“সামাজিকীকরণ ও গ্রাম শহর এবং বিশ্ব উন্নয়ন”সম্পর্কিত প্রতিবেদন, সামাজিকীকরণ: গ্রাম শহর ও বিশ্ব,তুমি গ্রামে বাস করলে শহরের অথবা শহরে বাস করে গ্রামের একটি পরিবারের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে সেগুলোর সাথে তোমার পরিবারের নিম্নোক্ত দিকগুলো তুলনা করো

শ্রেণি:৮ম/2022 বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ

পঞ্চম অধ্যায়: সামাজিকীকরণ ও উন্নয়ন

এসার্মেন্ট শিরোনাম:

সামাজিকীকরণ: গ্রাম, শহর ও বিশ্ব

শিখনফল বিষয়বস্তু:

  • বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া তুলনা করতে পারবে
  • সামাজিকীকরণে গণমাধ্যম এবং তথ্য ও প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করতে পারবো
  • সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারব

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা:

অ্যাসাইনমেন্টটি প্রণয়নের সুবিধার্থে নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে।

তুমি গ্রামে বাস করলে শহরের অথবা শহরে বাস করে গ্রামের একটি পরিবারের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে সেগুলোর সাথে তোমার পরিবারের নিম্নোক্ত দিকগুলো তুলনা করো:

  1. পরিবারের ধরণ
  2. পরিবারের সদস্যদের পারস্পরিক সম্মোধন
  3. পারিবারিক অনুষ্ঠান।
  4. টেলিভিশনে তারা কোন ধরনের অনুষ্ঠান দেখেন।
  5. সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব।

প্রতিবেদন তৈরি সুবিধার্থে নিম্নের প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে জেনে নাও:

  • গ্রাম ও শহরের শিশুরা কি একই পরিবেশে বেড়ে ওঠে?
  • গ্রাম ও শহরের অনুষ্ঠানগুলোতে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে?
  • কর্মস্থলে নারীর সংখ্যা বৃদ্ধির ইতিবাচক প্রভাব কি?
  • গ্রাম ও শহরের মানুষ কিভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা প্রবাহিত হচ্ছে?
  • এবার তোমার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রাম ও শহরের উদাহরণসহ এসাইনমেন্ট তৈরি করো।

তারিখ : –/—/২০২২ ইং ।
বরাবর ,
প্রধান শিক্ষক,
বাংলা নিউজ এক্সপ্রেস স্কুল ,
ঢাকা-১২০৭ , বাংলাদেশ ।
বিষয় : “সামাজিকীকরণ ও গ্রাম শহর এবং বিশ্ব উন্নয়ন”সম্পর্কিত প্রতিবেদন

জনাব,
বিনতি নিবেদন এই যে , আপনার আদেশ নং বা.উ.বি.৩৫৫-১ তারিখ : –/—/২০২২ ইং অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম ।

১ নং

পরিবারের ধরণ নিম্নে উল্লেখ করা হলােঃ সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি শ্রদ্ধা ও ভালােবাসা জাগিয়ে তােলাে। গ্রাম অঞ্চলে সাধারণত যৌথ পরিবারসমূহের সংখ্যা। বেশি দেখা যায়। অন্যদিকে শহরের ক্ষেত্রে দেখা যায় এর উল্টোটা। এখানে ছােট পরিবার বা একক পরিবারের সংখ্যা বেশি হয়। কেননা গ্রামে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

যৌথ পরিবার গঠনের ক্ষেত্রে যে কারণগুলাে লক্ষনীয় তার মধ্যে বেশি জনসংখ্যার বিষয়টা বিশেষভাবে লক্ষনীয়। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায়, দাদা-দাদি, নানা-নানি এই ধরনের পরিবারের অন্তরভুক্ত থাকেন। শহরের প্রক্ষাপটে একথা বিবেচনা করলে দেখা যায়, সেখানে বিশেষ করে বাবা-মা কর্মজীবি হয়ে পড়ে। ফলে এখানে ছােট পরিবার বেশি দেখা যায় ।

২নং

পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্বােধন নিম্নে উল্লেখ করা হলােঃ পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্বােধনের ক্ষেত্রে গ্রামের পরিবারগুলাে শহরের থেকে অনেক এগিয়ে। কেননা তাদের দিন কাটে দাদা-দাদি, নানা-নানির সাথে গল্প করে। আর শহরের পরিবারের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। কেননা তারা ছােট পরিবারে বাস করায় একাকিত্বের সাথে বেড়েওঠে। যেখানে গ্রামে সকলেমিলে খেলাধুলায় মেতে মেতে থাকে, সেখানে শহরের পরিবারে একজন শিশু একাকিত্বে ভােগে এক্ষেত্রে আচরণগত অনেক পার্থক্য পরিলক্ষিত হয়।

৩নং

পারিবারিক অনুষ্ঠান সমূহ নিম্নে উল্লেখ করা হলােঃ জন্মদিন, বিয়ে,আকিকাসহ নানা রকম উৎসব পালনেও এই দুই ক্ষেত্রে বিভিন্নতা পরিলক্ষিত হয়। কেননা গ্রামে সচারাচর কোনাে উৎসব সকলে। মিলে একত্রে উৎযাপন করে থাকে। সকলের সাথে সকলে মিলে যায়। সেক্ষেত্রে শহরে কিছুটা ব্যাতিক্রম দেখা যায়। সেখানে ছােট অনুষ্ঠান বা উৎসবগুলাে সাধারণত ফ্লাটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সর্বোপরি উদযাপনের ক্ষেত্রেও আরাে পার্থক্য পরিলক্ষিত হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪নং

টেলিভিশনে যে অনুষ্ঠানসমূহ দেখে থাকে নিম্নে তা উল্লেখ করা হলােঃ এক্ষেত্রে গ্রামে শিক্ষনীয় দিকসমূহের দিকে তাদের বেশি আগ্রহ থাকে বলে তারা এ ধরনের অনুষ্ঠান দেখে থাকে। এছাড়া বিনােদনমূলক অনুষ্ঠান ইত্যাদিসহ নানা অনুষ্ঠানও তারা দেখে। শহরের ক্ষেত্রে বিভিন্ন আলােচনা বা বাচ্চারা কার্টুন দেখে সময় অতিবাহিত করে। তাছাড়া আধুনিকতা যা পােশাকসহ অন্যান্য দিকসমূহ নির্দেশ করে তাতেও শহরের মানুষ এগিয়ে; যার প্রভাব একটু একটু করে গ্রামে পড়তেও শুরু করেছে।

৫নং

নিম্নে সামাজিক যােগাযােগ মাধ্যমের প্রভাব আলােচনা করা হলােঃ এক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বিশাল পার্থক্য পরিলক্ষিত হয়। কেননা প্রযুক্তি বা যান্ত্রিকভাবে গ্রামের থেকে শহর অনেকাংশে এগিয়ে যার ফলস্বরূপ সামাজিক যােগাযােগ মাধ্যমের প্রভাবও শহরে বেশি। তথ্য ও যােগাযােগ প্রযুক্তির উন্নতির ফলে সমগ্র বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে। যার সুবিধা এখন গ্রামের লােকজনও নিতে শুরু করেছে। মােটকথা উন্নয়নের ফলে গ্রামেও এখন আধুনিকতার ছোঁয়া পৌছে গেছে। ফলে অন্যান্য দিক দিয়ে গ্রাম এখন এগিয়ে যাচ্ছে। আর সামাজিকীরণের ক্ষেত্রে দুটোর প্রভাবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রতিবেদকের নাম : রাকিব হোসেন সজল
রোল নং : ০১
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক
বিষয় : “সামাজিকীকরণ ও গ্রাম শহর এবং বিশ্ব উন্নয়ন”সম্পর্কিত প্রতিবেদন
প্রতিবেদন তৈরির স্থান : ঢাকা
তারিখ : –/—/২০২২ ইং ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 9 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/


Leave a Comment