অনার্স ৪র্থ বর্ষের সামাজিক গবেষণা ও পরিসংখ্যান পরীক্ষার সাজেশন, অনার্স চতুর্থ বর্ষ সামাজিক গবেষণা ও পরিসংখ্যান সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের সামাজিক গবেষণা ও পরিসংখ্যান সাজেশন ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সামাজিক গবেষণা ও পরিসংখ্যান (Social Research and Statistics) সুপার সাজেশন ২০২৪ Department of : Social Work & Other Department Subject Code: 242107 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের সামাজিক গবেষণা ও পরিসংখ্যান সাজেশন,সামাজিক গবেষণা ও পরিসংখ্যান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সামাজিক গবেষণা ও পরিসংখ্যান, অনার্স ৪র্থ বর্ষের সামাজিক গবেষণা ও পরিসংখ্যান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সামাজিক গবেষণা ও পরিসংখ্যান সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
সামাজিক গবেষণা ও পরিসংখ্যান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪
-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. গবেষণা কী?
উত্তর : গবেষণা হলো পর্যবেক্ষণ, অনুসন্ধান, পরীক্ষা, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সৃষ্ট নতুন চিন্তা বা ভাবনা।
২. তথ্যবিশ্ব বা সমগ্রক কী?
অথবা, সমগ্রক কী?
উত্তর : গবেষণার আওতাধীন সকল পর্যবেক্ষণ উপাদান বা বস্তুর সমষ্টিকে সমগ্রক বলে।
৩. প্রত্যয় কী?
উত্তর : প্রত্যয় অর্থ হচ্ছে কোনো ধারণা বা বিশ্বাস। একটি বিশেষ সামাজিক অবস্থা বর্ণনা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয় তাই প্রত্যয়।
৪. অনুমান কী?
উত্তর : অনুমান হলো একটি বিবৃতি যা পরীক্ষানিরীক্ষার কোনো অবকাশ না রেখে যথার্থ বলে ধরে নেওয়া হয় ও এর ওপর ভিত্তি করে গবেষক গবেষণা পরিচালনা করে সিদ্ধান্তে উপনীত হন।
৫. FGD এর পূর্ণরূপ লেখ।
উত্তর : FGD এর পূর্ণরূপ Focus Group Discussion.
৬. ‘Scientific Social Survey and Research’ গ্রন্থের লেখক কে?
উত্তর : “l’Scientific Social Survey and Research.’গ্রন্থের লেখক Pouline V. Young.
৭. বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি কাকে বলে?
অথবা, বিষয়-বিশ্লেষণ পদ্ধতি কী?
উত্তর : গবেষক যাদের ওপর বা যে বিষয়ে তথ্য সংগ্রহ করবেন তাদের সাথে সরাসরি যোগাযোগ না করে তাদের ঐ বিষয়ের ওপর রচিত বই, ভাষা, সংগীত, চিত্রকলা প্রভৃতি বিশ্লেষণ করে যে তথ্য সংগ্রহ করে তাকে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি বলে।
৮. বিস্তারের আদর্শ পরিমাপটি কী?
অথবা, বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি
উত্তর : বিস্তারের আদর্শ পরিমাপ পরিমিত ব্যবধান।
৯. সমাজকর্ম গবেষণা কী?
উত্তর : সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট সমস্যাবলির নিয়ন্ত্রণ, সমাধান এবং সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, ধারণা ও পদ্ধতির উন্নয়নকল্পে পরিচালিত সুশৃঙ্খল ও সুক্ষ্ম অনুসন্ধান প্রক্রিয়াই সমাজকর্ম গবেষণা।
১০. শ্রেণি মধ্যবিন্দু কী?
অথবা, শ্রেণি মধ্যবিন্দু কাকে বলে?
উত্তর : কোনো শ্রেণির উচ্চসীমা এবং নিম্নসীমার যোগফলকে ২ দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলই শ্রেণি মধ্যবিন্দু।
১১. গণসংখ্যা নিবেশন বলতে কী বুঝ? গণসংখ্যা কী?
