সামাজিক গবেষণা সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ সামাজিক গবেষণা সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ সামাজিক গবেষণা সাজেশন
সমাজকর্ম ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র সাজেশন
ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সমাজকর্ম ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের সামাজিক গবেষণা[ Social Research] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের Subject Code: 132101 |
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. নমুনায়ন কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক বিষয়ে বা উপাদান নির্বাচন করা হয় তাকে নমুনায়ন বলে।
২. তথ্যবিশ্ব কি?
উত্তর: কোন সুনির্দিষ্ট বিষয়বস্তুর অন্তর্গত উপাদানকে তথ্যবিশ্ব বা সমগ্র বলা হয়।
৩. স্বাধীন চলক কাকে বলে?
উত্তর: দিয়ে চলক অন্যকে সহযোগিতা ছাড়া ঘটনার ওপর প্রভাব সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে।
৪. অনুমান কি?
উত্তর: অনুমান হলো একটি বিবৃতি বা পরীক্ষা-নিরীক্ষার কোনো অবকাশ না রেখে যথার্থ বলে ধরে নেওয়া হয় ও এর উপর ভিত্তি করে গবেষক গবেষণা পরিচালনা করে সিদ্ধান্তে উপনীত হন।
৫. তত্ত্ব কি?
উত্তর: দাত্ত হল দুটি প্রত্যয় এর মধ্যে পারস্পরিক সম্পর্কের সাধারন একটি বিবৃতি।
৬. সামাজিক গবেষণা প্রথম ধাপ কি?
উত্তর: সামাজিক গবেষণার প্রধান সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরন।
৭. উপাত্ত কাকে বলে?
উত্তর: যেকোনো গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র থেকে কোন বৈশিষ্ট্য বর্ণনা বা পরিমাপ করে যে কাঁচামাল সংগ্রহ করা হয় তাকে উপাত্ত বলে।
৮. ডকুমেন্টের উৎস কি কি?
উত্তর: ডকুমেন্টের উৎস প্রধানত দুটি। যথা- ১. লিখিত ডকুমেন্ট ও ২. অলিখিত ডকুমেন্ট।
৯. বাংলাদেশে সাক্ষরতার হার কত?
উত্তর: বাংলাদেশের সাক্ষরতার হার ৭৬.২ শতাংশ।
১০. পরিসংখ্যানের প্রধান সীমাবদ্ধতা কি?
উত্তর: পরিসংখ্যানের প্রধান সীমাবদ্ধতা হলো একটি গুণবাচক তথ্য নিয়ে আলোচনা করে না।
১১. শ্রেণীবদ্ধকরণ কাকে বলে?
উত্তর: সংগৃহীত উপাত্ত সমূহকে তাদের অন্তর্গত একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যেমন- বয়স, লিঙ্গ, পেশা, ধর্ম ইত্যাদি অনুসারে কতকগুলো শ্রেণীতে উপস্থাপন করাকে শ্রেণীবদ্ধকরণ বলে।
১২. একটি সারণি কয়টি অংশ থাকে?
উত্তর: একটি সারণির 6 থেকে 10 টি অংশ থাকে।
১৩. ক্রমযোজিত গণসংখ্যা কি?
উত্তর: গণসংখ্যা নিবেশন এর প্রতিটি শ্রেণীর জনসংখ্যা ক্রমাগতভাবে যোগ করে যেসব মান পাওয়া যায় তাই ক্রমযোজিত গণসংখ্যা।
১৪. শ্রেণীর মধ্যবিন্দু কি?
উত্তর: কোন শ্রেণীর উচ্চ সীমা সর্বনিম্ন যোগফল কে 2 দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলই শ্রেণীর মধ্যবিন্দু।
১৫. মাধ্যমিক তথ্যের উৎস কি কি?
উত্তর: মাধ্যমিক তথ্যের উৎসগুলো ২টি। ১. -পত্রপত্রিকা গবেষণা রিপোর্ট বিভিন্ন প্রতিবেদন ইত্যাদি ও ২. অপ্রকাশিত উৎস যেমন কোনো গবেষক এর ব্যবহৃত তথ্য তা ফাইল বা নথিভূক্ত থাকে।
১৬. পরিসর মাপের সূত্রটি লেখ।
উত্তর: পরিসর= তথ্যসারির সর্বোচ্চ মান – তথ্যসারির সর্বোচ্চ মান
১৭. পাই চার্ট কি?
উত্তর: কোন একটি তথ্য শারীরিক বিভিন্ন উপাদানের আনুপাতিক হারে একটি বৃত্তকে কয়েকটি অংশে বিভক্ত করে তথ্য উপস্থাপন করার জন্য যে চিত্র ব্যবহার করা হয় তাকে পাই চিত্র বা পাই চার্ট বা বৃত্তাকার চিত্র বা কৌণিক নকশা বলে।
১৮. কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে জনপ্রিয় পরিমাপ কোনটি?
উত্তর: কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে জনপ্রিয় পরিমাপ হলো গাণিতিক গড়।
১৯. ভেদাঙ্কের সর্বনিম্ন মান কত?
উত্তর: ভেদাঙ্কের সর্বনিম্ন মান শূন্য।
২০. বঙ্কিমতা কাকে বলে?
উত্তর: গণসংখ্যা নিবেশনের প্রতিটি তথ্য মানের বিন্যাসের ক্ষেত্রে সামনের অভাবকে বঙ্কিমতা বলেন।
২১. সুচালতা কত প্রকার ও কি কি?
উত্তর: সূচালতা তিন প্রকার। যথা- ১. অতি সূচালো, ২. মাধ্যম সূচালো এবং ৪. অনতি সূচালো।
২২. বিস্তার কাকে বলে?
উত্তর: কোনো তথ্যসারির বা গণসংখ্যা নিবিশনের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলোর ব্যবধানকে বিস্তার বলে।
ডিগ্রি ৩য় বর্ষের সমাজকর্ম ৫ম পত্র অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন পেতে ক্লিক করুন ।।
২৩. বিস্তারের আদর্শ পরিমাপটি কি?
উত্তর: বিস্তারের আদর্শ পরিমাপটি পরিমিত ব্যবধান।
২৪. কোনটিকে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়?
উত্তর: পরিসংখ্যানিক বিবেচনায় মধ্যমাকে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়।
২৫. গড় ব্যবধান কাকে বলে?
উত্তর: কোন তথ্য শাড়ির বা গণসংখ্যা নিবেশন এর কেন্দ্রীয় মান হতে সংখ্যাগুলোর ব্যবধানের পরমমানের সমষ্টিকে তাদের পদ সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে।
২৬. অসম শ্রেণিসীমা কাকে বলে?
উত্তর: শ্রেণি গণসংখ্যা নিবেশনের প্রত্যেকটি শ্রেণীর শ্রেণীব্যবধান যদি সমান না হয়, তবে তার শ্রেণিসীমাসমূহকে শ্রেণিসীমা বলে।
২৭ প্রকৃত শ্রেণিসীমা কি?
উত্তর: অন্তর্ভুক্ত শ্রেণিব্যাপ্তি বিশিষ্ট জনসংখ্যা কোন শ্রেণীর উচ্চসীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার পার্থক্যকে 2 দ্বারা ভাগ করে ভাগফলকে ঐ শ্রেণীর নিম্নসীমা থেকে বিয়োগ করে এবং উচ্চসীমা সাথে যোগ করে যে নিম্নসীমা ও উচ্চসীমা পাওয়া যায় তাকে ঐ শ্রেণীর প্রকৃত নিম্নসীমা ও প্রকৃতি উচ্চসীমা বলে।
২৮. নাস্তি প্রকল্প কাকে বলে?
উত্তর: যে প্রকল্পের দুটি চলকের মধ্যে সম্পর্ক বিদ্যমান বা কোন ধরনের পার্থক্য নেই ধরে নেওয়া হয় তাকে নাস্তি প্রকল্প বলে।
২৯. ফলিত গবেষণা কাকে বলে?
উত্তর: যে গবেষণা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ বা কোনো বাস্তব সমস্যা সমাধান করার লক্ষ্যে পরিচালিত হয় তাকে হলিত গবেষণা বলে।
৩০. সামাজিক জরিপ কাকে বলে?
উত্তর: পদ্ধতির মাধ্যমে সামাজিক অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় তাকে সামাজিক জরিপ বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সামাজিক গবেষণার সংজ্ঞা দাও।
২. সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলো লেখ।
৩. বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানসমূহ কি?
৪. মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য কি?
৫. সামাজিক জরিপ পদ্ধতির সুবিধা লেখ।
৬. পরীক্ষণ পদ্ধতির সুবিধা কি কি?
৭. সাক্ষাৎকার পদ্ধতির ইতিবাচক দিক উল্লেখ কর।
৮. সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব লেখ।
৯. তথ্য বা উপাত্ত কি?
১০. সারনিবদ্ধকরণ বা তালিকাবদ্ধকরন কি?
১১. অনপেক্ষ বিস্তার পরিমাপ ও আপেক্ষিক বিস্তার পরিমাপ এর মধ্যে পার্থক্য লেখ।
১২. বিস্তার পরিমাপ কি?
১৩. সংশ্লেষ কত প্রকার ও কি কি?
১৪. তত্ত্বের সংজ্ঞা দাও।
১৫. মৌলিক গবেষণা কি?
ডিগ্রি ৩য় বর্ষের সমাজকর্ম ৫ম পত্র অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন পেতে ক্লিক করুন ।।
১৬. ব্যাখ্যামূলক গবেষণা কি?
১৭. নৃতাত্ত্বিক পদ্ধতির সংজ্ঞা দাও।
১৮. সংশ্লেষ কত প্রকার ও কি কি?
১৯. ভেদাঙ্কের ধাপসমূহ লেখ।
২০. বঙ্কিমতা কত প্রকার ও কি কি?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো আলোচনা কর।
২. সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ধাপগুলো পর্যালোচনা কর।
৩. সামাজিক গবেষণার প্রকারভেদ আলোচনা কর।
৪. সামাজিক জরিপের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
৫. অনুসন্ধানমূলক গবেষণার উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
৬. ঘটনা অনুধ্যান কী? এর সুবিধা অসুবিধাসমূহ আলোচনা কর।
৭. গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা কর।
৮. গবেষণা নকশার গুরুত্ব আলোচনা কর।
৯. গবেষণা প্রতিবেদন লিখন এর প্রচলিত রীতি সমূহ আলোচনা কর।
১০. বাংলাদেশের সামাজিক গবেষণার সমস্যাসমূহ বর্ণনা কর।
১১. সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহারের সীমাবদ্ধতা আলোচনা কর।
১২. মাধ্যমিক তথ্য কি? মাধ্যমিক তথ্য সংগ্রহের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
১৩. সামাজিক গবেষণায় তথ্য সংগ্রেহর পদ্ধিত কী? তথ্য সংগ্রেহর পদ্ধিত হিসেবে সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
১৪. তালিকাবদ্ধকরণ কী? তালিকাবদ্ধকরণের প্রকারভেদ আলেচনা কর।
ডিগ্রি ৩য় বর্ষের সমাজকর্ম ৫ম পত্র অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন পেতে ক্লিক করুন ।।
১৫. গণসংখ্যা নিবেশন কাকে বলে? নিম্নের উপাত্তগুেলার মাধ্যমে উপযুক্ত শ্রেণি ব্যাপ্তি সহ গণসংখ্যা নিবেশন প্রস্তুত কর:
40, 38, 44, 28, 60, 21, 35, 42, 40, 36
50, 67, 25, 58, 30, 48, 65, 35, 55, 39
72, 44, 70, 55, 53, 21, 76, 46, 57, 67
51, 34, 41, 56, 62, 42, 64, 73, 38, 41,
১৬. কেন্দ্রীয় প্রবণতা কি? নিম্নে প্রদত্ত তথ্যের গাণিতিক গড় মধ্যমা নির্ণয় কর: (ছকটি PDF ফাইলে দেখ)
১৭. নিম্নে প্রদত্ত তথ্যের গাণিতিক গড় এবং মধ্যমা নির্ণয় কর। (ছকটি PDF ফাইলে দেখ)
১৮. ইংরেজি অংশে প্রদত্ত উপাত্ত গাণিতিক গড় ও প্রচুরক নির্ণয় কর। (ছকটি PDF ফাইলে দেখ)
১৯. কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি সমূহ বর্ণনা কর।
২০. অনপেক্ষ বিস্তার পরিমাপ কি? অনপেক্ষ বিস্তার পরিমাপ কত প্রকার ও কি কি? আলোচনা কর।
২১. ইংরেজি অংশে প্রদত্ত উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় কর। (ছকটি PDF ফাইলে দেখ)
২২. ব্যবধানাঙ্কেরর সংগা দাও নিম্নের উপর থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় কর। (ছকটি PDF ফাইলে দেখ)
২৩. নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান এবং বিভেদাঙ্ক নির্ণয় কর। (ছকটি PDF ফাইলে দেখ)
২৪. সংশ্লেষ কাকে বলে? সংশ্লেষ কত প্রকার ও কি কি?আলোচনা কর।
২৫. সহ সম্পর্ক কি? নিম্নে প্রদত্ত উপাত্ত থেকে সংশ্লেষাঙ্ক নির্ণয় কর। (ছকটি PDF ফাইলে দেখ)
২৬. শ্রেনিক্রোম সংশ্লেষ কি? নিম্নের তথ্যসারি থেকে শ্রেণিক্রোম সহসম্বন্ধ সহগ নির্ণয় কর এবং মন্তব্য কর। (ছকটি PDF ফাইলে দেখ)
২৭. গাণিতিক গড় কাকে বলে? গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
২৮. কেন্দ্রীয় প্রবণতা আদর্শ পরিমাপক কোনটি এবং কেন আলোচনা কর।
২৯. মধ্যমা কি মধ্যমার সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
৩০. শ্রেণীবদ্ধকরণের সংজ্ঞা দাও। এর প্রকারভেদ বিস্তারিত বর্ণনা কর।
২৭. সহ- সর্ম্পক কি? ইংরেজি অংশের প্রদত্ত উপাত্ত থেকে সংশ্লেষাংক নিণর্য় কর
X | 14 | 25 | 31 | 35 | 42 | 45 | 52 | 54 | 66 | 62 |
Y | 13 | 20 | 33 | 30 | 45 | 42 | 48 | 51 | 55 | 63 |
ডিগ্রি ৩য় বর্ষের সমাজকর্ম ৫ম পত্র অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন পেতে ক্লিক করুন ।।