সাধারণ বীমা কর্পোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান ২০২১
১। ইউএনডিপি মানব উন্নয়ন রিপোর্ট – ২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
২। পোশাক রপ্তানীতে বাংলাদেশের অবস্থান কততম?
ক. প্রথম খ. তৃতীয় গ. দ্বিতীয় ঘ. চতুর্থ
৩। মুজিবর্ষ কত তারিখে সমাপ্ত হবে?
ক. ৭ ডিসেম্বর, ২০২১ খ. ১০ ডিসেম্বর, ২০২১
গ. ১৬ ডিসেম্বর, ২০২১ ঘ. ২৬ মার্চ, ২০২২
ক. ১৩ এপ্রিল খ. ১৫ এপ্রিল গ. ১৭ এপ্রিল ঘ. ২০ এপ্রিল
৫। সাধারণ বীমা কর্পোরেশন কোন মন্ত্রাণয়ের অধীন?
ক. বাণিজ্য মন্ত্রাণায়ল খ. শিল্প মন্ত্রাণায়ল গ. অর্থ মন্ত্রাণালয় ঘ. পরিকল্পনা মন্ত্রাণালয়
৬। রাষ্ট্র মালিকানাধীন বীমা কর্পোরেশন কয়টি?
উত্তরঃ গ. ২টি [সাধারণ ও জীবন বীমা কর্পোরেশন]
৭। বাংলাদেশের বর্তমান ব্যাংক রেট কত?
৮। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিলো?
ক. ৭টি খ. ৯ টি গ. ১৩ টি ঘ. ১১ টি
৯। এসডিজি-এর লক্ষ্যমাত্রা কয়টি?
১০। ‘আমার দেখা নয়া চীন’ বইটি কার লেখা?
Also read :বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) পরিসংখ্যান সহকারী পদে পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২১
ক. শের-ই বাংলা একে ফজলুল হক খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১১। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি?
উত্তরঃ খ. ২টি [আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ]
ক. জসীমউদ্দিন খ. মুনীর চৌধুরী গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. সৈয়দ মুজতবা আলী
১৩। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?
ক. নারায়ণগঞ্জ খ. ঝালকাঠি গ. মেহেরপুর ঘ. ফেনী
১৪। বাংলাদেশে বর্তমান বিভাগ কয়টি?
১৫। মিথ্যুক এর সন্ধি বিচ্ছেদ কি?
ক. মিথ্যা+ঔক খ. মিথ্যা+উক গ. মিথ্যা+ঈক্ষা ঘ.মিথ্যা+ওক
১৬। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পরি+ইক্ষা খ. পরী+ঈক্ষা গ. পরি+ঈক্ষা ঘ. পরী+ইক্ষা
১৭। ‘পদ্মগন্ধি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. যে পদ্মের গন্ধ আছে খ. পদ্মের ন্যায় গন্ধ যার
গ. পদ্মের মত গন্ধ ঘ. উপরের কোনটিই নয়
১৮। বাংলা শব্দের বিভক্তি কত প্রকার?
১৯। নাসিমা ফুল তুলেছে এটি কোন কারক?
ক. অধিকরণ খ. অপাদান গ. কর্ম ঘ. সম্পাদন
Also read :Combined Bank Senior Officer Question Solution 2021 – Arts Faculty
ক. সারঙ্গ খ. বারি গ. কেকা ঘ. সম্বর
২১। সংশয় এর বিপরীত শব্দ কোনটি?
ক. দ্বিধা খ. প্রত্যয় গ. নির্ভর ঘ. বিষ্ময়
২২। নীচের কোনটি চলিত ভাষারীতির উদাহরণ?
ক. গতকাল খেলা দেখিয়াছিলাম খ. রাত্রি হইয়াছে
গ. তোকে দেখে খুশি হয়েছি ঘ. করিম তাহাকে দেখেছে
উত্তরঃ গ. তোকে দেখে খুশি হয়েছি
ক। মুমুর্ষু খ. মূমূর্ষ গ. মুমূর্ষু ঘ. মুমূর্ষ
২৪। অভিজ্ঞ এর বিপরীত শব্দ কোনটি?
ক. অতিভিজ্ঞ খ. অনভিজ্ঞ গ. জ্ঞানশুন্য ঘ. কোনটিই নয়
ক. সংশপ্তক খ. সংসপ্তক গ. সংষপ্তক ঘ. শংষপ্তক
২৬। ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়?
ক. ধাতু খ. প্রত্যয় গ. বিভক্তি ঘ. সমাস
২৭। Rahim is a rich man- এই বাক্যে ‘rich’ শব্দটি কি?
ক. Noun খ. Adjective গ. Pronoun ঘ. Adverb
২৮। Honesty is the best policy- বাক্যে Honesty শব্দটি কি?
ক. Pronoun খ. Noun গ. Verb ঘ. Adjective
২৯। The train is running —— time.
৩০। The plural form of “Oasis” is
Also read :PKB Cash Written Question Solution 2021
ক. Oasis খ. Oases গ. Oasises ঘ. Oaeses
ক. Lefttenant খ. Laftenant গ. Lieutenant ঘ. Liautenant
৩৩। “Do or die” – what type of sentence is it?
ক. Interrogative খ. Compound গ. Simple ঘ. Complex
৩৪। Translate into English – সে যায়
ক. He go খ. He goes গ. He going ঘ. None of them
৩৫। Time and tide ——- for none.
ক. wait খ. waits গ. waiting for ঘ. None of them
ক. Weak খ. Tough গ. Forceful ঘ. None of them
ক. Their খ. They গ. These ঘ. Those
৩৮। The synonym of polite is –
ক. Gentle খ. Excited গ. Economical ঘ. Lavish
ক. ৩৬ ইঞ্চি খ. ৩৯.৩৭ ইঞ্চি গ. ৩৯.৫৭ ইঞ্চি ঘ. ৩৬.৫ ইঞ্চি
Also read :২৮৯ শূণ্যপদে ফায়ার সার্ভিস নিয়োগ ২০২১ সার্কুলার -Fire Service
৪১। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মি:, প্রস্থ ৩০ মি: হলে পরিসীমা কত?
ক. ১২০০ মিটার খ. ১৭০ মিটার গ. ১৪০ মিটার ঘ. ৭০ মিটার
৪২। দুটি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ১০ হলে, বড় সংখ্যাটি কত?
৪৩। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
৪৪। ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
৪৭। x – y = 3 এবং xy = 10 হলে (x+y)^2 এর মান কত?
৪৮। x + y = 7 ও x – y = 3 হলে x ও y এর মান কত?
ক. 2, 5 খ. 5, 2 গ. 6, 5 ঘ. 5, 3
৪৯। সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ?
ক. ২ টি খ. ৩ টি গ. ১ টি ঘ. কোনটাই নয়
ক. ৭.১৪ খ. ৩.১৪ গ. ৩.৭৫ ঘ. ৫.৫
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
ইংরেজি
বাংলা
বাংলা ব্যাকরণ
গণিত
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন