সামরিক শাসন কি? | সামরিক শাসন বলতে কী বুঝ? |সামরিক শাসন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর | সামরিক শাসন কাকে বলে? | সামরিক শাসন সংজ্ঞা দাও| সামরিক শাসন বলতে কি বোঝায়
সামরিক শাসন কি?
ভূমিকা : একটি দেশের সামরিকবাহিনী স্বাধীনতা ও সার্বভৌত্বের প্রতীক। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এর প্রধান দায়িত্ব ও কর্তব্য। গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে স্নায়ুযুদ্ধ চলাকালীন বিশ্ব পরিস্থিতিতে তৃতীয় বিশ্বের দেশসমূহের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। বাংলাদেশ সামরিকবাহিনীর গঠন, রাজনীতিতে হস্তক্ষেপ, দীর্ঘ সময় ধরে সেনাশাসন প্রভৃতিতে ব্যতিক্রম ছিল না।
সামরিক শাসন বলতে কী বুঝ?
সামরিক শাসন : আধুনিককালে সামরিক হস্তক্ষেপ একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে উন্নত বিশ্ব অপেক্ষা অনুন্নত বিশ্বে সামরিকবাহিনীর হস্তক্ষেপ অধিকমাত্রায় পরিলক্ষিত হয়। সামরিকবাহিনী নানা কারণে রাজনীতিতে হস্তক্ষেপ করে থাকে। মূলত বেসামরিক কার্যাবলি যখন সামরিক লোক দ্বারা পরিচালিত হয় তাকে সামরিক শাসন বলা হয়ে থাকে। অর্থাৎ সেনাবাহিনী যখন রাজনীতিবিদদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় তখন সামরিক শাসন চালু হয়।
সামরিক শাসনের সংজ্ঞা : সাধারণত বেসামরিক কার্যাবলি যখন সামরিক লোক দ্বারা পরিচালিত হয়, তখন তাকে সামরিক শাসন বলে। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থায় যখন বেসামরিক লোকের পরিবর্তে সামরিক লোক আসে তখনই ঐ অবস্থাকে সামরিক শাসন বলে।
সামরিক শাসন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর
প্রামাণ্য সংজ্ঞা : নিচে বিভিন্ন তাত্ত্বিকদের সংজ্ঞা তুলে ধরা করা হলো :
S. E. Finer বলেন, “বেসামরিক ক্রিয়াকলাপে বা দেশের শাসনকার্যে সামরিকবাহিনী জড়িয়ে পড়লে তাকেই সামরিক শাসন বলে । অর্থাৎ বেসামরিক কর্তৃপক্ষের জায়গায় সামরিক কর্তৃপক্ষ আসীন হবে এবং বলপ্রয়োগের উপাদান নিহিত থাকবে।”
Lucian Pye-এর মতে, “কোন শাসনব্যবস্থাকে সামরিক শাসন হতে হলে সরকারকে অবশ্যই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকতে হবে। সরকার সম্পূর্ণভাবে বা বহুলাংশে সেনাবাহিনীর নির্দেশ পালন করবে।”
Prof. Nazrul Islam বলেন, “সামরিক শাসন কতকগুলো Technizues এর সমন্বয়ে যার মাধ্যমে সামরিক বাহিনীর Policy প্রকাশ পায়। এ সামরিক শাসন অবৈধতার ভিত্তিতে গড়ে উঠে। সামরিক শাসনের ক্ষেত্রে গতানুগতিক সাংবিধানিক কাঠামো শাসনকার্যে কোন সহায়তা প্রদান করে না।”
Nordlinger তাঁর ‘Soldiers in Politics’ গ্রন্থে বলেন, “সামরিক হস্তক্ষেপ হলো এমন একটি অবস্থা যেখানে সামরিক অফিসাররা তাদের প্রভূত ক্ষমতা প্রয়োগ করে বা কর্তৃত্ব করে।”
Prof. তালুকদার মনিরুজ্জামান-এর মতে, “I define military rule as the rule of a government whose effective head is a military officer who comes to power through the military coup d’etat and continues to use the military as the primary base of his or her power even he or she has civilized him or herself through election or plebiscites.”
সামরিক শাসন কাকে বলে?
সামরিক শাসনের বৈশিষ্ট্য : নিচে সামরিক শাসনের বৈশিষ্ট্য আলোচনা করা হলো :
i. রাজনৈতিক অস্থিতিশীলতায় সামরিকবাহিনী ক্ষমতা দখল করে।
ii.ব্যাপকভাবে বেসামরিক প্রশাসনে সামরিকবাহিনীর অনুপ্রবেশ ঘটায় ।
iii. হত্যা, দমন, পীড়নের মাধ্যমে রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা করে।
iv. সামরিক শাসন ক্ষমতায় প্রচার মাধ্যমের নিয়ন্ত্রণ গ্রহণ করা হয়।
v. জনগণের বিভিন্ন অধিকার হ্রাস করে।
সামরিক শাসন সংজ্ঞা দাও
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামরিকবাহিনী যখন বেসামরিক প্রশাসনকে ক্ষমতা থেকে উৎখাত করে নিজেরাই রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রের দায়দায়িত্ব নিজের হাতে তুলে নেয়, তখন তাদের শাসনকে সামরিক শাসন বা হস্ত ক্ষেপ বলে। তবে এ প্রথা প্রচলন মূলত অনুন্নত বিশ্ব যেমন- বাংলাদেশ, পাকিস্তান, চিলি, আর্জেন্টিনা প্রভৃতি রাষ্ট্রে দীর্ঘ সময় সামরিক শাসন ছিল।
সামরিক শাসন বলতে কি বোঝায়
সামরিক শাসন যেমন রাজনৈতিক ও অর্থনৈতিক ধ্বংস ডেকে আনে, তেমনিভাবে রাজনীতিতে অস্থিরতা দেয়। ফলে দেশে বিনিয়োগ কমে যায় বেকারত্ব বাড়ে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। ব্যাপক গণঅসন্তোষের সৃষ্টি হয়। অনুন্নত বিশ্বে সামরিক শাসনের প্রচলন বেশি; যেমন— বাংলাদেশ, পাকিস্তান, চিলি, আর্জেন্টিনা, প্রভৃতি রাষ্ট্র ।
সামরিক শাসন কি? | সামরিক শাসন বলতে কী বুঝ? |সামরিক শাসন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর | সামরিক শাসন কাকে বলে? | সামরিক শাসন সংজ্ঞা দাও| সামরিক শাসন বলতে কি বোঝায়