সহ-সম্বন্ধ কি?,কার্ল পিয়ারসনের প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখ।,সংশ্লেষাংক পরিমাপের সূত্রটি কে প্রদান করেন? ,নির্ভয়াংক কি?
সহ-সম্বন্ধ কি?
উত্তর : দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সহ-সম্বন্ধ বলে।
সহ-সম্পর্ক কি?
উত্তর : সাধারণ কথায় দুই বা ততোধিক পরিবর্তনশীল চলকের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে সহ-সম্পর্ক বলে ।
কার্ল পিয়ারসনের প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : প্রচুরক = ৩ x মধ্যমা – ২ x গাণিতিক গড় তথ্য
সংশ্লেষাংক পরিমাপের সূত্রটি কে প্রদান করেন?
উত্তর : কার্ল পিয়ারসন।
নির্ভয়াংক কি?
উত্তর : নির্ভরণ সমীকরণের ঢাল b কে নির্ভয়ত বলা হয়। নির্ভরণের ক্ষেত্রে স্বাধীন চলকের ম একক পরিমাণ বৃদ্ধির ফলে অধীন চলকের মানে যে হারে পরিবর্তন ঘটে তাকে নির্ভরাংক নির্ভরণ বলে
নির্ভরণ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : নির্ভরণ শব্দটি স্যার ফ্রান্সিস গ্যান্টন সর্বপ্রথম ব্যবহার করেন।
Rank Correlation নির্ণয়ের সূত্র লিখ, Spearman এর র্যাংক সংশ্লেষাঙ্ক নির্ণে সূত্রটি লিখ ।
উত্তর : p = 1-
r = 1 এর অর্থ কি?
উত্তর : দুটি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।
r = – 1 দ্বারা কি বোঝায়?
উত্তর : r =-1 সম্পর্ক বিদ্যমানকে বুঝায় ।
PRA – এর পূর্ণরূপ কি?
উত্তর : PRA – এর পূর্ণরূপ হলো- Participatory Rural Appraisal
r = 0 দ্বারা কি বুঝায়?
উত্তর :r = 0 এর অর্থ দুটি চলকের মধ্যে কোনো সহ-সম্পর্ক নেই । অর্থাৎ চলক দুটি স্বাধীন।
T-test এর সূত্রটি লিখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]