অথবা, গণসংখ্যা কী?
উত্তর : সংগৃহীত তথ্যসমূহকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে শ্রেণিগুলোকে মানের ক্রমানুসারে নিজ নিজ গণসংখ্যাসহ পাশাপাশি সাজিয়ে তথ্যাদির উপস্থাপনকে গণসংখ্যা নিবেশন বা বিন্যাস বলে। কোনো তথ্যসারিতে কোনো একটি মানের যতবার পুনরাবৃত্তি ঘটে তার সংখ্যাগত মানই গণসংখ্যা।
১২. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী?
অথবা, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলো উল্লেখ কর।
উত্তর: কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পাঁচটি। যথা: ক. গাণিতিক গড়/যোজিত গড়; খ. জ্যামিতিক গড়/গুণিতক গড়; গ. তরঙ্গ গড়/বিপরীত গড়/ উল্টন গড়; ঘ. মধ্যমা এবং ঙ. প্রচুরক।
১৩. কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক কোনটি?
অথবা, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি?
উত্তর : কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক হলো গাণিতিক গড়।
১৪. জ্যামিতিক গড়/গুণিতক গড় কাকে বলে?
অথবা, জ্যামিতিক গড় কী?
উত্তর : কোনো তথ্যসারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তততম মূলকে উক্ত তথ্যসারির জ্যামিতিক গড় বা গুণিতক গড় বলে।
১৫. প্রদত্ত উপাত্ত থেকে মধ্যমা বের কর: ৮, ৫, ১০, ৭, ৬, ৪।
উত্তর : প্রদত্ত উপাত্তের মাধ্যমে ৬.৫।
১৬. নির্ভরণ কাকে বলে?
অথবা, নির্ভরণ কী?
উত্তর : যে পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীন চলকের জানা মানের ভিত্তিতে অধীন চলকের গড় মান বা প্রত্যাশিত মান নির্ণয় করা যায়, তাকে নির্ভরণ বলে।
১৭. পূর্ণ ধনাত্মক সংশ্লেষ কাকে বলে?
অথবা, পূর্ণ ধনাত্মক সংশ্লেষ কী?
উত্তর : সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তন যদি সমমুখী ও সমানুপাতিক (বা সমহারে) হয়, তবে তাদের মধ্যকার সম্পর্ককে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলে। এক্ষেত্রে সংশ্লেষের মান 1 অর্থাৎ r = + 1 হয়।
১৮. r = 0 দ্বারা কী বুঝায়?
উত্তর : r = 0 দ্বারা বুঝায়, চলকদ্বয়ের মধ্যে শূন্য সংশ্লেষ বিদ্যমান। অর্থাৎ চলকদ্বয় স্বাধীন। এক্ষেত্রে একটি চলকের মানের বৃদ্ধি বা হ্রাসের ফলে অপর চলকের মান অপরিবর্তিত অবস্থায় থাকে।
১৯. ‘Methods of Social Research’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘Methods of Social Research’ গ্রন্থের লেখক হলেন- কেনিথ ডি. বেইলি (Kenneth D. Bailey)
২০. স্বাধীন চলক কাকে বলে?
অথবা, স্বাধীন চলক কী?
উত্তর : যে চলক অন্য চলকের সহযোগিতা ছাড়া ঘটনার ওপর প্রভাব সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে।
২১. নির্ভরশীল চলক বলতে কী বুঝায়?
উত্তর : স্বাধীন চলকের উপস্থিতি ও পরিবর্তনের ফলে যে চলকের উপস্থিতি ও পরিবর্তন নির্ভরশীল তাকে নির্ভরশীল চলক বলে।
২২. মৌলিক গবেষণা কী?
উত্তর : যে গবেষণাকর্ম মৌলিক জ্ঞানার্জনের জন্য পরিচালিত হয় তাই মৌলিক গবেষণা।
২৩. কার্যক্রম গবেষণা কী?
