার আটটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। এগুলো হল সেন্টমার্টিন দ্বীপ, কক্সবাজার ও টেকনাফ উপকূলবর্তী এলাকা, সোনাদিয়া দ্বীপ, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাঁওড়, গুলশান-বারিধারা লেক এবং সুন্দরবন।
১৫৭, ২০২১-২০২২ অর্থবছরে প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা- ৭.২ শতাংশ
১৫৮. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৫৯, মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন- ১৭ এপ্রিল, ১৯৭১
১৬০, বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীর নাম-নাফ
১৬১. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ- ভোলা
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১৬২. বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর- ৩টি
১৬৩, মুক্তিযুদ্ধকালে ২নং সেক্টরের কমান্ডার ছিলেন- মেজর খালেদ মোশাররফ
১৬৪. বাংলাদেশের কোন জেলায় আগর চাষ হয়- মৌলভীবাজার
১৬৫. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল- হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত।
১৬৬, ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত- বাগেরহাট
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
উপ- সহকারী প্রকৌশলী
১৬৭. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নাই? ( বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২ টি। ভারতের সাথে ৩০ টি, মায়ানমারের সাথে তিনটি)।
[quads id=4]
১৬৮, বাংলাদেশের কোন জেলায় সম্প্রতি উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়া গিয়েছে – ভোলা
১৬৯. মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষনাপত্রটি করে জারি করা হয়েছিল- ১৭ এপ্রিল ১৯৭১
১৭০, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবনগর সরকার শপথ গ্রহন অনুষ্ঠানে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন- অধ্যাপক ইউসুফ
১৭১. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার- স্বাধীনতা পদক
১৭২, জাতীয় সংসদের ১নং আসনটি- পঞ্চগড়
১৭৩, সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় লোহার সন্ধান পাওয়া গেছে – দিনাজপুর
১৭৪, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মসাল- ১৯২০ সালে
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১৭৫. ঈশা খা নামের সাথে কোন স্থানটি-জঙ্গলবাড়ি
১৭৬. বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায়- পঞ্চগড়
১৭. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী- তাজউদ্দিন আহমদ
১৭৮. কোনটি বাংলাদেশের প্রচলিত ব্যাংক নোট নয়?- বাংলাদেশে ৳১, ৳২, ৳৫, ৳১০, ৳২০, ৳৫০, ৳১০০, ৳৫০০ এবং ৳১০০০ মুল্যমানের কাগুজে নোট প্রচলিত রয়েছে। এছাড়াও ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা, ৳১, ৳২ এবং ৳৫ মূল্যমানের ধাতব মুদ্রা প্রচলিত রয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে কাগুজে নোট প্রচলন এবং নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত। এছাড়াও ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা ও ৫০ পয়সা বর্তমানে অচল।
১৭৯. ইসিএ এলাকা- টাঙ্গুয়ার হাওড়
১৮০, কান্তজির মন্দির অবস্থিত- দিনাজপুর
১৮১, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর সদস্য ছিলেন- সেনাবাহিনী
১৮২. বাংলাদেশের সংবিধান কখন হতে কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২
আরো ও সাজেশন:-
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
সহকারী প্রকৌশলী
১৮৩, ‘একসেস টু ইনফরমেশন’ কোন কর্তৃপক্ষের অধীন- প্রধানমন্ত্রীর কার্যালয়
১৮৪. কাবাডি খেলায় প্রতি দলের পক্ষে কতজন খেলোয়াড় মাঠে নামেন- সদস্যঃ প্রতি দলে ১২ জন খেলোয়াড় অংশ নেয়। কিন্তু প্রতি দলের ৭ জন খেলোয়াড় একসাথে মাঠে নামে। বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকে।
১৮৫. বাংলাদেশের রড় পুকুরিয়া কয়লা খনি হতে কি পরিমান কয়লা বছরে উত্তোলন করা হচ্ছে- ৮-১০ মিলিয়ন টন
১৮৬. বাংলাদেশকে কয়টি ভূমিকম্প এলাকায় ভাগ করা হয়েছে- ৩টি
১৮৭, কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে- কুলিক
১৮৮. ‘Blue economy’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট- সমুদ্র অর্থনীতি
১৮৯, নদী শাসন কি- নদীর গতিপথ নিয়ন্ত্রন
১৯০, ঘূর্ণিঝড় ‘সিডর’ কত সালে বাংলাদেশে আঘাত হানে- ২০০৭ সালে
১৯১. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদসমূহে মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত আছে ২৬-৪৭ নং
১৯২, বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাধ দিয়ে তৈরি করা হয়েছে- কর্ণফুলী
১৯৩, ঐতিহাসিক ছয় দফা ঘোষনা করা হয় কত সালে- ১৯৬৬ সালে
১৯৪, স্বাধীন বাংলাদেশের ঘোষনাপত্র কবে পাঠ করা হয়- ১৭ এপ্রিল ১৯৭১।
১৯৫, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন- গীমাভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
১৯৬. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর কততম অনুচ্ছেদে তফসিল সম্পর্কে বলা হয়েছে- ৪৮
সড়ক ও জনপথ অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
১৯৭, বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর কোন জেলায়- পটুয়াখালী
১৯৮. শিখা চিরন্তন অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যান
১৯৯, ইলিশ মাছের জিনোম আবিষ্কারক বৈজ্ঞানিকের নাম- মোঃ শামসুল আলম
২০০, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত- ঢাকার সেগুনবাগিচা
২০১. ICDDRB এর সদর দপ্তর- ঢাকা
২০২. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার- কামরুল হাসান
২০৩. বাংলাদেশের নদী গবেষনা ইনস্টিটিউট- ফরিদপুর
২০৪, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত- সোনারগাঁ
২০৫. কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বাকৃতি দেয়- ইরাক
২০৬, বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোন দেশে- মার্কিন যুক্তরাষ্ট্র
২০৭, উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা- ২০০ নটিক্যাল মাইল
২০৮. বাংলাদেশের প্রধান ধান চাষ মৌসুম- বোরো
২০৯, কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে- মিজোরাম
২১০. বর্ণালি উন্নত জাতের- ভুটা
২১১. পাটের জীন নকশা আবিষ্কার করেন- অধ্যাপক ড. মাকসুদুল আলম
প্রত্নতত্ত্ব অধিদপ্তর
এস্টিমেটর
২১২. কোল নৃ-গোষ্ঠী কোন জেলায় বসবাস করে- সাতক্ষীরা
২১৩, গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের সংগীত- রাজশাহী
২১৪. শ্রীরামপুর মিশনারীরা স্মরনীয় হয়ে আছেন যে কারনে প্রথম- বাংলা মুদ্রন
২১৫. বাংলা নববর্ষের প্রবক্তা- সম্রাট আকবর
২১৬, বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত- কাপ্তাই
২১৭, বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট অবস্থিত- শ্রীমঙ্গলে
২১৮, জাতীয় সংসদের অধিবেশন আহবান, মুলতবি ও অবসান কে করেন- রাষ্ট্রপতি
SDG এর বাস্তবায়নকাল- ২০১৫-২০৩০
নৌপরিবহন মন্ত্রণালয়
উপ-সহকারী প্রকৌশলী
২২০. বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত- কুতুবদিয়া
২২১. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ- পোল্যান্ড
২২২. বাংলাদেশে বসবাসকারী কোন ক্ষুদ্র গোষ্ঠী সংখ্যায় সর্বাধিক- চাকমা
২২৩. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- বেনাপোল
২২৪, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদমর্যাদা- সিপাহী
২২৫. মুক্তিনগর কোথায় অবস্থিত- মেহেরপুর
২২৬, বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত- রাজশাহী
২২৭, কেন্দ্রীয় শহিদ মিনার প্রথম কোন তারিখে নির্মিত হয়- ২৩ ফেব্রুয়ারি ১৯৫২
২২৮. জাতীয় শিশু দিবস- ১৭ মার্চ
২২৯. কোন বিজ্ঞানীর নেতৃত্বে পাটের জীবন রহস্য উন্মোচিত হয়- মাকসুদুল আলম
২৩০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
২৩১. তথ্য অধিকার আইন জাতীয় সংসদে কত সালে পাস হয়- ২০০৯
২৩২. কপোতাক্ষ নদ কোন নদীর শাখা- পদ্মা
২৩৩, বড় পুকুরিয়া কোন খনিজের জন্য বিখ্যাত- কয়লা
২৩৪. পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়- ২ ডিসেম্বর ১৯৯৭
২৩৫. উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত- নরসিংদী
২৩৬. বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার- ২ হাজার ৮১৪ মার্কিন ডলার। (2021-2022)
২৩৭. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি- ৫০টি
কারিগরি শিক্ষা অধিদপ্তর
২৩৯. বাংলাদেশের সংবিধানের মূলনীতি – ৪টি
২৪০, সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত- চাপাইনবাবগঞ্জ
২৪১, নীলগিরি কোন জেলায় অবস্থিত- বান্দরবন
২৪২, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি- তানভীর কবির
২৪৩. ঢাকায় রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়- ১৯৬৪ সালে
২৪৪, বাংলাদেশের প্রশস্ততম নদী- মেঘনা
২৪৫. প্রাচীন বাংলার কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল- সমতট
২৪৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১ এর উৎক্ষেপনকারী রকেটটি কোন দেশে তৈরি হয়েছে- আমেরিকা
২৪৭. বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র কোন তারিখে জারি করা হয়= ১০ এপ্রিল ১৯৭১
২৪৮, বাংলাদেশের প্রথম সার কারখানা= ফেঞ্চুগঞ্জ সার কারখানা
২৪৯. বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম কতজন সদস্যের উপস্থিতিতে পূর্ণ হয়- ৬০ জন
বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২৫০. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কাসের নাম- কৃত্রিম উপগ্রহ
২৫১. বাংলাদেশ বর্তমানে Internet এর কোন যুগে আছে- ৪জি (2022)
২৫২. সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কত সালে- ১৭০৪ সালে
২৫৩. স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্তর এর নাম- ইউনিয়ন পরিষদ
২৫৪. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র করে গৃহীত ও পাস হয়- ১৯৭২ সালের ৪ নভেম্বর
২৫৫, বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩ সে.মি.
২৫৬, ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে- ৫৪টি
২৫৭. বাংলাদেশে বর্তমানে কী পরিমান প্রাকৃতিক গ্যাস মজুদ আছে- ২৭ ট্রিলিয়ন ঘনফুট
ডাক অধিদপ্তর
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এস্টিমেটর ও উপ-সহকারী প্রকৌশলী
২৫৮. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর- বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর তিনটি। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এবং পায়রা বন্দর।
২৫৯, গ্রিনিচ মান টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য- ৬ঘন্টা
২৬০. বাংলাদেশের স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
২৬১. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
২৬২. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিম বঙ্গের কোন স্থানে ‘বাংলাদেশ ভবন উদ্বোধন করেন- শান্তি নিকেতন
২৬৩, বাংলাদেশ রেশম উৎপাদিত হয় কোন জেলায় – রাজশাহী
২৬৪, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে- ৪(ক)
৬৫. উত্তরা গণভবন কোথায়- নাটোর
২৬৬. সংবিধান অনুযায়ী বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে কত বয়স প্রয়োজন হয়- ১৮ বছর
২৬৭, শেখ হাসিনা ধরলা সেতু কোন জেলার সেতুবন্ধন করেছে- কুড়িগ্রাম- লালমনিরহাট
২৬৮. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম- মো: আব্দুল হামিদ
২৭০. বাংলাদেশের একমাত্র মস্য প্রজনন ক্ষেত্র- হালদা নদী
২৭১. বাংলাদেশে আমদানিতে শীর্ষ দেশ- চীন
২৭২, কত তারিখে বঙ্গবঙ্গ রদ ঘোষনা করা হয়- ১২ ডিসেম্বর ১৯১১
২৭৩, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী- তাজউদ্দিন আহমেদ।
২৭৪, বাংলাদেশের অস্ত্র কারখানা অবস্থিত- গাজীপুর
২৭৫, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম- বঙ্গভবন
২৭৬, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা- ১২০০ মে.ওয়াট
২৭৭, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন- বিচারপতি আবু সাঈদ চৌধুরী
২৭৮. পরিবিবি কে ছিলেন- শায়েস্তা খানের কন্যা
২৭৯, টিকফা চুক্তির দুই পক্ষ- যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ
২৮০, ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়- ১০ এপ্রিল ১৯৭১
২৮১. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি- নাজমুন নাহার সুলতানা
২৮২. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার- ৬১৫০ মিটার
২৮৩, দুবলার চর কোথায় অবস্থিত- সুন্দরবনের দক্ষিণ উপকূলে
২৮৪, জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয়- ২৩ জুন ২০১৪
২৮৫. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষন দিয়েছিলেন- ২৯ তম
২৮৬. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে কোনটি দ্বিতীয় – বীর উত্তম
২৮৭, কৃষি কাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি – দো-আঁশ মাটি
প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
ইনস্ট্রাক্টর
২৮৮. বাংলা সন প্রবর্তন করেন- সম্রাট আকবর
২৮৯. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত- তৈরি পোশাক
২৯০, মারমা উপজাতির পারিবারিক কাঠামো- পিতৃতান্ত্রিক
২৯১, বরেন্দ্র ভূমি বলতে বর্তমানে কোন অঞ্চল বুঝায়- রাজশাহী
২৯২. ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের একজনের নাম- সালাম
বিপিএসসি প্রিলিমিনারী
২৯৩. বাংলাদেশ তার শততম টেস্ট কোন দেশের বিপক্ষে জেতে- শ্রীলংকা
২৯৪, বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক- sakib al hasan (June 2022)
২৯৫. ফারাক্কা ব্যারেজ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত- মহানন্দা
২৯৬. মোট কতজন মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত হয়েছেন – 7 জন
২৯৭ বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে- ৭টি
গণপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
২৯৮, ফারাক্কা বাধ কোন নদীর উপর নির্মিত- পদ্মা
২৯৯. বাংলাদেশের জাতীয় পশু- বাঘ
৩০০ বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়- মুজিবনগর
৩০১. এক দিনের আন্তজার্তিক ক্রিকেটে বিশ্বে বাংলাদেশের স্থান কততম- ৭ম
৩০২, জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩০৩. প্রথম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়- বাংলাদেশ
৩০৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে নৌকামাডো বাহিনী গঠিত হয়- ১০নং
Sustainable Development Goal (SDG) বাস্তবায়ন শুরু হয়েছে- ১ জানুয়ারী ২০১৬
৩০৬, কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে- সম্রাট অশোক
৩০৭, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়- র্যাডক্লিফ লাইন
৩০৮. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমারেখা- Line of actual control
৩০৯ অপরাজিত বাংলার স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
৩১১. নির্বাচন কমিশন গঠিত হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী- ১১৮
৩১২, জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভাপতি- প্রধানমন্ত্রী
৩১৩. চর নির্মল কোথায় অবস্থিত- রাজশাহী
৩১৪. বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন জনপদ- পুণ্ড্র
বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩১৫. বাংলাদেশে বর্তমানে ইউনেস্কোর ঘোষিত কয়টি বিশ্ব ঐতিহ্য রয়েছে- ৩টি
৩১৬, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন- বাংলা
৩১৭. মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে- ১১নং
৩১৮, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান- স্পীকার
৩১৯. বাংলাদেশ চামড়া শিল্প নগরী অবস্থিত- সাভার
৩২০. মুজিবনগরের পূর্বনাম- বৈদ্যনাথতলা
৩২১. বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা- ৫০টি
৩২২, শততম টেস্ট ক্রিকেটে বাংলাদেশে মোট কত উইকেটে জিতেছে- ৪ উইকেট
৩২৩. বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র অনুষ্ঠানিকতা জারি করা হয় ১৯৭১ সালের কত তারিখে- ১০ এপ্রিল
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
চিঠি ও ইমেল | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক |
বিপিএসসি প্রিলিমিনারী
৩২৪. আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য’ উক্তিটি- ফিদেল ক্যাস্ট্রোর
৩২৫. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল- ১৬৭টি
৩২৬. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহন করে- ১৭ এপ্রিল ১৯৭১ সালে
৩২৭; শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কোন পদকটি পেয়েছিলেন – জুলিওকুরি পদক
৩২৮, মহামতি অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহন করেছিলেন- কলিঙ্গ যুদ্ধের
৩২৯, বাংলাদেশের জাতীয় ফল- কাঁঠাল
কারিগরি শিক্ষা অধিদপ্তর
জুনিয়র ইনস্ট্রাক্টর
৩৩০, পদাশীর যুদ্ধ কত সালে হয়- ১৭৫৭ সালে
৩৩১. মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ খেতাব- বীরশ্রেষ্ঠ
৩৩২. বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন- ৫০টি
৩৩৩. বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী- হালদা
৩৩৪, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালি উপাচার্য- স্যার এফ রহমান
৩৩৫, বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত- দক্ষিণ এশিয়া
৩৩৬. পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় সর্বোচ্চ আদিবাসী গোষ্ঠী- সাওতাল
৩৩৭. কোন অঞ্চলে High diversity index থাকে- জলাভূমি
৩৩৮. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষনা করে নোবেল পুরস্কার পান- দুর্ভিক্ষ ও দারিদ্র
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩৩৯, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে এর অভিষেক ম্যাচে ম্যান অব দি ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশি- মুস্তাফিজুর রহমান
৩৪০, বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গকি.মি. পেয়েছে- ১৯৪৬৭ বর্গ কি.মি.
৩৪১, ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয়- ৩১ জুলাই ২০১৫
৩৪২. পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল- গোয়ালন্দ
৩৪৩. জাতীয় স্মৃতিসৌধের ফলক- ৭টি
৩৪৪. মৃল্য সংযোজন কর- পরোক্ষ কর
৩৪৫. মাথাপিছু আয়ের দিক হতে বাংলাদেশ কী ধরনের দেশ- নিম্ন মধ্যম আয়ের
৩৪৬. বাংলাদেশের সবচেয়ে বড় হাওর- হাকালুকি হাওর
বিভিন্ন অধিদপ্তর
সহকারী প্রকৌশলী
[quads id=5]
৩৪৭. বাংলাদেশের সংবিধানের সাথে স্বাধীনতার ঘোষনাপত্র করে সংযোজন করা- ৩০ জুন ২০১১
৩৪৮. শিখা চিরন্তন কোথায় অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যান
৩৪৯. কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর বহির্বিশ্বে প্রকাশ করেন- সাইমন ড্রিং
৩৫০. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে- কমনওয়েলথ
৩৫১. বাংলাদেশ কোন জোটের সদস্য নয়?- বাংলাদেশ সার্ক, ডি – ৮ এবং ন্যামের সদস্য। কিন্তু জি – ৮ এর সদস্য নয়। ১৯৭৫ সালের ১৫ নভেম্বর বিশ্বের শিল্পোন্নত ৮ টি দেশের সরকার প্রধানদের নিয়ে প্রতিষ্ঠিত হয়।
৩৫২. বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কুটনৈতিক সম্পর্ক নেই- তাইওয়ান
৩৫৩, কোন নদীর অপর নাম কীর্তিনাশা- পদ্মা
৩৫৪, বেঙ্গল ফাউন্ডেশন কী- আর্ট গ্যালারি
৩৫৫. পৃথিবীর বিখ্যাত একজন বাঙ্গালি স্থপতি- এফ.আর.খান
৩৫৭, ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে ২য় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে- ঝাড়খণ্ড
৩৫৬, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা- ১৫০ ফুট
সড়ক ও জনপথ এবং গনপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩৫৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য কতজন মহিলা ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত হন- ২ জন (সেতারা বেগম ও তারামন বিবি)
৩৫৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক- উইলিয়াম এ এস ওডারল্যান্ড
৩৬০, বর্তমানে দেশে স্বাক্ষরতার হার- ৭৪.৭০ শতাংশ
৩৬১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে
৩৬২. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?- ট্রপিক অব ক্যানসার
Paragraph | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
Application | উত্তর লিংক | উত্তর লিংক | |
Essay | উত্তর লিংক | Letter | উত্তর লিংক |
সড়ক ও জনপথ অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩৬৩. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উইং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন- উইং কমান্ডার এম কে বাশার
৩৬৫. নির্বাচন কমিশনারের মেয়াদকাল- ৫বছর
৩৬৪. বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল বলে রায় দেন- ১ম সংশোধনী
৩৬৬. পারিবারিক আদালত অর্ডিন্যান্স কখন জারি হয়- ১৯৮৫ সালে
৩৬৭, অপরাজেয় বাংলা- মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটি ভাস্কর্য
৩৬৮. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর- এ. এন. হামিদুল্লাহ
৩৬৯. জাতীয় স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়- ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর
৩৭০, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়- ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর
৩৭১, সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে- ৭৭ নং
৩৭২, জাতীয় সংসদের কত ভোটে সাধারন আইন পাস হয়- ৫০%
৩৭৩, বাংলাদেশে কবে প্রথম রেলপথ চালু হয়- ১৮৬২ সালে
৩৭৪, বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস আবিষ্কৃত হয়- ১৯৫৫ সালে
৩৭৫. বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়- ১৯৯৮ সালে
৩৭৬, বাংলাদেশ মোট করবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে- ২বার
৩৭৭. বাংলাদেশে স্বাধীনতা দিবস পুরস্কার করে থেকে প্রবর্তন করা হয়েছে- ১৯৭৭ সালে
৩৭৮, ঢাকার আহসান মঞ্জিল কবে তৈরি করা হয়- ১৮৭২
৩৭৯. বাংলাদেশের সংবিধানের ৩য় সংশোধনী করে গৃহীত হয়- ২৩ নভেম্বর ১৯৭৪
৩৮০, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি খানার মসুয়ার গ্রামে কার জন্য- সত্যজিৎ রায়
৩৮১. কোন মুসলমান শাসক প্রথম বাংলার স্বাধীনকা ঘোষনা করেন- ফখরুদ্দিন মোবারক শাহ
৩৮২, মজুদ গ্যাসের পরিমানের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড- তিতাস
৩৮৩, ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়- ১৮৬৪
৩৮৫. বাংলাদেশের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা- ২৫.৫৬৬ মে.ও
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
৩৮৬. আমাদের সংবিধানের কোন সংশোধনী দ্বারা সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয় – দ্বাদশ
৩৮৭, বাংলাদেশের সংবিধানের ১৩৭নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা- বাংলাদেশ সরকারি কর্মকমিশন
৩৮৮, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য- স্যার এ এফ রহমান
৩৮৯. বাংলাদেশে প্রথম কোন সালে গ্যাস উত্তোলন শুরু হয়- ১৯৫৭ সালে
৩৯০, বাংলাদেশের বৃহত্তম নদী- মেঘনা
৩৯১. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা- ৪টি
৩৯২. বাংলার নববর্ষে পহেলা বৈশাখের প্রবর্তক- সম্রাট আকবর
৩৯৩. বাংলাদেশের দুইজন মহিলা বীরপ্রতীকের নাম- সেতারা বেগম
সড়ক ও জনপথ অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৩৯৪. মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা- সেতারা বেগম
৩৯৫: বাংলা পিডিয়ার প্রকাশক- এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
৩৯৬, বাংলাদেশের তৈল শোধনাগারের নাম- ইস্টার্ন রিফাইনারি
৩৯৭, বাংলাদেশের প্রথম সংবাদপত্র- বেঙ্গল গেজেট
৩৯৮, বাংলাদেশ কোন জোটের সদস্য নয়?- বাংলাদেশ সার্ক, ডি – ৮ এবং ন্যামের সদস্য। কিন্তু জি – ৮ এর সদস্য নয়। ১৯৭৫ সালের ১৫ নভেম্বর বিশ্বের শিল্পোন্নত ৮ টি দেশের সরকার প্রধানদের নিয়ে প্রতিষ্ঠিত হয়।
৩৯৯. বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতি প্রনয়ন কমিটির নাম- মনিরুজ্জামান শিক্ষা কমিশন
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
৪০০ ফ্লাইট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয়- ২৪ জুন ২০০৬
৪০১. বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ দিবস কত তারিখে পালিত হয়- ১১ আগস্ট
৪০২, বাংলাদেশ উন্নয়ন ফোরামের সদস্য সংখ্যা- ২১ জন
৪০৩. বাংলাদেশে কর্মসংস্থান ব্যাংক চালু হয়- ১৯৯৮ সালে
৪০৪, লালবাগের কেল্লা স্থাপন করেন- শায়েস্তা খান।
সড়ক ও জনপথ অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৪০৫. বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে- ৩৫ বছর
৪০৬. তিন পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ আদালত চালু করা হয় কবে- ১ জুলাই ২০০৮
৪০৭. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষনা করা হয়- ১০ এপ্রিল ১৯৭১
গণপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৪০৮. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়- গাজীপুরে
৪০৯, বাংলাদেশ গনপরিষদের সংসদ নেতা কে ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪১০, গন অভ্যুত্থান দিবস- ২৪ জানুয়ারী
৪১১, জাতীয় সংসদের প্রতীক- শাপলা
৪১২. বাংলাদেশে স্বাধীনতার ঘোষনাপত্র কত তারিখে গঠিত হয়- ১৭ এপ্রিল ১৯৭১
৪১৩, বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি- ২২তম
৪১৪. দ্বিতীয় বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন তার নাম- মোহাম্মদ আব্দুল মুহিত
সড়ক ও জনপথ অধিদপ্তর
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
৪১৫. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয়- ৮নং থিয়েটার রোড, কলকাতা
৪১৬. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন পদটি সাংবিধানিক পদ নয়
৪১৭, কুমিল্লা জেলার আগের নাম- ত্রিপুরা
৪১৮ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন- লর্ড কর্নওয়ালিস
৪১৯. বাংলাদেশের বিখ্যাত মনিপুরি নাচ কোন অঞ্চলের- সিলেট
[quads id=1]
৪২০, জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন- সাধারন পরিষদের অধিবেশনে (১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে বাংলা ভাষায় বৃক্তৃতা প্রদান করেন।)
৪২১. ভারতের সাতে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়- নয়াদিল্লি
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৪২২. বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত- গাজীপুর
৪২৩. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে- ১৫৩টি
৪২৪. আমাদের স্বাধীনতার ঘোষনাপত্র কোন সালের কত তারিখে জারি হয়- ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
গনপূর্ত অধিদপ্তর
উপ-সহকারী প্রকৌশলী
৪২৫. বাংলাদেশের প্রথম ইকোপার্কটি অবস্থিত- সীতাকুণ্ড
৪২৬. বাংলাদেশের সংবিধানের অভিভাবক- সুপ্রিম কোর্ট
৪২৭. মনিপুরী উপজাতি কোন জেলায় বাস করে- সিলেট
৪২৮. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের সংস্থা- সাংবিধানিক সংস্থা
৪২৯. কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল- সুলতানী আমলে
৪৩০ কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা- আখতার হামিদ খান
৪৩১. ছয়দফা কর্মসূচি ঘোষনা করেন- শেখ মুজিবুর রহমান
৪৩২. ভূমিকম্প বিবেচনায় বেশি ঝুঁকিপূর্ণ- সিলেট
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
- বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
- ২০২৫ এর সেরা ১০ জন তারকারা গুগলিং সার্চে করে
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২