উত্তর : যে গবেষণা কোনো বাস্তব সমস্যা সমাধান বা কৌশল বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হয় তাই কার্যক্রম গবেষণা।
২৪. পরীক্ষণ পদ্ধতি কী?
উত্তর : নিয়ন্ত্রিত পরিবেশে কোনো ঘটনা পর্যবেক্ষণ করা হলে তাকে বলা হয় পরীক্ষণ বা পরীক্ষণ পদ্ধতি।
২৫. সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?
উত্তর : সামাজিক গবেষণার প্রথম ধাপ: সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ।
২৬. গণসংখ্যা নিবেশন কাকে বলে?
অথবা, গণসংখ্যা নিবেশন কী?
উত্তর : সংগৃহীত তথ্যসমূহকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে শ্রেণিগুলোকে মানের ক্রমানুসারে নিজ নিজ গণসংখ্যাসহ পাশাপাশি সাজিয়ে তথ্যাদির উপস্থাপনকে গণসংখ্যা নিবেশন বা বিন্যাস বলে।
২৭. ক্রমযোজিত গণসংখ্যা কী?
উত্তর : গণসংখ্যা নিবেশনে প্রতিটি শ্রেণির গণসংখ্যা ক্রমাগতভাবে যোগ করে যেসব সংখ্যা মান পাওয়া যায় তাই ক্রমযোজিত গণসংখ্যা।
২৮. প্রকৃত শ্রেণিসীমা কী?
অথবা, প্রকৃত সীমা কী?
উত্তর : অন্তর্ভুক্ত শ্রেণিব্যাপ্তি বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের কোনো শ্রেণির উচ্চসীমা ও তার পরবর্তী শ্রেণির নিম্নসীমার পার্থক্যকে ২ দ্বারা ভাগ করে ভাগফলকে ঐ শ্রেণির নিম্নসীমা থেকে বিয়োগ করে এবং উচ্চসীমার সাথে যোগ করে যে নিম্নসীমা ও উচ্চসীমা পাওয়া যায় তাকে ঐ শ্রেণির প্রকৃত নিম্নসীমা ও প্রকৃত উচ্চসীমা বলে।
২৯. তরঙ্গ গড় কী?
উত্তর : কোনো অশূন্য তথ্যসারিতে যতগুলো মান থাকে তাদের উল্টোমানের উল্টো গড় হলো তরঙ্গ গড়।
৩০. ধনাত্মক বঙ্কিমতা কাকে বলে?
অথবা, ধনাত্মক বঙ্কিমতা কী?
উত্তর : গণসংখ্যা নিবেশনের যোজিত গড় > মধ্যমা < মোড হলে তাকে ধনাত্মক বঙ্কিমতা বলে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
সামাজিক গবেষণা ও পরিসংখ্যান অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানসমূহ কী?
অথবা, বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো উল্লেখ কর।
২. অনুকল্প বলতে কী বুঝ?
অথবা, অনুমিত সিদ্ধান্ত বলতে কী?
অথবা, অনুকল্পের সংজ্ঞা দাও।
৩. সামাজিক গবেষণার প্রকারভেদ লেখ।
অথবা, সামাজিক গবেষণার শ্রেণিবিভাগ উল্লেখ কর।
অথবা, সামাজিক গবেষণা কত প্রকার ও কী কী?
৪. জরিপ পদ্ধতি কী?
অথবা, সামাজিক জরিপের সংজ্ঞা দাও।
৫. বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি বলতে কী বুঝ?
অথবা, বিষয়বস্তু বিশ্লেষণের দাও।
অথবা, বিষয়বস্তু বিশ্লেষণ কী?
৬. নৃতাত্ত্বিক পদ্ধতির সুবিধাসমূহ লেখ।
অথবা, নৃতাত্ত্বিক পদ্ধতির সুবিধাগুলো কী?
অথবা, নৃতাত্ত্বিক পদ্ধতির সুবিধাসমূহ উল্লেখ কর।
৭. সাহিত্য সমীক্ষা বলতে কী বুঝ?
অথবা, প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা বলতে কী বুঝায়?
অথবা, সাহিত্য পর্যালোচনা বলতে কী বুঝ?
৮. জরিপ পদ্ধতির সংজ্ঞা দাও।
অথবা, জরিপ পদ্ধতি বলতে কী বুঝ?
অথবা, সামাজিক জরিপের সংজ্ঞা দাও।
৯. উপাত্ত প্রক্রিয়াজাতকরণ কাকে বলে?
অথবা, তথ্য প্রক্রিয়াজাতকরণ কী?
১০. সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর।
অথবা, সামাজিক গবেষণা বলতে কী বুঝ? সমাজকল্যাণ ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর।
অথবা, সমাজকর্মে সামাজিক গবেষণার তাৎপর্য বর্ণনা কর।
১১. পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো কী?
অথবা, পরিসংখ্যানের প্রকৃতি সংক্ষেপে আলোচনা কর।
অথবা, পরিসংখ্যানের বৈশিষ্ট্য লেখ।
১২. কেন্দ্রীয় প্রবণতা কেন পরিমাপ করা হয়?
অথবা, পরিসংখ্যানে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব লেখ।
১৩. বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি এবং কেন?
অথবা, বিস্তার পরিমাপের আদর্শ পদ্ধতি কোনটি এবং কেন?
অথবা, কোন পরিমাপকে বিস্তারের আদর্শ পরিমাণ হিসেবে গণ্য করা হয়?
১৪. ইংরেজি অংশে প্রদত্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় কর।
অথবা, নিম্নের উপাত্ত হতে গড় ব্যবধান নির্ণয় কর।
[15, 20, 25, 33, 16, 10, 30, 16]
১৫. নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় কর : [7, 5, 9, 10, 12]
১৬. নির্ভরণের ব্যবহার লেখ।
অথবা, নির্ভরণের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৭. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
অথবা, বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা দাও।
অথবা, বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে?
১৮. সামাজিক গবেষণায় নমুনায়নের গুরুত্ব উল্লেখ কর।
অথবা, সামাজিক গবেষণায় নমুনায়নের যৌক্তিকতা বিবৃত কর।
১৯. একটি উত্তম সাক্ষাৎকারের পূর্বশর্তগুলো উল্লেখ কর।
অথবা, সফল সাক্ষাৎকারের পূর্বশর্ত কী কী?
২০. সংশ্লেষাঙ্ক ও নির্ভরাঙ্ক বলতে কী বুঝ?
অথবা, সংশ্লেষাঙ্ক ও নির্ভরাঙ্ক কাকে বলে?
PDF Download সামাজিক গবেষণা ও পরিসংখ্যান অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সামাজিক গবেষণার উদ্দেশ্য ও উপযোগিতা আলোচনা কর।
অথবা, সামাজিক গবেষণার উপযোগিতা বর্ণনা কর।
অথবা, সমাজকর্মে সামাজিক গবেষণার উপযোগিতা আলোচনা কর।
২. সামাজিক গবেষণার সীমাবদ্ধতা আলোচনা কর।
অথবা, বাংলাদেশে সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে উদ্ভুত সমস্যা ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত কর।
৩. সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর।
অথবা, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। বাংলাদেশে সামাজিক উন্নয়নে সামাজিক গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
৪. বৈজ্ঞানিক পদ্ধতি কী? বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো আলোচনা কর।
অথবা, বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো আলোচনা কর।
৫. সামাজিক গবেষণা কী? সামাজিক গবেষণা কত প্রকার ও কী কী? বিস্তারিত লেখ।
অথবা, সামাজিক গবেষণার প্রকারভেদ বর্ণনা কর।
অথবা, সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৬. সামাজিক গবেষণার প্রকারভেদ লেখ। মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য নিরূপণ কর।
অথবা, সামাজিক গবেষণা কত প্রকার ও কী কী? মৌলিক গবেষণা ও ফলিত গবেষণণার মধ্যে বৈসাদৃশ্য দেখাও।
৭. গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা কর।
অথবা, সামাজিক গবেষণায় ধাপসমূহ আলোচনা কর।
অথবা, উদাহরণসহ সামাজিক গবেষণার ধাপসমূহ বর্ণনা কর।
৮. সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর।
অথবা, সামাজিক গবেষণা বলতে কী বুঝ? সমাজকল্যাণ ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর।
অথবা, সমাজকর্মে সামাজিক গবেষণার তাৎপর্য বর্ণনা কর।
৯. পরিসংখ্যানের বৈশিষ্ট্য আলোচনা কর। পরিসংখ্যানের সীমাবদ্ধতা তুলে ধর।
অথবা, পরিসংখ্যানের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা বর্ণনা কর।
১০. পরিসংখ্যানের বৈশিষ্ট্য লেখ। পরিসংখ্যানের কার্যাবলি আলোচনা কর।
অথবা, পরিসংখ্যানের বৈশিষ্ট্য ও কার্যাবলি বর্ণনা কর।
১১. পরিসংখ্যান বলতে কী বুঝ? সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর।
অথবা, পরিসংখ্যানের সংজ্ঞা দাও। সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার আলোচনা কর।
অথবা, সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক বিভাগ
- সামাজিক গবেষণা কী?
- Methods of social research গ্রন্হের লেখক কে?
- তথ্যবিশ্ব বা সমগ্রক কী?
- চলক কী ?
- স্বাধীন চলক কী?
- তও্ব কী?
- মৌলীক গবেষণা কী?
- কার্যক্রম গবেষণা কী?
- পরীক্ষণ পদ্ধতি কী?
- সামাজিক গবেষণার প্রথম ধাপ কি?
- তথ্য সংগ্রহের পরোক্ষ কৌশলগুলো উল্লেখ কর?
- RRA এর পূর্ণ রুপ কী
- বাংলাদেশে সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেএে তিনটি সমস্যা লেখ?
- পরিসংখ্যান কি?
- পরিসংখ্যানের দুটি সীমাবদ্ধতা লেখ?
- গণসংখ্যা নিবেশন কী?
- ক্রমযোজিত গণসংখ্যা কী?
- চিএ/বৃও নকশা কাকে বলে?
- প্রকৃত সীমা কী?
- কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলো উল্লেখ কর?
- গাণিতিক গড়ের একটি অসুবিধা লেখ?
- তরঙ্গ গড় কী?
- ইংরেজি অংশে প্রদও উপাও থেকে প্রচুরক নির্ণয় কর?
- বিস্তারের আদর্শ পরিমাপটি কী?
- পরিসর মাপের সুএটি লেখ?
- একটি তথ্যসারির সর্বনিন্ম মান 9 এবং পরিসর 81 হলে সর্বোচ্চ মান কত?
- সংশ্লেষ বা সংশ্লেষণ বা সহসম্বন্ধ কী?
- r=1 দ্বাড়া কী বুঝায় ?
- নির্ভরণের একটি ব্যবহার লেখ?
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সামাজিক গবেষণা ও পরিসংখ্যান ২০২৪
খ বিভাগ
- সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলো লেখ?
- বৈজ্ঞানিক পদ্ধতি কী?
- চলক কত প্রকার ও কী কী?
- অনুমান ও অনুকল্প বলতে কী বুঝায়?
- সামাজিক গবেষণার প্রকারভেদ লেখ?
- মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য লেখ?
- ঘটনা অনুধ্যানের সুবিধাগুলো লেখ?
- প্রক্ষেপণ পদ্ধতির সংজ্ঞা দাও?
- একটি উওম সাক্ষাৎকারের পূর্বশর্তগুলো উল্লোখ কর?
- সামাজিক গবেষণার নমুনায়নের গুরুত্ব উল্লেখ কর?
- সমাজ কর্ম গবেষণার পরিসংখ্যানের প্রয়োগ দেখাও?
- একটি আদর্শ সারণির বিভিন্ন অংশ উল্লেখ কর?
- গণসংখ্যা নিবেশনের গুরুত্ব উল্লেখ কর?
- কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উওম পদ্ধতি কোনটি এবং কেন?
- নিন্মের উপাও হতে মধ্যমা নির্ণয় কর {7.4.0.15 .8.11.6}
- বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা লেখ?
- ইংরেজি অংশে প্রদও উপাও থেকে গড় ব্যবধান নির্ণয় কর?
- সংশ্লেষ কত প্রকার ও কী কী?
- সংশ্লেষঙ্ক ও নির্ভারাঙ্ক বলতে কী বুঝ?
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের সামাজিক গবেষণা ও পরিসংখ্যান পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ সামাজিক গবেষণা ও পরিসংখ্যান সাজেশন
গ বিভাগ
- সামাজিক গবেষণার সীমাবদ্ধতা আলোচনা কর?
- সামাজিক গবেষণার সংজ্ঞা দাও?৷সামাজিক গবেয়ণার গুরুত্ব আলোচনা কর?
- বৈজ্ঞানীক পদ্ধতি কী? বৈজ্ঞানীক পদ্ধতি হিসেবে সামাজিক গবেষণা আলোচনা কর?
- সামাজিক গবেষণা কী? সামাজিক গবেষণা কত প্রকার ও কী কী বিস্তারিত লেখ
- জরিপ পদ্ধতি কী? সামাজিক জরিপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?
- সামাজিক জরিপ কাকে বলে? সামাজিক জরিপের সুবিধা ও অসুবিধা আলোচনা কর?
- গবেষণা নকশা কী? গবেষণা নকশার উপাদানসমূহ উদাহরণসহ আলোচনা কর?
- সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের কৌশল আলোচনা কর?
- উপাও বিশ্লেষণ কী? উপাও বিশ্লেষণের বিভিন্ন ধরন বা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা কর?
- পরিসংখ্যানের বৈশিষ্ট্য আলোচনা কর? পরিসংখ্যানের সীমাবদ্ধতা তুলে ধর?
- পরিসংখ্যানের বৈশিষ্ট্য লেখ৷ পরিসংখ্যানের কার্যাবলি আলোচনা কর?
- গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝ?নিন্মের উপাও থেকে একটি গণসংখ্যা নিবেশনের সারণি তৈরি কর ৷
- ইংরেজি অংশে প্রদও উপাও থেকে 10 শ্রেণি ব্যপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণি প্রস্তুত কর এবং আয়তনলেখ অঙ্কন কর?
- কেন্দ্রীয় প্রবণতার আদরেশ পরিমাপক কোনটি এবং কেন আলোচনা কর?
- ইংরেজি অংশে প্রদও উপাও থেকে গাণিতিক গড় ও মধ্যমা নির্ণয় কর ৷ জাবি 17
- কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো উল্লেখ কর? নিন্মের উপাও থেকে প্রচুরক নির্ণয় কর জাবি 16
- বিস্তার পরিমাপের উদ্দেশ্য কী? নিন্মের উপাও থেকে পরিমিত ব্যবধান নির্ণয় কর?জাবি 15
- ইংরেজি অংশে প্রদও টেবিল হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় কর?
- নিন্মে X ও Y চলকের মান দেওয়া হলো X এর ওপর Y এর নির্ভরণ সমীকরণ নির্ণয় কর?জাবি 16
- নিন্মের X ও Y চলকের মান দেওয়া হলো Y এর ওপর X এর নির্ভরণ সমীকরণ নির্ণয় কর?
Honors 4th year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের সামাজিক গবেষণা ও পরিসংখ্যান স্পেশাল সাজেশন 2024,Honors Social Research and Statistics Suggestion 2024
PDF Download সামাজিক গবেষণা ও পরিসংখ্যান অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, সামাজিক গবেষণা ও পরিসংখ্যান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সামাজিক গবেষণা ও পরিসংখ্যান সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ সামাজিক গবেষণা ও পরিসংখ্যান সাজেশন, সামাজিক গবেষণা ও পরিসংখ্যান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও